PDA

View Full Version : কারেন্সি স্ট্রেংথ এবং উইক



milonkhanfx1993
2016-09-20, 08:18 AM
কারেন্সী ব্যবসা করবে অথচ কারেন্সীর মান সম্পর্কেই ধারনা রাখতে রাজী না। কি দিয়ে বাই সেল করবে ? কেন করবে?

প্রশ্নের উত্তর কি সাপোর্ট ও রেসিষ্ট্যান্স? কখনোই না...এটা আমাদের টেকনিকেল বিষয়। যা থেকে সম্ভাবনার পজিশান ধরা হয়। কিন্তু বাই সেল কি এই সব জিনিষের হয়, নাকি কারেন্সীর ?

আসলে পুরো বিষয় টা আমি সকলের মতামত আশা করছি তারপর সামনে বাড়বো।

uzzal05
2016-12-15, 10:28 AM
কারনেসই স্টরং না দুর্বল তা বুঝার জন্য আমাদের ফান্ডামেন্টাল নিউজ এর দিকে ফলো করতে হবে। কারন স্ট্রং কারেন্সি আমরা বাই করবো। এবং দুর্বল কারেন্সি যে গুলো সে গুলো সেল করব। আর বুঝে শূনে ট্রেড নিতে হবে। আমাদের মার্কেট এনালসিস ও করতে হবে।

Mamun13
2017-11-01, 10:05 PM
কারেন্সী পেয়ারের এই স্ট্রং ও উইক পজিশনগুলোই হচ্ছে ট্রেডে এন্ট্রী করার জন্য গুরুত্বপূর্ণ সুযোগ৷এজন্য অবশ্যই কেন্ডেলস্টীক এনালাইসিস করতে হবে৷দেখতে হবে যদি কোনোও সাপোর্ট লেভেলে কেন্ডেলস্টীকগুলো মার্কেট প্রাইসের উইক বা দূর্বল পজিশন বোঝায় তাহলে অবশ্যই সেখানে বুলিশ ট্রেন্ড শুরু হওয়ার খুবই সম্ভাবনা থাকবে আর যদি কোনোও রেসিসট্যান্স লেভেলে কেন্ডেলস্টীকগুলো মার্কেট প্রাইসের উইক বা দূর্বল পজিশন বোঝায় তাহলে অবশ্যই সেখানে বিয়ারিশ ট্রেন্ড শুরু হওয়ার খুবই সম্ভাবনা থাকবে৷আবার যদি এই সাপোর্ট লেভেলগুলোকে মার্কেট প্রাইস স্ট্রংলি ব্রেকআউট করে নিচে নেমে যায় তাহলে অবশ্যই পরবর্তীতে মার্কেট সেন্টিমেন্ট বিয়ারিশ হয়ে যাবে এবং যদি এই রেসিসট্যান্স লেভেলগুলোকে মার্কেট প্রাইস স্ট্রংলি ব্রেকআউট করে উপরে উঠে যায় তাহলে অবশ্যই পরবর্তীতে মার্কেট সেন্টিমেন্ট বুলিশ হয়ে যাবে৷মার্কেটে এই বুলিশ ট্রেন্ডে বা বুলিশ সেন্টিমেন্টে অভিজ্ঞ ট্রেডারগণ সবাই Buy করতে থাকবে আর বিয়ারিশ ট্রেন্ডে বা বিয়ারিশ সেন্টিমেন্টে Sell করতে থাকবে৷

01797733223
2017-11-04, 07:49 AM
মহাজগতের কোনো কিছুই স্থিতিশীল নয় , সবকিছুই পরিবর্তনশীল । তাই শুধু একটি বিষয় কে গুরুত্ব দিয়ে আপনি কখনই ট্রেড করতে পারবেন না । যদি হয়তো কোনো একটি সময় আপনি লক্ষ্য করলেন যে ইউ.এসডি এর ক্ষমতা বৃদ্ধি পেয়েছে। তাই আপনি ইউরো/ইউ.এস.ডি পেয়ারে সেল অর্ডার দিলেন । পরক্ষণেই ইউরো এর ক্ষমতা বেড়ে গেলো । যা খুবই স্বাভাবিক । তাই আপনি যেই সিস্টেমই অনুসরন করেন না কেন । আপনার কাছে আপনার সিস্টেম ভালো হতে পারে আবার অন্যোর কাছে তা বড় লসের কারনও হতে পারে । কারন মার্কেট এর ১ মিনিট পরের ক্যান্ডেলটি গ্রীন না রেড হবে , তা কেউ জানে না ।

