PDA

View Full Version : ফরেক্স টাইম ফ্রেম এর সুবিধা কী?



sujon30
2016-08-28, 12:00 PM
আমার মনে হয় যে ফরেক্স এর টাইম ফ্রেম একই। কিন্তু এর ভিন্ন ভিন্ন টাইম দেওয়ার কারন কী? :woo:

mithunsarkar
2016-12-01, 12:06 AM
ফরেক্স মার্কেটে যত বেশি সময় দেবেন তত বেশি শিখতে পারবেন।আমি ফরেক্স মার্কেটে বিকাল ৪ টাই বশি আর রাত ২ টার দিকে উঠি মার্কেট থেকে।আমি মার্কেট নিয়ে অনেক আশাবাদি।আমি চাই যে একজন বড় ট্রেদার হতে যাতে মার্কেট থেকে অনেক আয় করতে পারি।

MdMintuHossen692
2016-12-01, 12:36 AM
আসলে টাইমফ্রেম হল ফরেক্সে ট্রেড করার জন্য সময়ের বিভিন্ন সংক্ষিপ্ত রুপ আর এক এক জন ট্রেডার এক এক ধরনের সময় সংক্ষেপ বা টাইমফ্রেম ব্যাবহার করে ফরেক্সে ট্রেড করতে পছন্দ করে। যারা ফরেক্সে লংটাইমে ট্রেড করতে পছন্দ করে তারা মূলত লং টাইমফ্রেমকেই পারফেক্ট বলে মনে করে আর যারা স্ক্যাল্পিং করে খুব অল্প সময়ে ফরেক্স থেকে আয় করতে চান তারা সব সময় শর্ট টাইমফ্রেমকেই বেছে নেয়।

MONIRABEGUM8080
2016-12-01, 12:40 AM
ফরেক্স টাইমফ্রেমের সুবিধা হল একজন ট্রেডার যেকোনো সময় যেকোনো টাইমফ্রেম ব্যাবহার করে ট্রেড করার সুবিধা পায়। টাইমফ্রেমে বিভিন্ন ধরনের সময় সংক্ষেপ থাকে যা ব্যাবহার করে অনেক অভিজ্ঞ ট্রেডার ফরেক্সে স্ক্যাল্পিং ট্রেডিং করে থাকে।

uzzal05
2016-12-01, 04:37 PM
অব্যশই এর কারন আছে। আমরা ফরেক্স এ লং ট্রেড এবং স্কাল্পিং করে থাকি। সে জন্য অব্যশোই টাইম ফ্রেম চেঞ্জ করার প্রয়োজন হয়। আর লং ট্রেড করতে গেলে অব্যশই হাইয়ার টাইম্ফ্রেম এ যেতে হবে। কিন্তু স্কাল্পিং করতে গেলে অব্যশই লোয়ার টাইম্ফ্রেম এ থাকা উচিত।

Puja Roy
2016-12-01, 05:08 PM
ফরেক্স এম্ন একটি মার্কেট এই মার্কেটে যে যত বেশি সময় দেবে সে তত বেশি ভাল করে বুঝতে পারবে আমি ৩ টা পি এম থেকে ১ টা এ এম পর্যন্ত ফরেক্স মার্কেটে সময় দি। আমি বিশ্বাস করি যে দক্ষতার সাথে ফরেক্স মার্কেটে কাজ করতে পারে সে অনেক আয় করতে পারে।

ONLINE IT
2016-12-01, 06:02 PM
আসলে ভিন্ন ভিন্ন টাইম ফ্রেমের কারনে আমরা ফরেক্স মার্কেটের সেই সময়কার গতিবিধি বুঝতে পারি। এবং আমাদের ট্রেডকে আরো সহজ করে তুলতে পারি। যেরকম আমরা ঘন্টার চার্ট দেখে বুঝতে পারি যে, কোন ঘন্টায় মার্কেট মুভমেন্ট কি রকম হয়েছিল। তখন কোথা হতে মার্কেট আরম্ভ করেছিল এবং সেই ঘন্টায় কোথায় গিয়ে মার্কেট শেষ হয়েছে। সেই ঘন্টায় মার্কেটে রেট সর্বোচ্চ কত ছিল বা সর্বনিম্ন কত ছিল।

uzzal05
2016-12-02, 08:55 AM
ফরেক্স এ অব্যোই টাইম ফ্রেম এর গুরুত্ত রয়েছে। তার কারন লং ট্রেড করলে মার্কেট এ হাইয়ার টাইমেফ্রেম দেখা হয়। আবার স্কাল্পিং করলে লোয়ার টাইম্ফ্রেম গুলো অনুসরন করা হয়। আপনি যদি স্কাল্পইং করেন তাহলে অব্যশোই ছোট টাইম্ফ্রেম দেখতে হবে।

