PDA

View Full Version : লট বাড়িয়ে দিলে কি হবে আমার?



milonkhanfx1993
2016-09-20, 08:25 AM
আমি একটা বা কয়েকটা ট্রেড লস করার পরে লট বাড়িয়ে দেই বা অতিরিক্ত রিস্কে ট্রেড করি অনেক সময় জিরোই করে ফেলি। যেটা বোকামি ছাড়া আর কিছুই না । কেননা লট ও মানি- ম্যানেজম্যান্ট ঠিক থাকলে মার্কেট আপনাকে দিতে বাধ্য, টুডে অর টুমোরো । যেমন শরীরে হাড্ডি থকালে মাংস একদিন হবেই। বিষয় গুলো এভাবে সিম্পিলি ভাবুন।

motiar
2016-09-20, 09:45 AM
আপনার বক্তব্য সঠিক কেননা লস হলে সেটা হয় একজন ট্রেডারের ভুলের জন্ন সেখানে কি ভলিউম বাড়ালেকি লস কভার হবে নাকি পুনরায় লস হবে । মারকেটে টিকে থাকতে পারলে একদিন সুফল আসবেই ।

shariful
2016-09-20, 11:14 AM
মতিয়ার ভাই,আপনি ঠিক ই বলেছেন আস্তে আস্তে মানি ম্যানেজমেন্ট মেনে যদি ট্রেড করা যাই আর নিজের যতটুকু ক্যাপিটাল সেটাকে সংরক্ষণ করতে শেখা যাই তবে আয় একদিন হবেই।

Forex Boy
2016-09-25, 08:22 AM
আসলে হুট হাট করে আপনার লট বাড়িয়ে দেয়া ঠিক হবে না। লট সাইজ কত হওয়া উচিৎ তা কিন্তু একান্ত নির্ভর করে আপনার একাউন্ট ক্যাপিটালের ওপরে। অর্থাৎ আপনার ক্যাপিটাল যদি অনেক বেশি হয় তাহলে আপনি মানি ম্যানেজমেন্টের সাথেই খুব ভাল ভাবে লট সাইজ বাড়িয়ে ট্রেড দিতে পারেন। এতে আপনার প্রফিট বেশি হওয়া অার লস বেমী হওয়ার প্রবনতা আরো বেড়ে যাবে।

Rahat015
2016-09-25, 08:27 AM
আমি একটা বা কয়েকটা ট্রেড লস করার পরে লট বাড়িয়ে দেই বা অতিরিক্ত রিস্কে ট্রেড করি অনেক সময় জিরোই করে ফেলি। যেটা বোকামি ছাড়া আর কিছুই না । কেননা লট ও মানি- ম্যানেজম্যান্ট ঠিক থাকলে মার্কেট আপনাকে দিতে বাধ্য, টুডে অর টুমোরো । যেমন শরীরে হাড্ডি থকালে মাংস একদিন হবেই। বিষয় গুলো এভাবে সিম্পিলি ভাবুন।

আমি আপনার সাথে সম্পুর্ন একমত। ট্রেড করে লস যাওয়ার পর এক ট্রেড এ লস সব রিকভার করার জন্য অনেকে মানি মেনেজমেন্ট না মেনে লট বাড়িয়ে দেয় যা তার জন্য বিরাট ক্ষতিকর। একাউন্ট জিরো হওয়ার অন্যতম কারন। সবাই ফরেক্স এর নিয়ম মেনে চললে ফরেক্স যে কোন সময় আমাকে দিতে বাধ্য।

RUBEL MIAH
2016-10-06, 09:16 PM
লট বাড়িয়ে দিলে অবশ্যই অদক্ষ ট্রেডারদের খুব বিপদেই পড়তে হয় । আর যারা দক্ষ ট্রেডারতারা অবশ্যই যদি লট বাড়িয়ে দেয় তাহলেও কোন প্রকার সমস্যায় পড়তে হয় না । সুতরাং আমরা সব সময় এই ব্যবসা করার জন্য লট যত কমিয়ে দেওয়া যায় ।

Shimul77
2016-10-06, 10:37 PM
আপনার সাথে একমত আমি কেননা লস হলে সেটা হয় একজন ট্রেডারের ভুলের জন্য সেখানে কি ভলিউম বৃদ্ধি করলে লস কভার হবে নাকি পুনরায় লস হবে তা নির্ভর করবে আপনার দক্ষতার উপর।বেশি লোভ করা ভাল নয় তাই আপনি যত দক্ষ ট্রেডার হন না কেন লোভ সাম্লিয়ে ট্রেড করা বুদ্ধিমানের কাজ।

shukumar8099
2016-10-07, 12:20 AM
আসলে আপনি কতটা আন্তরিক অথবা না তা বুঝা যায় আপনার এন্ট্রি নেওয়া দেখে। যদি কেউ হুতাশে বাই সেল করতে থাকে তবে বুঝা যায় সে কতটা আন্তরিক কারণ যদি কেউ অযথা বাই সেল খেলতে থাকে তবে বুঝা যায় সে পয়সায় টস দিয়ে ট্রেড করছে মানে কোন এনালাইসিস ছাড়া । ফলাফল এক সপ্তাহে একাউন্ট জিরো করে তার পরে দোষ দেওয়া যে ফরেক্স হলে স্বপ্ন বাজি বা ভাওতা বাজি। মার্কেট সেন্টিমেন্টকে সম্মান না দিলে সে খুবই কঠোর আচরণ করে থাকে। সবার কাছে অনুরোধ , বুঝে শুনে তার পরে ট্রেড করুন। ভাগ্য সব সময় সহায় নাও হতে পারে।

