PDA

View Full Version : ভেরিফিকেশন করার জন্য সাহায্য চাই। কত সময় ø



HasanXM
2016-08-29, 12:34 AM
প্রায় সব ফরেক্স ব্রোকারের সাথেই আইডেনটিটি ভেরিফাই করতে হয়। ভেরিফাই মানে আপনি যে তথ্য দিয়ে তাদের কোম্পানিতে জয়েন করেছেন এবং ট্রেড করছেন তা আসলেই সঠিক কিনা। অধিকাংশ ব্রোকারেই ভেরিফাই করতে হয়। কিন্তু কিছু কিছু ব্রোকারে ভেরিফাই না করেও ভেরিফাই ছাড়া ট্রেডিং? ভেরিফাই করা কি জরুরী?

MdAktaruzzaman
2016-08-29, 01:00 AM
প্রায় সব ফরেক্স ব্রোকারের সাথেই আইডেনটিটি ভেরিফাই করতে হয়। ভেরিফাই মানে আপনি যে তথ্য দিয়ে তাদের কোম্পানিতে জয়েন করেছেন এবং ট্রেড করছেন তা আসলেই সঠিক কিনা। অধিকাংশ ব্রোকারেই ভেরিফাই করতে হয়। সবাই যদি আমাদের সাহাযয করেন তেহ্লে একটু ভাল হ্য

Ritu
2016-08-29, 08:55 AM
ফরেক্স বন্ধুরা ভেরিফিকেশন ছাড়া ট্রেড করা মোটেই ঠিক না । কারন ভেরিফাই করতে না পারা মানে ফেক একাউন্ট খোলা । আমি মনে করি আমাদের ফেক একাউন্ট না খুলে রিয়েল নামে একাউন্ট খুলতে হবে ও ট্রেড করতে হবে । তারপর নিজের এন আই ডি কার্ড ও ব্যাংক একাউন্ট এর স্টেট্মেন্ট দিয়ে একাউন্ট ভেরিফাই করতে হবে ।

shati9059
2016-08-29, 09:17 AM
হ্যাঁ অবশ্যই ভেরিফাই করা জরুরি। কারন ফরেক্সে আপনি যে তথ্য দিয়ে জয়েন করেছেন সেটা সত্যি কি না ফরেক্স সেটা জানার জন্য আপনাকে ভেরিফাই করতে বলবে। অধিকাংশ ব্রোকারেই ভেরিফাই করতে হয়। তবে কিছু কিছু ব্রোকারে ভেরিফাই ছাড়া ট্রেডিং করা যায়। আমি মনে করি ভেরিফাই ছাড়া ট্রেড করা উচিৎ নয়। ভেফিফাই ছাড়া ট্রেড করতে পরে মানি উইথদ্র করার সময় সমস্যা হতে পারে।

Md Sanuwar Hossain Hossai
2016-08-29, 09:58 AM
ফরেক্স ট্রেডিং করার জন্য ভেরিফাই করা খুবই জরুরী।। ভেরিফাই ছাড়া ফরেক্স ট্রেডিং খুবই রিস্কি।। যে কোনো সময় ফরেক্স ব্রোকার আপনার একাউন্ট ব্যান করে দিতে পারব। বড় ধরনের এমাউন্ট তুলার জন্য আমাদের অবশ্যই ভেরিফাই করে আপনার টাকা,তুলতে হবে নচেৎ আপিনি ট্বকা তুলতে পারবেন না
।।।

sheam
2016-08-29, 10:19 AM
ভাই আমি বলব ভেরিফিকেশন ছাড়া ট্রেড না করাই ভাল। আপনি ট্রেড করার জন্য আপনার টাকা আপনি ব্রোকারে আমানত হিসেবে রাখেন সেক্ষেএ আপনি যদি ভেরিফাই করে ট্রেড করেন তাহলে আপনি আপনার টাকার সিকিউরিটি বেশি পারেন। তাছাড়া ভেরিফাই ছাড়া ট্রেড করতে পারলে কি হবে টাকা তো আর ভেরিফাই না করে তুলতে পারবেন না। তো লাভ টা কোথায়।

