PDA

View Full Version : কখন এন্ট্রি নিবো? কোন টাইম্ফ্রেম দেখে নিব



milonkhanfx1993
2016-09-19, 01:25 AM
পোস্টটি নতুন পুরাতন সকলের জন্য কাজ এ লাগলেউ লাগতে পারে।

প্রথমেই বলি, এত ভালো আমি লিখি না,লিখাটা আমার নয়,কেউ ভুল বুঝবেন না সুধু জানার আর বোঝার জন্য আমি কপি করে আনতে বাধ্য হয়েছি,আপনি পরলেই বুঝবেন কেন কপি করেছি!!!

বিষয় টাইমফ্রেমঃ

লিখাটা সাঈদ ভাই এর

যদি কেউ চান আমি কমেন্ট এ লিঙ্ক টাউ দিয়ে দিতে পারব আপাতত পড়ে ফেলুন।
অনেকে বলে থাকে , ভাই একেক টাইমফ্রেমে একেক রকম ধারনা পাওয়া য়ায়। কোনটায় বাই অথবা কোনটায় সেল । কনফিউজড হয়ে যাই। কি করনীয়?

সাধারণ উত্তর ঃ টাইমফ্রেম ভালো ভাবে বুঝতে হবে।

আসুন জেনে নেই খুটি নাটি কিছু বিষয়।

(১) আপনি ৫ কিলো দূরে বাজারে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হলেন। ২ কিলো দূরে রাস্তায় বন্ধুর সাথে দেখা। বন্ধুর দাবী , তার বাসায় গিয়ে এক কাপ চা খেতে হবে। তাই ১ কিলো পেছনে যেতে হবে। ( এক ঘন্টার টাইমফ্রেম)

(২) ওই ১ কিলো যাওয়ার পথে মনে হলো আপনি রাস্তায় মানি ব্যাগ ফেলে এসেছেনে তাই আবার ফিরে যাচ্ছেন। খোজার জন্য। (১৫/৩০ মিনিটের টাইমফ্রেম)

(৩) খুজতেছেন কখনো দশ হাত সামনে অথব দশ হাত পেছনে। পেয়ে গেছেন। ( ৫ মিনিটের টাইফ্রেম)

(৪) এবার ওই ১ কিলো যাওয়ার জন্য রওয়ানা হলেন। যাচ্ছেন বন্ধুর বাসায় চা খেতে। ( ১ঘন্টার টাইমফ্রেম)

(৫) খাওয়া শেষ। এবার রওয়ানা হয়েছেন সেই বাজারের দিকে। যাচ্ছেন দ্রুত, কারন সময় অনেক নষ্ট হয়েছে।
( ১ঘন্টার টাইমফ্রেম)

(৬) দ্রুত চলার কারনে আপানাকে ধাক্কা খেতে হলো কোন এক যানবাহনের সাথে। যেতে হলো আরো একটু পেছনে যেখানে হসপিটাল। (৫ মিনিটের টাইমফ্রেম)

(৬) প্রাথমিক চিকিৎসা সেরে বাজারও দরকার আবার.....বাসায়ও ফিরতে হবে। তাই আপনার আপনজন কোন এক ব্যাক্তি বাজার করে দিলো এবং সুন্দর একটি যানবাহন করে সোজা বাসায় পৌছে দিল। (সারাদিনের কাহানী খতম) ( ৪ ঘন্টার টাইমফ্রেম)

(৭) যত কদম পড়েছে সবই ছিলো (১মিনিটের টাইম ফ্রেম)

(৮) পুরো ঘটনায় যা পাওয়া গেল তা হলো , এখনো ঘরেই বসে আছে। না লাভ না লস। এতো পরিশ্রম কোথায় গেল। তাই অপেক্ষা আবার যাবে বাহির পানে সেই কোন সকালে। ( চারঘন্টার টাইম ফ্রেম)

আশা করি কিছুটা হলেও পরিস্কার। একটি কাজের খন্ড খন্ড চিত্র। প্রত্যেক খন্ডের সময়কাল এক সমান নয়। তাই বুঝতে হবে প্রত্যের খন্ডের সময়কাল কতো।

সবশেষে যিনি বাজার ও বাসায় পৌছে দেওয়ার দায়িত্ব নিলেন তিনি হলেন নিউজ কারিগর। যখন অবস্থা খারাপ দেখেন তখন অতি দ্রুত বাজারসহ এবং সযতনে জায়গা মতো পৌছে দেন।

সমাস্যা ও সমাধানঃ এখন কেউ, বাজারে যাওয়াকে দেখে, কেউ বন্ধুর বাড়িতে যাওয়াকে দেখে, কেউ হসপিটালে যাওয়াকে দেখে, কেউ মানিব্যাগ খোজাকে দেখে, এরকম আর কি। বুঝতে হবে হসপিটালে যেতে কতসময় লাগে, বন্ধুর বাড়িতে যেতে কত সময় এরকমভাবে টাইমফ্রেমকে বুঝতে হবে। যদি ৫মিনিটের কাজকে একদিনের কাজ মনে করে আর একদিনের কাজকে এক মিনিটের কাজ মনে করে তাহলে তো মুশকিল।

