PDA

View Full Version : ভেরিফাই করা কি জরুরী?



Biplob72
2016-08-30, 06:31 PM
হ্যাঁ। কারন ভেরিফাই করা ছাড়া আপনি অনেক ভাল ব্রোকারে ট্রেড করতে পারবেন না। এবং আপনি অনলাইনে যেই পছন্দসই ব্রোকারে ট্রেড করতে চাননা কেন, তারা ভেরিফাই চাবে। তাই ভেরিফাই এর ডকুমেন্টস জোগাড় করে রাখাটাই ভাল।

md mehedi hasan
2016-08-31, 08:19 AM
ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে একাউন্ট ভেরিফাই করা খুবই জরুলি।আপনি যদি আপনার একাউন্ট ভেরিফাই না করেন তাহলে আপনি ট্রেড করতে পারবেন না।দুটি লেভেলে একাউন্ট ভেরিফাই করতে হয়।সাধারনত প্রথম লেভেল ভেরিফাই করলে ফরেক্স মার্কেটে ট্রেড করা যায়।তবে ভবিষৎতে বিভিন্ন ধরনের ঝামেলা এড়াতে দুটি লেভেল ভেরিফাই করাই ভালো।

Shuvo Ghosh
2016-09-02, 03:02 PM
অবশ্যই আপনাকে আপনার একাইন্ট ভেরিফাই করতে হবে না হলে ডিপসিট তো খুব সহজেই করতে পারবেন কিন্তু আপনার ডলার আর উইড্র করতে পারবেন না, এমন কি আপনি যদি কোন ফর্মে ডলার ইনকাম করার জন্য পোস্ট করেন াহলে মাস শেষে আপনার একাউন্টে ব্যালেন্স ট্রানস্ফার করা হবেনা। ফলে আপনার কষটই বৃথা হয়ে যাবে।

SHOYEB
2016-09-03, 04:09 PM
অবশ্যই অ্যাকাউন্ট ভেরিফাই করা জরুরী । আপনি অ্যাকাউন্ট ভেরিফাই না করালে ব্যালেন্স উইথড্র করার সময় জটিলতা সৃষ্টি হবে । অ্যাকাউন্ট ভেরিফাই ফরেক্স ব্যবসার একটা অংশ । ডলার লেনদেনে জটিলতা থেকে মুক্তি পেতে হলে অ্যাকাউন্ট ভেরিফিকেশন অনেক জরুরী ।

RUBEL MIAH
2016-09-16, 04:51 PM
অবশ্যই ভেরিফাই করা খুবই জরুরী কেননা ফরেক্স মার্কেটে ভেরিফাই করা ছাড়া ডরার উত্তোলন করা সম্ভব নয় । সুতরাং আমরা রিয়েল এ্যাকাউন্ট করেই ভেরিফাই করার চেষ্টা করব তাহলেই আমাদের আর কোন সম্যা হবে না ।

SHOYEB
2016-09-19, 05:14 PM
ভেরিফাই করা অবশ্যই জরুরী কারন ভেরিফাই না করলে একাউন্ট পরিপূর্ন হয় না । ভেরিফাই না কররে পরে ঝামেলা পোহাতে হয় কারন মানি ট্রান্জেকশন করা যায় না তো একাউন্ট ভেরিফাই করা কঠিন কোন কাজ না তাই ভেরিফিকেশন করে পেলাই ভাল ।

milonkhanfx1993
2016-09-20, 08:32 AM
ভারত বা আমেরিকা থেকে বাংলাদেশে এসে থাকবেন এখানে ইনকাম করবেন আর পাস্পোরট ভিসা রাখবেন না তা কি করে হয়। আসলে ফরেক্স এ রিয়াল ট্রেড করার জন্য আপনার অ্যাকাউন্ট টা ভেরিফাই করা জরুরি

Forex Boy
2016-09-23, 10:15 PM
হ্যা আপনাকে অবশ্যই আপনার ট্রেডিং একাউন্ট ভরেিফাই করতে হবে। নাহলে আপনার মানি লস হোতে পারে। অর্থাৎ একাউন্ট ভেরিফাই না করা অবস্থাতে অপনি যদি ট্রেড করেন তাহলে আপনি আপনার প্রফিট তো অনেক পরের কথা এমনকি অপনি আপনার ডিপজিটের টাকাও আর পাবেন না। ব্রোকার আপনাকে উইড্র করতে দেবে না।