Hassan Raja
2016-10-07, 12:28 AM
লট এর পরিমান কম রাখাই ভাল । একবার লস হলে আপনি যদি লট এর পরিমান বাড়িয়ে ট্রেডে আসেন আর আবাও যদি লস করেন তো আপনার লস এর পরিমান বাড়তে থাকবে। তাই বুদ্ধিমানের কাজ হলো লট এর পরিমান না বাড়িয়ে ট্রেডে থাকা । আপনি যদি মার্কেটে টিকে থাকেন আজ হউক আর কাল হউক আপানার লস রিকোভারী হবেই । আর যদি ব্যালান্স জিরো করে তা আর কখনো রিকোভারী হবে না ।

tarekbsl101
2016-10-08, 01:22 PM
লট বেশি দিয়ে সিমিত সময়ের জন্য মারক্রেট এ থাকা যায় বেশি দিন এর জন্য নাহ

Md Masud
2017-05-26, 07:04 PM
মার্কেট সেন্টিমেন্টকে সম্মান না দিলে সে খুবই কঠোর আচরণ করে থাকে। সবার কাছে অনুরোধ , বুঝে শুনে তার পরে ট্রেড করুন । ভাগ্য সব সময় সহায় নাও হতে পারে । আপনি যদি মার্কেটে টিকে থাকেন আজ হউক আর কাল হউক আপানার লস রিকোভারী হবেই । আর যদি ব্যালান্স জিরো করে তা আর কখনো রিকোভারী হবে না ।

Mamun13
2017-11-29, 10:01 PM
আমরা অনেকেই এভাবে লস হওয়ার পর লট বাড়িয়ে ট্রেড করতে শুরু করি৷কারন হচ্ছে চোখের সামনের লসগুলো তৎক্ষনাত রিকোভার করে প্রফিট করে ফেলতে চাই৷আসলে এটা সম্পূর্ণ মানষিক দূর্বলতার বিশেষ লক্ষন৷এধরনের ট্রেডকে 'রিভেন্জ ট্রেড' বলা হয়৷এতে কখোনোও সফল তো হবেনই না বরং দ্রূত ব্যালেন্সটা শুন্য করে দিবেন৷

riponinsta
2018-04-17, 10:26 AM
আমার মতে আপনি যদি পরপর কয়েকটা ট্রেড এ লস করেন তাহলে আরও ছোট লট এ ট্রেড করতে হবে তাহলে আপনার অ্যাকাউন্ট এর বড় কোন লস হবে না তাই ফরেক্স মার্কেট এ বড় বড় ট্রেডার লস হলে আরও কম লট এ ট্রেড করে তারা ফরেক্স মার্কেট এ বড় রিস্ক নিয়ে ট্রেড করে না তাই আমার মতে এই ভাবে ট্রেড করলে আপনি অনেক ভাল করবেন

iloveyou
2018-04-17, 09:09 PM
ভাই আপনি যদি এখানে সঠিকভাবে ট্রেড ম্যানেজম্যান্ট করতে পারেন এবং সেই সাথে আপনার মানি ম্যানেজম্যান্ট যদি ঠিক থাকে, তাহলে আপনি লর্ট বাড়িয়ে ট্রেড করতে পারেন, তাতে কোন সমস্যা হবে না। তবে একটা জিনিস সব সময় মাথায় রেখে কাজ করতে হবে সেটা হল ভুল করেও তাড়াহুড়া করা যাবে না, পজিশন না পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং সঠিক সময়ে ট্রেডগুলো নিতে হবে।

alamsat
2018-04-17, 09:54 PM
আমার মতে লস হলে একটু মন খারাপ হয়. মাথা ও ঠিক থাকে না. কিন্তু অমনি বড় লট এ ট্রেডিং করাটা অনেক বোকামি. আর এটি একজন রিয়েল ট্রেডার এর কাজ না. কারণ একজন রিয়েল ট্রেডার তার লস ধীরে ধীরে ট্রেডিং করে তুলে আনবেই. কখনো বড় লট এ ট্রেডিং করবে না. কারণ সে জানে যদি ট্রেড টি আমার বিপরীত মুখী হয় তাহলে আমার একাউন্ট টি ০ হয়ে যাবে. তাই ধীরে ধীরে ট্রেডিং করে লস তুলে আনা একজন দক্ষ ট্রেডার এর কাজ.

mdsakil
2018-04-18, 07:07 AM
সবারই প্রবনতা থাকে যে আমি যা লস করছি তা লাভ করে পুষিয়ে দেব। সত্য কথা বলতে কি যখন আমরা একটা লস ট্রেড করি তখন আমরা লস রিকোভার করার জন্য বেকুল হয়ে পড়ি এবং দ্রুত আর একটা লাভের ট্রেড খুজতে শুরু করি। আর তখন অল্প লাভে ট্রেড ক্লোজ করতে থাকি। আর নতুনরা এমন করবেই, তবে অভিজ্ঞ হয়ে গেলে এমনটা আর করবে না। তখন নিয়মিত লাভ করতে পারবে।

expkhaled
2018-05-03, 09:06 PM
অধিকাংশ ট্রেডার কিন্তু এই লস রিকভার করতে গিয়েই ধরা খেয়ে বসে থাকেন সুতরাং লস নিয়ে চিন্তা করে লাভ নেই। আপনি নিয়ম মেনে ট্রেড করতে থাকুন তাহলে এক সময় দেখবেন আপনার রিকভার হওয়া শুরু হয়ে গেছে। আর কোন কিছুতে তারাহুরা করতে গেলেই বিপদ। যদি লস হয় দরকার হলে ট্রেড বন্ধ রাখুন কয়েকদিন কারণ আপনার আগে মন ঠিক হতে হবে। একজন ট্রেডারের অনেক ধৈর্য্য ধারন করতে হবে যদি ট্রেড করতে হয়। যদি আপনার ধৈর্য্য ধারন করার ক্ষমতা না থাকে তাহলে আপনার ট্রেড না করাই উচিত।

