PDA

View Full Version : কি ট্রেড করা হয়?



HasanXM
2016-08-29, 12:17 AM
সহজ উত্তর কারেন্সি। কারণ আমরা বাস্তবে কিছু কিনছি না। তাই এই ধরনের ট্রেডিং কিছুটা বিভ্রান্তিকর মনে হতে পারে। আমরা যখন একটি কারেন্সি কিনি তখন আমরা একটি দেশের কিছু শেয়ার কিনছি , একটি প্রতিস্থানের শেয়ার কেনার মত। কারেন্সির দাম হল ওই দেশের বর্তমান এবং ভবিষ্যৎ অর্থনৈতিক অবস্থার প্রতিচ্ছবি। যখন আমরা জাপানিজ ইয়েন কিনি (buy), আমরা মুলত জাপানি অর্থনীতিতে একটি শেয়ার কিনি। আমরা মনে করি জাপানি অর্থনীতির উন্নতি হচ্ছে এবং ভবিষ্যতেও আরও উন্নতি হবে। যখন আমরা ওই শেয়ারগুলো বিক্রি (sell) করে দেব, আশা করি আমরা লাভ করব।

সাধারণে, একটি কারেন্সির সাথে অন্য কারেন্সির আদান প্রদান হার সেই দেশটির অর্থব্যবস্থার তুলনায় অন্য দেশের অর্থব্যবস্থার প্রতিফলন।

Ritu
2016-08-29, 10:21 AM
ফরেক্স মুলত কারেন্সি ট্রেড না বাই ও সেল দেওয়া ব্যবসা । তাই আমি বলতে পারি যে কারেন্সি ট্রেড করা হয় । আর কারেন্সি ট্রেড এর মধ্যে অনেক কারেন্সি আছে নিজের ইচ্ছা মত ট্রেড করা যায় । যেমন আমি ইউরো ইউ এস ডি কারেন্সিতে সব থেকে বেশি ট্রেড করি । এবং আমি অনেক অনেক প্রফিট ও করি । আসা করি আমি সারা জীবনই ফরেক্স থেকে প্রফিট করতে পারবো ।

sheam
2016-08-29, 10:33 AM
ফরেক্স এ কারেন্সি ট্রেড করা হয়। একটা টট্রেডে আপনি একই সাথে একটি দেশের কারেন্সি বাই করেন অপর দিকে আরেকটা দেশের কারেন্সি সেল করেন। ফরেক্স মানেই কারেন্সি বাই সেল।

Mamun13
2017-07-23, 11:54 PM
ফরেক্স মার্কেটে এক দেশের মুদ্রা ক্রয় ও অন্য দেশের মুদ্রা বিক্রয় করা হয়৷বিশ্বের সকল বড় বড় প্রধান কমর্সিয়াল ও সেন্ট্রাল ব্যাংকগুলো এক দেশের মুদ্রার বিনিময়ে অন্য দেশের মুদ্রা পাইকারী দরে ক্রয় বিক্রয় করছে৷ফরেক্স হলো বিশ্বব্যপী মুদ্রা বাজার যেখানে প্রতিদিন গড়ে 5 ট্রিলিয়ন মার্কিন ডলার লেনদেন হচ্ছে ৷অনলাইনের সুবাদে আমরা সাধারণ মানুষও তাদের সাথে সাথে অতি খুচরা দরে ক্রয় বিক্রয় করছি৷আমরা euro বিক্রী করে usd ডলার কিনি আবার jpy বিক্রী করে gbp কিনি অথবা gold বিক্রী করে আমরা usd ডলার কিনি৷

Momen
2017-07-24, 07:24 AM
ফরেক্স মার্কেট এ মূলত কারেন্সি দ্বারা ট্রেড করা হয়। সুতরাং, এর ফলে বুঝা যায় একটি কারেন্সির বিনিময়ে অন্য একটি কারেন্সি ক্রয়/বিক্রয় করাকে বুঝায়। যেমনঃ কারেন্সি গুলো হচ্ছে nzd/usd, eur/usd, gbp/jpy, gold ইত্যাদি। তবে ফরেক্স মার্কেটের সব থেকে মজার বিষয় হচ্ছে আপনি ট্রেড দুই দিকেই ওপেন করতে পারবেন। তাই দাম কমলেও আপনার লাভ, দাম বাড়লেও আপনার লাভ হবে।

01797733223
2018-01-14, 06:39 PM
ভাই এই মার্কেটে মূলত কারেন্সির উপর ট্রেড করা হয়, মানে একটি কারেন্সির বিনিময়ে আপনি অন্য একটি কারেন্সি ক্রয় অথবা বিক্রয় কিংবা লেনদেন করাকে বুঝানো হয়েছে এখানে। তাই এই মার্কেটে ট্রেডাররা তাদের মূল্যবান অর্থ বিনিয়োগের মাধ্যমে বিভিন্ন কারেন্সি পেয়ারের উপর ট্রেড মানে কেনা বেচা করে তাদের লাভ লসের মাধ্যমে এই ব্যবসাটা পরিচালনা করে থাকেন।

Grimm
2018-01-14, 11:33 PM
ফরেক্স বাজারে সাধারণত মুদ্রা ক্রয় বিক্রয় করা হয়। কারণ এটা একটা মুদ্রার বাজার আর এইখানে আপনি মুদ্রা ব্যতিত অন্যকিছু ক্রয় বিক্রয করতে পারবেন না। আর আপনি যদি এই ব্যবসা হতে মুনাফা অর্জন করতে চান তাহলে আপনাকে মুদ্রা ক্রয় বিক্রয করেই মুনাফা অর্জন করতে হবে। তবে হ্যা এই মুদ্রা ক্রয় বিক্রয় করে মুনাফা অর্জনের জন্য আপনাকে অনেক কঠিন পরিশ্রম করতে হবে। কারণ এই ব্যবসা এতটা সহজ নয়।

iloveyou
2018-02-19, 07:15 PM
ভাই ফরেক্সে মার্কেটের ভেতর সাধারণত চার ধরনের ট্রেডিং প্রচলিত রয়েছে। এর মধ্যে কেউ কারেন্সির উপর ট্রেড করে, কেউ কমোডিটি ট্রেড করে, কেউ ইনডিস মার্কেটে ট্রেড করে আবার কেউবা দেখবেন স্টক মার্কেটে ট্রেড করেন। আসলে ট্রেডিংটা হলো আপনার সি এফ ডি এস এর অন্তরভূক্ত, মানে আমরা যেটাকে ট্রেডিং বলি। সুতরাং আপনার সুবিধা মত আপনি যেটা ইচ্ছে সেটার উপর ট্রেড করার সুযোগ এখানে রয়েছে।

samun
2021-12-25, 09:29 AM
ফরেক্স মার্কেটে বিভিন্ন দেশের মুদ্রার সমন্বয় গঠিত একটি সুবিশাল মার্কেট যেখানে একটি দেশের অর্থনীতি দেশের সাথে খুব সহজেই লেনদেন করা হয় আর এর একটি সহজ ও ছোট উত্তর হল কারেন্সি ফরেক্স মার্কেটে আমরা কারেন্সি লেনদেন করে থাকি