RUBEL MIAH
2016-12-02, 05:39 PM
ফরেক্স মার্কেটের টাইম ফ্রেমে যদি আমরা কাজ করতে পারি । আমরা যদি টাইম ফ্রেমের নিয়ম মেনে ট্রেড করতে পারি তাহলে অবশ্যই আমরা লাভবান হতে পারব । যে ট্রেডার যত টাইম ফ্রেম দেখে কাজ করবে সে তত বেশী লাভবান হতে পারবে । অতএব আমরা বেশী বেশী দক্ষতা অর্জন করার চেষ্টা করব তাহলেই আমরা লাভবান হতে পারব ।

Md Masud
2017-03-24, 03:09 PM
ফরেক্স মার্কেটে টাইম ফ্রেমের সুবিধা অনেক রয়েছে । অামরা টাইম ফ্রেমে বেশী বেশী অনুশীলন করার চেষ্টা করব তাহলেই অামরা লাভবান হতে পারব । অামরা টাইম ফ্রেম এ্যানালাইসিস করে ৪ ঘন্টার ফ্রেম বেছে নেব তাহলেই অামরা লাভবান হতে পারব । অামরা কোন কাজেই অনীহা করব না ।

শিমুলআক্তার
2017-03-24, 04:39 PM
না বন্ধু ফরেক্স ট্রেডিং মার্কেটে বিভিন্ন টাইম ফ্রেম দেওয়া থাকে এগুলোর সবই ট্রেডারদের সুবিধার কারনে তাই এই প্রতিটা টাইম ফ্রেমেরই নিজেস্ব ট্রেডিং সুবিধা রয়েছে যদিও এগুলোর অনেকটা নির্ভর করে একজন ট্রেডার কিভাবে তার ট্রেড পরিচালনা করতে চায় তার উপর যেমন ধরুন যে ডে ট্রেড করে সে সাধারনত ডে১ ক্যান্ডেল দেখে ঘন্টা১ ক্যান্ডেলে ট্রেড ওপেন করে, ধন্যবাদ।

martin
2017-03-24, 04:39 PM
ফরেক্স মার্কেটে টাইম ফ্রেম এর গুরুত্ত রয়েছে। তার কারন লং ট্রেড করলে মার্কেট এ হাইয়ার টাইমেফ্রেম দেখা হয়। আবার স্কাল্পিং করলে লোয়ার টাইম্ফ্রেম গুলো অনুসরন করা হয়। আপনি যদি স্কাল্পইং করেন তাহলে অব্যশোই ছোট টাইম্ফ্রেম দেখতে হবে।

nbfx
2017-03-25, 01:21 AM
আমি অনুরোধ করব ছোট টাইমফ্রেম পরিহার করুন।যেমন ৫মিনিট,১৫মিনিট এবং ৩০ মিনিট। তাহলেই আপনি নিয়মিত লাভ করতে পারনে। আমার ট্রেডের ইতিহাস থেকে বলছি ২ বৎসর যাবৎ আমি লস করেছি শুধু লোয়ার টাইমফেম ব্যবহার করে। বর্তমানে ৪ বৎসর যাবৎ নিয়মিত লাভ করে যাচ্ছি ইনশাল্লাহ। নিশ্চিন্তে ট্রেড করি কোন টেনশন থাকে না। বেশিক্ষণ ট্রেডে সময় দিতে হয় না। টাইমফ্রেম এখানে বিবেচ্য বিষয়, ৪ঘন্টার নিচে কোন টাইমফ্রেম ব্যবহার করবেন না।

reser
2017-03-27, 07:21 PM
হ্যা অবশ্যই ফরেক্স এ টাইম ফ্রেম এর গুরুত্ত রয়েছে। তার কারন লং ট্রেড করলে মার্কেট এ হাইয়ার টাইমেফ্রেম দেখা হয়। আবার স্কাল্পিং করলে লোয়ার টাইম্ফ্রেম গুলো অনুসরন করা হয়। আপনি যদি স্কাল্পইং করেন তাহলে অব্যশোই ছোট টাইম্ফ্রেম দেখতে হবে।

