PDA

View Full Version : ভেরিফাই ছাড়া ট্রেডিং?



Biplob72
2016-08-30, 06:32 PM
হ্যাঁ। আপনি ভেরিফাই ছাড়াও ট্রেড করতে পারেন। ইন্সটাফরেক্সে ট্রেড করতে ভেরিফাই বাধ্যতামূলক নয়। আপনি কোন প্রকার ভেরিফাই ছাড়াই এই ব্রোকারে ট্রেড করতে পারেন। কিন্তু ইন্সটাফরেক্স কর্তৃপক্ষ যে কোনদিন আপনার কাছে ভেরিফাই এর ডকুমেন্টস চাওয়ার অধিকার রাখে। আরও অনেক ব্রোকারে ভেরিফাই বাধ্যতামূলক নয়। অনেক ব্রোকারে আপনি ভেরিফাই না করেও ট্রেড করতে পারবেন, কিন্তু বড় পেমেন্ট নেয়ার আগে অবশ্যই ভেরিফাই করতে হবে। :ok:

md mehedi hasan
2016-08-31, 08:18 AM
ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে একটি একাউন্ট খুলতে হবে এবং এই একাউন্ট ট্রেড করার উপযুক্ত করতে একাউন্ট ভেরিফাই করতে হয়।একাউন্ট ভেরিফাই করার জন্য দুটি লেভেল আছে।প্রথম লেভেল ভেরিফাই করলেই আপনি ট্রেড করতে পারবেন।কিন্তু আপনি যদি দ্বিতীয় লেভেল ভেরিফাই না করেন তাইলে ব্রোকার কিছু সুযোগ সুবিধা প্রদান করে সেই সুযোগ সুবিধা আপনি ভোগ করতে পারবেন না।তাই একাউন্ট ভেরিফাই করা অত্যান্ত জরুলি।

Shuvo Ghosh
2016-09-03, 06:12 PM
আপনার মুলবান অ্যাকাউন্ট ভেরিফাই ছাড়াই ট্রেড করতে পাবেন এমনকি হাজার হাজার ডলার ডিপসিট করতে পারবেন কিন্তু মনে রাখবেন উইড্র করার সময় এক ডলার ও উইড্র করতে দেবেনা। এমন কি আপনি ট্রেডিং করে যে প্রফিট পাবেন সেটিও তুলতে পারবেন না। তাই সময় থ্কতে একাউন্ট টি ভেরিফাই করে নিন নাহলে পরে মাথা টুকতে হবে। আমার অনেক টাকা লস গেছে এভাবে।

Forex Boy
2016-09-10, 03:38 PM
আমার মতে একাউন্ট ভেরিফাই না করে ট্রেডিং একাউন্টে আপনার ডিপজিট দেয়া ঠিক হবে না কারন আপনার একাউন্ট ভেরিপাই না থাকলে আপনি মানি ডিপজিট করতে পারবেন তো ঠিকি কিন্তু প্রয়োজনের সময় আপনি আপনার ডিপসিট প্রফিট এবং পরাম বোনাস কোনটাই আর পাবেন না। তাই আগে যে কোন মাধ্রমেই আপনার একাউন্ট ভেরিফাই করিয়ে নিন।

SHOYEB
2016-09-11, 02:20 PM
ফরেক্স মার্কেটে একাউন্ট ভেরিফিকেশন একটি গুরুত্বপুর্ন কাজ এই কাজটা না করলে আপনার একাউন্ট অসম্পূর্ন রয়ে যায় পরে অনেক ঝামেলা পোহাতে হয় তাই এসব ঝামেলাতে যাওয়ার কোন দরকার নেই একাউন্ট করার সময় ১ম লেভেল ভেরিফিকেশন এবং ২য় লেভেল ভেরিফিকেশন সম্পূর্ন করব যাতে মানে ডিপোজিট এবং উইথড্রতে কোন সমস্যা না হয় ।

