PDA

View Full Version : বোনাস ফর রেফারার কি সত্য?



Forex Boy
2016-09-14, 08:25 PM
আচ্ছা আমি কিন্তু বেশ অনেক জন কেই রেফার কোরেছি। কিন্তু এখন আমার প্রশ্ন হোচ্ছে যে আমি কি রেফার করার জন্য বোনাস সত্যিই পাব? আর যদি পাই তাহলে ঠিক কত বোনাস পাব আর বোনাস টাা ঠিক কি ভাবে কোন পদ্দতি তে পাব?? এমন কোন অভজ্ঞতা সম্পন্ন কোন রিফারার আছেন কি?? থাকলে অনুগ্রহ পুর্বক আপনার অভিজ্ঞতা আমার সাথে শেয়ার করেন প্লিজ। কার জদি লাভ ই না পাই তাহলে অযথা রেফার কোরে লাভ কি?? জানাবেন প্লিজ।

RUBEL MIAH
2017-04-19, 06:03 PM
বোনাস অবশ্যই আমরা পাব । যে যত বেশী এ্যানালাইসিস করবে সে তত বেশী বোনাস ভালোভাবে পেতে পারবে । আমরা ভালোভাবে কাজ করার চেষ্টা করব তাহলেই আমরা সফলকাম হতে পারব । আমরা সত্যিই বোনাস পাব । যে স্বচ্ছেও দক্ষতা অর্জন করতে পারবে তাহলেই সে লাভবান হতে পারবে ।

uzzal05
2017-05-28, 06:04 AM
বোনাস পেতে হলে রেফার করতে হবে। হ্যা, আমি কয়েকজনকে রেফার করেছি। তাদের থেকে আমি বোনাস ও পেয়েছি। কম বা বেশি বোনাস পাওয়া যাবে অব্যশোই যদি আমরা রেফার করি। আর যেহেতু এটা রেফার লিঙ্ক আছে সেই রেফার আমরা বিভিভন্ন জায়গায় ছরিয়ে দিলে আমরা কিছু রেফার ফ্রেন্ড পেতে পারি।

Mamun13
2017-12-08, 12:17 AM
রেফারার বোনাস খুবই সামান্য হলেও আপনার একাউন্টে যথাসময়ে ডিপোজিট হয়ে যাবে,এটা নিশ্চিত৷নইলে এই রেফারাল লিংক দিবে কেন ? আমার দীর্ঘদিনের অভিজ্ঞতায় দেখেছি ফোরাম ফেইক কোনোও কিছু করে নাই৷হয়তো একটু দেরিতে এই রেফারার বোনাস যোগ হয়ে থাকে৷

01797733223
2017-12-08, 05:59 PM
হ্যা অবশ্যই সত্য । আপনি যদি আপনার রেফারেল লিন্ক দিয়ে কাউকে একাউন্ট খুলে দেন বা রেফার করেন তাহলে সে যতগুলে পোস্ট করবে তার প্রত্যেক পোস্টের জন্য আপনি ১৫ সেন্ট করে পাবেন । তবে কখন কিভাবে পাবেন এটা নিশ্চিৎ* করে বলা যাবেনা, তবে অবশ্যই পাবেন । বোনাসের টাকা যেমন করে পাই যেমন কখনও মাসের প্রথম সপ্তাহে আবার কখনবা দ্বিতীয় সপ্তাহে, ঠিক সেভাবেই বোনাস ফোর রেফারের টাকাও পেয়ে যাবেন । সুতরাং বোনাস ফোর রেফার এটা সত্য ।

