PDA

View Full Version : ডিপোজিট করার জন্য payoneer master card পেমেন্ট মেথড কেমন?



HasanXM
2016-08-28, 11:57 AM
আমি ফরেক্স এ নতুন , অনেক দিন হলো Demo account এ ট্রেড করে আসছি । আমি real account এ deposit করতে চাই । আমার কাছে payoneer master card আসে । আমি এটি দিয়ে deposit করতে পারবো ???

বা

payoneer master card ডিপোজিট করার জন্য কেমন ???

চার্জ কেমন ???

md mehedi hasan
2016-11-03, 04:27 PM
ভাই আমি payoneer master card সমন্ধে সঠিক ভাবে জানিনা।আপনি চাইলে payoneer master card এর মাধ্যমে ডিপোজিট করতে পারেন কোন সমসা নেই।তবে আপনি যে ব্রোকারের অধীনে ট্রেড করবেন।উক্ত ব্রোকার যদি আপনার payoneer master card সাপোর্ট না করে সে ক্ষেত্রে আপনি payoneer master card দিয়ে ডিপোজিট করতে পারবেন না।

hasanjahid85
2016-11-24, 11:25 PM
master card দিয়ে না করাই ভাল,ফি কাটে
তার ছেয়ে ভাল নেটেইলার দিয়ে করেন,অনেক
বিশ্বস্ত সাইট আছে ডলার ডিপুজিট করে দেওয়ার ওগুলো দিয়ে
করান।।

IFXRasel
2016-11-27, 10:20 AM
আমি ফরেক্স এ নতুন , অনেক দিন হলো Demo account এ ট্রেড করে আসছি । আমি real account এ deposit করতে চাই । আমার কাছে payoneer master card আসে । আমি এটি দিয়ে deposit করতে পারবো ???

বা

payoneer master card ডিপোজিট করার জন্য কেমন ???

চার্জ কেমন ???

InstaForex Bancard কার্ড Payoneer দ্বারা চালিত হয়।যদি আপনার পূর্বে Payoneer কার্ড থাকে তবে আপনি ইন্সটাফরেক্সর এই কার্ডটি যুক্ত করার জন্য আবেদন করতে পারবেন।
এই সম্পর্কে বিস্তারিত জানতে এই লিঙ্কটি অনুসরন করুন - https://www.instaforex.com/instaforex_bancard
ধন্যবাদ

shohanjacksion
2017-03-10, 10:59 AM
পাইনিয়ার মাষ্টার কার্ডের মাধমে টাকা ডিপোজিট করা যাবে। যখন কারো মাষ্টার কার্ড থাকে তখন তিনি অবশ্যই কমিশন সম্পর্কিত তথ্যগুলো জানেন এবং কার্ড থাকলেই হবেনা। কার্ডে ডলার থাকতে হবে। তবে এই মেথডে ডলার বেচাকেনা একটু কঠিন। এতো পরিমান কমিশন দিয়ে ডিপোজিট না করাটাই ভালো।

Momen
2017-07-23, 08:35 AM
আমি এখনও ডিপুজিট করার জন্য Payoneer মাস্টার কার্ড ব্যবহার করি নাই। আমি সব সময়ই ডিপুজিট এবং উইথড্র এর ক্ষেত্রে স্ক্রিল ব্যবহার করেছি। আমার জানা মতে স্ক্রিল অনেক ভালো একটি পেমেন্ট প্রসেস। এরা তুলনামূলক চার্জও কম নেয়। আমি মনে করি আপনি একবার স্ক্রিল ব্যবহার করে দেখুন।

mahbubhb
2017-08-19, 03:27 PM
ফরেক্স ডিপোজিট এর জন্য মাস্টার কার্ড ব্যাবহার না করাই ভাল মনে করি। কেননা এখানে মাস্টারকার্ডের মাধ্যমে চার্জ কাটা হয় বেশী। আপনি চাইলে নেটেলার, মানিবুকারস, পেজা এগুলো দিয়ে ডিপোজিট করতে পারেন। চার্জ কম এবং অনেক সুবিধা। আমি আমার মতামত দিলাম। তবে আপনার যেটা সুবিধা হয় সেটা দিয়ে করবেন। আমি অবগত না যে মাস্টারকার্ডের মাধ্যমে কত ডলারে কত চার্জ কাটে। তবে ডিপোজিট এর আগে আপনি কনফার্ম করার আগে দেখতে পারবেন। এই ব্যাপারে পেমেন্টের আগে সিগন্যাল দেওয়া হবে।