Dilip05
2016-09-28, 06:55 AM
ফরেক্স মার্কেটে অবশ্যই একাউন্ট ভেরিফাই করা উচিত। ভেরিফাই ছাড়াই কিছু ব্রোকার ট্রেড করার সুযোগ দেয়। ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে একটি একাউন্ট খুলতে হবে এবং এই একাউন্ট ট্রেড করার উপযুক্ত করতে একাউন্ট ভেরিফাই করতে হয়।একাউন্ট ভেরিফাই করার জন্য দুটি লেভেল আছে।প্রথম লেভেল ভেরিফাই করলেই আপনি ট্রেড করতে পারবেন।কিন্তু আপনি যদি দ্বিতীয় লেভেল ভেরিফাই না করেন তাইলে ব্রোকার কিছু সুযোগ সুবিধা প্রদান করে সেই সুযোগ সুবিধা আপনি ভোগ করতে পারবেন না।তাই একাউন্ট ভেরিফাই করা অত্যান্ত জরুরি।

Lipu
2016-11-19, 10:14 PM
ফরেক্স মাকেট ট্রেড করার আগে আপনার একাউন্ট ভেরিফাই করে নেওয়া ভাল তাহলে আপনার একাউন্ট মোজ়বুত থাকবে | ফরেক্স থেকে আয় করার জন্য আমি মনে করি একাউন্ট ভেরিফাই করলে আপনার টাকা তুলতে সুনিধা হবে | ফরেক্স করেন আয় ফরেক্স থেকে আয় করেন আপনার একাউন্ট ভেরিফাই করে|

shaminfx
2016-11-23, 05:02 PM
আপনি ভেরিফাই ছাড়া ট্রেড করতে পারবেন, কোন সমস্যা হবে না, তবে আপনে যখন ডলার উত্তোলন করবেন তখন আপনার অনেক সমস্যা হবে, তাই ফরেক্স একাউন্ট ভেরিফাই করে রাখা টা সবথেকে জরুরী বিষয় মনে করি, মনে করেন আপনে একটা বিজনেস করছেছেন টাকা ইনভেস্ট করে, তাহলে আপনে আপনার বিজনেস এর কাছে কেন অবৌধ থাকবেন, তাই একাউন্ট ভেরিফাই করে রাখুন.........

sohrab
2016-11-23, 06:07 PM
ফরেক্স ট্রেডিং এ একাউন্ট ভেরিফাই একটি গুরুত্ব পূর্ন বিষয় । ভেরীফাই ছাড়াও আপনি ট্রেড করতে পারবেন । তবে আপনাকে যে কোন সময় একাউন্ট ভেরীভাই করতে হতে পারে । তাছাড়া আপনি একাউন্ট ভেরীফাই ছাড়া ট্রেডিং এর প্রফিট উত্তলোন করতে পারবেন না ।ভেরীফাই করতেই যখন হবে তাই আগে করাই ভাল ।

RUBEL MIAH
2016-11-27, 08:03 AM
আমরা যদি ভেরিফাই করে ট্রেডিং করি তাহলে অবশ্যই আমরা লসে বা বিপদে পড়ে যেতে পারি । যে ট্রেডার ভেরিফাই করে তার এ্যাকাউন্টে ডলার ইনভেষ্ট করে সে কখনোই লসে পড়ে না । অতএব আমরা সব সময় এ্যাকাউন্ট ভেরিফাই করে তারপর ডলার ইনভেষ্ট করার চেষ্টা করব তাহলেই আমরা লাভবান হতে পারব ।

nisho5533
2016-11-27, 10:50 PM
আমি মনে করি ফরেক্স মাকেটে অ্যাকাউন্ট ভেরিফাই ছাড়া ট্রেড করা থিক হবে না | ফরেক্স মাকেট হল রিক্সি মাকেট তাই আপনি যদি ফরেক্স থেকে আয় করে তুলতে চান তবে আপনার অ্যাকাউন্ট ভেরিফাই ছাড়া তুলতে পারবেন না | তাই আপনি ফরেক্স মাকেট করার আগে অ্যাকাউন্ট ভেরিফাই করে নিবেন |

জ্যাক কয়েন
2016-11-28, 12:42 AM
আমি মনে করি ভেরিফাই ছাড়া ট্রেড করা উচিত না যদিও ভেরিফাই ছাড়া ট্রেড করা যায়। কারন অ্যাকাউন্ট ভেরিফাই করা খুব কঠিন কিছু না তাছাড়া ভেরিফাই করা ছাড়া প্রফিট এর ডলার উঠানো যাবে না। ফরেক্স অ্যাকাউন্ট থেকে ডলার উঠাতে হলে অবশ্যই অ্যাকাউন্ট ভেরিফাই করতে হবে। তাই ফরেক্স অ্যাকাউন্ট খোলার পর পরই ভেরিফাই করা উচিত।