Grimm
2018-05-03, 09:49 PM
আপনি যদি লট বাড়িয়ে ট্রেড করেন তাহলে প্রথমত আপনার ঝুকির পরিমাণ বাড়বে, দ্বিতীয়ত আপনি আপনার ডলার খুব তাড়াতাড়ি নষ্ট করে দিতে পারেন, তৃতীয়ত আপনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবেন না। তাই আমার মনে হয় এখানে লট না বাড়িয়েই ট্রেড করাটা উত্তম। কারণ আপনি যদি কম লটে ট্রেড করেন তাহলে কম ঝুকিতে ভাল মুনাফা করতে পারেন আর আস্তে আস্তে দক্ষ হয়ে উঠতে পারেন।

uzzal05
2018-05-31, 10:29 AM
ফরেক্স ট্রেড করতে যেয়ে এরকম ঘটানা সচরাচর ঘটৈ যে আপনি যখন ছোট লট সাইজ ব্যবহার করবেন তখন আপনার প্রফিট কম হবে। আবার আপনি যেই বড় লট সাইজ ব্যবহার করবেন তখনই আপনার লস শুরু হবে। এটাই ফরেক্স এ ঘটে থাকে। কিন্তু লট সাইজ সবসময় একরকম রাখা উচিত।

jyotibiswas000035
2018-06-01, 02:16 AM
নিজের ইচ্ছ খুশি মত আমাদের কখনই ট্রেড করা উচিত নয় আপনাকে সব সময় আপনার অ্যাকাউন্ট ব্যালেন্সের আলোকে মানিম্যানেজমেন্ট করে তার পর ফরেক্সে কতগুলো লটে আপনি ট্রেড করবেন তা নির্ধারন করতে হবে।

SAGOR_HALDER944
2019-03-26, 11:24 PM
ফরেক্স এ লট বাড়িয়ে ট্রেট করা মানে ওভার মানি ম্যানেজমেন্টে ট্রেড করা।এর ফলে ট্রেডে বিপুল পরিমাণে ঝুঁকি বেড়ে যায়।কারণ যদি কখনো ভুল ট্রেড ধরা হয় বা মার্কেট আপনার উল্টা দিকে চলে তাহলে আপনার প্রচুর পরিমাণ লস হয়ে যেতে পারে এমনকি আপনার একাউন্ট ব্যালেন্স শুন্য হয়ে যেতে পারে।তাই একজন সচেতন ট্রেডার হিসেবে কখনোই ওভারলটে ট্রেডিং করা উচিত নয়।

Ajifa01
2019-03-27, 12:28 AM
নোট বাড়িয়ে দিলে আপনার এক্স বেড়ে যাবে আর এক্সপেরিয়া গেলে আপনি ট্রেড করতে গেলে আপনার ট্রেড লস খেতে পারে এবং সেক্ষেত্রে আপনাকে নোট কমিয়ে দিয়ে দিতে শিখতে হবে কিভাবে ঠিক করতে হবে

Ajifa01
2019-03-27, 12:31 AM
অনেক টাকা উপার্জনের জন্য আপনি নরক বাড়িয়ে দিতে পারেন লোড করে দিলে আপনার এক্স বেড়ে যাবে আপনার একাউন্ট জিরো হয়ে যাবে তাই নতুন অবস্থায় আপনি কম রোটেট করুন

RASELRANA562917
2019-03-27, 12:45 AM
ফরেক্স এ অনেকেই দু একটা ট্রেডে লস করার পর লট বাড়িয়ে ট্রেড করে অর্থাৎ অতিরিক্ত রিস্ক নিয়ে ট্রেড করে যেটা বোকামি ছাড়া আর কিছুই হতে পারে না।লট বাড়িয়ে ট্রেড করা মানে ওভার মানি ম্যানেজমেন্ট এ ট্রেড করা এটা অনেক বেশি রিস্কি কারণ মার্কেট যদি আপনার উল্টা দিকে চলে তাহলে আপনার অনেক বেশি লস হবে এমনকি একাউন্ট জিরো হয়ে যেতে পারে।তাই আমি মনে করি লট বাড়িয়ে ট্রেড করা একদম ই উচিত না।

DILIPDKS19571952
2019-03-27, 01:11 AM
আমার মতে ট্রেড করার পূর্বে অবশ্যই মানি ম্যানেজমেন্ট করে নিতে হবে। আপনি যদি মানি ম্যানেজমেন্ট ফলো না করে অতিরিক্ত লট দিয়ে ট্রেড করেন, এক্ষেত্রে আপনি মার্কেটে লস এর সম্মুখীন হতে পারেন। তাই চ্যাট করার পূর্বে অবশ্যই মানি ম্যানেজমেন্ট করে নির্দৃষ্ট লটে ট্রেড করা উচিত তাই অতিরিক্ত লটে ট্রেড করা উচিত নয়।

sumon918
2019-03-27, 05:25 AM
আপনার কথা সঠিক আমরা লস খাওয়ার পর অধৈর্য হয়ে অনেক সময় এমন কাজ অনেকেই করে থাকি, তবে এট টোটালি অনেক বড় একটা রিস্কের কাজ। এমনটা করা কখনোই উচিত না বলেই আমি মনে করি। কেননা ব্যবসায়ে লাভ লস থাকবেই তাই বলে ভেঙ্গে পড়া বা অধৈর্য হওয়া যাবে না বা অতিরিক্ত লট নিয়ে লস কভার করতে হবে এমন মাইন্ড নিয়ে ট্ীেড করা যাবে না। মার্কেটে টিকে থাকাটাি হল আসল টিকে থাকতে পারলে সফলতা একদিন আসবেই।

kashed
2019-03-27, 07:34 AM
ফরেক্স আগে সুন্দর করে দক্ষতা অর্জন করতে হবে বলে আমি মনে করি, এজন্য আগে রিয়েল মানি দিয়ে বেশি লটের ট্রেডিং করা খুবিই রিক্স তাই আমাদের ডেমো ট্রেডিং করতে হবে বেশি বেশি করে তখন কিন্তু আমরা বেশি লটের ট্রেড করলে কি হবে আমাদের বুঝে আসবে এবং আমরা ডেমো থেকে শিক্ষা গ্রহণ করতে পারি, যে কেমনে আমরা বেশি লটের মাধ্যমে বেশি লসের হাত থেকে বাচতে পারবো ...

