PDA

View Full Version : ফরেক্স ফোরামে এর রেফারেল বোনাস কি পাওয়া যù



rafizul
2016-09-10, 10:18 PM
আমরা যারা ফরেক্স এ ফোরামের সাথে যুক্ত তারা হযতো সবাই জানি . ফরেক্স ফোরামে রেফারেল নামের একটি অপশস রয়েছে কিন্তু এই রেফারেল বোনাস দিয়ে কি আমরা কোন কাজে লাগাতে পারবো । উপরোক্ত তথ্যটি যাদের যানা রয়েছে তারা আশা করি জানাবেন ।

Forex Boy
2016-09-10, 11:22 PM
আসলে আমি নিজেও এই বিষয় টা নিয়ে অনেক চিন্তিত। আমি আমার একজন ফ্রেন্ড কে রেফার কোরেছি এখন আমার একাউন্টে কিন্তু অপশন আসছে যে আমি একজন কে রেফার কোরেছি এবং তার পোস্ট বর্তমানে জিরো তাই আমার বোনাস ও জিরো এর উত্তর ততক্ষন পাওয়া যাবেনা যতক্কন না সে কিছুু পোস্ট করে। আরো জানা যাবে যে রেফারাল বোনাস কতো দেয়!

RUBEL MIAH
2016-12-25, 10:24 AM
নিয়ম বুঝে যদি আমরা রেফারেল দিতে পারি তাহলেই আমরা সফলকাম হতে পারব । আমরা সব সময় ফরেক্স ব্যবসা করার জন্য রেফারেল লিংক দিয়ে থাকব তাহলেই আমরা সফলকাম হতে পারব । আমরা রেফারেল বোনাস ভালোভাবে লিংক দেওয়ার চেষ্টা করব তাহলেই আমরা সফলকাম হতে পারব । অতএব আমরা দক্ষতার সহিত ব্যবসা করার চেষ্টা করব তাহলেই আমরা লাভবান হতে পারব ।

msisohel
2016-12-25, 10:45 AM
হা পাওয়া যায়। এক টা রেফারেল পোষ্ট এর জন্য ০.০৫ ডলার পাওয়া যায়।

eshahid
2016-12-25, 11:14 AM
হ্যা ভাই ফরেক্স ফোরামে রেফারেল থেকে রেফারেল বোনাস পাওয়া যায়। ধরুন আপনার রেফারেল লিংক এ ক্লিক করে ”ক”একাউন্ট খুলেছে এবং সে *তার ফোরাম একাউন্ট এ 100 টি পোস্ট করেছে। তার 100 টি পোস্ট এর জন্য আপনি পাবেন 100x0.05=5 ডলার। অর্থাৎ প্রত্যেক পোস্ট এ জন্য আপনার একাউন্ট এ 0.05 *সেন্ট যোগ হবে। আশা করি ব্যপারটি বুজতে পেরেছেন।

ONLINE IT
2016-12-25, 11:39 AM
এ ব্যাপারে আমি শিউর হয়ে কিছুই বলতে পারব না। কেননা আমি এখন পর্যন্তা কোন রেফারেল দিতে পারি নাই। যেহেতু রেফারেল এর অপশন আছে তাহলে আশা করা যায় যে, যদি কেহ রেফারেল দিয়ে কাউকে এ্যাকাউন্ট করাতে পারে তাহলে সে অবশ্যই কিছু বোনাস পাওয়ার সম্ভাবনা আছে।

vampire
2016-12-25, 07:22 PM
বাংলা ফরামের একাউন্টে আপনি যদি রেফারেল করেন তাহলে অবশ্যই বোনাস পাবেন কিন্তু খুব কম।যে আপনার রেফারেল হবে সে যদি ১০০ ডলার আয় করে তাহলে আপনি ১০ ডলার পাবেন।

erafiqul
2016-12-25, 07:29 PM
হ্যা ফরেক্স রেফারেল থেকেও বোনাস পাওয়া যায়। আপনার রেফারেল লিং ব্যবহার করে যিনি একাউন্ট খুলেছেন তিনি যদি একটি পোস্ট করে তাহলে আপনি পাবেন 0.05 সেন্ট। তাই চেষ্টা করবেন ফরেক্স ফোরামে কেউ একাউন্ট খুললে আপনার রেফারেল লিং টিতে ক্লিক করে খুলানো যায় কিনা। দেখবেন আপনি হয় তো কাজ করার সুযোগ পাচ্ছেন না তাতে কি হয়েছে প্রত্যেক দিন আপনার কিছু না কিছু আয় হচ্ছেইঅ