MoinFX
2016-10-06, 12:36 PM
ভেরপাই ছাড়া ট্রেড করতে পারবেন তবে প্রপিট মানি উঠাতে পারবেন না তাই আপনাকে একাউন্ট ভেরিপাই করতে হবে তারপর আপনি যখন ইচ্ছা তখন টাকা উঠাতে পারবেন। ফরেক্স মার্কেটে সফলতা জন্য আপনাকে অনেক বেশি করে পড়তে হবে তাহলে আপনি ভাল কিছু করতে পারবেন।

tarekbsl101
2016-10-06, 04:17 PM
আমি নতুন তাই এতদিন ডেমো করেছি
আশি করি আগামি মাস এ লাইভ এ ট্রেড করব
তোখন অবস্যই ভেরিফাই করে ট্রেদ সুরু করব

tarekbsl101
2016-10-07, 02:12 PM
ভেরপাই ছাড়া ট্রেড করতে পারবেন তবে প্রপিট মানি উঠাতে পারবেন না। কিন্তু কিছু কিছু বোকার আচে ভেরিফাই ছাড়া একাউন্ট খুলতে দেই নাহ

ssrahman00
2016-10-08, 12:09 PM
ট্রেডিং একাউন্ট ভারিফাই করা ট্রেডিং এরই একটা অংশ। কিন্তু যাদের নামে পাসপোর্ট উটিলিটি বিল নাই তাদের খুব ঝামেলা হই।যেমন আমার হছে। এটা থেকে পরিত্রাণ পাওয়ার উপাই কেউ বলে দেলে খুব খুশি হতাম

Dilip05
2016-10-17, 07:59 AM
হ্যা, ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে একাউন্ট ভেরিফাই করা খুবই জরুলি।আপনি যদি আপনার একাউন্ট ভেরিফাই না করেন তাহলে আপনি ট্রেড করতে পারবেন না। দুটি লেভেলে একাউন্ট ভেরিফাই করতে হয়। সাধারনত প্রথম লেভেল ভেরিফাই করলে ফরেক্স মার্কেটে ট্রেড করা যায়।তবে ভবিষৎতে বিভিন্ন ধরনের ঝামেলা এড়াতে দুটি লেভেল ভেরিফাই করাই ভালো।

mithunsarkar
2016-10-20, 01:29 PM
ভেরিফাই ছাড়া ট্রেড করা যায় তবে অ্যাকাউন্ট ভেরিফাই করে ট্রেড করা উচিত। কারন ভেরিফাই ছাড়া ট্রেডিং করা গেলেও ট্রেড করে প্রফিটের ডলার উঠানোর জন্য অবশ্যই ভেরিফাই করতে হবে। তাই আমি মনে করি ভেরিফাই ছাড়া ট্রেডিং করা ভালো না। ফরেক্স এ সফল ট্রেডআররা সবসময় অ্যাকাউন্ট ওপেন করার সাথে সাথে ভেরিফাই করে নেয়।

Hassan Raja
2016-11-01, 11:29 PM
ডেমো ট্রেডিং এ একাউন্ট ভেরিফাই করতে হয় না । যদি রিয়েল ট্রেডিং করেন আপনি অবশ্যই একাউন্ট ভেরিফাই করবেন । একাউন্ট ভেরিফাই ছাড়া আপনি টাকা ডিপেজিট করতে পারবেন ট্রেড করতে পারবেন কিন্তু টাকা উহ্থড্র কতে পারবেনা। তার মানে হলো আপনার সমস্থ প্রচেষ্ট জলে। আপনি হযত অনেক পরিশ্চম করে কিছু টাকা লাভ করলেন কিন্তু আপানার পরিশ্চমের কোন মূল আপনি পেলেন না । এছাড়াও আরো অনেক সীমাবদ্ধতা থাকে যদি আপনার একাউন্ট ভেরিফািই করা ন থাকে।

