Log in

View Full Version : হাই ইম্পেক্ট নিউজের প্রভাব মার্কেটে কতক্



sheam
2016-09-08, 06:19 PM
হাই ইম্পেক্ট নিউস এর ইফেক্ট মাকেট এ কতক্ষন থাকে। সবার মতামত জানতে চাই।

nbfx
2016-11-12, 12:56 PM
হাই ইম্পেক্ট নিউজগুলোর ইফেক্ট সাধারনত ২-৪ ঘন্টা থাকে। হাই ইম্পেক্ট নিউজের ৪ ঘন্টা আগেই ট্রেড ওপেন না করাই ভাল। আর নিউজ রিলিজের ৪ ঘন্টা পর ট্রেড ওপেন করা ভাল।

MoinFX
2016-11-12, 02:56 PM
ফরেক্স মার্কেটে ভোলাটিলিটি হয় হাই ইমপেক নিউজের উপর। ফরেক্স মার্কেটে চার প্রকার নিউজ রিলিজ হয় তার মধ্যে হাই ইমপেক নিউজ বেশি প্রভাব পড়ে। আর আমাদের কে হাই ইমপেক নিউজের সময় মার্কেটে অনেক বট্রেড দিতে হয় সাবধানে।

Shimul77
2016-11-12, 03:17 PM
হাই ইম্পেক্ট নিউজের ইফেক্ট মার্কেতের উপর অনেক বেশি প্রভাব ফেলে।এর ইফেক্ট মার্কেটে ২ থেকে ৪ ঘন্টা প্রভাব ফেলে।কোন কোন ট্রেডার এই সময় ট্রেদ করে আবার কোন কোন ট্রেদার এই সময় ট্রেড করা বন্ধ করে রাখে।

shimul77ss
2016-11-12, 03:54 PM
হাই ইম্পেক্ট নিউজের ইফেক্ট মার্কেটের উপর অনেক ইফেক্ট আসে।হাই ইম্পেক্ট নিউজ মার্কেটের উপর ৩০ মিনিট থেকে ৩ ঘন্টা প্রভাব ফেলে।তবে এই সময় ট্রেদ করলে অনেক সাবধানতা অবলম্বন করা উচিত।

sss426
2016-11-12, 07:16 PM
আমার জানা মতে হাই ইম্পেক্ট নিউস এর ইফেক্ট মার্কেটে ৬০ থেকে ৯০ মিনিট এর বেশি থাকে না তবে আমি ব্যক্তিগত ভাবে নিউজ ফরেক্স পছন্দ করিনা

uzzal05
2017-06-14, 09:16 PM
ফরেক্স মার্কেট এ নিউজ রিলিজ এর সাথে মার্কেট প্রচুর মুভ করে থাকে। হাই ইম্প্যাক্ট নিউজ রিলিজ হলে অনেক ট্রেডাররা ট্রেড থেকে বিরত থাকে। নিউজ এর সময় আপনি ইছা করলে ট্রেড করতেও পারেন আবার নাও পারেন। কারন এসময় মার্কেট স্পাইক করে যার কারনে স্টপ লস হিট করে বেশি।

maziz6989
2017-06-14, 09:58 PM
হাই ইম্পেক্ট নিউজ যেমন এফওএমসি , ইন্টারেস্ট রেইট হাইক ইত্যাদি নিউজ মুলত হাই ইম্পেক্ট নিউজ। এসব নিউজের ইম্পেক্ট সাধারণত নিউজ পাবলিশ হবার ১/২ ঘন্টা আগে স্পাইক হতে শুরু করে। এর রেশ মোটামুটি নিউইয়র্ক সেশন পর্যন্ত থাকে। অনেক সময় ট্রেন্ড চেন্জ হয় আবার অনেক সময় আগের ট্রেন্ড এ ফিরে আসে।

Mamun13
2018-01-23, 10:27 PM
হাই ইম্পেক্ট নিউস এর ইফেক্ট মাকেট এ কতক্ষন থাকে। সবার মতামত জানতে চাই।

প্রতিটি বড় হাই ইমপেক্ট নিউজ এর প্রভাব মার্কেটে সর্বাধিক ৩০ মিনিট স্হায়ী হতে পারে৷এই সময়ে বড়বড় সকল সুপার ব্যাংকসহ অন্যান্য সকল ফিনানসিয়াল প্রতিষ্ঠান একযোগে ট্রেড করেন৷এই ৩০ মিনিটের মধ্যে একদম নতুন ট্রেডারদের ট্রেডে এন্ট্রী না করে বরং প্রাইস মুভমেন্ট দেখা উচিৎ৷

habibi
2018-04-15, 05:50 PM
আসলে এই ব্যপারে কেউই নিশ্চিতভাবে বলতে পারবেনা। এটি মুলত নির্ভার করে কোন নির্দিষ্ট সময় নেই এর অর্ডার প্রবাহ সঙ্গে লিকুয়িডিটি এর উপর। নিউজ পবালিশ হওয়ার পর মার্কেটে ট্রেডাররা যদি তাদের অবস্থান পরিবর্তন না করে বা মার্কেট নতুন কেউ অর্ডার না নেয় তাহলে এর প্রভাব থাকেনা। এখানে মূল লক্ষণীয় যে নিউজ ইভেন্টের পর প্রকৃত পক্ষে কত ট্রেডার বাই এবং সেল করেছে তার হিসাবের উপর। তবে একটি হাই ইমপ্যাক্ট নিউজ প্রকাশের ১০-১৫ মিনিট পর এর প্রভাব শুরু হয় এবং এর প্রভাব একদিন পর্যন্ত থাকতে পারে। বেশিভাগে ক্ষেত্রে এই প্রভাব ১-৪ ঘন্টা থাকতে পারে।