InstaForex Sushantay
2016-12-26, 12:03 PM
এ ব্যাপারে আমি শিউর হয়ে কিছুই বলতে পারব না। কেননা আমি এখন পর্যন্তা কোন রেফারেল দিতে পারি নাই। যেহেতু রেফারেল এর অপশন আছে তাহলে আশা করা যায় যে, যদি কেহ রেফারেল দিয়ে কাউকে এ্যাকাউন্ট করাতে পারে তাহলে সে অবশ্যই কিছু বোনাস পাওয়ার সম্ভাবনা আছে।

আমরা যারা ফরেক্স এ ফোরামের সাথে যুক্ত তারা হযতো সবাই জানি . ফরেক্স ফোরামে রেফারেল নামের একটি অপশস রয়েছে কিন্তু এই রেফারেল বোনাস দিয়ে কি আমরা কোন কাজে লাগাতে পারবো । উপরোক্ত তথ্যটি যাদের যানা রয়েছে তারা আশা করি জানাবেন ।

আসলে আমি নিজেও এই বিষয় টা নিয়ে অনেক চিন্তিত। আমি আমার একজন ফ্রেন্ড কে রেফার কোরেছি এখন আমার একাউন্টে কিন্তু অপশন আসছে যে আমি একজন কে রেফার কোরেছি এবং তার পোস্ট বর্তমানে জিরো তাই আমার বোনাস ও জিরো এর উত্তর ততক্ষন পাওয়া যাবেনা যতক্কন না সে কিছুু পোস্ট করে। আরো জানা যাবে যে রেফারাল বোনাস কতো দেয়!

প্রিয় ফোরাম সদস্য,
আপনার ফোরাম প্রোফাইলে বোনাস ফর রেফার হল একটি বিশেষ লিংক। যার মাধ্যমে আপনি অন্যদের এই ফোরামে আমন্ত্রন জানাবেন। আর সে যদি ফোরামে নিবন্ধন করে সক্রিয়ভাবে পোষ্ট করে তাহলে আপনি আমন্ত্রিত সেই সদস্যের জন্য বোনাস পাবেন। প্রথম মাসে আপনি ১০ সেন্ট করে পাবেন তারপর এটা ধীরে ধীরে কমে ২ সেন্ট এ গিয়ে চলমান থাকবে।
যেকোন উপায়ে এই লিঙ্কটি শেয়ার করাই ভাল। সবচেয়ে ভাল হয় যদি এই লিংকটি আপনার ফোরাম সিগনেচারে ব্যবহার করেন।
আপনাকে অসংখ্য ধন্যবাদ

Skfarid
2016-12-26, 01:03 PM
কোন ফোরাম সদস্য যদি তার ইউজার নেম দিয়ে অথবা বোনাস পর রেপারেন্স লিং দিয়ে অন্য কোন ইউজার বা সদস্য বানাতে পারেন তাহলে আপনি ঐ সদস্য যত গুলো পোস্ট করবে তা সাথে সাথে আপনি বোনাসে ১০ সেন্ট যোক্ত হবে প্রথম মাসে পরে আস্তে ২ সেন্ট কনটিনিউ থাকবে। আপনি আপনার ব্যবহার কারির কন্টল প্যানেল গিলে, বোনাস পর রেপারেন্সে কিল্ক করলে আপনার রেপারেন্স লিং দেখতে পাবেন। ঐ বোনাস আপনা আপনার অন্যান্য বোনাসের মত ব্যবহার করতে পারবেন ।