Rahamat123
2016-11-08, 04:27 PM
আমি মনে করি ফরেক্স মাকেটে আপোণাড় একাউন্ট যত সময় সথিক করে না রাখবেন তত সম সময় আপনি টাকা তুলতে পারবেন না | তাই আপনার একাউন্ট ভেরিফিকেশ করে রাখা ভাল ফরেক্স থেকে আয় করতে পারলে আপনি এর অভাব বুঝতে পারবেন | তাই ভেরিফাই খুব জরুরি|

nisho5533
2016-11-08, 11:35 PM
আমি মনে করি, যদিও অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা নিজেদের অ্যাকাউন্ট ভেরিফাই ছারাও ট্রেডিং করতে পারছি তারপরে ও আমরা আগে ভেরিফাই এর স্টেপ সেরে নেয়া উচিত। কেন না এই ভেরিফাই এর সমস্যা আমাদের কে হয়ত ভবিষ্যতে পুহাতে হবে। ভেরিফাই ছাড়া আমরা ভালো রকম ট্রেডিং এর সুবিধা পেতে পারব না । আর যেহেতু ভেরিফাই এর অধিকার উনাদের কাছে অব্যাহত থাকে তাই যে কোন সময় উনারা তার জন্য চাপ দিতে পারেন , তখন সঠিক সময়ে সঠিক তত্ত্ব দিতে না পারলে আমাদের অ্যাকাউন্ট এ বড় কোন সমস্যা ও হতে পারেন। তাই আমি করে ভেরিফাই এর কাজ আমাদের আগে সেরে নেয়ে দরকার।

Amit4040
2016-11-09, 02:05 PM
হ্যা ফরেক্সে ভেরিফিকেশন জরুরি।যাদের ভেরিফিকেশন করার ডকুমেন্ট নেই তাদেরকে ভেরিফিকেশন করার জন্য ডকুমেন্টসগুলো যোগার করতে হবে।ডকুমেন্টসগুলো যে নিজেরই হতে হবে তা নয়। আপনি আপনার যেকোনো অভিভাবকের জাতীয় পরিচয়পত্র এবং যেকোনো বিলের কাগজ যোগার করে তার স্কান নিয়ে নিন।তারপর হুবহু ঐ ডকুমেন্টসগুলোর নাম ঠিকানা ব্যবহার করে অ্যকাউন্ট করলে এবং ঐ ডকুমেন্টসগুলো আপলোড করলে ভেরিফিকেশন সফল হবে।

nasir7
2016-11-13, 10:45 AM
ভেরিফাই করার জন্য আপনার পাসপোর্ট/ ন্যাশনাল আইডি কার্ড/ ড্রাইভিং লাইসেন্স -এর কম্পিউটার স্ক্যান কপি ফরেক্স ব্রোকার সাইটে আপলোড করতে হবে। আপনি পাসপোর্ট অথবা ন্যাশনাল আইডি কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স স্ক্যান করে তা ইমেজ ফরম্যাটে সেভ করে তা আপলোড করতে পারেন। আপনার যদি পাসপোর্ট/ ন্যাশনাল আইডি কার্ড/ ড্রাইভিং লাইসেন্স না থাকে, তবে আপনি ভেরিফাই করতে পারবেন না। ফরেক্স ব্রোকাররা স্কুল, কলেজ বা ইউনিভার্সিটির আইডি কার্ড দিয়ে ভেরিফাই করে না। কিন্তু কেউ কেউ বলেছে তারা নাকি ইউনিভার্সিটির আইডি কার্ড দিয়ে অ্যাকাউন্ট ভেরিফাই করেছে। সবচেয়ে ভাল হয় পাসপোর্ট থাকলে। কারন পাসপোর্ট আপনার সবসময়ই কাজে লাগবে। তাছাড়া বাংলাদেশের ন্যাশনাল আইডি কার্ডের অনেক তথ্য বাংলায় থাকায় অল্প কিছু ব্রোকার তা গ্রহন করে না।

InstaForex Sushantay
2016-11-13, 12:23 PM
ট্রেডিং একাউন্ট ভারিফাই করা ট্রেডিং এরই একটা অংশ। কিন্তু যাদের নামে পাসপোর্ট উটিলিটি বিল নাই তাদের খুব ঝামেলা হই।যেমন আমার হছে। এটা থেকে পরিত্রাণ পাওয়ার উপাই কেউ বলে দেলে খুব খুশি হতাম