তাই উত্তম হলো কারেন্সী ষ্ট্রেংথ পর্যবেক্ষণ করা। একটা কারেন্সী মূলত কতসময় ধরে ষ্ট্রেংথ ধরে রাখে। এটা বের করে সেই রকম টাইম ফ্রেমে কাজ করা। যেমন উদাহরনের জন্য বলা- ৬ ঘন্টা গতি সম্পন্ন কারেন্সীটা , ৩/৪ ভাগে কাজ করবে। চব্বিশ ঘন্টার মধ্যে চার বার গতি পরিবর্তন করবে। অর্থাত ৬/৮ ঘন্টা বাই যাবে, ছয় ঘন্টা সেল যাবে , সাইডওয়ে সহ কম বেশী মিলিয়ে মিনিমাম ৩/৪ বার রূপ পরিবর্তন করবে। তাহলে এই পরিস্থিতিতে আপনি যদি চার ঘন্টার টাইম ফ্রেম ধরে রাখেন দিনের শেষে খালি হাতে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। আর যদি ১ ঘন্টার টাইমফ্রেম ধরে শুরু করেন...তাহলে ৩/৪ বার এন্ট্রি নিতে পারেন এবং প্রফিটও নিতে পারেন..আপনি তার অবস্থাকে অণুধাবন করতে পারবেন।

এটা শুধু একটা বিষয় তুলে ধরলাম এরকম অনেক বিষয় রয়েছে যা আপনাকে টাইমফ্রেমের উপর চর্চা করে বুঝে নিতে হবে।
এই জন্যই শুরুতে বলেছিলাম.....টাইমফ্রেম ভালোভাবে বুঝতে হবে।

****ভুল আমারও থাকতে পারে--সংশোধন আমারই বেশী দরকার। **

বুঝতে কষ্ট হলে কমেন্টস করুন(ধন্যবাদ)

Rahat015
2016-09-19, 07:38 AM
লিখাটা অনেক ভাল ছিল। পড়েও অনেক কিছু জানতে পারলাম। আসলে এইরকম খুটিনাটি কিছু বিষয় ফরেক্স এ আছে যা না জানা মানে অনেক পিছনে পরে যাওয়া। তাই আমাদের এই ছোটখাট বিষয়গুলার প্রতি নজর দেওইয়া উচিত যাতে ফরেক্স এ আরো ভাল করা যায়।

motiar
2016-09-19, 08:50 AM
লিখাটা একেবারে সটিক । ফরেক্স মারকেট ঠিক এভাবেই চলে আর এই বিসয় গুলি যারা বুঝতে পারবে তারাই সফল হবে । আমার মনে হয় আমারা যার নতুন তাদের এই লিখাটা নিজের ডয়রিতে লিখে রাখা উচিত এবং এই নিওয়মে এনালাইসেস করা উচিত বলে আমি মনে করি ।

RUBEL MIAH
2016-12-25, 12:37 PM
মার্কেট যে সময় শান্ত থাকে তখন আমাদের ট্রেড এ্যান্ট্রি নেয়া ভালো । আমরা যদি ভালোভাবে মার্কেট বুঝতে পারি তাহলে অবশ্যই আমরা ফরেক্স ব্যবসা করে লাভবান হতে পারব । আমরা ধৈর্য্যের সহিত কাজ করব তাহলেই আমরা লাভবান হতে পারব । আমরা প্রথম পর্যায় আয়ের চেয়ে এ্যাকাউন্ট ধরে রাখার চেষ্টা করবেন তাহলেই আমরা লাভবান হতে পারব । সুতরাং পরিশ্রম যে ট্রেডার যত বেশী করবে সে তত বেশী লাভবান হতে পারবে ।

ONLINE IT
2016-12-25, 01:47 PM
আমি কখন এন্ট্রি নিব তা নির্ভর করে আমার এ্যানালাইসিসের উপর। মার্কেট এ্যানালাইসিস না করে কখনোই এন্ট্রি নেয়া ঠিক নয়। আপনি যে টা্ইম ফ্রেমেই ট্রেড করেন না কেন আপনি সব সময় এ্যানালাইসিস করে ট্রেড করা উচিত। আপনার নিজেস্ব এ্যানালাইসিস যখন আপনাকে ট্রেড করতে বলবে আপনার উচিত তখনই এন্ট্রি নেয়া।

md noor hasan
2017-01-26, 10:41 PM
আসলে আমি কখন এন্ট্রি নিব তা নির্ভর করে আমার এ্যানালাইসিসের উপর। মার্কেট এ্যানালাইসিস না করে কখনোই এন্ট্রি নেয়া ঠিক নয়। আপনি যে টা্ইম ফ্রেমেই ট্রেড করেন না কেন আপনি সব সময় এ্যানালাইসিস করে ট্রেড করা উচিত। আপনার নিজেস্ব এ্যানালাইসিস যখন আপনাকে ট্রেড করতে বলবে আপনার উচিত তখনই এন্ট্রি নেয়া।

