Log in

View Full Version : লস বন্ধ,লাভ চলবে



milonkhanfx1993
2016-09-18, 09:47 PM
আজকের সমস্যার বিষয় হল, আমরা লস এর ট্রেড আরো অপেক্ষা করি আর সময় গুন্তে থাকি কখন লাভের দিকে আসে,আবার জখন প্রফিট এ কোন ট্রেড থাকে তখন তারাতারি ক্লোজ করার জন্য তারাহুরা করি।

:rules::rules::rules:
দেখেন ভাই আপনি একজন ট্রেডার , আপনি এখানে আসছেন টাকা কামাতে । এখন যদি
আপনি লাভ এর ট্রেড ক্লোস করে ফেলেন । তাহলে ফরেক্স করতে আসছেন কেন ??????
যাক উত্তর টা কমেন্ট করেই দিয়েন । আর ২য় কথা ফরেক্স মার্কেট এ আবেগের কোন দাম নাই । আপনি যেহেতু ট্রেডার আর যেহেতু ট্রেড করতে আসছেন ,অবশ্যই আপনি যেকোন নিয়ম এর উপর ভিত্তি করে ট্রেড নিছেন , দয়া করে ওই নিয়মের নিয়ম করে ট্রেড এর ট্রেকপ্রফিট সেট করে অপেক্ষা করেন ।

মার্কেট আপনার বিপক্ষে গেলে কান্না করলেও আপনার পক্ষে আসবে না । আবার পক্ষে গেলে অযথা টেনশন করে আপনার প্রফিট কমানোর মত বোকামির কোন মানে হয় না । তাই দয়া করে ভালো করে শিক্ষেন । আপনার টেনশন বলে কিছু থাকবে না । আরো আনন্দ লাগবে ।

আমি ভাবতেও পারিনি যে আপনাদের শিক্ষার প্রতি এত আগ্রহ ... আর এটাও প্রমান করলেন যে ভালো কিছুর দাম আমরা দিতে জানি । আপনাদের ভালবাসা আমাকে নিয়মিত লিখতে বাধ্য করছে । আমি চাইতেছি যে মার্কেট এর মাঝে গোপন কিছু বিষয় আছে যা সবাইকে জানাব । এতে সবাই ভালো ট্রেড করতে পারবে ।

RUBEL MIAH
2016-09-19, 09:44 PM
আমরা আগে দক্ষতা অর্জন করব তারপর এই ব্যবসা করব তাহলেই লস বন্ধ হবে এবং লাভ হতে থাকবে । আর আপনারাও এই অভিজ্ঞতা আগে করুন তারপর এই ফরেক্স ব্যভসা করুন তাহলেই আপনারা সফলকাম হতে পারবেন ।

shariful
2016-09-20, 10:56 AM
ভাই লস লাভ নিয়া এই ব্যাবসা তবে আমার যেটা মনে হয় আমরা যদি ভালো করে শিখি তারপরে মোটামুটি ভালভাবে শুরু করি তাইলে লস এর সম্ভাবনা খুব ই কমে যাবে

md mehedi hasan
2016-11-13, 09:49 AM
ফরেক্স মার্কেটে লাভ বা লস কোনটিই বন্ধ করা যায় না।একজন ভালো ট্রেডার যেমন লাভ করে তার তুনলায় হয়ত বা কম লস করে।তবে দক্ষ ট্রেডারের চেয়ে অদক্ষ ট্রেডার লাভের চেয়ে লস বেশি করে।ফরেক্স মার্কেট হতে অর্থ ইনকাম করতে হলে আপনাকে দক্ষ ট্রেডার হতে হবে।এর জন্য প্রচুর পরাশুনা ও প্রাক্টিস রতে হবে।

shimul77ss
2016-11-13, 03:55 PM
ফরেক্স মার্কেটে দক্ষ না হলে আয়ের কথা কখনো ভাবা যাবে।ফরেক্স মার্কেটে কেউ লাভ বা লস কেউ আটকাতে পারবে না।একজন দক্ষ ট্রেডারও লস করে কিন্তু লাভের তুলনায় অনেক কম লস খাই।আর অদক্ষ ট্রেদার লস অনেক বেশি করে।তাই লস কমাতে হলে আমাদের দক্ষ ট্রেডার হতে হবে।

riponinsta
2017-01-28, 12:35 PM
আপনি একটা ভাল কথা বলছেন এটা অনেক আমার অনেক ভাল লাগছে কারন নতুন অনেক টেড আর আছে যারা লস টেড ধরে রাখবে আর লাভ এর টেড তারা তারি বন্ধ করে দেই এটা করার কারন এ তারা ফরেক্স মার্কেট থেকে লাভ করতে পারে না তাই আপনি আপনি যখন দেখবেন আপনার টেড ভুল হয়ছে সেই টেড বন্ধ করে দিবেন আর যেই টেড লাভ এ থাকবে সেই টেড আপনি টিপি হিট না করা পর্যন্ত ওয়েট করবেন তা হলে দেখবেন আপনি লাভ এ থাকবেন

shohanjacksion
2017-02-04, 04:26 PM
হ্যা,আমি আপনার সাথে একমত। আমাদের লসের ট্রেডগুলো অনেক বেশি পিপস নিয়ে লস হয় অথচ লাভ করা ট্রেডগুলো কম পিপস লাভ করে থাকি। অথচ পরক্ষনে দেখি যে, লাভ করা ট্রেড যদি অল্প পিপস লাভেই বন্ধ করে না দিতাম তবে আমাদের আরো অনেক বেশি পরিমান পিপস লাভ হত। তাই ,আমরা যদি যথাযথভাবে স্টপ লস ব্যবহার করা শিখি তবে আমাদের জন্য মঙ্গল বয়ে আনবে।