edottc
2019-03-27, 07:49 AM
ফরেক্সে হঠাৎ লট বেশি করে দেওয়া ঠিক নয় ।কারন এতে লস হতে পারে ।যদি মার্কেট ঠিক থাকে তাহলে আপনাকে ঐ ছোট লটে লাভ দিয়ে যাবে ।আপনি যদি মার্কেটে টিকে থাকতে চান বা একাউন্ট জিরো করতে না চান তাহলে বেশি লটে ট্রেড করা যাবে না ।

bdunity11
2019-03-27, 07:49 AM
আমি মনে করি যে কোন কাজ করলে মন দিয়ে করা উচিত সে টা বড় ছোট বলে কিছু নাই এবং সেটা একদম মন জোগ দিয়ে করতে হবে সব কম খাওয়া ভাল বেশি লোভ করা এক দম ঠিক না এই টা আমারা সবাই জানি তাই ভাল ট্রেডার না হয়ে কখনি বেশি ট্রেড করা যাবে না

DJSUMON777
2019-07-31, 11:46 PM
ইন্সটাফরেক্স লট বাড়িয়ে ট্রেডিং করাকে স্কাল্পিং বলা হয়। যারা স্ক্যাল্পিং করে তারা অনেক বেশি লট নিয়ে ট্রেড করে। তারা খুবই সামান্য পিপস ধরে এবং অনেক বেশি প্রফিট করে। কিন্তু আমরা যারা সাধারন ট্রেড করি বা লং ট্রেড করি তাদের ব্যালেন্সের উপর সামঞ্জস্য রেখে বা মানি ম্যানেজমেন্ট রুলস ফলো করে ট্রেড করা উচিত।

KF84
2019-08-01, 12:02 AM
লট বাড়িয়ে দিলে আপনি অনেক লাভও করতে পারেন আবার আপনার একাউন্ট ব্যালেন্স জিরো হয়ে যেতে পারে । একটি উদাহরন দিলে আমার মনে হয় ভাল হবে। ধরুন আপনার ৫০$ এর একটি একাউন্ট আছে । আপনি সেখান থেকে ১$ এর একটি ট্রেড ওপেন করলেন ।এখন আপনার অনুকুলে যদি মার্কেট ৫০ পিপ্স মুভ করে তাহলে আপনি ৫০$ লাভ করবেন কিন্তু মার্কেট যদি আপনার বিপরীতে ৫০ পিপ্স যায় তাহলে আপনার ৫০$ লস হবে এবং আপনার একাউন্ট ব্যালেন্স জিরো হয়ে যাবে । জেনে রাখা ভাল যে বেশী লটের ট্রেড ওপেন করা মানে হল মানি ম্যানেজমেন্ট ফলো না করা । আর ফরেক্সে মানি ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ।

Hridoy6763
2019-08-01, 02:37 PM
লট বাড়িয়ে দিয়ে ট্রেড করলে আপনার ব্যালেন্স জীরো হবে,আপনি যদি ম্যানি ম্যানেজমেন্ট ঠিক না রেখে বড় বড় লট এ ট্রেড করেন তাহলে আপনার লাভ হতে লোকসান বেশিই হবে,ফরেক্স ট্রেড এ টিকে থাকতে হলে আপনাকে ছোট ছোট লট এ ট্রেড করতে হবে,অন্যথায় টিকে থাকতে পারবেন না।

fxjaman
2019-08-01, 06:08 PM
ভাই আপনার ব্যালেন্স যদি বেশি থাকে তাহলে এটা করতে পারেন। এছাড়া লর্ট সাইজ/ ভলিওম বাড়িয়ে ট্রেড করা উচিত হবে না। কারন আপনার একটা ট্রেডে কতটুকু মার্জিন যাচ্ছে এবং আর কতটুকু ফ্রি-মার্জিন থাকছে, এখানে আপনাকে সেটাও দেখতে হবে। তাই এসব চিন্তা-ভাবনা ছাড়া যদি ভলিওম বাড়িয়ে ট্রেড করেন, মুহূত্বেই আপনার ব্যালেন্স কখন খালি হবে বুঝতেও পারবেন না।