uzzal05
2017-06-21, 10:51 PM
ফোরাম পোস্টিং এ ব্যালেন্স বাড়ানোর এটি একটি চরম সুযোগ। আমরা আমাদের একাউন্ট একটা লিঙ্ক দেখতে পাই। আর সেটা হলো রেফার লিঙ্ক। আমি কয়েক জনেক রেফার করেছি। আমি আমার বোনাস ও পাই এদের থেকে। তবে অল্প বোনাস রেফার থেকে পাওয়া যায়। আপনি ও রেফার করুন আপনার বন্ধুদের।

sumabarua44
2017-10-03, 08:18 PM
রেফারেল বোনাস টা একটি সুযোগ হিসেবে কাজ করে। কারণ আপনি যদি ফরেক্স ফোরামে কাউকে রেফার করেন তাহলে তার পোষ্টিং এ প্রাপ্ত বোনাসের ২৫% মানের একটি বোনাস আপনার একাউন্টে এড হবে, এটি আপনার ট্রেডিং একাউন্টে এড হওয়ার পর সেটি দিয়েও আপনি ট্রেড করতে পারবেন। সহজ কথায় আপনার রেফারেন্স আইডি প্রতি পোষ্টে ২০ সেন্ট করে পেলে আপনি এক্সটা ৫ সেন্ট পাবেন যা দিয়ে ট্রেড করতে পারবেন।

Mahidul84
2017-10-04, 07:49 PM
হ্যা অবশ্যই ফরেক্স ফোরামের রেফালে বোনাস পাওয়া যায়। ফোরামের কাউকে আপনি যদি রেফালে দিয়ে এ্যাকাউন্ট করেন তাহলে আপনি তার ফোরাম পোষ্টিং এর প্রাপ্ত বোনানের ২৫% বোনাস আপনার এ্যাকাউন্টে যোগ হবে। তবে আমি বলতে চাই অন্যের ফোরাম পোষ্ট এর উপর নির্ভর না হয়ে নিজের পোষ্টের উপর নির্ভরশীল হন। কেননা এতে আপনার আরও বেশি জ্ঞান উপার্জন হবে যা আপনার ফরেক্স মার্কেটে অধিক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তবে আমার জানা মতে রেফারেন্স সব সময় ভাল হয় না। রেফারেন্স এর ভুলের কারণে আপনার আইডিও ব্লক হয়ে যেতে পারেন।

Mamun13
2017-10-05, 08:34 PM
ফোরামের প্রোফাইলে আপনার নিজের রেফারেল লিংক ব্যাবহার করে যদি অন্য কেউ নতুন সদস্য হয়ে পোষ্ট লিখতে শুরু করে তাহলে তার প্রতি পোষ্ট বাবদ আপনি 5 সেন্ট করে আপনার একাউন্টে বোনাস ডলার পাবেন৷তার লেখা পোষ্ট যতই বাড়বে আপনার একাউন্টে এই রেফারেল বোনাসের পরিমাণও বাড়তে থাকবে৷

Mahidul84
2017-10-11, 06:57 PM
ফরেক্স ফোরামে আপনি যখন এ্যাকাউন্ট খোলবেন তখন আপনার প্রোফাইলে একটা রেফারেল লিংক থাকে আর সেই রেফারেল লিংক দিয়ে যদি আপনি অন্য কারো এ্যাকাউন্ট তৈরি করে দেন তাহলে তার প্রতি পোষ্ট বাবদ ৫ সেন্ট করে পাবেন। সে যত ফোরামে পোষ্ট করবে তার প্রতি পোষ্টের ৫ সেন্ট করে আপনার এ্যাকাউন্টে যোগ হবে। আর সে যতই পোষ্টের পরিমাণ বাড়াতে থাকবে তত বেশি আপনার রেফারেল এর বোনাসের পরিমাণও বাড়তে থাকবে।