oviice
2016-08-29, 11:26 AM
ফরেক্সে আপনি যে তথ্য দিয়ে জয়েন করেছেন সেটা সত্যি কি না ফরেক্স সেটা জানার জন্য আপনাকে ভেরিফাই করতে বলবে। অধিকাংশ ব্রোকারেই ভেরিফাই করতে হয়। তবে কিছু কিছু ব্রোকারে ভেরিফাই ছাড়া ট্রেডিং করা যায়। আমি মনে করি ভেরিফাই ছাড়া ট্রেড করা উচিৎ নয়। ভেফিফাই ছাড়া ট্রেড করতে পরে মানি উইথদ্র করার সময় সমস্যা হতে পারে।

Challange
2016-08-29, 11:50 AM
নতুন ট্রেডার বিধায় আমি এখনো ভেরিপাই করি নি । তবে আমি একজন অভিজ্ঞ ট্রেডার থেকে যতটুকু শুনেছি তাতে বলতে পারি যে ভেরিপিকেশনটা অত্যন্ত বেশি জরুরী আমাদের ট্রেডিং লাইফের জন্য । ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে অবশ্যই অামাদেরকে অনেক বেশি পরিমাণে ব্রোকার কর্তৃক যা কিছু দিতে বলা হয় তা দিয়ে দেওয়া উচিত । কেননা এর মাধ্যমে আমরা তাদেরকে আমাদের আইডেন্টিটি সম্পর্কে নিশ্চিত তথ্য দিতে পারি ।

RUBEL MIAH
2016-12-02, 08:09 PM
ভেরিফাই করা খুবই জরুরী । আমরা যারা নতুন ট্রেডার আছি তারা অবশ্যই এ্যাকউন্ট ভেরিফাই করে নেব । আমরা প্রথম ভেরিফাই ছবিযুক্ত ভোটার আইডি কার্ড এবং দ্বিতীয় ভেরিফাই ড্রাইভিং লাইসেন্স ,পাসপোর্ট এবং ব্যাংক স্টেটমেন্ট দিয়ে করব । তাহলেই আমাদের এ্যাকাউন্ট ভেরিফাই অল্পদিনের ভেতরেই হয় যাবে । আর এই এ্যাকাউন্ট দিয়ে লাভ করে আমরা লভাংশ উঠাতে পারব ।

ONLINE IT
2016-12-03, 11:33 AM
হ্যা ভেরিফাই করা অতিব জরুরী। তাই আপনার উচিত ট্রেডিং শুরু করার আগেই এ্যাকাউন্ট ভেরিফাই করে নেয়া। আপনি ভেরিফাই না করে ট্রেড করা শুরু করলে অনেক সময় দেখা যায় আপনার ট্রেডিং এর মাঝ পথে তারা আপনার কাছে ভেরিফাই এর জন্য ডকুমেন্ট চেয়ে বসতে পারে। আবার আপনি ভাল প্রফিট করছেন। আপনি এখন যাচ্ছেন যে আপনার প্রফিট আপনি উত্তোলন করবেন। কিন্তু আপনি ভেরিফাই ছাড়া কখনোই ডলার উত্তোলন করতে পারবেন না। তাই ট্রেড শুরু করার আগেই ভেরিফাই করে নেয়াটা ভাল।

vampire
2016-12-03, 05:00 PM
যেকোন ব্রোকার সাইটে কাজ করতে হলে আগে আপনার একাউন্ট ভেরিফিকেশন করে নেওয়া উচিত নয়ত আপনার বড় বড় উইথড্র পএতে সমস্যা হতে পারে।একাউন্ট ভেরিফিকেশনের জন্য লাগবে ভোটার আইডি কার্দের স্কান কপি আর ব্যাংক স্টেট মেন্টের স্কান কপি।

shimul77ss
2016-12-03, 05:06 PM
ফরেক্স মার্কেটে ভেরিফাই ছাড়া ট্রেড করা উচিত না।প্রত্যেক ব্রোকার সাইট চাই যে তার ট্রেডার গ্রাহকের সত্যতা।একাউন্ট ভেরিফাই হতে বেশি একটা সময় লাগে না।সর্বোচ্চ গেলে ৩ দিনের ভিতর ভেরিফাই হয়ে যাবে।ভেরিফাই করতে লাগবে আপনার-
১।ভোটার আইডি কার্দের স্কান কপি
২।ব্যাংক স্টেট মেন্টের স্কান কপি।