edottc
2017-02-04, 05:01 PM
লস বন্ধ,লাভ চলবে একথায় আমি একমত পেশ করলাম । কিন্তু এজন্য আমাদের কিছু করণীয় বিষয় মেনে কাজ করতে হবে সেগুলো হলে ১/ অল্প লাভে ট্রেড ক্লোস করা কিন্তু সাথে সাথে আবার ট্রেড করা যাবেনা ২/লং ট্রেড করা এবং ধর্য ধারন করা ৩/মনোযোগ ও বেশি সময় নিয়ে কাজ করা ৪/ লোভ পরিহার করা ৫/মানিম্যানেজম্যান্ট রক্ষা ও সিগন্যাল বুঝে ট্রেড করা ৬/মার্কেট এনালাইস করা ইত্যাদি বিষয় মেনে ট্রেড করতে পাররে সফলতা আসবে ।

H M R Al Amin
2017-03-10, 11:25 AM
ফরেক্স মার্কেটে ব্যবসা করতে হলে আপনার লস হবে আবার লাভ হবে । তবে আপনি যদি মার্কেট এনালাইসেস করে মার্কেটে কাজ করেন তাহলে আপনি মার্কেটে লাভবান হবেন । আর যদি মার্কেট এনালাইসেস না করে ট্রেডিং না করে মার্কেটে কাজ করেন তাহলে আপনি মার্কেটে লস খাবেন । মোট কথা মার্কেট এনালাইসেস করে কাজ করলে আপনার লস বন্ধ হবে । এনালাইসেস করে কাজ করলে আপনার লাভ চলবে ।

nbfx
2017-03-26, 09:21 AM
দক্ষ ট্রেডারদের অনেকগুলো গুণের অধিকারী হতে হবে ঃ-
(ক) মেটাট্রেডার-৪ সফটওয়্যার সম্পর্কে পরিপূর্ণ জানতে হবে।যাতে যে কোন পরিস্থিতিতে সফটওয়্যার নিয়ন্ত্রন করা যায়।
(খ) লোভ থেকে দূরে থাকতে হবে। লোভ ফরেক্স ব্যবসার জন্য ধ্বংসাত্মক।
(গ) টেকনিক্যাল ও ফান্ডামেন্টাল এনালাইসিস এর সমন্বয়ে নিজস্ব এনালাইসিস করতে হবে।
(ঘ) নিজস্ব ট্রেডিং কৌশল আবিস্কার করতে হবে। অন্যের দেয়া সিগন্যাল এরিয়ে চলতে হবে।
(ঙ) মানি ম্যানেজমেন্ট ও রিস্ক রেশিও সঠিক ভাবে পালন করতে হবে।
(চ) মূলধনের নিরাপত্তা নিশ্চিত করতে লিভারেজ কমিয়ে রাখা।
(ছ) একসাথে অনেক কারেন্সি বা অধিক ট্রেড নেয়া থেকে বিরত থাকা।
(জ) লসকে মেনে নিয়ে লাভের প্রত্যাশা করা।
--এই যোগ্যতা নিয়ে যখন ট্রেড করবেন তখন আপনার লস কমে আসবে এবং লাভ বাড়তে থাকবে। আর একটা কথা বিশেষ ভাবে লক্ষ্যনীয় যে, কোন ট্রেড লস হলে স্বাভাবিক ভাবে মেনে নিন। নতুন করে এনালাইসিস করে আবার ট্রেড দিন, লস রিকোভারি করার জন্য মরিয়া হয়ে যাবেন না।

Mamun13
2017-03-27, 07:55 PM
অবশ্যই অনেক লেখাপড়া,অনেক কষ্ট করে ধৈর্য্য ধরে ফরেক্স ট্রেডিং যদি ভালো ভাবে শিখতে পারেন তাহলে প্রফিট আপনার পেছনে ছায়ার মত দৌড়াবে৷কোনো সন্দেহ নাই৷১০০ ভাগ রিস্ক্ ফ্রি ডেমো ট্রেডিং করে করে ট্রেডিং কৌশলগুলো ভালো ভাবে আয়ত্ত্ব করে নিতে হবে৷বিশ্বের সকল এক্সপার্ট ট্রেডারগণ প্রথমে দীর্ঘদিন যাবৎ ডেমো ট্রেড করেই দক্ষতা অর্জন করেছেন৷লস হলে অবশ্যই তা সহজে মেনে নিয়ে নিশ্চিত হতে হবে যে আপনার শিক্ষার অভাব রয়েছে৷ ফরেক্স ট্রেডিং অবশ্যই তার নিজস্ব কৌশলে চলছে৷সেগুলো ভালোভাবে শিখে আয়ত্ত্ব করে তবেই ট্রেড করতে হয়৷

mahbubhb
2017-08-11, 04:22 AM
আমি সবসময়ই চেষ্টা করি লাভ করার। কিভাবে লাভ করবো? লাভ করার জন্য পরিহার করি এমন কারেন্সি যেগুলোর মুল্য বাজারের মাঝামাঝি অবস্থান করে। আর ফরেক্স চার্টে যখনই দেখি প্রাইস তুলনামূলক বেশী তখন সেল দেই আর যখন দেখি তুলনামূলকভাবে প্রাইস কম তখনই বাই দেই। তারপরেও প্রফিট ভাল আসে না। আপনাদের ভাল পরামর্শ থাকলে আমাকে যানাবেন। আর আমার এই থিউরী তে কোন ভুল থাকলে ক্লিয়ার করে দিবেন।