প্রিয় ট্রেডার ভাইয়েরা,
ইন্সটাফরেক্স চুক্তির শর্তানুসারে, ট্রেডিং অ্যাকাউন্ট ভেরিফিকেশন একটি ঐচ্ছিক বিষয়। এটা ট্রেডিং এ কোন প্রভাব ফেলে না তাই এটা জরুরী না আবার না করলেও কিছু সুবিধা পাওয়া যায় না।।
ভেরিফিকেশন বা মূল্যায়ন মানে হল গ্রাহক চিহ্নিতকরণ বা খোঁজ নেওয়া। এটা আপনার পাসওয়ার্ড অথবা অন্যান্য গোপনীয় তথ্যসহ ট্রেডিং অ্যাকাউন্টকে নিরাপত্তা দিয়ে থাকে।
যদিও ভেরিফাই অ্যাকাউন্টের জন্য ইন্সটাফরেক্সের বিশেষ কিছু অফার বা সুবিধা আছে। অ্যাকাউন্ট ভেরিফিকেশন আপনার ট্রেডিং এ কোন প্রভাব ফেলেনা।
অ্যাকাউন্ট ভেরিফিকেশন এর জন্য প্রয়োজনী শর্ত বা ডকুমেন্ট ভেরিফিকেশন প্রত্যাখ্যানের ঝুঁকি কমানোর জন্য অনুগ্রহ করে নিয়মগুলো আর একবার দেখে নিন।
০১- স্ক্যান কপি স্পষ্ট এবং রঙিন হতে হবে.
০২- স্ক্যান অনুলিপিটি কোণার কিংবা পরবর্তী সীমানা পর্যন্ত দুই পাতা ছড়িয়ে (গুলি) থাকা আবশ্যক আবশ্যক ।
- পরিচয় পত্রের উভয় পাশের স্ক্যান থাকা আবশ্যক.
- গ্রাহকের নিজ দেশের নিয়ম অনুযায়ী , পাসপোর্ট এ প্রদত্ত বয়স, মেয়াদ শেষ হওয়ার তারিখ অথবা পুরাতন ছবি জায়গায় নতুন ছবির পরিবর্তন ইত্যাদি যদি নবায়ন করা হয় , তাহলে ঐ পৃষ্ঠার অনুলিপিও অন্তর্ভুক্ত করা আবশ্যক।
- পাসপোর্টে গ্রাহকের নাম দুটি ভাষায় , কিন্তু এই তথ্য বিভিন্ন পেজ যদি থাকে, দুটিরই স্ক্যান কপি থাকতেই হবে।
০৩- যদি কোন সুস্পষ্ট তথ্য মুছিয়া বা ঘষিয়া তুলিয়া ফেলা না হয়, মুছিয়া ফেলে সংযোজন করা না হয়, তাহলে বা অন্যান্য অননুমোদিত পরিবর্তন বা সম্পাদনা অনুমতি দেওয়া হয়।
০৪- ছবির উচ্চ মানের হতে হবে।
০৫- ট্রেডিং অ্যাকাউন্টের নাম ও ডকুমেন্টে বা নথিতে যে নাম তা অভিন্ন হতে হবে।
০৬- ট্রেডিং অ্যাকাউন্টের নির্দিষ্ট ঠিকানা ও ডকুমেন্টে বা নথিতে যে নাম তা অভিন্ন হতে হবে।
০৭- ডকুমেন্ট বা নথিপত্র বৈধ হতে হবে।
০৮- একই ডকুমেন্ট বা নথিপত্র দুটি স্তর এ ভেরিফিকেশন বা যাচাইয়ের জন্য পাঠানো যাবে না।
ভেরিফিকেশন বা মূল্যায়ন এর জন্য দুইটি যাচাই স্তর বা লেভেল আছে। আপনি প্রথম এবং দ্বিতীয় স্তর । আপনি প্রথম স্তর পার করার পর, দ্বিতীয় যাচাই স্তরের এক্সেস পাবেন। প্রথম লেভেল ভেরিফিকেশনের জন্য আপনাকে
ন্যাশনাল আইডি কার্ড বা ড্রাইভিং লাইসেন্স অথবা পাসপোর্ট এর স্ক্যানকপি সঠিকভাবে আপলোড করতে হবে (আপনার হাতে ধরে মুখমন্ডলসহ ছবি)।
http://support.instaforex.com/en/types_of_client_authentication
এবং দ্বিতীয় লেভেল ভেরিফিকেশনের জন্য আপনার ট্রেডিং অ্যাকাউন্টের উল্লেখিত ঠিকানা সম্বলিত আপনার যে কোন যে ব্যাংক অ্যাকাউন্টের (তিন মাসের অধিক পুরানো নয়) এক মাসের ব্যাংক Statement, গ্যাস বিলের কপি, বা বিদ্যুৎ বিলের কপি দিয়ে সেকেন্ড লেভেল ভেরিফাই করতে পারবেন।
আর ইসস্টাফরেক্সের ভেরিফিকেশন সম্পর্কে বিস্তারিত জানতে এই লিঙ্কটি অনুসরণ করুন-
https://www.instaforex.com/bd/verification.php