alamsat
2018-12-03, 12:16 PM
আমি এখনও কোনদিন রেফারেল করে বোনাস পাইনী তাই এ ব্যাপারে তেমন কিছু বলতে পারছি না। তবে ইন্টারনেটের বিভিন্ন সাইটে যেভাবে বোনাস দিয়ে থাকে সে সম্পর্কে যতটুকু জ্ঞান আছে তা থেকে বলতে পারি আপনার লিংক থেকে যারা ফোরামে পোস্ট করে কিছু ডলার বোনাস পাবে তা থেকে কিছু অংশ আপনার ট্রেডিং একাউন্টে যুক্ত করা হবে। যেভাবে আপনি পোষ্ট করার পর মাস শেষে ফোরাম থেকে বোনাস পেয়ে থাকেন ঠিক সেই নিয়মে আপনি বোনাসটি পাবেন এবং বোনাস ডলার দিয়ে ট্রেড করতে পারবেন।

Rassel Vuiya
2018-12-03, 01:40 PM
আমি এখনও কোনদিন রেফারেল করে বোনাস পাইনী তাই এ ব্যাপারে তেমন কিছু বলতে পারছি না। তবে ইন্টারনেটের বিভিন্ন সাইটে যেভাবে বোনাস দিয়ে থাকে সে সম্পর্কে যতটুকু জ্ঞান আছে তা থেকে বলতে পারি আপনার লিংক থেকে যারা ফোরামে পোস্ট করে কিছু ডলার বোনাস পাবে তা থেকে কিছু অংশ আপনার ট্রেডিং একাউন্টে যুক্ত করা হবে। যেভাবে আপনি পোষ্ট করার পর মাস শেষে ফোরাম থেকে বোনাস পেয়ে থাকেন ঠিক সেই নিয়মে আপনি বোনাসটি পাবেন এবং বোনাস ডলার দিয়ে ট্রেড করতে পারবেন।

আমি যতটুকো জানি ইন্সটাফরেক্স ব্রেকারে অসংখ্য রেফারেল বোনাস বা অ্যাফিলিয়েট প্রোগ্রাম রয়েছে! এই ফরেক্স বাংলা ফোরাম থেকেও রেফারেল বা অ্যাফিলিয়েট বোনাস পেয়ে সেটা দিয়ে ট্রেডিং করতে পারবেন। বিস্তারিত জানতে ফোরামের অ্যাফিলিয়েট প্রোগ্রাম (http://forex-bangla.com/showthread.php?19542-ফোরামের-অ্যাফিলিয়েট-প্রোগ্রাম) থ্রেডটি দেখুন। এছাড়াও ইন্সটাফরেক্সে মোট ১১ টি পদ্ধতির মাধ্যমে এই কোম্পানীতে রেফারের হবার সুযোগ আছে। ০১-ব্রোকারের প্রতিনিধিত্ব, ০২-ট্রেডার অংশীদার, ০৩-বিনিয়োগ প্রকল্প, ০৪-ওয়েব মাস্টার, ০৫-শিক্ষামূলক প্রকল্প, ০৬-বিনিময়কারী, ০৭-ভিপিএস হোস্টিং, ০৭-ব্লগার, ০৯-ফরেক্স সংকেত প্রদানকারী, ১০-পরামর্শক বিক্রেতা, ১১-CPA (কস্ট পার অ্যাকশন)
অ্যাফিলিয়েট কার্যক্রমে অংশীদার হবার জন্য ভিজিট করুন: :- https://goo.gl/48FmKu ধন্যবাদ।​

Mahidul84
2018-12-03, 06:13 PM
হ্যা আমার জানা মতে ইন্সটাফরেক্স ব্রোকার অসংখ্য রেফারেল বোনাস দিয়ে থাকে। তবে আমি যতটুকু এই রেফারেল সম্পর্কে বুঝতে পারি তার উপর ভিত্তি করে বলতে পারি রেফারেল না করাটাই উত্তম। কেননা অনেক সময় রেফারেল এর কারণে আপনার এ্যাকাউন্ট বন্ধ হয়ে যেতে পারে। কিন্তু আপনি যদি রেফারেল এর মাধ্যমে বোনাস পেতে চান তাহলে আপনি অবশ্যই উক্ত রেফারেল দিয়ে বোনাস সংগ্রহ করতে পারবেন। এবং উক্ত বোনাস দিয়ে ট্রেড করে মুনাফা উপার্জন করতে পারবেন।