KaziBayzid162
2019-08-01, 08:57 PM
লট বাড়িয়ে ট্রেডিং করার মাধ্যমে আপনি অল্প সময়ের মধ্যে অনেক বেশি প্রফিট করতে পারেন, আবার অল্প সময়ের মধ্যে লস করার মাধ্যমে ব্যালেন্স জিরো করে ফেলতে পারেন। তাই বলব কোনোভাবেই সঠিকভাবে মার্কেট এনালাইসিস ও মানি ম্যানেজমেন্ট ছাড়াই খুশিমত লট বাড়িয়ে ট্রেড করা উচিত নয় কেননা এর ফলে লাভের পাশাপাশি আপনার ব্যালেন্স জিরো হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে।তাছাড়া আপনি বলেছেন যে একবার লস করার পরে আপনি অতিরিক্ত ঝুঁকি নিয়ে লট বাড়িয়ে ট্রেড করে রিকভার করার চেষ্টা করে থাকেন, আমার মতে এটা বোকামি ছাড়া আর কিছুই নয় কারণ এই অতিরিক্ত ঝুঁকি নেয়ার জন্য আপনার অবশিষ্ট ব্যালেন্স টুকু হারিয়ে ফেলতে পারেন। তাই আশা করব আপনি এরকম বোকামি করা থেকে বিরত থেকে সময় দিয়ে অনুশীলন করে ফরেক্স সম্পর্কে আপনার অভিজ্ঞতা ও দক্ষতার পাশাপাশি ব্যালেন্স বাড়িয়ে নিয়ে খুব ভালোভাবে মার্কেট এনালাইসিস ও মানি ম্যানেজমেন্ট করে ট্রেড করার মাধ্যমে ফরেক্স মার্কেটে টিকে থাকতে পারবেন। আর আপনি যদি ফরেক্স মার্কেটে টিকে থেকে ব্যবসা করতে পারেন তাহলে অবশ্যই আজ অথবা কাল ফরেক্স থেকে সফলতা অর্জন করতে পারবেন।

Rion
2019-09-27, 09:36 AM
ফরেক্স এ লট বাড়িয়ে ট্রেট করা মানে ওভার মানি ম্যানেজমেন্টে ট্রেড করা।এর ফলে ট্রেডে বিপুল পরিমাণে ঝুঁকি বেড়ে যায়।কারণ যদি কখনো ভুল ট্রেড ধরা হয় বা মার্কেট আপনার উল্টা দিকে চলে তাহলে আপনার প্রচুর পরিমাণ লস হয়ে যেতে পারে এমনকি আপনার একাউন্ট ব্যালেন্স শুন্য হয়ে যেতে পারে।তাই একজন সচেতন ট্রেডার হিসেবে কখনোই ওভারলটে ট্রেডিং করা উচিত নয়।

nurulazim
2019-09-27, 11:45 AM
লট এর পরিমান কম রাখাই ভাল । একবার লস হলে আপনি যদি লট এর পরিমান বাড়িয়ে ট্রেডে আসেন আর আবাও যদি লস করেন তো আপনার লস এর পরিমান বাড়তে থাকবে। তাই বুদ্ধিমানের কাজ হলো লট এর পরিমান না বাড়িয়ে ট্রেডে থাকা

IFXmehedi
2019-09-29, 03:09 PM
ভাই আমার মতে কত লট সাইজ এ ট্রেড করবেন এটা সম্পূর্ণই আপনার ট্রেডিং মূলধন এর উপর নির্ভর করে । কারণ আপনার ট্রেডিং মূলধন যদি ১০০$ হয়ে থাকে সেক্ষেত্রে আপনি কখনই ৫$ এর ট্রেড করা আপনার জন্য সমীচীন হবে না । আর যদি করেন তাহলে হয়ত আপনার অ্যাকাউন্ট মার্জিন কল পেতে খুব বেশি টাইম লাগবে না । তাই আমার নির্দেশনা হল যতটা পারেন ১/১০ অংশ হিসেবে ট্রেড করেন । ধরুন আপনার অ্যাকাউন্ট ব্যাল্যান্স ২০০$ সেক্ষেত্রে এর ১/১০ অংশ মানে ২০ সেন্ট এর ট্রেড করা আপনার জন্য ভাল ।

sofiz
2019-10-07, 02:31 AM
ফরেক্স মার্কেটে যাদের মুলধন অনেক বেশি তারা বেশি লটে ট্রেড করতেই পারে তবে তার জন্য যথেষ্ট ট্রেডিং অভিজ্ঞতা অবশ্যই দরকার। আর যাদের মুলধন কম তারা যদি অতিরিক্ত লাভের আশায় বেশি লটে ট্রেড করে তবে সেটা তাদের জন্য বোকামিই বলা চলবে। কারন বেশি লট মানে বেশি লাভ বেশি লসেরও ব্যাপারটাও রয়েছে। তাই নিজেকে অভিজ্ঞ না করা পর্যন্ত এবং পর্যাপ্ত মুলধন না থাকলে বেশি লটে ট্রেড না করাটাই ভালো ফল দিবে।

Rajib_Biswas
2019-10-07, 07:21 AM
লট বাড়িয়ে ট্রেড করার অর্থ হলো ওভারলটে ট্রেড করা। আর এর ফলে একটি ট্রেডে রিস্ক এর পরিমান বহুগুনে বেড়ে যায়। এ কারণে যদি মার্কেট কখনো ট্রেড এর বিপরীতে চলে যায় তাহলে অনেক লস হয়ে যেতে পারে। দেখা যাবে একটা সময় অ্যাকাউন্ট ব্যালান্স শূন্য হয়ে গেছে। লট বাড়িয়ে ট্রেড করার ফলে মানি ম্যানেজমেন্ট ঠিক থাকেনা। মার্কেট ট্রেড এর বিপরীতে অল্প গেলেও লট বাড়িয়ে ট্রেড করার ফলে লস বেশি দেখায়। তাই নিজের একাউন্ট কে নিরাপদ রাখতে চাইলে এবং ফরেক্স থেকে বিদায় নিতে না চাইলে লট বাড়িয়ে ট্রেড না করাই ভালো।