Md.shohag
2020-12-08, 07:16 AM
এ ব্যাপারে আমি শিউর হয়ে কিছুই বলতে পারব না। কেননা আমি এখন পর্যন্তা কোন রেফারেল দিতে পারি নাই। যেহেতু রেফারেল এর অপশন আছে তাহলে আশা করা যায় যে, যদি কেহ রেফারেল দিয়ে কাউকে এ্যাকাউন্ট করাতে পারে তাহলে সে অবশ্যই কিছু বোনাস পাওয়ার সম্ভাবনা আছে।

EmonFX
2020-12-08, 09:18 AM
হ্যাঁ ফরেক্সে রেফারেল বোনাস পাওয়া যায় তবে সাম্প্রতিককালে এটি নিয়ে কিছুটা জটিলতা তৈরি হয়েছে। অনেকেই বর্তমানে রেফারেল বোনাস ঠিকমতো পাচ্ছেন না। কর্তৃপক্ষের কাছে বিষয়টি জানানোর পরেও সমাধান পাচ্ছেন না তারা। আমি এই এফিলিয়েট উনার সম্পর্কে সম্পর্কে সমস্ত নিয়মকানুন পড়ে দেখেছি। সেই নিয়ম অনুযায়ী রেফারেল বোনাস হিসেবে প্রথম এক বছর রেফার আইডির প্রাপ্য বোনাসের 25 পার্সেন্ট পাওয়ার কথা। এবং পরবর্তী এক বছর 12.5 পারসেন্ট হারে পাওয়ার কথা। এরপরে আর কোন রেফারেল বোনাস পাবেন না। তবে বর্তমান জটিলতার কারণে অনেকেই পাচ্ছেন, না আশা করা যাচ্ছে হয়তো খুব শীঘ্রই একটি সমাধান হবে।

Smd
2020-12-08, 12:03 PM
আমরা সব সময় ফরেক্স ব্যবসা করার জন্য রেফারেল লিংক দিয়ে থাকব তাহলেই আমরা সফলকাম হতে পারব । আমরা রেফারেল বোনাস ভালোভাবে লিংক দেওয়ার চেষ্টা করব তাহলেই আমরা সফলকাম হতে পারব ।তাই চেষ্টা করবেন ফরেক্স ফোরামে কেউ একাউন্ট খুললে আপনার রেফারেল লিং টিতে ক্লিক করে খুলানো যায় কিনা। দেখবেন আপনি হয় তো কাজ করার সুযোগ পাচ্ছেন না।

Sid
2020-12-16, 05:34 PM
এ ব্যাপারে আমি শিউর হয়ে কিছুই বলতে পারব না। কেননা আমি এখন পর্যন্তা কোন রেফারেল দিতে পারি নাই। যেহেতু রেফারেল এর অপশন আছে তাহলে আশা করা যায় যে, যদি কেহ রেফারেল দিয়ে কাউকে এ্যাকাউন্ট করাতে পারে তাহলে সে অবশ্যই কিছু বোনাস পাওয়ার সম্ভাবনা আছে।

jasminbd
2020-12-17, 05:26 PM
রেফারেল বোনাসের জন্য আলাদা একটি থ্রেড কিছু দিন আগে পোস্ট করে ছিল ফোরাম অ্যাডমিন। এখানে রেফারেল বোনাসের জন্য প্রতিটি বিষয়ের বিস্তারিত দেওয়া হয়েছে। যাদের রেফারেল বোনাস নিয়ে কনফিউশনের আছেন তারা এই পোস্ট থ্রেডটি পরে নিতে পারেন। আশা করি আপনারা এখানে রেফারেল বোনাসের অনেক বিষয়ে পরিষ্কার হতে পারেন।