FREEDOM
2020-04-02, 01:13 PM
হ্যা ফোরাম অবশ্যই রেফার বোনাস দিয়ে থাকে তবে তার জন্য আপনার একাউন্ট খোলার সময় রেফারের যে অপশনটা রয়েছে সেখান যার মাধ্যমে এসেছেন বা কেউ যদি আপনার মাধ্যমে আসতে চায় সেখানে নামটা লিখে দিতে হবে। অথবা আপনার যে রেফারাল লিংকটি রয়েছে সেই লিংক ব্যাবহার করেও একাউন্ট খুললে এবং পোস্টিং করলে মাস শেষে তার পোস্টিংয়ের উপর ডিপেন্ড করে রেফারাল বোনাস দিয়ে থাকবে।

Hridoy6763
2020-04-02, 01:25 PM
ভাই আমি বোনাস ফর রেফার এর ব্যাপার এ সঠিক জানিনা,রেফার করলে কি বোনাস পাওয়া যাই,এবং এক টা রেফার এ কেমন বোনাস পাওয়া যাই আমাকে একটু এই ব্যাপার টা জানাবেন,আমি এখনো কাউকে রেফার করিনি,যদি রেফার এ বোনাস পাওয়া যাই আমি তা হলে রেফার করবো কয়েক জন কে।

Rajib_Biswas
2020-04-02, 02:29 PM
আমি যতদূর জানি ফরেক্স বাংলা ফোরামে রেফারেল এর জন্য পোস্টিং বোনাস দেওয়া হয়ে থাকে। আমরা ফরেক্স বাংলা ফোরামে একটি পোষ্টের জন্য 0.20 সেন্ট পোস্টিং বোনাস পেয়ে থাকি। আর রেফারেল এর জন্য প্রতিটি পোষ্টে 0.05 সেন্ট পেয়ে থাকি। সেজন্য আপনার রেফার করা কেউ যদি 100 টি পোস্ট করে থাকে তাহলে আপনি পোস্টিং বোনাস পাবেন (100×0.05) = 5 ডলার।

XXXTentacion
2020-04-02, 02:43 PM
একটি সফল ব্যবসায়ের কৌশল বিকাশ এবং একটি অর্থের সাথে সম্মত হন। ব্যবসায়ের ঝুঁকি ব্যবস্থাপনার জন্য কঠোরভাবে মেনে চলতে হবে only কেবলমাত্র পার্থক্যটিই স্কেলিং, উদাহরণস্বরূপ আপনি যদি খোলেন। এটি একটি সন্তোষজনক ফলাফল দেবে we আমরা কীভাবে অ্যাকাউন্ট পরিচালনা করব সে সম্পর্কে আমাদের খুব সতর্কতা অবলম্বন করা উচিত small আপনার অল্প অর্থের ব্যবস্থাপনার জন্য এবং স্নাতক সম্পন্ন করার সাথে আপনার শেখা দরকার।

rakib.r
2020-04-02, 02:46 PM
ফোরামে আসলে দিবে না বা লোভ দেখিয়ে আমাদের বোকা বানাচ্ছে এমন টা না । ফোরামে যা বলা হয় তা করা হয়। তবে অন্য সব ফোরাম থেকে আমাদের বাংলাদেশের ফোরাম এক দিক থেকে পিছিয়ে আছে আবার অন্যদিক থেকে এগিয়েও আছে। ফোরাম থেকে পোষ্টের জন্য অবশ্যই বোন্সা দেওয়া হয়ে থাকে। রেফারের জন্য ও বোন্সা দিয়ে থাকে তবে সেটা কি পরিমান তা আমার এখন মনে নেই