আপলোড এর ৭২ ঘন্টার মধ্যে এই নথি চেক করার পর আপনার ট্রেডিং অ্যাকাউন্টকে আপগ্রেড করা হবে। অথবা অ্যাকাউন্ট যাচাইয়ের জন্য অতিরিক্ত ডকুমেন্ট প্রয়োজন আছে হলে তা জানানো হবে।
ইন্সটাফরেক্স: সবসময় এক ধাপ এগিয়ে! ইন্সটাফরেক্স এর সাথেই থাকুন।

Shimul77
2016-11-13, 06:54 PM
ফরেক্স মার্কেটে আইডি ভেরিফাই করা খুব জরুরি।তবে আপনি ভেরিফাই বাদেও ট্রেড ওপেন করতে পারবেন।কিন্তু যদি ট্রেড করে লাভ করতে পারেন তাহলে ঐ টাকা উইথড্র করতে গেলে আপানার পেমেন্ট আটকে দিতে দিতে পারে।তাই আইডি ভেরিফাই করা খুব জরুরি।

bank1
2016-11-17, 01:59 PM
ফরেক্স ট্রেডিং করতে হলে ভেরিফাই করা খুবই জরুরী। কারন প্রতিটি ব্রোকারেই ট্রেডিং করার জন্য ভেরিফিকেশন করার প্রয়োজন পড়ে। আর আর্থিক লেনদেল করার জন্য ভেরিফিকেশন বাধ্যতামূলক হয়। আমি মনে করি প্রত্যেক ট্রডারকেই এটা করা দরকার।

shaminfx
2016-11-17, 02:57 PM
অ্যাকাউন্ট ভেরিফাই করা খুবই জরুরী, যেহেতু আপনে ফরেক্স ট্রেডিং করবেন, তার মানে আপনার নিজের পকেটের টাকা এখানে জমা রেখে আপনাকে ফরক্স করতে হবে, তাহলে কেন আপনে আপনার জমা রাখা টাকার নিরাপত্তা বেবস্থা করবেন না কেন? আর আপনে যদি ফেরিভাই না করেন, তাহলে আপনার অনেক রকম সমস্যা হবে টাকা উত্তোলন করতে পারবেন না......

shimul77ss
2016-11-17, 04:25 PM
ভেরিফাই ছাড়া কোন ব্রোকার সাইটএ আপনি টকা উঠাতে পারবেন না।প্রতিটা কম্পানি চাই যে একজন রিয়েল ট্রেডার।ফরেক্স এ ভেরিফাই করতে গেলে আপনার লাগবে -
১।ভোটার আইডি কার্ডের এ পিঠ ও পিঠ স্কান কপি
২।ব্যাংক স্টেট মেন্টের স্কান কপি।