থ্রেডটি পড়ুন এই লিঙ্ক থেকে- http://forex-bangla.com/showthread.php?19542

Happy1212
2020-12-17, 07:10 PM
প্রকৃতপক্ষে ভাইবোন রেফারেন্স পুরষ্কারটি ফরেক্স সমাবেশে রেফারেন্স থেকে অ্যাক্সেসযোগ্য। ধরে নিন আপনার বাইরের রেফারেন্সটিতে আলতো চাপ দিয়ে আপনি "এ" অ্যাকাউন্টটি খোলেন এবং তিনি তার আলোচনার অ্যাকাউন্টে 100 উপস্থাপন করেছেন। তার 100 টি পোস্টের জন্য আপনি 100x0.05 = = 5 পাবেন That এতে বোঝা যায় 0.05 * পেনিস প্রতিটি পোস্টের জন্য আপনার রেকর্ডে যুক্ত করা হবে। আমি বিশ্বাস করি আপনি বিষয়টি বুঝতে পেরেছেন।

sss21
2020-12-17, 09:03 PM
বাংলা ফরামের একাউন্টে আপনি যদি রেফারেল করেন তাহলে অবশ্যই বোনাস পাবেন কিন্তু খুব কম।যে আপনার রেফারেল হবে সে যদি ১০০ ডলার আয় করে তাহলে আপনি ১০ ডলার পাবেন।

KF84
2020-12-28, 09:27 PM
আমরা যারা ফরেক্স এ ফোরামের সাথে যুক্ত তারা হযতো সবাই জানি . ফরেক্স ফোরামে রেফারেল নামের একটি অপশস রয়েছে কিন্তু এই রেফারেল বোনাস দিয়ে কি আমরা কোন কাজে লাগাতে পারবো । উপরোক্ত তথ্যটি যাদের যানা রয়েছে তারা আশা করি জানাবেন ।
আগে রেফারেল থেকে অনেক বোনাস পাওয়া যেত যেমন আপনার একাউন্ট এর অধিনে যে রেফারেল একাউন্ট আছে ঐ একাউন্ট থেকে প্রথম মাসে যে বোনাস পাবে তার অর্ধেক এবং পরবর্তী মাসে যে বোনাস পাবে তার চার ভাগের এক ভাগ আপনি পেতেন । কিন্তু বর্তমানে রেফারেল থেকে খুবই কম বোনাস পাওয়া যায় । আসলে রেফারেল দেয়ার উদ্দেশ্য হল আপনি যাতে আরও মানুষকে ফরেক্স করতে উৎসাহিত করেন আর বিনিময়ে আপনি কিছু পুরস্কার পান ।

Starship
2021-02-02, 10:56 PM
কেন পাওয়া যাবে না? অবশ্যই পাওয়া যাবে.। ফরেক্স সাধারণত নতুন কোন ইউজার নিজের একাউন্টের রেফারেন্সে যুক্ত করলেন উক্ত সদস্যের কাজের উপর ২৫% পর্যন্ত একটা নিদিষ্ট সময় পর্যন্ত বোনাস পাবেন। যদিও আমি বিগত কয়েক মাস ধরে রেফারেল বোনাস পাচ্ছি। তাই আমাদের উচিত নিজেদের রেফারেলে অন্য মেম্বারদের এড করে রেফারেল বোনাস গ্রহন করা। তবে উক্ত মেম্বার একটিভ থাকতে হবে।এতে করে ফরেক্সে নতুন কোনো মেম্বার এড করার জন্য আপনি উৎসাহ হবেন। আর ব্রোকার আপনাকে পুরস্কার স্বরূপ রেফারেল বোনাস প্রদান করে থাকেন।

samun
2021-02-23, 04:59 PM
আসলে ভাই এর রেফারেল বোনাস সম্পর্কে এখনো আমার সঠিক আইডি আসেনি বা জানিনা অভিজ্ঞ বড় ভাইদের মতামত আশা করছি হাড়ের সম্পর্কে আরো বিস্তারিত যদি সুন্দরভাবে উপস্থাপন করতে পারে তাহলে খুব কৃতার্থ হব