uzzal05
2017-05-29, 04:30 PM
মেটাট্রেডার এ যদি টাইমফ্রেম না থাকতো তাহলে আমরা কিভাবে মার্কেট এনালাইসিস করতাম। টাইমফ্রেম আমাদের ট্রেড করার সুযোগ সৃষ্টি করে। মার্কেট এ কয়েক ধরনের টাইমফ্রেম আছে। টাইম ফ্রেম অনুযায়ী আমরা মার্কেট এ স্ক্লাপিং করতে পারি।

alamsat
2019-01-14, 11:54 AM
ফরেক্স ট্রেড করার জন্য এ্যানালিসিস দরকার আর সে জন্য টাইম ফ্রেম নির্বাচন করাটা অনেক জরুরী। সব সময় ট্রেড করার জন্য বড় টাইম ফ্রেমে এ্যানালিসিস করতে হয় কারন বড় টাইম ফ্রেম দেখে সহজে একটি এ্যানালিসিস করা যাই যেটা কিনা ছোট টাইম ফ্রেমে করা যাই না। কারন ছোট টাইম ফ্রেমেরে ক্যান্ডেলগুলি অত্যান্ত তাড়াতাড়ি তৈরি হয় বলে এ্যানালিসিস করাটা কষ্টকর হয়ে যাই। তাই ট্রেড নেওয়ার আগে বড় টাইম ফ্রেমে এ্যানালিসিস করার পর যখন বুঝবেন ট্রেড করার সময় এসেছে তখন ছোট টাইম ফ্রেম দেখে নিশ্চত হওয়ার পর ট্রেড শুরু করতে হয়। তাহলে ট্রেডটিতে ৯০% সফালত অর্জন করা যাই।

Grimm
2019-01-14, 03:42 PM
ফরেক্স মার্কেটে সাধারণত টাইমফ্রেম ব্যবহার করা হয় মার্কেটের ট্রেন্ড দেখার জন্য। আর বিভিন্ন টাইপের ট্রেডারগণ বিভিন্ন টাইমফ্রেম অনুসরণ করে থাকে। আপনি দেখতে পাবেন যারা স্বল্প সমযের জন্য ট্রেড করে থাকে তারা স্বল্প টাইমফ্রেম ব্যবহার করে থাকে কিন্তু যারা দীর্ঘ সময়ের জন্য ট্রেড করে থাকে তারা সবসময় বড় টাইমফ্রেব ব্যবহার করে থাকে। কারণ বড় টাইমফ্রেম এর মাধ্যমে তারা খুব সহজেই মার্কেটের গতি দেখতে পায়। তাই আগে আপনি ঠিক করেন আপনি কোন ধরনের ট্রেডার।

Mahidul84
2019-01-14, 07:36 PM
আসলে এই মার্কেটে বিভিন্ন ট্রেডার বিভিন্ন ধরনের টাইম ফ্রেম ব্যবহার করে থাকে। কারণ অনেক ট্রেডার আছে স্বল্প মেয়াদী ট্রেড করতে বেশি সুবিধা ভোগ করে থাকে। আর তার জন্য তারা স্বল্প টাইম ফ্রেম ফলো করে থাকে। আবার কিছু ট্রেডার আছে তারা দীর্ঘমেয়াদী ট্রেডে বেশি পছন্দ করে থাকে, তারা মুলত দীর্ঘমেয়াদী টাইম ফ্রেমে ট্রেড অনুসরণ করে থাকে।

DEARMUM100
2020-12-31, 08:05 PM
ফরেক্স মার্কেটে টাইম ফ্রেম একটি গুরুত্বপূর্ন বিষয় । মেটা ট্রেডারে সাধারনত টাইমফ্রেমকে বিভিন্ন ভাগে ভাগ করা হয় যেমন m1,m5,m15,m30,h1,h4,d1,w1,mn । মিনিট ১ আথবা মিনিট ৫ টাইম ফ্রেম ট্রেড করার জন্য উপযোক্ত নয় । এটি সাধারনত স্ক্যাল্পিং এর জন্য ব্যবহার হয় । আপনি যদি লং টাইম ট্রেড করতে চান তাহলে ১ ঘন্টা বা ৪ ঘন্টা টাইম ফ্রেম উত্তম বলে আমি মনে করি । এই টাইম ফ্রেমে মার্কেট এ্যনালাইসিস করা খুবই কার্যকারী বলে মনে হয়।টাইম ফ্রেমে কাজ করার সুবিধা অনেক। টাইম সেট করা থাকলে খুব সহজেই ট্রেড ক্লোজ হয়ে যায় যেকোনো সময়ে। যেকোনো সময়ে যেকোনো জায়গায় বসেই ট্রেড ক্লোজ হয় এটা বড় সুবিধা

