PDA

View Full Version : ডিপোজিট করার পর কিছু ডলার লস করলে বাকি ডলা



HasanXM
2016-08-28, 12:07 PM
আমি যদি 100 ডলার বিনিয়োগ করি, 50 ডলার লস হওয়ার পর, বাকি 50 ডলার withdraw করতে দিবে ?

Shuvo Ghosh
2016-09-04, 09:53 PM
হ্যা আপনি যদি ১০০ ডলরে ডিপসিট করার পর ৫০ ডলার ট্রেড করে লস করে ফেলেন তাহলে আপনি আপনার বাকি ডলার উথড্র করে নিতে পারবেন কিন্তু ডিপসিটের পুর্বে আপনি অবশ্য খেয়াল রাখবেন যে আপনার ট্রেডিং অ্যাকাউন্ট যেন সম্পুর্ন ভেরিফাই করা থাকে। নাহলে আপনি মানি ডিপসিট তো করতে পারবেন কিন্তু উইড্র আর করতে পারবেন না।

tarekbsl101
2016-10-06, 09:11 PM
কিন্তু আমি যদি ডিপোজিট করার পরে একাওন্ট ভেরিফাই করি তাহলে কি হবে

md mehedi hasan
2016-11-03, 03:57 PM
আপনি যদি ফরেক্স মার্কেটে ১০০ ডলার ডিপোজিট করেন এবং ৫০ ডালার লসও করেন তাহলে আবশিষ্ট ৫০ ডলার আপনি বিনাবাধায় তুলতে পারবেন।এক্ষেত্রে আপনার কোন সমস্য হবেনা।আর আপনি যদি একটিও লেভেল ভেরিফাই না করেন তাহলে ডিপোজিট করতে পারবেন না।আ একটি লেভেল ভেরিফাই রলে আপনি ডিপোজিট করতে পারবেন।

riponinsta
2016-12-28, 05:01 PM
আপনার অ্যাকাউন্ট যদি ভেরিফাই থাকে তা হলে আপনি টাকা তুলতে পারবেন । আপনি যদি ১০০ ডলার ফরেক্স মার্কেট এ দিপসিত করেন তার পর আপনি ৭০ বা ৬০ ডলার লস করে তা হলে আপনি বাকি ডলার তুলতে পারবেন কোন সমস্যা হবে না । তবে আপনি যদি ডিপোজিট করে টেড না করে টাকা তুলতে চান তা হলে সমস্যা হবে তাই টেড করে লাভ করলে টাকা তুলা ভাল ।

Momen
2017-07-24, 08:44 AM
হ্যা, আপনার ডিপুজিট কৃত যেকোন পরিমান ডলার আপনি যখন ইচ্ছে উইথড্র করে নিতে পারবেন। এতে কোন ব্রোকার এর কোন ধরনের বাধা নিষেধ নেই। কেননা, আপনি আপনার ডিপুজিট করা রিয়েল ডলার উত্তলন করতে চাচ্ছেন, এখানে কারী কোন ধরনের অজুহাত গ্রহন যোগ্য না। তবে এক্ষেত্রে সব থেকে ভালো হয় আপনার ডিপুজিট কৃত ডলার না তুলে আপনার প্রফিট টুকু উত্তলন করা।

mahbubhb
2017-08-19, 02:14 PM
ফরেক্সের ট্রেডিং একাউন্টে টাকা ডিপোজিট এর পরে আপনি চাইলে আবার টাকা উঠাতে পারবেন। তবে আপনার একাউন্ট ভেরিফাই হওয়া লাগবে। তা না হলে ডিপোজিট এর টাকা উঠাতে পারবেন না। তাই ডিপোজিট এর আগে অবশ্যই একাউন্ট ভেরিফাই করিয়ে নেওয়া ভাল। তবে আমি মনে করি ভাল করে বুঝে শুনে ট্রেড করলে তো লস হওয়ার কথা না। আপনি যদি ভেবে থাকেন আপনার লস হবে তাহলে আরও কিছু দিন ডেমো একাউন্টে ট্রেড করে পরে না হয় ডিপোজিট করুন তাহলে লস হওয়ার ভয় মনের মধ্যে কাজ করবে না।