Hassan Raja
2016-12-06, 10:54 PM
এ্কাউন্ট অবশ্যই ভেরিফাই করা উচিত ভেরিফাই ছাড়া আপনি ট্রেড করতে পারবে তবে টাকা উইথড্র করতে পারবেন না আবার আপনার একাউন্ট ফেরিফাই না হলে ভিসা কার্ডে এর মাধম্যে ডিপোজিট করতে পারবেন না পারবেন অনলাই্ন মানি ট্রান্সফার এর পদ্দতিতে যেখোনে আপনাকে বিভিন্ন চার্চ দিযে টাকা দুই হাত ঘুরে আপনার কাছে আসবে যাবে।

nbfx
2016-12-14, 05:54 PM
ভেরিফাই ছাড়া ট্রেড করলে ইনস্টাফরেক্সে কোন সমস্যা হয় না। কেবল মাত্র ওয়ালেটে ট্রান্সফার করতে পারবেন না। আমি ভেরিফাই ছাড়া ট্রেড করেছি।

riponinsta
2016-12-19, 08:04 PM
আমি মনে করি ভেরিফাই ছাড়া ট্রেডিং করা উচিত না কোন সমস্যা হলে আপনার সমাধান করতে অনেক কষ্ট হয়ে যাবে তাই ভেরিফাই ছাড়া ট্রেডিং করা উচিত না নিজের ভালর জন্য । আপনি ভেরিফাই করে তাই পর দিপজিত করে তার পর আপনার টেড করা উচিত । আপনি রিক্স নিলে নিতে পারেন তবে বেশি সমস্যা হবে না ফরেক্স ব্রোকার কে জানালে ঠিক করে দিবে ।

mithun30
2016-12-25, 03:01 AM
ট্রেডিং অ্যাকাউন্ট ভেরিফাই না হইলে আপনি ট্রেড করে প্রফিত তুলতে পারবেন না তাই আপনি আগে আপনার অ্যাকাউন্ট ভেরিফাই করুন। আপনার নিশ্চয় ভোটার আইডি কার্ড আছে টা দিয়ে আপনি লেভেল ১ ভেরিফাইদ হয়ে জাবেন আর আপনি একটা ব্যাংক এ অ্যাকাউন্ট খুলুন সেখান থেকে স্টেটমেন্ট নেন তারপর তা দিয়ে আপনি লেভেল ২ ভেরিফাইদ হয়ে জাবেন। এছারাও আপনি বিদ্যুৎ দিল এর কাগজ দিতে পারেন। বনাস কমে গেছে কেন তা আমি বলতে পারছি না আপনি এখানে পোস্ট করার নিয়ম দেখেন তাহলে বুঝতে পারবেন। আর বোনাসের টাকা প্রতি মাস সেশে ১- ৭ তারিখের মাঝে আপনার অ্যাকাউন্ট এ চলে যাবে। আপনি যদি ১৫ তারিখের পর আপনার অ্যাকাউন্ট যোগ করেন তাহলে আপনি বোনাস পাবেন ১ মাস ১৫ দিন পর। মানে আপনাকে বোনাস পেতে মাসের ১৫ তারিখের আগে যোগ করতে হবে। আমি এরকম জানি ভুল হলে কেউ ঠিক করে দিবেন। আপনি আর কিছু জানতে চান।

Amit4040
2016-12-25, 10:18 PM
আমি মনে করি ফরেক্স মাকেট করার আগে একাউন্ট ভেরিফাই করে ট্রেড করা উচিত | আপনি ফরেক্স থেকে টাকা তুলতে পারবেন খুব তারাতারি ফরেক্স থেকে আপনি যদি একাউন্ট ভেরিফাই না করেন তবে আপনি ফরেক্স থেকে টাকা তুলতে পারবেন না তাই ভেরিফাই করে ফরেক্স মাকেট করা ভাল |

msisohel
2016-12-27, 10:50 AM
একাউন্ট ভেরিফিকেশন ছারা ট্রেড করা যায় কিন্তু উইথড্র করা যায় না বললেই চলে। এ জন্য হিসাব ভেরিফিকেশন জরুরী ।