Starship
2021-01-02, 10:27 PM
ফরেক্স মার্কেটে টাইমফ্রেম একটি গুরুত্বপূর্ণ বিষয়। টাইমফ্রেম এর মাধ্যমে আমরা বুঝতে পারি নির্দিষ্ট সময়ে মার্কেট কি পরিমান আপ-ডাউন করেছিল তার সম্পর্কে একটি পরিপূর্ণ ধারণা পায়। বিশেষ করে মার্কেটে টেকনিক্যাল এনালাইসিস করার ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশেষ করে আমরা টাইমফ্রেম এর মাধ্যমে সেই সময় সম্পর্কে একটি আইডিয়া পায় যা পরবর্তী সময়ে মার্কেট মুভমেন্ট সম্পর্কে একটি ধারণা পাওয়া যায়। একেক জন একেক টাইমফ্রেমে ট্রেড করে থাকে তবে বেশিরভাগ ক্ষেত্রে চার ঘন্টা টাইমফ্রেমে ট্রেড করে থাকে সবাই।

Rony1122
2021-01-26, 06:14 PM
ফরেক্স এ লং ট্রেড এবং স্কাল্পিং করে থাকি। সে জন্য অব্যশোই টাইম ফ্রেম চেঞ্জ করার প্রয়োজন হয়।আর এত গুলো টাইফ্রেম দেওয়ার কারন হলো বিস্তারিত ভাবে দেখানো।

sss21
2021-01-26, 11:02 PM
ফরেক্স মার্কেট এ যে যত বেশি সময় দিবে সে ততই বেশি আয় করবে।কারন শ্রম আর মেধা ছাড়া কিছু হয় না।

EmonFX
2021-01-26, 11:27 PM
টাইম ফ্রেমের অনেক ধরনের সুবিধা রয়েছে। ফরেক্সে অনেকগুলো টাইমফ্রেকে দুটি ভাগে ভাগ করা যায়। যথা- সর্ট টাইম টাইমফ্রেম এবং লং টাইম টাইমফ্রেম। আপনি যদি দক্ষ ট্রেডার হয়ে থাকেন তাহলে আপনাকে বলবো লং টাইমফ্রেমে ট্রেড করতে বলবো আর যদি ফরেক্সে নতুন হন তহলে অবশ্যই সর্ট টাইমফ্রেমে করা উচিত। নতুনদে ছোট ছোট লটে সর্ট টাইম ট্রেড করা উচিত এতে করে লাভ কম হলেও লস হওয়ার সম্ভাবনা কম থাকে। আপনি কোন টাইমফ্রেমে ট্রেড করবেন সেটা নির্ভর করে আপনার দক্ষতা, অভিজ্ঞতা, সময় ও মূলধনের উপর। আপনাকে নির্ধারন করতে হবে আপনি ফরেক্সে কতোটা সময় দিতে পারবেন। যদি সময় দিতে পারেন তাহলে ১ ঘন্টা বা ৩০ মিনিটের টাইমফ্রেমে ট্রেড করতে পারেন। আর যদি সময় দিতে না পারেন তাহলে লং টাইমফ্রেমে ট্রেড করতে পারেন। যেমন- ৪ ঘন্টা, ১ দিন বা ১ সপ্তাহের টাইমফ্রেমে ট্রেড করতে পারেন। উল্লেখ্য যে, লং টাইমের জন্য ট্রেড করতে অভিজ্ঞতা ও মুলধন একটু বেশি থাকা দরকার। সেক্ষেত্রে কমপক্ষে ২০০ ডলার ক্যাপিটাল থাকার দরকার আছে। দক্ষ ট্রেডাররা ১ দিন বা ১ সপ্তাহের টাইমফ্রেমে ট্রেড করে থাকেন কারন সেখানে লস হওয়ার সম্ভাবনা একটু কম থাকে। ধন্যবাদ