Mas26
2021-02-23, 09:22 PM
কেন পাওয়া যাবে না? অবশ্যই পাওয়া যাবে.। ফরেক্স সাধারণত নতুন কোন ইউজার নিজের একাউন্টের রেফারেন্সে যুক্ত করলেন উক্ত সদস্যের কাজের উপর ২৫% পর্যন্ত একটা নিদিষ্ট সময় পর্যন্ত বোনাস পাবেন। যদিও আমি বিগত কয়েক মাস ধরে রেফারেল বোনাস পাচ্ছি। তাই আমাদের উচিত নিজেদের রেফারেলে অন্য মেম্বারদের এড করে রেফারেল বোনাস গ্রহন করা। তবে উক্ত মেম্বার একটিভ থাকতে হবে।এতে করে ফরেক্সে নতুন কোনো মেম্বার এড করার জন্য আপনি উৎসাহ হবেন। আর ব্রোকার আপনাকে পুরস্কার স্বরূপ রেফারেল বোনাস প্রদান করে থাকেন।

Sakib42
2021-02-23, 11:59 PM
পাওয়া যায় অবশ্যই কিন্তু প্রত্যেক মাসে নিয়মিত পাওয়া যায় না। যেমন আমার ক্ষেত্রে এমনটি হয়েছে আমি প্রত্যেক মাসে নির্দিষ্ট বয়সের সাথে আমার পাওনা রেফারেল বোনাস পাইনা। এটি কোন কোন মাসে পাওয়া যায় আবার কোন কোন মাসে পাওয়া যায় না এবং এই নিয়ে অনেক আলাপ আলোচনা করেছি কিন্তু কোনো সমাধান আমি পাইনি তাই এখন চুপ করে থাকা ছাড়া কোন উপায় নেই তাদের ইচ্ছা হলে পাওয়া সম্ভব অন্যথায় না।

mohd.Salahuddin
2021-02-24, 12:17 AM
আমিও যতটুকু জানি রেফারেল করলে কমবেশি বোনাস পাওয়া যায়।আপনাদের মতামত কি।

FRK75
2021-03-17, 11:50 AM
আমি শিউর হয়ে কিছুই বলতে পারব না। কেননা আমি এখন পর্যন্তা কোন রেফারেল দিতে পারি নাই। যেহেতু রেফারেল এর অপশন আছে তাহলে আশা করা যায় যে, যদি কেহ রেফারেল দিয়ে কাউকে এ্যাকাউন্ট করাতে পারে তাহলে সে অবশ্যই কিছু বোনাস পাওয়ার সম্ভাবনা আছে।আপনি আপনার ব্যবহার কারির কন্টল প্যানেল গিলে, বোনাস পর রেপারেন্সে কিল্ক করলে আপনার রেপারেন্স লিং দেখতে পাবেন। ঐ বোনাস আপনা আপনার অন্যান্য বোনাসের মত ব্যবহার করতে পারবেন ।

Smd
2021-05-23, 09:29 PM
আপনার প্রোফাইলে একটা রেফারেল লিংক থাকে আর সেই রেফারেল লিংক দিয়ে যদি আপনি অন্য কারো এ্যাকাউন্ট তৈরি করে দেন তাহলে তার প্রতি পোষ্ট বাবদ ৫ সেন্ট করে পাবেন। সে যত ফোরামে পোষ্ট করবে তার প্রতি পোষ্টের ৫ সেন্ট করে আপনার এ্যাকাউন্টে যোগ হবে। আমরা রেফারেল বোনাস ভালোভাবে লিংক দেওয়ার চেষ্টা করব তাহলেই আমরা সফলকাম হতে পারব ।তাই চেষ্টা করবেন ফরেক্স ফোরামে কেউ একাউন্ট খুললে আপনার রেফারেল লিং টিতে ক্লিক করে খুলানো যায় কিনা।

FRK75
2021-09-04, 07:07 AM
ফরেক্স ফোরামে রেফারেল থেকে রেফারেল বোনাস পাওয়া যায়। ধরুন আপনার রেফারেল লিংক এ ক্লিক করে ”ক”একাউন্ট খুলেছে এবং সে *তার ফোরাম একাউন্ট এ 100 টি পোস্ট করেছে। তার 100 টি পোস্ট এর জন্য আপনি পাবেন 100x0.05=5 ডলার। অর্থাৎ প্রত্যেক পোস্ট এ জন্য আপনার একাউন্ট এ 0.05 *সেন্ট যোগ হবে। আশা করি ব্যপারটি বুজতে পেরেছেন।

