PDA

View Full Version : কি কি সাপোট করে আর কি সাপোট করে না।



Biplob72
2016-08-30, 06:28 PM
ভেরিফাই করার জন্য আপনার পাসপোর্ট/ ন্যাশনাল আইডি কার্ড/ ড্রাইভিং লাইসেন্স – এর কম্পিউটার স্ক্যান কপি ফরেক্স ব্রোকার সাইটে আপলোড করতে হবে। আপনি পাসপোর্ট অথবা ন্যাশনাল আইডি কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স স্ক্যান করে তা ইমেজ ফরম্যাটে সেভ করে তা আপলোড করতে পারেন। আপনার যদি পাসপোর্ট/ ন্যাশনাল আইডি কার্ড/ ড্রাইভিং লাইসেন্স না থাকে, তবে আপনি ভেরিফাই করতে পারবেন না। ফরেক্স ব্রোকাররা স্কুল, কলেজ বা ইউনিভার্সিটির আইডি কার্ড দিয়ে ভেরিফাই করে না। কিন্তু কেউ কেউ বলেছে তারা নাকি ইউনিভার্সিটির আইডি কার্ড দিয়ে অ্যাকাউন্ট ভেরিফাই করেছে। সবচেয়ে ভাল হয় পাসপোর্ট থাকলে। কারন পাসপোর্ট আপনার সবসময়ই কাজে লাগবে। তাছাড়া বাংলাদেশের ন্যাশনাল আইডি কার্ডের অনেক তথ্য বাংলায় থাকায় অল্প কিছু ব্রোকার তা গ্রহন করে না।

md mehedi hasan
2016-08-31, 09:00 AM
ফরেক্স মার্কেটে একাউন্ট খুলার পর উক্ত একাউন্টটি ভেরিফাই করার প্রযোজন হয়।আর একাউন্ট ভেরিফাই করতে জাতীয় পরিচয় পত্র,বিদ্যুৎ বিল, ড্রাইভিং লাইসেন্স এবং ব্যাংক স্টেটমেন্ট ইত্যাদি স্ক্যান করা ছবি আপলোড করে আপনার একাউন্ট ভেরিফাই করতে পারেন।কিন্ত আপনার স্কুল কলেজের কোন কাগজ বা আইডিকার্ড দ্বারা আপনার একাউন্ট ভেরিফাই করতে পারবেন না।

Shuvo Ghosh
2016-09-03, 06:07 PM
একাউন্ট ভেরি ফাই করার জন্য আপনি আপনার জাতীয় পরিচয়পত্র,পাসপোর্ট ইত্যাদি ব্যাবহার করতে পারেন। তবে ন্যাশনাল আইডি কার্ডে বাঙলা লেখা থাকার কারনে অনেক নাম করা ব্যকার গ্রহন করেনা সেই ক্ষেত্রে আপনি আপনার পাসপোর্ট এর স্ক্যান আর ব্যাংক স্টেটমেন্ট ব্যাবহার করতে পারেন। http://www.instaforex.com এই ওয়েবসাইট থেকে আপনি বিস্তারিত জানতে পারবেন।

motiar
2016-09-03, 09:03 PM
কলেজ/ভারসিটির সনদ একাউন্ট ভেফিফাই করার জন্ন যতেস্ট নয় । এক্ষেত্রে জাতীয় পরিচয় পত্র বা পাসপোরটের কপি হলো সবচাইতে নিরভর যোগ্য মাধ্যম ।

Forex Boy
2016-09-10, 03:28 PM
একাউন্ট ভেরিপাই করতে চান তাহলে বেসি দুরে যেতে হবে না। আপনি আপনার ন্যাসনাল আইডি কার্ড টি হাতে নিয়ে আপনার ফেস সহ একটি ছবি তুলুন তারপর সাবমিট করলে তিন দিনের ভেতরে প্রথম ভেরিফিকেশন করা হোয়ে যাবে। এর পর সেকেন্ড ভেরিফিকশনের জন্য আপনাকে আপনার ব্যাংক সটোোটমেন্ট দিতে হবে।

SHOYEB
2016-09-11, 02:47 PM
সাপোর্ট তো অনেক কিছুই করে তারমধ্যে যেগুলো সবচাইতে বেশি দরকারী পার্সপোট এন আই ডি বিদ্যুত বিলের কপি আর ব্যাংক স্টেটমেন্ট এইসব ডকুমেন্টস হলে আপনি আপনার একাউন্ট ভেরিফাই করে ট্রেডিং এর জন্য প্রস্তুত করতে পারবেন । ফরেক্সে এই ভেরিফিকেশন সিষ্টেমটা অনেক সুন্দর খুব দ্রুত শেষ করে তারা ।