KAZIMAJHARULISLAM
2021-01-27, 09:56 AM
ট্রেডার এর সুবিধা মত ভিন্ন ভিন্ন ট্রেডিং স্টাইলে,ট্রেডিং করার জন্যই মূলত টাইম ফ্রেম ভিন্ন হয়ে থাকে। কেননা কেউ প্রতিটা মুহুর্তে মার্কেট পর্যবেক্ষণ করতে পারে, আবার কেউ কাজের চাপে অনেক সময় পর পর মার্কেট পর্যবেক্ষণ করতে পারে। প্রত্যেক ট্রেডার ই যেন, তাদের সুবিধা মত কাজ করতে পারে,এই জন্যই মূলত টাইম ফ্রেম ভিন্ন হয়ে থাকে।তবে আপনি যদি লং টাইম ফ্রেমে ট্রেডিং করেন, তাহলে তুলনামূলক সফলতা অর্জনের সম্ভাবনা বেশি।

Smd
2021-04-19, 11:20 AM
আমরা ফরেক্স এ লং ট্রেড এবং স্কাল্পিং করে থাকি। সে জন্য অব্যশোই টাইম ফ্রেম চেঞ্জ করার প্রয়োজন হয়। আর লং ট্রেড করতে গেলে অব্যশই হাইয়ার টাইম্ফ্রেম এ যেতে হবে। আমরা যদি টাইম ফ্রেমের নিয়ম মেনে ট্রেড করতে পারি তাহলে অবশ্যই আমরা লাভবান হতে পারব । যে ট্রেডার যত টাইম ফ্রেম দেখে কাজ করবে সে তত বেশী লাভবান হতে পারবে ।

samun
2021-04-19, 04:25 PM
ফরেক্স টাইমফ্রেম টি অত্যাধিক গুরুত্বপূর্ণ কারণ সাধারণত ট্রেডার গান ডিলিট করার পূর্বে মার্কেট এনালাইসিস এর ক্ষেত্রে এই টাইম ফরম টি খুব বেশি প্রয়োজন কারণ মার্কেট লংটাইম এবং স্ক্যাল্পিং এর ক্ষেত্রে একেকটি সময় নির্বাচন করে মার্কেট এনালাইসিস করা হয় এক্ষেত্রে শর্ট টাইম এবং লং টাইম এই দুইটি সময় দাঁড়া বিবর্তন করা হয় টাইমফ্রেম ব্যতীত মার্কেট এনালাইসিস করা অসম্ভব

Smd
2021-08-22, 11:57 AM
আপনি নিয়মিত লাভ করতে পারনে। আমার ট্রেডের ইতিহাস থেকে বলছি ২ বৎসর যাবৎ আমি লস করেছি শুধু লোয়ার টাইমফেম ব্যবহার করে। বর্তমানে ৪ বৎসর যাবৎ নিয়মিত লাভ করে যাচ্ছি ইনশাল্লাহ। নিশ্চিন্তে ট্রেড করি কোন টেনশন থাকে না। মেটা ট্রেডারে সাধারনত টাইমফ্রেমকে বিভিন্ন ভাগে ভাগ করা হয় যেমন m1,m5,m15,m30,h1,h4,d1,w1,mn । মিনিট ১ আথবা মিনিট ৫ টাইম ফ্রেম ট্রেড করার জন্য উপযোক্ত নয় । এটি সাধারনত স্ক্যাল্পিং এর জন্য ব্যবহার হয় । আপনি যদি লং টাইম ট্রেড করতে চান তাহলে ১ ঘন্টা বা ৪ ঘন্টা টাইম ফ্রেম উত্তম বলে আমি মনে করি । এই টাইম ফ্রেমে মার্কেট এ্যনালাইসিস করা খুবই কার্যকারী বলে মনে হয়।

FRK75
2022-01-25, 10:23 AM
অবশ্যই ফরেক্স এ টাইম ফ্রেম এর গুরুত্ত রয়েছে। তার কারন লং ট্রেড করলে মার্কেট এ হাইয়ার টাইমেফ্রেম দেখা হয়। আবার স্কাল্পিং করলে লোয়ার টাইম্ফ্রেম গুলো অনুসরন করা হয়। আপনি যদি স্কাল্পইং করেন তাহলে অব্যশোই ছোট টাইম্ফ্রেম দেখতে হবে।