PDA

View Full Version : Major Currencies কিভাবে বুঝবো?



HasanXM
2016-08-29, 12:19 AM
কারেন্সি চিহ্নের তিনটি অক্ষর থাকে, যেখানে প্রথম দুইটি দেশের নাম নির্দেশ করে এবং তৃতীয়টি সেই দেশটির কারেন্সির নাম নির্দেশ করে। যেমন NZD এর ক্ষেত্রে, NZ দিয়ে New Zealand বোঝানো হয়েছে, এবং D দিয়ে Dollar বোঝানো হয়েছে। সহজ, তাইনা? উপরের কারেন্সিগুলো প্রধান কারন সেগুলোই সবচেয়ে বেশি ট্রেড করা হয়।

Ritu
2016-08-29, 10:17 AM
ফরেক্স ব্যবসা করতে হলে কোন না কোন কারেন্সি ছাড়া করা যায় না । আমার জানা মতে সব কারেন্সিই মেজর । এখন ট্রেড করার সময় যার যার ইচ্ছা । তবে ইউরো ইউ এস ডি, জিবিপি ইউ এস ডি, এ ইউ ডি ইউ এস ডি, ও এন জেড ডি ইউ এস ডি, সব থেকে ভাল ট্রেড করার জন্য । আমার মতে বেশির ভাগ ট্রেডার এই গুলো দিয়ে ফরেক্স মার্কেটে ট্রেড করে থাকে ।

Mamun13
2017-07-23, 10:37 PM
মেজর কারেন্সী পেয়ার হলো যেসব কারেন্সী পেয়ারে usd এর সঙ্গে লেনদেন হয়ে থাকে এবং সর্বাধিক ট্রেড করা হয়ে থাকে সেগুলো ৷যেমন-eur/usd,gbp/usd,usd/jpy,usd/chf,usd/cad,aud/usd,nzd/usd....ইত্যাদি হলো মেজর কারেন্সী পেয়ার৷নতুন ট্রেডারদের জন্য এসব মেজর কারেন্সী পেয়ারে ট্রেড করা উত্তম৷

samun
2021-02-16, 03:39 PM
ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে অবশ্যই সর্বপ্রথম কারেন্সিগুলো চিনতে হবে কারেন্সি চিনতে না পারলে ফরেক্স মার্কেটে ট্রেড করাটা বোকামি সবার আগে কারেন্সি চিনতে হবে না হলে নিউজ এর সময় কোন কিছুই বোঝা যাবে না তাই কারেন্সি চেনাটা খুব গুরুত্বপূর্ণ

EmonFX
2021-10-04, 07:24 PM
কারেন্সি চিহ্নের তিনটি অক্ষর থাকে, যেখানে প্রথম দুইটি দেশের নাম নির্দেশ করে এবং তৃতীয়টি সেই দেশটির কারেন্সির নাম নির্দেশ করে। যেমন nzd এর ক্ষেত্রে, nz দিয়ে new zealand বোঝানো হয়েছে, এবং d দিয়ে dollar বোঝানো হয়েছে। সহজ, তাইনা? উপরের কারেন্সিগুলো প্রধান কারন সেগুলোই সবচেয়ে বেশি ট্রেড করা হয়।

ফরেক্স মার্কেটে মেজর কারেন্সি হলো আটটি। এগুলো হলো- usd, cad, gbp, jpy, eur, aud, nzd, chf। usd এর সাথে অন্য সাতটি মেজর কারেন্সির যে পেয়ার হয় সেগুলোকে মেজর কারেন্সি পেয়ার বলে। যেমন- usdcad, usdaud। আবার usd ছাড়া অন্য সাতটি মেজর কারেন্সির মধ্যে যে 6 টি কারেন্সি পেয়ার হয় সেগুলোকে ক্রস কারেন্সি পেয়ার বলে। এছাড়া অন্য যেকোনো দুটি কারেন্সির সাথে যে পেয়ার হয় সে গুলোকে নন-মেজর কারেন্সি পেয়ার বলে। ফরেক্স মার্কেটে সাধারণত মেজর কারেন্সি পেয়ারে ট্রেড করা ট্রেডারদের সংখ্যা অনেক বেশি এবং এগুলোতে ট্রেড করা অনেকটা রিস্ক কম থাকে। বিশেষ করে নতুন ট্রেডারদের অবশ্যই সব সময় মেজর কারেন্সি পেয়ারে ট্রেড করা উচিত।