XXXTentacion
2020-04-02, 03:32 PM
একটি ছোট ট্রেডিং তহবিল দিয়ে শুরু করুন। আপনি যদি এটি ছয় মাসের জন্য সফল হন তবে আপনার আরও বড় মূলধন পরিচালনা করতে সক্ষম হওয়া উচিত। যে ছোট কাজের ক্ষেত্রে বিশ্বস্ত সে আরও বড় ব্যবসায়ের প্রতি বিশ্বস্ত হবে be এর অর্থ হল যে আপনি যথেষ্ট পরিমাণে ট্রেডিং তহবিল করার আগে নিজেকে ব্যবসায়ী হিসাবে যোগ্য বলে প্রমাণ করতে হবে

jasminbd
2020-04-02, 05:41 PM
আচ্ছা আমি কিন্তু বেশ অনেক জন কেই রেফার কোরেছি। কিন্তু এখন আমার প্রশ্ন হোচ্ছে যে আমি কি রেফার করার জন্য বোনাস সত্যিই পাব? আর যদি পাই তাহলে ঠিক কত বোনাস পাব আর বোনাস টাা ঠিক কি ভাবে কোন পদ্দতি তে পাব?? এমন কোন অভজ্ঞতা সম্পন্ন কোন রিফারার আছেন কি?? থাকলে অনুগ্রহ পুর্বক আপনার অভিজ্ঞতা আমার সাথে শেয়ার করেন প্লিজ। কার জদি লাভ ই না পাই তাহলে অযথা রেফার কোরে লাভ কি?? জানাবেন প্লিজ।

রেফারেল বোনাসের জন্য আলাদা একটি থ্রেড কিছু দিন আগে পোস্ট করে ছিল ফোরাম অ্যাডমিন। এখানে রেফারেল বোনাসের জন্য প্রতিটি বিষয়ের বিস্তারিত দেওয়া হয়েছে। যাদের রেফারেল বোনাস নিয়ে কনফিউশনের আছেন তারা এই পোস্ট থ্রেডটি পরে নিতে পারেন। আশা করি আপনারা এখানে রেফারেল বোনাসের অনেক বিষয়ে পরিষ্কার হতে পারেন।

থ্রেডটি পড়ুন এই লিঙ্ক থেকে- http://forex-bangla.com/showthread.php?19542

FRK75
2021-04-04, 10:57 AM
। যে যত বেশী এ্যানালাইসিস করবে সে তত বেশী বোনাস ভালোভাবে পেতে পারবে । আমরা ভালোভাবে কাজ করার চেষ্টা করব তাহলেই আমরা সফলকাম হতে পারব । আমরা সত্যিই বোনাস পাব । যে স্বচ্ছেও দক্ষতা অর্জন করতে পারবে তাহলেই সে লাভবান হতে পারবে ।রেফার এ কেমন বোনাস পাওয়া যাই আমাকে একটু এই ব্যাপার টা জানাবেন,আমি এখনো কাউকে রেফার করিনি,যদি রেফার এ বোনাস পাওয়া যাই আমি তা হলে রেফার করবো কয়েক জন কে।

samun
2023-11-01, 01:14 PM
আমি আমার অনেক বন্ধু এবং আত্মীয়-স্বজনকে ফরেক্স মার্কেটের ব্যাপারে বলেছি। কিন্তু আমি কখনোই কাউকে ফরেক্স এ রেফার করিনি। আমি মৌখিকভাবে তাদেরকে ফরেক্স মার্কেট সম্পর্কে জানিয়েছি এবং বুঝিয়েছি। তাছাড়া আমার অতিরিক্ত কোন বোনাসেরও প্রয়োজন নেই। ফরেক্স মার্কেট থেকে পোস্ট কর্তৃক প্রাপ্ত বোনাসের মাধ্যমে আমি যতটুকু করতে পারছি তাতে আমি সন্তুষ্ট।