PDA

View Full Version : লিবারেজ কি ?



Nazmul1994
2016-08-30, 02:24 AM
ফরেক্স থেকে উপার্জন করতে চাই , ফরেক্স কে জানতে চাই , লিবারেজ সিস্টেম তা কি , কেউ যদি ভালো আইডিয়া দেন তাহলে খুব এ উপকৃত হবো :)

জ্যাক কয়েন
2016-09-03, 09:39 AM
লিভারেজ মানে হচ্ছে লোন, ফরেক্স ব্রোকারে অ্যাকাউন্ট ওপেন করার আগে ট্রেডআরদের লিভারেজ নির্ধারণ করে নিতে হয়। লিভারেজ বা মার্জিন লোন হচ্ছে আপনার ক্যাপিটাল এর উপর সর্বোচ্চ কত গুন লোন আপনার ফরেক্স ব্রোকার আপনাকে দিবে। আমি মনে ফরেক্স অ্যাকাউন্ট লিভারেজ কম নিয়ে ট্রেড করা ভালো।

RUBEL MIAH
2016-12-12, 06:50 PM
অামরা যারা ফরেক্স ট্রেডার রয়েছি তাদের অবশ্যই লিভারেজ ঠিক করে নিতে হবে । যে ট্রেডার লিভারেজ কম নিয়ে ট্রেড করবে সে অবশ্যই লাভবান হতে পারবে । অতএব আমরা সব সময় ফরেক্স মার্কেটে লিভারেজের দিকে খেয়াল করে তারপর ট্রেড করার চেষ্টা করব তাহলেই আমরা লাভবান হতে পারব । আর আপনারাও চেষ্টা করেন কিভাবে লিভারেজ কম নেওয়া সম্ভব ।

ONLINE IT
2016-12-12, 07:28 PM
লিভারেজ মুলত লোন। তবে এই লোন আপনি আপনার ব্যালেন্স এর সাথে পাবেন না। আপনি আপনার ব্যালেন্স এর উপর কতটুকু লোন চান তা এ্যাকাউন্ট করার সময় নির্ধারন করে নিতে হবে। তবে আপনি পরবর্তীতেও আপনি তা সংশোধন করতে পারবেন। এই লোন সুবিধার কারনেই আমরা আমাদের অল্প ব্যালেন্স নিয়েও অনেক বড় ট্রেড করতে পারি। তবে আমার মতে কম লিভারেজ নিয়ে ট্রেড করাই ভাল।

vampire
2016-12-12, 07:38 PM
ফরেক্স মার্কেটে লিভারেজ হল আপনি যে ব্রোকার সাইটে কাজ করছেন ঐ ব্রোকার সাইটে আপনাকে কিছু নির্দিস্ট পরিমান লোন দেবে।বিভিন্ন ব্রোকার সাইট বিভিন্ন ধরনের লোন দিয়ে থাকে যথা-
১ঃ২
১ঃ২০
১ঃ৫০
১ঃ১০০
১ঃ২০০
১ঃ৫০০।

nazib72
2016-12-12, 07:49 PM
লিভারেজ বা মার্জিন লোন হচ্ছে আপনার ক্যাপিটাল এর উপর সর্বোচ্চ কত গুন লোন আপনার ফরেক্স ব্রোকার আপনাকে দিবে।এই লোন সুবিধার কারনেই আমরা আমাদের অল্প ব্যালেন্স নিয়েও অনেক বড় ট্রেড করতে পারি। আমি মনে ফরেক্স অ্যাকাউন্ট লিভারেজ কম নিয়ে ট্রেড করা ভালো।

nbfx
2016-12-12, 08:02 PM
লিভারেজ হলো বিষধর সাপের মতো। যে সাপুরে বিষধর সাপকে বশে এনে খেলা দেখাতে পারে তাকে আমরা বাহাবা দেই। কিন্তু এই বিষধর সাপের ছোবলে কত সাপুরের প্রাণ গেছে তার তো আমরা হিসেব রাখি না। হ্যাঁ ঠিকই বলেছি, এই লিভারেজের কারনেই কত ট্রেডারের একাউন্ট জিরো হয়েছে তার খবর রাখি আমরা। আমার মতে লিভারেজ ধ্বংসাত্মক।লিভারেজ দিয়ে মূলধন অনেকগুণ বৃদ্ধি পায় এবং বড় লট বা সাইজ দিয়ে ট্রেড ওপেন করা যায় ঠিকই। কিন্তু ট্রেড ওপেন করলে ব্যাকআপ পিপস বাড়ে না। এই রহস্যটা অনেকেই বুঝতে পারে না। তাই লিভারেজের ফাদে পা দিয়ে একাউন্ট হারায়। লিভারেজ নিলে নিজের চেয়ে ব্রোকারের লাভ বেশি হয়। উত্তম হয় লিভারেজ যত কম নেয়া যায়। কেউ যদি লিভারেজ ১:২ নিয়ে ট্রেড করে আমি চ্যালেঞ্জ করছি তার একাউন্ট কখনো জিরো হবে না। লিভারেজ সম্পর্কে কারো কোন প্রশ্ন থাকলে আমাকে বার্তা পাঠান।