FRK75
2021-10-26, 11:32 AM
Bপোস্টিং এ ব্যালেন্স বাড়ানোর এটি একটি চরম সুযোগ। আমরা আমাদের একাউন্ট একটা লিঙ্ক দেখতে পাই। আর সেটা হলো রেফার লিঙ্ক। আমি কয়েক জনেক রেফার করেছি। আমি আমার বোনাস ও পাই এদের থেকে। তবে অল্প বোনাস রেফার থেকে পাওয়া যায়। আপনি ও রেফার করুন আপনার বন্ধুদের।

Sakib42
2021-10-26, 11:45 PM
আসলে অন্যান্য ফোরামে যেইভাবে রেফার বোনাস প্রদান করা হয় বাংলা ফোরামে তেমনটি প্রদান করা হয় না। আমি যখন প্রথম একজনকে রেফার করেছি তখন বোনাস পেয়েছি প্রথম মাসে এবং দ্বিতীয় মাসে আমি বোনাস পেয়েছি কিন্তু পরবর্তী সময়ে আজকে প্রায় এক বছরের অধিক সময় হয়ে গিয়েছে আমি ফোরাম কর্তৃক একটি টাকাও বোনাস পাইনি রেফার করার জন্য। আমি ঊর্ধ্বতন কর্মকর্তাকে বিষয়টি জানিয়েছি কিন্তু তাতে বিন্দু পরিমাণ কোন সহায়তা আমি পাইনি। আজ প্রায় এক বছরের অধিক সময় গিয়ে দাঁড়িয়েছে আমি কোন প্রকার রেফার বোনাস পাচ্ছিনা।

Smd
2022-01-25, 03:55 PM
যার মাধ্যমে আপনি অন্যদের এই ফোরামে আমন্ত্রন জানাবেন। আর সে যদি ফোরামে নিবন্ধন করে সক্রিয়ভাবে পোষ্ট করে তাহলে আপনি আমন্ত্রিত সেই সদস্যের জন্য বোনাস পাবেন। প্রথম মাসে আপনি ১০ সেন্ট করে পাবেন তারপর এটা ধীরে ধীরে কমে ২ সেন্ট এ গিয়ে চলমান থাকবে। তিনি যদি একটি পোস্ট করে তাহলে আপনি পাবেন 0.05 সেন্ট। তাই চেষ্টা করবেন ফরেক্স ফোরামে কেউ একাউন্ট খুললে আপনার রেফারেল লিং টিতে ক্লিক করে খুলানো যায় কিনা। দেখবেন আপনি হয় তো কাজ করার সুযোগ পাচ্ছেন না তাতে কি হয়েছে।

samun
2022-02-20, 10:34 AM
বাংলা ফরামের একাউন্টে আপনি যদি রেফারেল করেন তাহলে অবশ্যই বোনাস পাবেন কিন্তু খুব কম।যে আপনার রেফারেল হবে। ফরেক্স সাধারণত নতুন কোন ইউজার নিজের একাউন্টের রেফারেন্সে যুক্ত করলেন উক্ত সদস্যের কাজের উপর ২৫% পর্যন্ত একটা নিদিষ্ট সময় পর্যন্ত বোনাস পাবেন। আপনার একাউন্ট এর অধিনে যে রেফারেল একাউন্ট আছে ঐ একাউন্ট থেকে প্রথম মাসে যে বোনাস পাবে তার অর্ধেক এবং পরবর্তী মাসে যে বোনাস পাবে তার চার ভাগের এক ভাগ আপনি পেতেন । কিন্তু বর্তমানে রেফারেল থেকে খুবই কম বোনাস পাওয়া যায়। যেন একজন ট্রেডার তার ফরেক্স মার্কেটের উপর বিশ্বাস স্থাপন হয় এবং এতে করে ফরেক্সে নতুন কোনো মেম্বার এড করার জন্য আপনি উৎসাহ হবেন।