uzzal05
2016-12-03, 10:19 PM
এখন ইন্সটা ফরেক্স এ ভেরিফাই নিয়ে নানা ঝামেলা করে থাকে। তারা ভেরিফাই করতে চায় না। আপনি ইন্সটা ফরেক্স এ ভেরিফাই না হলে হাত এ তুলে একটি ফটো তুল্বেন আপনার আইডী কার্ড সহ। এবং আপনার স্কান কপি এবং হাতে তুলা ছবি এই দুই টা দেবে এক সাথে দেখবেন ভেরিফাই হয়ে গেছে।

NILSKY
2016-12-03, 11:41 PM
সফল ভাবে ট্রেড করতে হলে, অ্যাকাউন্ট নিরাপদ রাখতে হলে, কোন ঝামেলা ছাড়া টাকা তুলতে হলে অবশ্যই অ্যাকাউন্ট ভেরিফিকেশন করতে হবে। ভেরিফিকেশন কোন কঠিন কাজ নয়। ভেরিফিকেশন করতে হলে পরিচয় পত্র আর ব্যাংক এর স্টেটমেন্ট দিতে হয়।

uzzal05
2016-12-04, 11:12 AM
ফরেক্স একাউন্ট নিরাপত্তার জন্য আগে থেকেই ভেরিফাই করে রাখা উচিত। কারন ব্রোকার আপনার কাছে যে কোন দিনে ভেরিফাই এর ডোকুমেন্ট চাইতে পারে। ভেরিফাই না করলে আপনি ডলার উঠাতে গেলে আপনার ডলার দিতে ঝামেলা করতে পারে।

Skfarid
2016-12-06, 02:03 PM
ফরেক্স ব্রোকার আপনার একাউন্টের নিরাপ্তার জন্য ভেরীফাই করে। তাই একাউন্ট ভেরীফাই করা খুব জরুরী। কারণ ফরেক্স ব্রোকারে ভেরিফাই মানে আপনি যে তথ্য দিয়ে তাদের কোম্পানিতে একাউন্ট করেছেন এবং ট্রেড করছেন তা আসলেই সঠিক কিনা তা য্চাই - বাচাই করা । ভেরিফাই করতে প্রয়োজনিয় ডকুমেন্টস দরকারঃ তা হল 1.আপনার পাসপোর্ট/ ন্যাশনাল আইডি কার্ড/ ড্রাইভিং লাইসেন্স - এর কম্পিউটার স্ক্যান কপি 2.আপনার অ্যাড্রেস ভেরিফিকেশন ডকুমেন্টস , প্রথম স্তরের জন্য আপনার খেকে72 ঘন্টা সময় নিবে । আর ভেরিপাই না করলে আপনি টাকা উত্তলন করতে পারবেন না।

Rony Hassan
2016-12-06, 02:11 PM
আমি নিজে এক সাইটে ট্রেডিং করেছি যারা আমাকে ডিপেজিট এর উপর 20% বোনাস ও দিয়েছে আমি প্রথবার ট্রেড করে লস করি আবার দ্বিতিয় বার ডিপোজিট করে যখন লাভ করি তখন আমার ডিপোজিট উথড্র করতে চাইলে তার একাউন্ট ভেরিফাই করতে বলে আবার ভেরিফাই করার জন্য বিভিন্ন ডকুমেন্ট দিতে বলে । আমি ভেরিফাই করার পর ও টাকা উইথ্রড্র করতে পারিনাই । তাই ট্রেডিং এ ডিপোজিট করার আগে একউন্ট ফুল ভেরিফাই করতে হবে এবং টাকা উইথ্রড্র তে কোন সমস্য হবে কিনা জেনে ট্রেডিং করতে হবে।