Md Masud
2017-05-08, 03:20 PM
ফরেক্স মার্কেটে নিজেস্ব এ্যানালাইসিস যখন আপনাকে ট্রেড করতে বলবে আপনার উচিত তখনই এন্ট্রি নেয়া । অামরা ৪ ঘন্টার টাইম ফ্রেমে ট্রেড করার চেষ্টা করব তাহলেই অামরা লাভবান হতে পারব । অামরা এন্ট্রি নেওয়ার অাগেই বেশী করে চিন্তা করার চেষ্টা করব তাহলেই অামরা লাভবান হতে পারব ।

Mamun13
2017-05-08, 07:40 PM
লিখা টা ভালো হয়েছে৷সে জন্য ধন্যবাদ৷বিশ্বের সকল ট্রেডারগণ তিনটি পধ্বতিতে এনালাইসিস করে ট্রেড করছেন৷১০ ভাগ হলো ফান্ডামেন্টাল,২০ ভাগ হলো টেকনিক্যাল আর ৭০ ভাগ হলো সাইকোলোজিক্যাল এনালাইসিস৷সবগুলোই গুরুত্ত্ব দিতে হবে৷বড় বড় টাইমফ্রেমে ট্রেড করা সবচেয়ে নিরাপদ৷ছোট ছোট টাইমফ্রেম কখোনোই নিরাপদ নয় বরং খুবই ঝুকিঁপূর্ণ৷সাপ্তাহিক ও দৈনিক টাইমফ্রেম সর্বোত্তম মনে রাখবেন৷তবে আপনার ট্রেডিং মন মানষিকতার উপর নির্ভর করবে আপনার নিজস্ব টাইমফ্রেম৷আবার দীর্ঘদিন প্র্যকটিস করলে পরিষ্কার বুজতে পারবেন কার জন্য কোন্ টাইমফ্রেম উপযুক্ত৷

uzzal05
2017-05-20, 03:38 PM
মারকেত এ আমরা বিভিন্ন টাইম্ফ্রেম দেখতে পাই। এখানে যে কোন চার্ট এ আমরা ট্রেড নিতে পারি। তবে এটা আমাদের ট্রেডিং স্টাইল অনুযায়ী হবে। আমরা যদি স্কাল্পিং করি তাহলে আমাদের ১৫ মিনিটের চার্টে ট্রেড নিলেও হবে। কিন্তু লং ট্রেড করতে গেলে ডেইলী চার্টে ট্রেড নিতে হবে।

uzzal05
2017-05-21, 05:24 AM
ফরেক্স মার্কেট এ একেক টাইম্ফ্রেম এ একেক ধরনের সিগ্নাল পাওয়া যায়। তাই টাইম্ফ্রেম অবুযায়ী টেক প্রফিট বসাতে হবে। এবং সেই সাথে স্টপ লস ও বসাতে হবে। সুতরাং স্টপ লস এবং টেক প্রফিট টাইম্ফ্রেম দেখে বসাতে হবে।

uzzal05
2017-05-26, 05:49 AM
মারকেট এ এন্ট্রি নোয়ার জন্য আপনাকে অব্যশোই একটা নির্দিষ্ট টাইমঅফ্রেম বেছে নিতে হবে। উলটা পালটা টাইম্ফ্রেম চেঞ্জ করে ট্রেড করা যাবে না। তাহলে ট্রেড করা এবং প্রফিট করার সিস্টেম এ দক্ষ হতে পারব না। কারন যে কোন একভাবে ট্রেড করলে আমরা দক্ষতা অর্জন করতে পারব।

maziz6989
2018-02-17, 03:13 PM
এত বড় লেখা পড়ার ধৈর্য অনেক বছর আগেই শেষ হয়ে গেছে। যাই হোক আপনি কষ্ট করে আমাদের জন্য শেয়ার করেছেন এজন্য মন থেকে আপনাকে ধন্যবাদ।

riponinsta
2018-02-24, 12:05 PM
আমার মতে আমার ট্রেডিং সিস্টেম এ যখন ট্রেড আসবে তখন আমি ট্রেড করবো এর বাইরে আমি ফরেক্স মার্কেট এ ট্রেড করি না আর আমার ট্রেডিং সিস্টেম এ যে টাইম এর কথা বলা আছে যেই টাইম এ আমি ট্রেড করি তবে কেও যদি বারবার ট্রেডিং সিস্টেম পরিবর্তন করে তার মানে সেই সফলতা থেকে দূরে চলেগেল
তাই একটা ট্রেডিং সিস্টেম এ ফরেক্স মার্কেট এ লেগে থাকতে হবে

samun
2021-12-25, 10:00 AM
আপনি উপহার যেভাবে যে বিষয়গুলো উপস্থাপন করে দিয়েছেন তাতে নতুন করে আর বলার কিছু নেই ছোট্ট একটি কথাই বলতে গেলে ফরেক্স মার্কেটে আমি নিউজ টাইমের পরে এন্ট্রি নিয়ে থাকি এবং বেশিরভাগ সময় আমি h1 অর্থাৎ এক ঘন্টার টাইমফ্রেমে ট্রেড করে থাকি