riponinsta
2018-04-16, 12:22 PM
আমার দেখা ফরেক্স মার্কেট এ একটা নিউজ এর প্রভাব অনেক দিন পর্যন্ত থাকে যেমন একটা নিউজ এ মার্কেট এক দিকে মুভ করা শুরু করলো সেই দিকে মার্কেট অনেক দিন পর্যন্ত মুভ করে তবে যারা সর্ট টাইম এ ট্রেড করে তারা ১ মিনিট থেকে ২ ঘণ্টা পর্যন্ত আমি ট্রেড ওপেন রাখতে দেখছি এটা নির্ভর করে কত বড় নিউজ তার উপরে

hasem79
2018-04-16, 03:44 PM
আসলে প্রত্যেক নিউজের একটা নির্দিষ্ট পরিমাণ ইমপেক্ট আছে এবং একই সাথে একটা পেয়ারের উপরও তার মুভমেন্ট এর ও একটা লিমিটেশন আছে।
সাধারণত এফওএমসি বা এনএফপিতে মার্কেট ম্যাস্কিমাম

Sakib42
2021-09-20, 08:58 PM
হাই ইম্প্যাক্ট নিউজ এর সময়কাল সম্ভবত 15 থেকে 20 মিনিটের মধ্যে হয়ে থাকে কিংবা বড়জোর 30 মিনিট পর্যন্ত হাই ইম্প্যাক্ট এর প্রভাব মার্কেটে দেখা যায়। কোন কোন নিউজ 10 মিনিটের মধ্যেই তার ক্ষমতা হারিয়ে ফেলে কিছু কিছু নিউজ আবার 30 মিনিট পর্যন্ত ক্ষমতা ধরে রাখতে সক্ষম হয়। যারা দক্ষ ট্রেডার হয়ে থাকে তারা এই সময়ের মধ্যেই তাদের কাজ সম্পাদন করে ফেলে। নিজের দিন সর্বোচ্চ প্রফিট করার জন্য 10 মিনিট ট্রেডিং করাই যথেষ্ট যদি আপনি সঠিকভাবে মার্কেটে এন্ট্রি নিতে পারেন।

Starship
2021-09-20, 10:34 PM
নিঃসন্দেহে হাই ইম্পেক্ট সম্পৃক্ত নিউজগুলো ফরেক্স মার্কেটে পর্যাপ্ত প্রভাব ফেলে থাকে। যার ফলে আমরা সঠিক ট্রেড করার মাধ্যমে প্রফিট করতে পারি আবার অনেক সময় বিপরীতে ট্রেড অবস্থান করলে নিজের একাউন্ট ব্যালেন্স জিরো করে থাকি। এজন্য ট্রেড করার ক্ষেত্রে অবশ্যই পর্যাপ্ত সতর্কতার সাথে হাই ইম্পেক্ট সম্পৃক্ত নিউজগুলো ফলো করে ট্রেড সিদ্ধান্ত নিতে হবে। বিশেষ করে যারা গোল্ডে ট্রেড করতে চান তাদের উচিত ইউএসডি ইনডেক্স ফলো করা, এছাড়া ইউএসডি রিলেটেড সকল পেয়ারে ট্রেড করার ক্ষেত্রে ফলো করা উচিত।

FRK75
2021-12-14, 11:46 AM
নিউজ রিলিজ এর সাথে মার্কেট প্রচুর মুভ করে থাকে। হাই ইম্প্যাক্ট নিউজ রিলিজ হলে অনেক ট্রেডাররা ট্রেড থেকে বিরত থাকে। নিউজ এর সময় আপনি ইছা করলে ট্রেড করতেও পারেন আবার নাও পারেন। কারন এসময় মার্কেট স্পাইক করে যার কারনে স্টপ লস হিট করে বেশি।

md mehedi hasan
2022-01-22, 08:59 AM
ফরেক্স মার্কেটে হাই ইমপেক্ট নিউজ গুলো প্রচুর প্রভাব ফেলে।হাই ইমপেক্ট নিউজ আপনার সব ধরনের এনালাইসিস গুলো কে লন্ডভন্ড করে দিতে পারে।এ জন্যই হাই ইমপেক্ট নিউজ এর আগে সকল রানিং ট্রেড গুলো ক্লজ করে দেওয়াই ভালো।এতে করে আপনি অনাকাঙিক্ষত ঝুকি থেকে আপনি বেচে যাবেন।হাই ইমপেক্ট নিউজ গুলো এর মধ্যে ক্যাশ রেট অনইমপলাই রেট ইত্যাদি অন্তর্ভুক্ত।

Mas26
2022-01-22, 02:24 PM
হাই ইম্পেক্ট নিউজের ইফেক্ট মার্কেটের উপর অনেক ইফেক্ট আসে।হাই ইম্পেক্ট নিউজ মার্কেটের উপর ৩০ মিনিট থেকে ৩ ঘন্টা প্রভাব ফেলে।তবে এই সময় ট্রেদ করলে অনেক সাবধানতা অবলম্বন করা উচিত।