FxShuvo
2016-12-06, 05:17 PM
আমি নিজে এক সাইটে ট্রেডিং করেছি যারা আমাকে ডিপেজিট এর উপর 20% বোনাস ও দিয়েছে আমি প্রথবার ট্রেড করে লস করি আবার দ্বিতিয় বার ডিপোজিট করে যখন লাভ করি তখন আমার ডিপোজিট উথড্র করতে চাইলে তার একাউন্ট ভেরিফাই করতে বলে আবার ভেরিফাই করার জন্য বিভিন্ন ডকুমেন্ট দিতে বলে । আমি ভেরিফাই করার পর ও টাকা উইথ্রড্র করতে পারিনাই । তাই ট্রেডিং এ ডিপোজিট করার আগে একউন্ট ফুল ভেরিফাই করতে হবে এবং টাকা উইথ্রড্র তে কোন সমস্য হবে কিনা জেনে ট্রেডিং করতে হবে।

ইন্সটাফরেক্সে ডিপোজিট এবং উইথড্র করার জন্য ভেরিফিকেশনের প্রয়োজন নেই। তাবে বোনাস দিয়ে অর্জিত প্রফিটের উত্তোলনের ক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটি ২য় লেভেল পর্যন্ত ভেরিফিকেশন সম্পন্ন করতে হতে পারে।
ধন্যবাদ

Mamun13
2016-12-06, 05:43 PM
যেহেতু আমি এখানে রিয়েল বিজনেস করতে এসেছি তাই অবশ্যই আমাকে যা যা প্রয়োজন তাই সাবমিট্ করতে হবে৷আমার জাতীয় পরিচয় পত্র বা পাসপোর্ট ও আমার বসবাসের ঠিকানা এগুলো দেওয়া হয় আমারই ব্যক্তিগত একাউন্টের সুবিধা ও নিরাপত্ত্বার জন্যই৷ভেরিফাই হলো নিজের একাউন্টকে নিজের কাগজপত্র দিয়ে তালা বা লকআপে রাখা৷আমাদের পুজিঁ ও প্রফিটকে সংরক্ষিত রাখতেই এই বিশেষ প্রয়োজনীয় ব্যাবস্হা করা হয়৷

vampire
2016-12-06, 05:50 PM
আপনার একাউন্ট ভেরিফাই করার জন্য লাগবে-
১।ব্যাংক স্টেট্মেন্টের স্কান কপি
২।ভোটার আইডি কার্ডের স্কান কপি।
আপনার একাউন্ট ভেরিফাই হবে ২ স্তরে।১ম স্তরের জন্য আপলোড করতে হবে ভোটার আইডি কার্ডের স্কান কপি।
২য় স্তর ভেরিফাই করার জন্য আপলোড করতে হবে ।ব্যাংক স্টেট্মেন্টের স্কান কপি।

sohrab
2016-12-06, 05:51 PM
ফরেক্স ট্রেডিং এর জন্য ভেরিফিকেশন করা অতি জরুরী এবং ফেরিভিকেশন না করলে কোন লভ্যাংশ উত্তলোন করা যাবে না । তবে ভেরিভিকেশন না করেও ট্রেড করা যায় এবং যে কোন সময় আপনার ভেরিফিকেশন চাইতে পারে । তাই ট্রেড করার আগেই খেরিফিকেশন করে নেয়া ভাল । সব কিছু ঠিক থাকলে আপনার তিন দিন লাগতে পারে ।

nazib72
2016-12-06, 05:57 PM
ঝামেলা মুক্ত ভাবে ট্রেড করতে হলে একাউন্ট খোলারপর ওই একাউন্ট ভেরিফিকেশান করে নেয়া ভালো ।একাউন্ট কোনো না কোনো সময় ভেরিফাই করতেই হয়।ট্রেড করে যখন প্রফিট হয় তখন প্রফিটের ডলার তুলতে গেলে নানা অশুবিধার মাঝে পড়তে হয়,তাছাড়া যেকোনো সময় নটিশ আসতে পারে টখন ভেরিফিকেশান করা সম্ভব নাও হতে পারে তাই একাউন্ট খুলেই ভেরিফাই করে নেয়া ভালো।