Hredy
2019-10-07, 09:55 AM
লট সাইজ বাড়ানো মানে হচ্ছে রিস্ক বাড়ানো। যত বড় লট সাইজ তত দ্রুত একাউন্ট খালি। ফরেক্স মার্কেটে একজন ট্রেডারের সর্বপ্রথম কাজ হচ্ছে তার একাউন্টকে সুরক্ষিত রাখা। একাউন্টকে ঝুঁকিতে ফেলে ট্রেড করা একান্ত বোকামি ছাড়া আর কিছুই না আমি আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি। ছোট লটে ২-৩ টা ট্রেডে মুনাফা করার পরই লোভ বেড়ে যায় মনে হয় লাভগুলো যদি বড় লটে করতে পারি আমাকে আর পায় কে। আর তখনি হয় নিউজের ছোবলে নতুবা ভুল ট্রেডের ফলে একাউন্ট ব্যালেন্স জিরো করে ফেলি।

saraa
2020-03-14, 02:07 PM
হ্যাঁ প্রিয় আমি আপনার সাথে পুরোপুরি একমত আপনি কেবল তখনই আত্মবিশ্বাসের সাথে বাণিজ্য শুরু করতে পারেন যখন আপনার ট্রেডিং সম্পর্কে কিছু ভাল জ্ঞান এবং অভিজ্ঞতা রয়েছে। ফরেক্স ট্রেডিং সম্পর্কে আপনার কিছু ভাল জ্ঞান থাকলে আপনি ফরেক্স ট্রেডিং সম্পর্কে আস্থা অর্জন করতে পারেন। আপনি বিভিন্ন উত্স দ্বারা আপনার জ্ঞান এবং অভিজ্ঞতা উন্নত করতে পারেন যাতে আপনি সফলভাবে বাণিজ্য করতে চান তারপরে প্রথমে আপনার জ্ঞানের উন্নতি করতে এটি আপনার আত্মবিশ্বাসকে বাড়িয়ে তুলবে।আমি আশা করি আপনি আমার পোস্ট পছন্দ করবেন।

amreta
2020-03-14, 07:08 PM
আমি একটা বা কয়েকটা ট্রেড লস করার পরে লট বাড়িয়ে দেই বা অতিরিক্ত রিস্কে ট্রেড করি অনেক সময় জিরোই করে ফেলি। যেটা বোকামি ছাড়া আর কিছুই না । কেননা লট ও মানি- ম্যানেজম্যান্ট ঠিক থাকলে মার্কেট আপনাকে দিতে বাধ্য, টুডে অর টুমোরো । যেমন শরীরে হাড্ডি থকালে মাংস একদিন হবেই। বিষয় গুলো এভাবে সিম্পিলি ভাবুন।

প্রিয় সদস্য, আপনি যদি আপনার প্রচুর অর্থ সঞ্চয় করতে চান তবে আপনার মিলিগা থেকে আপনি লাভ অর্জন করতে পারবেন এটিই আপনার উপায় বা আপনার অ্যাকাউন্টটি আপনার এফআইআর দ্বারা সংরক্ষণ করা হবে। নিরাপদ ও সুরক্ষিত, এবং হাসিল কার্তে লাভজনক এবং আপনার কোনও ক্ষতি নেই

Kane
2020-03-14, 07:21 PM
আসলে হুট হাট করে আপনার লট বাড়িয়ে দেয়া ঠিক হবে না। লট সাইজ কত হওয়া উচিৎ তা কিন্তু একান্ত নির্ভর করে আপনার একাউন্ট ক্যাপিটালের ওপরে। অর্থাৎ আপনার ক্যাপিটাল যদি অনেক বেশি হয় তাহলে আপনি মানি ম্যানেজমেন্টের সাথেই খুব ভাল ভাবে লট সাইজ বাড়িয়ে ট্রেড দিতে পারেন। এতে আপনার প্রফিট বেশি হওয়া অার লস বেমী হওয়ার প্রবনতা আরো বেড়ে যাবে।

uzzal05
2020-03-14, 07:37 PM
ফরেক্স মার্কেট এ লট সাইজ বাড়ালে প্রফিট করা যায় বেশি কিন্তু এতে একাউন্ট এর ঝুকিও থাকে অনেক বেশি। কারন মার্কেট এ ১০০% কোন নিয়ম অনুসরন করে চলে না। আর তাই যদি হতো তাহলে সবাই ফরেক্স ট্রেড করত। এজন্য মানি ম্যানেজমেন্ট ফলো করে ছোট ছোট ট্রেড করেই সফলতা পাওয়া যাবে।

Lubna1212
2020-03-14, 08:52 PM
প্রিয় ভাই আপনি ঠিক বলেছেন সত্যি বলছি, হুট করে আপনার পার্সেল বাড়ানো আপনার পক্ষে সরাসরি হবে না। পার্সেলের আকারটি এক টন হওয়া উচিত তবে এটি আপনার রেকর্ড মূলধনের উপর নির্ভর করে। অর্থাত্, আপনার মূলধন অত্যধিক বেশি হওয়ার অফ অফ সুযোগটিতে, আপনি নির্বাহকদের নগদ এবং বিনিময় দিয়ে পার্সেল আকারটি প্রসারিত করতে পারেন। এটি আপনার ক্রমবর্ধমান লাভজনক বা প্রগতিশীল সুরক্ষিত হওয়ার ঝুঁকিকে প্রসারিত করবে।

Md.Nasim Uddin
2020-03-14, 09:05 PM
লট বাড়িয়ে দিলে ফরেক্স মার্কেটে অনেক সময় ট্রেডারের একাউন্ট জিরো হয়ে যায়। ফরেক্স মার্কেটে লাভ করতে হলে আপনাকে ঝুঁকি নিতে হবে তবে জেনে শুনে বড় লটে না বুঝ অংশগ্রহণ করা সঠিক নয়। বুঝেশুনে ফরেক্স সম্বন্ধে জ্ঞান অর্জন করে ও মার্কেট এনালাইসিস এর মাধ্যমে ট্রেড ওপেন করলে সে ক্ষেত্রে বল লট ইউজ করা যাবে। তাই নতুন ট্রেডাররা বড় লট এড়িয়ে চলে ছোট লট নিয়ে কাজ করা উচিত।,,,,,,ধন্যবাদ।