uzzal05
2017-11-13, 11:14 AM
কোণ কারেন্সি স্টং বা উইক জানার জন্য আমাদের ফান্ডামেন্টাল এর দিকে নজর দেয়া উচিত। কেননা আমরা ফান্ডামেন্টাল নিউজ পড়ে সেই দেশের কি অবস্থা তা সম্পর্কে জানতে পারি। আবার আপনি বিভিন্ন ইকনোমিক্যাল ইন্ডিকেটর দিয়ে কারনেসি স্ট্রং এবং উইক জানতে পারেন।

samun
2021-07-18, 11:52 PM
ফরেক্স মার্কেটে আমি নতুন বিধায় অনেক কিছু সম্পর্কে আমার ধারণা নেই। তবে সকল বিষয় নিয়ে গবেষণা করতে আমি খুব আগ্রহী। এ সকল বিষয় জানার জন্য আমি ফোরামের গুরুত্বপূর্ণ পোষ্টগুলো পড়ার চেষ্টা করি এবং জ্ঞান অর্জন করে তা বাস্তবায়ন করার জন্য সর্বদা প্রস্তুত।

EmonFX
2021-07-19, 05:28 AM
কারেন্সী ব্যবসা করবে অথচ কারেন্সীর মান সম্পর্কেই ধারনা রাখতে রাজী না। কি দিয়ে বাই সেল করবে ? কেন করবে?

প্রশ্নের উত্তর কি সাপোর্ট ও রেসিষ্ট্যান্স? কখনোই না...এটা আমাদের টেকনিকেল বিষয়। যা থেকে সম্ভাবনার পজিশান ধরা হয়। কিন্তু বাই সেল কি এই সব জিনিষের হয়, নাকি কারেন্সীর ?

আসলে পুরো বিষয় টা আমি সকলের মতামত আশা করছি তারপর সামনে বাড়বো।


ফরেক্স বা foreign Exchange হচ্ছে বৈদেশিক মুদ্রা ক্রয় বিক্রয় করার মার্কেট। বিভিন্ন কারণে বিভিন্ন দেশের কারেন্সির মূল্যমানের হ্রাস বৃদ্ধি ঘটে। আর তার উপর ভিত্তি করেই ফরেক্স মার্কেট গড়ে উঠেছে। ফরেক্স মার্কেটে আপনি একটি দেশের কারেন্সি বিক্রয় করে আর একটি দেশের কারেন্সি ক্রয় করতে পারবেন। ধরুন, আমেরিকা বা USA এর কারেন্সি হছে ডলার, ব্রিটেন বা UK এর কারেন্সি হচ্ছে পাউন্ড। ফরেক্স মার্কেটে আপনি ডলার বিক্রয় করে পাউন্ড অথবা পাউন্ড বিক্রয় করে ডলার কিনতে পারেন। ডলার অথবা পাউন্ড ব্যাতিত আরও বিভিন্ন দেশের কারেন্সি আছে যা ফরেক্স মার্কেটে আপনি ক্রয়-বিক্রয় করতে পারেন। ফরেক্স মার্কেটে প্রতিদিন গড়ে ট্রেড হয় $5.1 ট্রিলিয়ন। যেখানে Us Stock মার্কেটে মাত্র $257 Billion ডলারের ট্রেড হয়ে থাকে। এর থেকেও ফরেক্স মার্কেট হাজার গুন বড় অনলাইন মার্কেট। যেকোন প্লাটফর্ম এর মূল ভিত্তি ফরেক্স ট্রেডিং। সুতরাং ফরেক্স মার্কেটে কাজ করা মানে বিশ্বের সবচেয়ে বৃহৎ অর্থনৈতিক সেক্টরে আপনি কাজ করতেছেন। কিভাবে ফরেক্স মার্কেট থেকে আয় করা সম্ভব? প্রথমেই বলেছি ফরেক্স মার্কেটে মূলত মুদ্রার বাণিজ্য হয়, অর্থাৎ একটি মুদ্রার বিপরীতে অন্য একটি মুদ্রার ক্রয় বা বিক্রয় হয়। বিভিন্ন দেশের মুদ্রা সর্বদায় পরিবর্তনশীল। আপনি পত্রিকায় দেখে থাকবেন যে কখনও কখনও ডলার টাকার বিপরীতে শক্তিশালী হচ্ছে, আবার কখনও টাকা ডলার এর বিপরীতে শক্তিশালী হচ্ছে। এরকম পৃথিবীর অধিকাংশ মুদ্রার বিপরীতেই হয়। সুতরাং, আপনার যদি ডলার কেনা থাকে, ডলারের বিপরীতে ইউরো এর দাম পরে গেলে আপনি ডলার বিক্রয় করে ইউরো কিনে রাখতে পারেন। আবার, ইউরো ডলার এর বিপরীতে শক্তিশালী হলে, ইউরো বিক্রয় করে অধিক ডলার পেতে পারেন। আশা করি বিষয়টি স্পস্টভাবে তুলে ধরতে পেরেছি।