riponinsta
2017-01-12, 10:42 AM
ফরেক্স মার্কেট এ ভেরিফাই করা কি জরুরী কারন আপনি ভেরিফাই ছাড়া টেড করতে পারবেন না আর যেই সব ব্রোকার বলবে যে ভেরিফাই ছাড়া টেড করতে পারবে সেই সব ব্রোকার ভাল না তাই আপনাকে টেড করতে হলে ভেরিফাই করে টেড করতে হবে । আপনার নিজের আইডি কাড না থাকলে বাবা মায়ের আইডি কাড দিয়ে ভেরিফাই করে নিতে পারবেন ।

tumtumtum
2017-01-12, 11:04 AM
ফরেক্স করার জন্য আপনার অ্যাকাউন্ট ভেরিভাই করতে হবে। কারন আপনি যে তথ্য দিয়ে ট্রেড ওপেন করছেন টা ঠিক আছে কি না। আপনার অ্যাকাউন্ট ভেরিফায় করলে আপনি ভালভাবে ট্রেড ওপেন করতে পারবেন। আপনি ট্রেড ওপেন থেকে শুরু করে টাকা তোলা থেকে শুরু করে টাকা ইনভেস্ট করার জন্য অ্যাকাউন্ট ভেরিফায় করতে হয়।

FxShuvo
2017-01-17, 09:55 AM
হ্যাঁ আমি খুব পরিচিত চান. আমি 2 সপ্তাহ আগে আমার অ্যাকাউন্ট যাচাই কোন উত্তর, এবং যখন সেখানে উত্তর তারা আমাকে বিনা কারণে উপেক্ষিত, কিন্তু আমি মনে করি আমরা আমাদের সাহায্য করার জন্য প্রযুক্তিগত সহায়তা কল করার চেষ্টা করা উচিত

যদি ভেরিফিকেশনে কোন সমস্যা থাকে অনুগ্রহ করে আপনার ট্রেডিং অ্যাকাউন্ট নম্বরটি বলুন। যাতে করে আপনাকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করতে পারি।
ধন্যবাদ

riponhosen
2017-01-17, 10:50 AM
ফরেক্স মার্কেটে একাউন্ট ভেরিফাই খুব গুরুত্বপুর্ন কারন যখন আপনি ফরেক্সে একাউন্ট ভেরিফাই করবেন না তখন আপনার একাউন্ট ফেক একাউন্ট হিসেবে গন্য হবে ।আর যখন আপনি ফেক হিসেবে একাউন্ট পরিচালনা করবেন তখন আপনার একাউন্ট যখন তখন বন্ধ করে দিতে পারে তাই ফরেক্স এ সবার আগে একাউন্ট ভেরিফাই করে নিন ।তাছাড়া একাউন্ট ভেরিফাই না করলে আপনি কোনো ডলার বের করতে পারবেন না ।

reser
2017-03-31, 11:15 PM
ফরেক্স মার্কেটে আমাদের অ্যাকাউন্ট নিরাপদ রাখতে হলে, কোন ঝামেলা ছাড়া টাকা তুলতে হলে অবশ্যই অ্যাকাউন্ট ভেরিফিকেশন করতে হবে। ভেরিফিকেশন কোন কঠিন কাজ নয়। ভেরিফিকেশন করতে হলে পরিচয় পত্র আর ব্যাংক এর স্টেটমেন্ট দিতে হয়।

yasir
2017-03-31, 11:41 PM
ভেরিফাই করা অবশ্যই জরুরী কারন ভেরিফাই ছাড়া আমরা ট্রেড করতে পারলেও কোনপ্রকার উইড্র দিতে পারবো না তাছাড়া আমাদের একাউন্টের ও একটা নিজস্ব নিরাপত্তা দরকার যে কারনে ভেরিফাই করা অবশ্যই জরুরী।

Momen
2017-07-23, 02:36 PM
অবশ্যই ভেরিফাই করা জরুরী। ভেরিফাই করা না থাকলে আপনার একাউন্ট যেকোন সময় বাতিল করে দেওয়ার ক্ষমতা রাখে ব্রোকার। তাছাড়া, ভেরিফাই না করে থাকলে আপনি আপনার প্রফিট উত্তলন করতে পারবেন না। এছাড়াও আপনার একাউন্টে বিভিন্ন ধরনের সম্মূখীন হতে হবে আপনাকে। তাই, একাউন্ট ভেরিফাই করুন তারপর বাকি কাজ করুন।