PDA

View Full Version : কিভাবে ফরেক্স কোটেশন পড়তে হয়



HasanXM
2016-08-29, 12:22 AM
প্রতিটি ট্রেডে আপনি একই সাথে একটি কারেন্সি কিনেন এবং আরেকটি বিক্রি করেন। তাই ফরেক্স মার্কেটে কারেন্সি পেয়ারের দাম কোটেশন এর মাধ্যমে প্রকাশ করা হয়। GBP/USD এর স্লাশ (/) এর আগের কারেন্সিকে বলা হয় বেস (base) কারেন্সি এবং স্লাশ (/) এর পরের কারেন্সিকে বলা হয় কিউটো (quote) কারেন্সি। এখানে GBP হল বেস (base) কারেন্সি এবং USD হল কিউটো (quote) কারেন্সি। বাই (buy) করার সময়, এক্সচেঞ্জ রেট নির্দেশ করে ১ ইউনিট বেস কারেন্সি কেনার জন্য কত ইউনিট কিউটো কারেন্সি দিতে হবে। উদাহারনস্বরূপঃ ১ ব্রিটিশ পাউন্ড কেনার জন্য ১.৫১২৫ ইউ. এস. ডলার দিতে হবে। সেল (sell) করার সময়, এক্সচেঞ্জ রেট নির্দেশ করে ১ ইউনিট বেস কারেন্সি সেল করলে কত ইউনিট কিউটো কারেন্সি পাওয়া যাবে। উদাহারনস্বরূপঃ ১ ব্রিটিশ পাউন্ড বিক্রি করলে আপনি ১.৫১২৫ ইউ. এস. ডলার পাবেন। বেস কারেন্সি হল বাই ও সেল এর মূল ভিত্তি। যদি আপনি EUR/USD বাই করেন, তবে আপনি বেস কারেন্সি EUR কিনছেন এবং একই সাথে কিউটো কারেন্সি USD বিক্রি করছেন। সহজ কথায়, EUR কেনা, USD বিক্রি করা।

MdAktaruzzaman
2016-08-29, 12:58 AM
প্রতিটি ট্রেডে আপনি একই সাথে একটি কারেন্সি কিনেন এবং আরেকটি বিক্রি করেন। তাই ফরেক্স মার্কেটে কারেন্সি পেয়ারের দাম কোটেশন এর মাধ্যমে প্রকাশ করা হয়। GBP/USD এর স্লাশ (/) এর আগের কারেন্সিকে বলা হয় বেস (base) কারেন্সি এবং স্লাশ (/) এর পরের কারেন্সিকে বলা হয় কিউটো (quote) কারেন্সি। এখানে GBP হল বেস (base) কারেন্সি এবং USD হল কিউটো (quote) কারেন্সি। বাই (buy) করার সময়, এক্সচেঞ্জ রেট নির্দেশ করে ১ ইউনিট বেস কারেন্সি কেআপনি ১.৫১২৫ ইউ. এস. ডলার পাবেন। বেস কারেন্সি হল বাই ও সেল এর মূল ভিত্তি। যদি আপনি EUR/USD বাই করেন, তবে আপনি বেস কারেন্সি EUR কিনছেন এবং একই সাথে কিউটো কারেন্সি USD বিক্রি করছেন। সহজ কথায়, EUR কেনা, USD বিক্রি করা।

sujon30
2016-08-29, 08:57 AM
ফরেক্স এ প্রতিটি ট্রেডে আপনি একই সাথে একটি কারেন্সি কিনেন এবং আরেকটি বিক্রি করেন। তাই ফরেক্স মার্কেটে কারেন্সি পেয়ারের দাম কোটেশন এর মাধ্যমে প্রকাশ করা হয়। বেস কারেন্সি হল বাই ও সেল এর মূল ভিত্তি। যদি আপনি eur/usd বাই করেন, তবে আপনি বেস কারেন্সি eur কিনছেন এবং একই সাথে কিউটো কারেন্সি usd বিক্রি করছেন। সহজ কথায়, eur কেনা, usd বিক্রি করা। আপনি কারেন্সি পেয়ারটি বাই করবেন যদি আপনি বিশ্বাস করেন যে, কিউটো কারেন্সির তুলনায় বেস কারেন্সি শক্তিশালী হবে। এর আপনি সেল করবেন যদি আপনি মনে করেন কিউটো কারেন্সির তুলনায় বেস কারেন্সি দুর্বল হয়ে যাবে।