Runil
2020-03-14, 09:13 PM
আসলে আপনি কতটা আন্তরিক অথবা না তা বুঝা যায় আপনার এন্ট্রি নেওয়া দেখে। যদি কেউ হুতাশে বাই সেল করতে থাকে তবে বুঝা যায় সে কতটা আন্তরিক কারণ যদি কেউ অযথা বাই সেল খেলতে থাকে তবে বুঝা যায় সে পয়সায় টস দিয়ে ট্রেড করছে মানে কোন এনালাইসিস ছাড়া । ফলাফল এক সপ্তাহে একাউন্ট জিরো করে তার পরে দোষ দেওয়া যে ফরেক্স হলে স্বপ্ন বাজি বা ভাওতা বাজি। মার্কেট সেন্টিমেন্টকে সম্মান না দিলে সে খুবই কঠোর আচরণ করে থাকে। সবার কাছে অনুরোধ , বুঝে শুনে তার পরে ট্রেড করুন। ভাগ্য সব সময় সহায় নাও হতে পারে।

forex_fighter
2020-03-14, 09:14 PM
ফরেক্স এ লট বাড়িয়ে ট্রেট করা মানে ওভার মানি ম্যানেজমেন্টে ট্রেড করা।এর ফলে ট্রেডে বিপুল পরিমাণে ঝুঁকি বেড়ে যায়।কারণ যদি কখনো ভুল ট্রেড ধরা হয় বা মার্কেট আপনার উল্টা দিকে চলে তাহলে আপনার প্রচুর পরিমাণ লস হয়ে যেতে পারে এমনকি আপনার একাউন্ট ব্যালেন্স শুন্য হয়ে যেতে পারে।তাই একজন সচেতন ট্রেডার হিসেবে কখনোই ওভারলটে ট্রেডিং করা উচিত নয়।

rakib.r
2020-03-31, 11:44 PM
লট বাড়িয়ে দিলে রিস্ক এ বেড়ে যায়। সেই সাথে আপনার মার্জিন ফ্রি মার্জিন লেভেল ও বেশ দ্রুত পরিবর্তন হতে থাকে। যখন আপনি বেশি লটে ট্রেড নেন তখন আপনার লস হলে একদম দ্রুত ই সেটা মার্জিন লেভেল ক্রস করে ফেলতে পারে আর যার জন্য আপনার একাউন্ট ব্যালেন্স একেবেরে জিরো হয়ে যেতে পারে

Mas26
2020-03-31, 11:46 PM
লট বেশি দিয়ে সিমিত সময়ের জন্য মারক্রেট এ থাকা যায় বেশি দিন এর জন্য নাহ

SR12
2020-03-31, 11:49 PM
আপনি হয়তো ভাববেন লট বারিয়ে দিলে আপনি অনেক বেশি লাভ করবেন বা আপনার পুর্বের লস দ্রুত রিকোভার করতে পারবেন। তবে বিষয়টা এরকম না হয়ে উল্টোই হয়ে থাকে দেখা যায় বেশি লটে ট্রেড করে বেশি লাভ করতে গিয়ে বা অতি দ্রুত লস রিকোভার করতে গিয়ে আরো বেশি লসে পড়ে যাবেন যা একাউন্ট জিরোও করে দিতে পারে। তাই লট বারিয়ে বা কমিয়ে এরকম না করে সঠিক মানি ম্যানেজমেন্ট করে নির্দিষ্ট লটে ট্রেড করতে হবে।

Fxxx
2020-03-31, 11:58 PM
যদি লস করেন তবে ঘাবরে গিয়ে বেশি লটে ট্রেড করার দরকার নেই। ধৈর্য্য ধরে মার্কেট পর্যবেক্ষন করুন মার্কেট আরো ভালো করে এনালাইসিস করুন তারপর একটি নির্দিষ্ট লটে ট্রেড করুন। কারন লট বারিয়ে দিলে আরো বেশি লস হবার সম্ভাবনা তৈরি হবে তাই একবারে একাউন্ট খালি না করে ধীরে ধীরে একাউন্ট গ্রো করাই বুদ্দিমানের কাজ হবে বলে আমি মনে করি।

XXXTentacion
2020-04-02, 06:05 PM
মতিয়ার ভাই, আপনি ঠিকই বলেছেন যে আপনি যদি ধীরে ধীরে অর্থ পরিচালনার বাণিজ্য করতে পারেন এবং নিজের মূলধনের যতটুকু সাশ্রয় করতে পারবেন তা শিখতে পারেন, তবে আয় একদিন হবে the লটের আকার অনেক বেশি হওয়া উচিত, তবে এটি নির্ভর করে আপনার অ্যাকাউন্ট মূলধন। অর্থাত্ যদি আপনার মূলধন খুব বেশি হয় তবে আপনি অর্থ পরিচালন এবং বাণিজ্য দিয়ে প্রচুর আকার বাড়িয়ে নিতে পারেন

KGF3010
2020-04-26, 03:30 PM
ট্রেড করার পূর্বে অবশ্যই মানি ম্যানেজমেন্ট করে নিতে হবে। আপনি যদি মানি ম্যানেজমেন্ট ফলো না করে অতিরিক্ত লট দিয়ে ট্রেড করেন, এক্ষেত্রে আপনি মার্কেটে লস এর সম্মুখীন হতে পারেন। তাই চ্যাট করার পূর্বে অবশ্যই মানি ম্যানেজমেন্ট করে নির্দৃষ্ট লটে ট্রেড করা উচিত তাই অতিরিক্ত লটে ট্রেড করা উচিত নয়।

