PDA

View Full Version : আমার ভেরিফাই করার ডকুমেন্টস নেই। আমি কি কø



Biplob72
2016-08-30, 06:34 PM
আপনার যদি ভেরিফাই করার মত ডকুমেন্টস না থাকে তবে আপনি ভাল হয় একটি পাসপোর্ট ইস্যু করে নিন। এটা আপনার পরবর্তী জীবনে সবসময়ই কাজে লাগবে। অ্যাড্রেস ভেরিফাই এর জন্য ইন্টারনেট সার্ভিস প্রভাইডারের কাছে বিলের একটি প্রিন্টেড কপি দিতে বলুন।

md mehedi hasan
2016-08-31, 08:19 AM
যদি আপনার ফরেক্স মার্কেটে ট্রেড করতে চান।কিন্তু ফরেক্স একাউন্ট খুলতে ভেরিফাই করার জন্য প্রয়োজনীয় ডুকুমেন্ট না থাকে তাহলে আপনি ফরেক্স একাউন্ট খুলতে পারবেন না।তখন আপনার প্রথম কাজ হবে ভেরিফাই ডুকুমেন্ট গুলো তৈরি করে নিতে হবে।আপনার বয়স যদি ১৮ হয় তাহলে ডুকুমেন্ট গুলো তৈরি করতে আপনার কোন বাধা থাকবে না।

Shuvo Ghosh
2016-09-02, 03:07 PM
আপনার ভেরিপাই করার ডকুমেন্ট নাই সেইটা তো কম্পানি সুনবে না। আপনাকে যেভাবেই হোক প্রয়োজনে অন্যের ডকুমেন্ট এর সাথে মিল রেখে একটি একাইন্ট খুলে ভেরিপাই করে নিন। অবশ্যই পাসপ্রর্ট আর ব্যাংক স্টেটমেন্ট ব্যবহার করবেন। মনে রাখবেন একাউন্ট ভেরিফাই না করলে আপনরা ডিপোসিট দিয়ে ট্রেড তো করত পারবেন কন্তু ডলার উইড্র করত পারবনে না , আরো অনেক প্রবলেম হবে।

SHOYEB
2016-09-03, 12:13 PM
ভাই দেখেন ঢাল তলোয়ার বিহীন যুদ্ব করা যায় না ঠিক সেরকম ফরেক্স মার্কেটে ডকুমেন্টস ভেরিপাই ছাড়া আপনি কিছুই করতে পারবেন না তাই ফরেক্স ব্যবসা করতে হলে আপনার ডকুমেন্টস সঠিক থাকতে হবে । ডকুমেন্টস তো তেমন লাগে না যা দরকার সেগুলো হচ্ছে এন আই ডি ব্যাংক স্টেটমেন্ট আর পার্সপোট থাকলে আরো ও সুবিধা ।

Tazul Islam
2016-09-21, 10:35 PM
ভেরিফাই করার মতো ডকুমেন্ট না থাকলে চিন্তার কিছু নেই । আপনার মা বারা বা ভাই বোন এর আইডি দিয়ে একাউন্ট থুলুন এবং ভেরিফাই করুন। আপনার যেদিন ডুকুমেন্ট হবে সেদিন আর একটা একাউন্ট থুলতে পারেন।

Forex Boy
2016-09-23, 09:48 PM
আমার জানা মতে আপনার ট্রেডিং একাউন্ট ভালভাবে ভেরিফাই না কোরে কোন ভাবেই মানি ডিপসিট করা উচিৎ হবে না। তাই আপনি আপনার অটি নিকত তম কোন ব্যকতির নিকট হোতে তার ডকুমেন্ট অনুযায়ী একটি একাউন্ট কোরে তারপর ট্রেডিংএ অংশ গ্রহন করতে পারেন। তবে শিওর হোয়ে নিবেন যে সে ফরেক্স করতে ইচ্ছুক কিনা!!