sheam
2016-08-29, 12:21 PM
ফরেক্স এর বড় সুবিধা হল। মাকেট যেই দিকেই যাক না কেন। আপনার প্রফিট করার সুযোগ থাকেই। যেমন আপনি যদি কোন একটা কারেন্সি পেয়ারে বাই দেন তাহলে এর মানে হল স্লেস এর আগের কারেন্সি টাকে আপনি বাই করেছেন এবং স্লেস এর পরের কারেন্সি টা আপনি সেল করেছেন।

RUBEL MIAH
2017-04-26, 06:11 PM
কিউটো কারেন্সির তুলনায় বেস কারেন্সি শক্তিশালী হবে। এর আপনি সেল করবেন যদি আপনি মনে করেন কিউটো কারেন্সির তুলনায় বেস কারেন্সি দুর্বল হয়ে যাবে । সহজ কথায়, eur কেনা, usd বিক্রি করা । অতএব বেশী করে আমরা ডেমো ট্রেড করার চেষ্টা করব ।

uzzal05
2017-05-27, 12:52 PM
আপনি যখন ট্রেড করেছেন বাই বা সেল যাই করছেন আপনি একই সাথে একটী কারেন্সি ক্রয় এবং অপঅর কারেস্নি সেল করচ্ছেন। কারেন্সি কখন একা একা উঠানামা করে না। দুই দেশের অবস্থা এর উপর নির্ভর করে ফরেক্স মার্কেট মুভ হজয়ে থাকে।

Mamun13
2017-05-27, 06:11 PM
অর্থাৎ আমরা euro বিক্রী করে usd ডলার কিনি আবার jpy বিক্রী করে gbp কিনি অথবা gold বিক্রী করে আমরা usd ডলার কিনি৷এই ভাবে আমরা প্রতিনিয়তই একটা কারেন্সীর বিপরীতে আরেকটা কারেন্সী ক্রমাগত ক্রয়-বিক্রয় করেই চলেছি৷ যেমন আপনি ঢাকার কাওরান বাজার থেকে ভোর ৫ টায় ১০০ কেজি আলু ১১ টাকা দরে ক্রয় করে নিয়ে রায়ের বাজারে সারাদিন ব্যপী বিক্রী করলেন ১৩ টাকা দরে৷এই ভাবেই আবার সেই টাকা দিয়েই মাছ কিনে তা লাভে বিক্রী করলেন৷আবার সেই টাকা দিয়েই ফলের ব্যাবসা করলেন৷আবার সেই টাকা দিয়েই কাচাঁ তরকারির ব্যাবসা করলেন৷এখানে প্রত্যেক আইটেমেরই ক্রয় ও বিক্রয়ের নির্দিষ্ট মূল্য নির্ধারণ থাকবে৷

fardin
2018-10-19, 10:21 AM
ফরেক্স এ প্রতিটি ট্রেডে আপনি একই সাথে একটি কারেন্সি কিনেন এবং আরেকটি বিক্রি করেন। তাই ফরেক্স মার্কেটে কারেন্সি পেয়ারের দাম কোটেশন এর মাধ্যমে প্রকাশ করা হয়। বেস কারেন্সি হল বাই ও সেল এর মূল ভিত্তি। যদি আপনি eur/usd বাই করেন, তবে আপনি বেস কারেন্সি eur কিনছেন এবং একই সাথে কিউটো কারেন্সি usd বিক্রি করছেন