PDA

View Full Version : ফরেক্স ব্রোকারে ভেরিফিকেশন কিভাবে করবেন?



Biplob72
2016-08-30, 06:26 PM
ভেরিফাই মানে আপনি যে তথ্য দিয়ে তাদের কোম্পানিতে জয়েন করেছেন এবং ট্রেড করছেন তা আসলেই সঠিক কিনা। অধিকাংশ ব্রোকারেই ভেরিফাই করতে হয়। কিন্তু কিছু কিছু ব্রোকারে ভেরিফাই না করেও ট্রেড করা যায়।
ভেরিফাই করতে কি কি ডকুমেন্টস দরকারঃ
১। আপনার পাসপোর্ট/ ন্যাশনাল আইডি কার্ড/ ড্রাইভিং লাইসেন্স – এর কম্পিউটার স্ক্যান কপি
২। আপনার অ্যাড্রেস ভেরিফিকেশন ডকুমেন্টস

Shuvo Ghosh
2016-09-02, 04:57 PM
সকল ধরনের সুযগ-সুবিধা ভোগ করতে হলে অবশ্যই আপনার ট্রেডিং একাউন্ট টি কে ভেরিফাই করে নেয়াটা খুবি জরুরি। একাউন্ট অনেক ভাবেই ভেরিফাই করা যায় যেমন আপনি আপনার পার্সপোর্ট আর ব্যাংক স্টেটমেন্ট ব্যাবহার করে অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারেন অথবা আপনার জাতীয় পরিচয়পত্র এবং ইউটিলিটি বিল দিয়ে ভেরিফাই করতে পারেন। তবে ব্যাংক স্টেটমেন্ট রিসেন্ট হতে হবে।

vodrolok
2016-09-12, 03:02 AM
ব্রোকারে ভেরিফিকেশন করতে হলে সাধারণত সরকার গৃহীত কাগজ পত্র সাবমিট করতে হয়। যেমন ভোটার আইডি, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ইত্যাদি। আর দ্বিতীয় স্তরের ভেরিফিকেশনের জন্য প্রথম প্রকারের সাথে সমঞ্জস্যপূর্ণ এই মানের আরেকটি ডকুমেন্ট সাবমিট করতে হয়।

Rahat015
2016-09-16, 04:41 PM
আমি মনেকরি একাউন্ট ভেরিফাই করে নেওয়া টা খুব জরুরী একটা বিষয়। কারন একাউন্ট ভেরিফিকেশন না করলে অনেক সময় আপনার একাউন্ট টি বন্ধ করে দিতে পারে, এতে আপনি লস এর সম্মখীন হতে পারেন। একাউন্ট অনেক ভাবেই ভেরিফাই করা যায় যেমন আপনি আপনার পার্সপোর্ট আর ব্যাংক স্টেটমেন্ট ব্যাবহার করে অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারেন অথবা আপনার জাতীয় পরিচয়পত্র এবং ইউটিলিটি বিল দিয়ে ভেরিফাই করতে পারেন। তবে ব্যাংক স্টেটমেন্ট রিসেন্ট হতে হবে।

shimul77ss
2016-11-23, 12:02 AM
ফরেক্স মার্কেটে যে কোন ব্রোকার সাইটে একাউন্ট খোলার আগে আমদের একাউন্ট খোলা উচিত কারন একাউন্ট ভেরিফাই না করলে আপনার পেমেন্ট পেতে সমস্যা হতে পারে।যেকোন ব্রোকার সাইটে ভেরিফাই করতে লাগবে-
১।ভোটার আইডি কার্ডের কম্পিউটার দ্বারা স্কান কপি
২।ব্যাঙ্ক স্টেট মেন্ট এর স্কান কপি

RUBEL MIAH
2016-11-29, 10:13 PM
ফরেক্স ব্রোকারে ভেরিফিকেশন খুবই গুরুত্বপূর্ণ । অামরা সব সময় ফরেক্স মার্কেটের এ্যাকাউন্ট ছবি এবং ভোটার আইডি কার্ড দিয়ে একত্র করে তুলব । তারপর প্রথম ভেরিফাই করে নেব । তারপর প্রথম ভেরিফাই হয়ে গেলে দ্বিতীয় ভেরিফাই আমরা ব্যাংক স্টেটমেন্ট অথবা পাসপোর্ট অথবা ড্রাইভারী লাইসেন্স দিয়ে আমরা দ্বিতীয় ভেরিফাই করে নেব ।

uzzal05
2016-11-30, 11:11 AM
বর্তমানে ইন্সটাফরেক্স ব্রোকার ভেরিফাই নিয়ে বেশ ঝামেলা করে থাকে। আপনার যদি ভেরিফাই সমস্যা হয়ে তাহলে আপনি স্কান কপি এবং আপনি হাতে করে আইডী নিইয়ে একটি ছবি তুলে একই সাথে দুটি জিনিস পালোড করেন তাহলে আপনার একাউন্ট ভেরিফাই হয়ে যাবে।

riponinsta
2016-12-10, 04:22 PM
ব্রোকারে ভেরিফিকেশন করতে হয় কারন আপনি রিয়েল মানুষ কিনা তা চেক করতে । আপনি ভুএয়া পরিচই দিয়ে আপনি ফরেক্স করছেন কি না তা চেক করা হয়। আপনি ব্রোকারে ভেরিফিকেশন করলে আপনি অনেক সুবিধা পাবেন । আপনার টাকা তুলতে ধুকাতে কোন সমস্যা হবে না । ব্রোকারে ও বুজবে আপনি টেড করতে চাছেন ।

Mamun13
2017-10-03, 08:51 PM
যখনই একটি রিয়েল একাউন্ট ওপেন করবেন সাথে সাথেই সেটি ভেরিফাইড করে নেওয়া জরুরী৷আপনার পাসপোর্ট বা n.i.d কার্ডের স্ক্যান কপি ফার্স্ট লেভেলে আপলোড দিয়ে ভেরিফাইড করে নিবেন৷সেকেন্ড লেভেল ভেরিফাইয়ের জন্য আপনার বাসার এড্রেস সম্বলিত যেকোনোও বিল যেমন বিদ্যুৎ বিল,গ্যাস বিল,পানির বিল,ফোন বিল,ড্রাইভিং লাইসেন্স অথবা আপনার ব্যাংক স্ট্যাটমেন্টের স্ক্যান কপি আপলোড করতে হবে৷