Log in

View Full Version : আমার ট্রেড শুধু এস এল হিট করে



milonkhanfx1993
2016-09-19, 03:50 PM
আমার ট্রেড শুধু এস এল হিট করে যেদিকে ট্রেড নেই তার বিপরিত দিকে মারকেট ঘুরে যায়। লাভ হয় কম আর লস হয় তীব্র!
:yahoo::yahoo:
কেন লাভ হয় কম আর লস হয় বেশি একবার ভাবুন,তার পর আসুন একটু বুঝে নেই।
আ্মরা জানি যে মার্কেট প্রধানত দুই সিস্টেম ফলো করে ট্রেড হয় । । এক প্রকার হল ফান্ডামেণ্টালি আরেক প্রকার হল টেকনিক্যালী । ফরেক্স মার্কেট এ টেকনিক্যাল
ট্রেডার সংখ্যায় ফান্ডামেণ্টাল এর চেয়ে বেশি । আর ফান্ডামেণ্টাল ট্রেডার সংখ্যায় তুলনামূলক কম হলেও এদের ব্যালেন্স অনেক বেশি । এরা মূলত ইন্ডেক্স, ব্যাঙ্ক , ও বড় বড় শেয়ার ব্যাবসায়ী । ফরেক্স মার্কেট এ যে যেমনেই ট্রেড করুক না কেন এক্সিট(প্রফিট) নিয়ে বের হয়ে যায় টেকনিক্যাল্ভাবে । যেই কারনে ফরেক্স মার্কেট এ ফান্ডামেন্টাল না জেনেও প্রফিট করা যায় । যার কারনে মার্কেট টেকনিক্যাল কেউ সমান মূল্যায়িত করে ।
তাই এই মার্কেট এ আপনি যেমনেই ট্রেড করেন না কেন স্টপলস ও টেকপ্রফিট সম্পর্কে জানতে হবে । না হলে হয়ত লাভ এর ট্রেড কম লাভ এ ক্লোস করে দিবেন , অথবা লস এর ট্রেড sl বাড়িয়ে বাড়িয়ে লস করবেন ।
স্টপলসঃ অনেকে স্টপলস ব্যবহার করেন না । তাদের উদ্দেশ্য বলব '' ভাইয়া আপনার অভ্যাস টা পরিবর্তন করে ফেলেন :accute:। তারা হয়ত বলবে যে আগে স্টপলস ব্যবহার করে লস করছি । দেখাগেছে যে স্টপলস হিট করে আবার নেমে গেছে তাই এখন আর এটা ব্যবহার করি না । আসলে ভাইয়া আপনি মেনুপোলেশন বুঝেন নাই, তাই আপনার স্টপলস খাইয়া আবার প্রফিট এর দিকে গেছে ।

shariful
2016-09-20, 10:49 AM
ভাই আমাদের অবস্থা একই রকম ছিলো, সময়ের সাথে সাথে সব পরিবরতন হয়ে যাবে এই বিষয়ে চিন্তা না করে ভালো করে ট্রেড করার ট্রাই করেন।

milonkhanfx1993
2016-09-20, 04:05 PM
বিষয় টা আসলে ঠিক ঠাক একটা পর্যায়ে নিয়ে আনতে বেশ সময় লাগবে বলে মনে হচ্ছে,তবে আমার যেটা মনে হয়,ক্যাপিটাল টা সাস্টেন করার অ্যাবিলিটি একবার হয়ে গেলে নিজেকে কোন এক জায়গায় পোছানো যাবে।

md mehedi hasan
2016-11-12, 08:50 PM
মুলত আমিও ফরেক্স মার্কেটে টেকনিক্যাল এনালাইসিস করে ট্রেড করে থাকি।আর যারা ফান্ডামেমন্টাল এনালাইসিস করে ট্রেড করে তারা প্রতিদিন ট্রেড করতে পারে।তবে টেকনিক্যাল এনালাইসিস করে ট্রেড করলে আপনি প্রতিদিন ট্রেড করতে পারবেন না।কারন প্রতিদিন মার্কেট সঠিকভাবে ট্রেড করার সুযোগ দিবেনা।আর এজন্য আপনাকে সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে হবে।

nbfx
2016-11-17, 06:32 PM
ট্রেডের গতি সঠিকভাবে নির্ণয় করতে না পারা। সব কিছু দেখলেন বাই মুডে আছে। আপনি ট্রেড ওপেন করে দিলেন। কিন্ত খেয়াল করবেন মার্কেট প্রাইস অনেক দূর উঠার পর কিছু রিট্রেসমেন্ট ঘটতে পারে। এক্ষেত্রে আপনাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে ট্রেডে এন্টি দেয়ার জন্য। মুভিং এভারেজ ১৪ ব্যবহার করে উপকার পাবেন। যখন মার্কেট অনেক উপরে উঠে যায় তখন ট্রেড লাইন থেকে এমএ-১৪ পর্যন্ত একটি ফাঁক সৃষ্টি হয়। এটাকে গ্যাপও বলতে পারেন। টাইমফ্রেম হলো ১ ঘন্টা। যখন ট্রেড লাইন এমএ-১৪ কে পুনরায় টাচ্ করবে তখন ট্রেড ওপেন করলে স্টপ লস হিট করবে না।

Mamun13
2017-03-25, 10:20 PM
মিলন ভাই,আপনার কথায় যে "মেনুপোলেশান" শব্দটি ব্যাবহার করেছেন এর অর্থ বা ব্যাখ্যা আমরা অনেকেই জানি না এবং বুঝিনা৷দয়া করে এর সম্পর্কে পরিষ্কার করে বললে অনেক ভালো হতো৷স্টপলস ও টেকপ্রফিট ব্যাবহর করা অবশ্যই উচিত৷এগুলোর সঠিক ব্যাবহারে আমদের ট্রেডিং চেহারা অনেক নিরাপদে থাকে৷

Md Masud
2017-05-25, 04:48 PM
এই মার্কেট এ আপনি যেমনেই ট্রেড করেন না কেন স্টপলস ও টেকপ্রফিট সম্পর্কে জানতে হবে । না হলে হয়ত লাভ এর ট্রেড কম লাভ এ ক্লোস করে দিবেন , অথবা লস এর ট্রেড sl বাড়িয়ে বাড়িয়ে লস করবেন । স্টপলস ও টেকপ্রফিট ব্যাবহর করা অবশ্যই উচিত৷এগুলোর সঠিক ব্যাবহারে আমদের ট্রেডিং চেহারা অনেক নিরাপদে থাকে৷