Skfarid
2016-12-15, 01:59 PM
ফরেক্স রিয়েল ট্রেডিং একািউন্ট ওপেন করার সময় ফরেক্স ব্রোকার আপনাকে লিভারেজ অপার করবে । আর লিভারেজ বা মার্জিন লোন হচ্ছে আপনার ক্যাপিটাল এর উপর সর্বোচ্চ কত গুন লোন আপনার ফরেক্স ব্রোকার আপনাকে দিবে। এটি ক্ষেত্র বিশেষ কম বেশি হয়ে থাকে । আপনি আপনার সুবিধা মত লিভারেজ নিতে পারেন ।

riponinsta
2017-02-14, 06:58 PM
ফরেক্স মার্কেট এ লিবারেজ মানে হল লোণ ফরেক্স ব্রোকার ট্রেড করার জন্য লিভারেজ দেই আপনি এই লিবারেজ দিয়ে ট্রেড করতে পারবেন ধরেন আপনি ১ ডলার ফরেক্স মার্কেট এ ডিপোজিট করলেন এখন আপনি লিবারেজ নিলেন ১ঃ১০০ তার মানে আপনি আপনার অ্যাকাউন্ট এ ১০০ % লোণ নিলেন এখন আপনি ১০০ ডলার সমপরিমাণ ডলার এ ট্রেড করতে পারবেন বেশি ডলার এ ট্রেড করার কারন এ আপনি লাভ ও বেশি করতে পারবেন

Md Masud
2017-05-05, 02:59 PM
লিভারেজ বা মার্জিন লোন হচ্ছে আপনার ক্যাপিটাল এর উপর সর্বোচ্চ কত গুন লোন আপনার ফরেক্স ব্রোকার আপনাকে দিবে । বেশি ডলার এ ট্রেড করার কারন এ আপনি লাভ ও বেশি করতে পারবেন । লিভারেজ নিলে নিজের চেয়ে ব্রোকারের লাভ বেশি হয় । অামরা ফরেক্স মার্কেটে ধৈর্য্যের সহিত কাজ করব ।

aysha
2017-05-06, 04:13 PM
আমার মতে লিভারেজ মানে হচ্ছে লোন । যে ব্রোকার যত বেশি লিভারেজ দেয় সে ব্রোকার তত বেশি পরিচিত । আমি ইন্সতা ফরেক্স ব্রোকার এর সাথে ট্রেড করছি এই ৫ বছর । ইন্সতা ফরেক্স ব্রোকার লিভারেজ দিচ্ছে ১ঃ১০০০ । আমি এই লিভারেজ নিয়ে খুব খুশি মনে ট্রেড করে থাকি । তবে ফোরাম এর ট্রেডিং একাউন্টে লিভারেজ দিচ্ছে ১ঃ৫০

Mamun13
2017-05-06, 07:36 PM
লিভারেজ হলো আপনার ব্যালেন্সের তুলনায় ব্রোকার থেকে লোন বা ধার নেওয়ার অনুপাত৷যেমন আপনার পুজিঁ হলো 100 ডলার৷আর আপনি যদি লিভারেজ নেন 1:100 তাহলে আপনি ব্রোকারের থেকে লোন নিচ্ছেন একশো গুণ বেশি৷এই লিভারেজের সুবাদে আপনি আপনার পুজিঁর তুলনায় বড় লটে ট্রেড করার সুযোগ পাবেন৷কিন্তু মনে রাখবেন বেশি লিভারেজ কখোনোও নিবেন না৷কম লিভারেজে রি্স্ক কম থাকবে৷

uzzal05
2017-05-21, 10:09 PM
ফরেক্স এ আমরা অনেকেই বেশী লিভারেজ ব্যবহার করি। কারন আমদের লিভারেজ বেশি হলে আমরা বড় লট এ ট্রেড করে প্রফিট করতে পারি। লিভারেজ বেশি নিলে আবার আমাদের একাউন্ট এর রিস্ক বেরে যায়। কারন লট সাইজ বারালএ আমাদের একাউন্ট এ রিস্ক ও বেরে যায়।

dipu441359
2017-05-22, 12:32 AM
আমার মতে ফরেক্স মার্কেট এ লিবারেজ হল লোণ ফরেক্স ব্রোকার ট্রেড করার জন্য লিভারেজ দেই আপনি এই লিবারেজ দিয়ে ট্রেড করতে পারবেন ধরেন আপনি ১ ডলার ফরেক্স মার্কেট এ ডিপোজিট করলেন এখন আপনি লিবারেজ নিলেন ১ঃ১০০ তার মানে আপনি আপনার অ্যাকাউন্ট এ ১০০ % লোণ নিলেন এখন আপনি ১০০ ডলার সমপরিমাণ ডলার এ ট্রেড করতে পারবেন বেশি ডলার এ ট্রেড করার কারন এ আপনি লাভ ও বেশি করতে পারবেন এবং আপনার একাউন্ট রিক্স ফ্রি থাকে ।

uzzal05
2017-05-25, 01:01 PM
ফরেক্স মার্কেট এ লিভারেজ হলো অনেকটা লোন এর মত। লিভারেজ আমাদের অনেক উপাকার করে। আবার আমাদের অপকার ও করে। তবে সেটা আমাদের দোষে। কারন লিভারেজ বেশি নিলে আমাদের ভলিয়ম সাইজ বারাতে পারব। আর ভলিয়ম কম দিতে লিভারেজ কমিয়ে দিলে হবে। ব্যালেন্স এর চাইতে দিগুন লাভ করার জন্য লিভারেজ বারাতে হয়।