Lipu
2016-11-18, 11:55 PM
ফরেক্স আপনার যেকোণ একাউন্ট ভেরিফাই করে ট্রেড করা ভাল কারন আপনার ভেরিফাই একাউন্ট টাকা তুলতে সুবিধা হবে | আপনি একাউন্ট কোন সমস্যা হবে না তাই আমি মনে করি আগে থেকে সব কিছু থিক করে নেওয়া ভালো |ফরেক্স এর সাথে থাকেন আর ফরেক্স থেকে আয় করেন ধন্যবাদ|

nisho5533
2016-11-27, 11:33 PM
আপনি ফরেক্স মাকেট কোড়েণ ফোড়েক্স মাকেট থেকে আয় করবেন বলে কিন্তু আপনি যদি টাকা তুলতে না পারেন তবে আপনার কেমন লাগবে তাই আমার মনে হয় ফরেক্স থেকে টাকা তুলার জন্য অ্যাকাউন্ট ভেরিফাই করা খুব জরুরি| আপনাকে ফরেক্স থেকে টাকা তুলতে হবে অ্যাকাউন্ট ভেরিফাই করতে হবেই|

riponinsta
2017-01-07, 12:41 PM
আপনাকে রিয়েল টেড করতে হলে ভেরিফাই করে টেড করতে হবে । আপনি ভেরিফাই ছাড়া টেড করতে পারবেন কিন্তু টাকা তুলতে পারবেন না তাই আপনাকে ভেরিফাই করে টেড করতে হবে । আপনি ব্রোকার এর এগ্রিমেন্ট এ দেখবেন বলা আছে ভেরিফাই করে টেড করার কথা যে ব্রোকার ভেরিফাই ছাড়া টেড করার কথা বলে সেই ব্রোকার ভাল ব্রোকার না ।

shohanjacksion
2017-01-28, 07:10 PM
একাউন্টি ভেরিফাই করে ট্রেড এ যাওয়াই ভাল। ভাল এবং পেশাগত সব ট্রেডারই একাউন্ট ভেরিফাই থাকে। ফরেক্স করতে হলে আমাদের পেশাগতভাবে করার মনমানসিকতা থাকাটােই ভাল।

Peace
2017-01-30, 09:50 PM
ট্রেডারদের ট্রেডিং একাউন্ট পরিপুর্ন করার জন্যই ভেরিফাই করা জরুরী। ভেরিফাই না করলে আপনি উইথড্র করতে পারবেন না। তাই আগে থেকেই ভেরিফাই করে নেওয়া ভাল। ভেরিফাই না করে ট্রেড করলে উত্তোলনের সময় ঝামেলা পোহাতে হয়। কারন ভেরিফাই না করে ব্রোকার আপনাকে ব্যালেন্স উত্তোলন করতে দিবেনা। তাই ভাল মত ট্রেড করার জন্য ভেরিফাই করা জরুরী।

siddiquecec
2017-02-02, 03:08 PM
ভেরিভাই করা না গেলে বা না করতে পারলে ও *account e ট্রেড করবেন না। কারন আপনি টেৃড চালাত হয়তো পারবেন কিন্তু টাকা উত্তোলনের জন্য সমস্যা হবে। ভাল broker ভেরীভাই ছাড়া ডিপোজিট করতে দেয় না।

edottc
2017-02-02, 03:50 PM
ভেরিফাই করা অবশ্যই খুবই জরুরি একাউন্ট ভেরিফাই ছাড়া আপনি আপনারথেকে ইন্*স্ট্রাফরেক্স এ ট্রেড করতে পারবেন কিন্তু আপনার প্রয়োজনের সময় ব্যালেস তুলতে জাবেন তখন ব্যালেন্স তুলতে পারবেনা তখন আপনি অসুবিধায় পরবেন । তাই একাউন্ট ভেরিফাই করা জরুরি

edottc
2017-02-03, 10:26 AM
ফরেক্স ভেরিফািই করা অবশ্যই খুবই জরুরি

nbfx
2017-02-09, 08:02 PM
ফরেক্স একটি ব্যবসা । এখানে নিয়ম-কানুন মেনে ট্রেড করা খুবই জরুরী ভেরিফাই করে ট্রেড করা বুদ্ধিমানের কাজ। যেহেতু এখানে নগদ অর্থের লেনদেন হয় তাই আপনার মূলধনের নিরাপত্তার জন্য ভেরিফাই করে ট্রেড করাই উত্তম। আর ভেরিফাই ছাড়া ওয়ালেট ট্রান্সফার করা যায় না।