01797733223
2018-01-13, 05:47 PM
ভাই ফরেক্স মার্কেটে লিভারেজ হল আপনার ব্যালেন্স যা আছে সেটাকে তার চারশত গুণ বাড়িয়ে ট্রেড করার প্রক্রিয়া মাত্র। মানে আপনার মূলধন এর উপর সর্বোচ্চ কত গুন লোন ফরেক্স ব্রোকার আপনাকে দিবে সেটার একটা লিভারেজ আরকি, অর্থাৎ* আপনি যাতে বেশি ইনকামের সুযোগ বৃদ্ধি করতে পারেন সেটাকে সচল রাখা, অব্যাহত রাখা কিংবা উৎ*সাহ প্রদান করা।

iloveyou
2018-02-17, 11:50 AM
ভাই সহজ কথায় লিভারেজ হলো আপনার টোটাল ব্যালেন্সের দ্বিগুণ কিংবা হাজার গুণ বাড়িয়ে ট্রেড করার বা ব্যবসা করার একটা সহজ প্রক্রিয়া। তাই কিছুক্ষণের জন্য ফরেক্স মার্কেটকে বাদ দিয়ে মনে করেন, কিংবা ইমাজিন করেন, আপনি একটা যে কোন ব্যবসা ১ টাকা দিয়ে শুরু করবেন, কিন্তু এটা কি সম্ভব ? বাংলাদেশেরে পেক্ষাপটে, কখনই সম্ভব না। ঠিক এই সুযোগটাই এখানে ফরেক্স মার্কেটে ব্রোকাররা আমাদেরকে লিভারেজ হিসেবে দিচ্ছেন, মানে আপনাকে ধার হিসেবে দিচ্ছেন, কোন প্রকার শর্ত ছাড়াই। আর এটাকেই এখানে লিভারেজ বলা হয়। অর্থাৎ* আপনার ব্যালেন্স আছে ১ ডলার এবং এর সাথে আপনি যদি লিভারেজ যোগ করেন যেমন : ১ঃ৫০, ১ঃ১০০, ১ঃ৫০০ অথবা ১ঃ৩০০০ ইত্যাদি এর যে কোন একটা লিভারেজ নিয়ে এখানে ট্রেড করতে পারেন, তাই ১ঃ৩০০০ যদি নেন তাহলে আপনার ব্যালেন্স হল ৩০০০ ডলার, এটা দিয়ে আপনি ট্রেড করে বেশি মুনাফা করতে পারবেন।

maziz6989
2018-02-17, 10:17 PM
কতটা লোন নেবেন তার অনুপাত হল লিভারেজ। যদি আপনার পকেট খুবিই ছোট হয়ে থাকে তবে লিভারেজ কম নেবার চেষ্টা করবেন না। কেননা একটু বেশি কেনাকাটা করতে গেলে একটু বেশিই টাকা লাগে। আর যদি আপনার পর্যাপ্ত ডিপোজিট থাকে তবে তা কমিয়েও ব্যবাহার করতে পারেন।

samun
2021-12-22, 08:54 AM
ফরেক্স মার্কেটে লিভারের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নির্বাচনের মাধ্যমে একজন ট্রেডার ফরেক্স মার্কেটে তার ব্যালেন্স এর উপরে ব্রোকার এর নিকট হতে লোন গ্রহণ করতে পারে অর্থাৎ ফরেক্স ব্রোকার ট্রেড করার জন্য লিভারেজ দেই আপনি এই লিবারেজ দিয়ে ট্রেড করতে পারবেন ধরেন আপনি ১ ডলার ফরেক্স মার্কেট এ ডিপোজিট করলেন এখন আপনি লিবারেজ নিলেন ১ঃ১০০ তার মানে আপনি আপনার অ্যাকাউন্ট এ ১০০ % লোণ নিলেন এখন আপনি ১০০ ডলার সমপরিমাণ ডলার এ ট্রেড করতে পারবেন

FRK75
2022-02-16, 03:13 PM
লিভারেজ বা মার্জিন লোন হচ্ছে আপনার ক্যাপিটাল এর উপর সর্বোচ্চ কত গুন লোন আপনার ফরেক্স ব্রোকার আপনাকে দিবে।এই লোন সুবিধার কারনেই আমরা আমাদের অল্প ব্যালেন্স নিয়েও অনেক বড় ট্রেড করতে পারি। আমি মনে ফরেক্স অ্যাকাউন্ট লিভারেজ কম নিয়ে ট্রেড করা ভালো।