Rion83
2020-04-26, 03:39 PM
মার্কেট সেন্টিমেন্টকে সম্মান না দিলে সে খুবই কঠোর আচরণ করে থাকে। সবার কাছে অনুরোধ , বুঝে শুনে তার পরে ট্রেড করুন । ভাগ্য সব সময় সহায় নাও হতে পারে । আপনি যদি মার্কেটে টিকে থাকেন আজ হউক আর কাল হউক আপানার লস রিকোভারী হবেই । আর যদি ব্যালান্স জিরো করে তা আর কখনো রিকোভারী হবে না ।

Fardin02
2020-04-26, 03:43 PM
লট এর পরিমান কম রাখাই ভাল । একবার লস হলে আপনি যদি লট এর পরিমান বাড়িয়ে ট্রেডে আসেন আর আবাও যদি লস করেন তো আপনার লস এর পরিমান বাড়তে থাকবে। তাই বুদ্ধিমানের কাজ হলো লট এর পরিমান না বাড়িয়ে ট্রেডে থাকা । আপনি যদি মার্কেটে টিকে থাকেন আজ হউক আর কাল হউক আপানার লস রিকোভারী হবেই । আর যদি ব্যালান্স জিরো করে তা আর কখনো রিকোভারী হবে না ।

konok
2020-08-13, 01:17 PM
ফরেক্স এ লট বাড়িয়ে ট্রেট করা মানে ওভার মানি ম্যানেজমেন্টে ট্রেড করা। এর ফলে ট্রেডে বিপুল পরিমাণে ঝুঁকি বেড়ে যায়। যারা স্ক্যাল্পিং করে তারা অনেক বেশি লট নিয়ে ট্রেড করে। তারা খুবই সামান্য পিপস ধরে এবং অনেক বেশি প্রফিট করে। আপনি যদি মার্কেটে টিকে থাকতে চান বা একাউন্ট জিরো করতে না চান তাহলে বেশি লটে ট্রেড করা যাবে না ।

milu
2020-08-13, 02:03 PM
ফরেক্স এ অনেকেই দু একটা ট্রেডে লস করার পর লট বাড়িয়ে ট্রেড করে অর্থাৎ অতিরিক্ত রিস্ক নিয়ে ট্রেড করে যেটা বোকামি ছাড়া আর কিছুই হতে পারে না।লট বাড়িয়ে ট্রেড করা মানে ওভার মানি ম্যানেজমেন্ট এ ট্রেড করা এটা অনেক বেশি রিস্কি কারণ মার্কেট যদি আপনার উল্টা দিকে চলে তাহলে আপনার অনেক বেশি লস হবে।আপনি যদি মার্কেটে টিকে থাকতে চান বা একাউন্ট জিরো করতে না চান তাহলে বেশি লটে ট্রেড করা যাবে না।

muslima
2020-08-15, 01:50 AM
লট বাড়িয়ে ট্রেড করা মানে ওভার মানি ম্যানেজমেন্ট এ ট্রেড করা এটা অনেক বেশি রিস্কি কারণ মার্কেট যদি আপনার উল্টা দিকে চলে তাহলে আপনার অনেক বেশি লস হবে এমনকি একাউন্ট জিরো হয়ে যেতে পারে।তাই আমি মনে করি লট বাড়িয়ে ট্রেড করা একদম ই উচিত না। এছাড়া লর্ট সাইজ/ ভলিওম বাড়িয়ে ট্রেড করা উচিত হবে না। কারন আপনার একটা ট্রেডে কতটুকু মার্জিন যাচ্ছে এবং আর কতটুকু ফ্রি-মার্জিন থাকছে, এখানে আপনাকে সেটাও দেখতে হবে। তাই এসব চিন্তা-ভাবনা ছাড়া যদি ভলিওম বাড়িয়ে ট্রেড করেন, মুহূত্বেই আপনার ব্যালেন্স কখন খালি হবে বুঝতেও পারবেন না।

Sid
2020-08-18, 05:32 PM
লট বাড়িয়ে দিলে অবশ্যই অদক্ষ ট্রেডারদের খুব বিপদেই পড়তে হয় । আর যারা দক্ষ ট্রেডারতারা অবশ্যই যদি লট বাড়িয়ে দেয় তাহলেও কোন প্রকার সমস্যায় পড়তে হয় না । সুতরাং আমরা সব সময় এই ব্যবসা করার জন্য লট যত কমিয়ে দেওয়া যায় ।

jimislam
2020-08-19, 11:17 AM
ভাই আপনার ব্যালেন্স যদি বেশি থাকে তাহলে এটা করতে পারেন। এছাড়া লর্ট সাইজ/ ভলিওম বাড়িয়ে ট্রেড করা উচিত হবে না। কারন আপনার একটা ট্রেডে কতটুকু মার্জিন যাচ্ছে এবং আর কতটুকু ফ্রি-মার্জিন থাকছে, এখানে আপনাকে সেটাও দেখতে হবে। তাই এসব চিন্তা-ভাবনা ছাড়া যদি ভলিওম বাড়িয়ে ট্রেড করেন, মুহূত্বেই আপনার ব্যালেন্স কখন খালি হবে বুঝতেও পারবেন না।

zakia
2020-08-24, 01:53 PM
লট বাড়িয়ে দিয়ে ট্রেড করলে আপনার ব্যালেন্স জীরো হবে,আপনি যদি ম্যানি ম্যানেজমেন্ট ঠিক না রেখে বড় বড় লট এ ট্রেড করেন তাহলে আপনার লাভ হতে লোকসান বেশিই হবে,ফরেক্স ট্রেড এ টিকে থাকতে হলে আপনাকে ছোট ছোট লট এ ট্রেড করতে হবে,অন্যথায় টিকে থাকতে পারবেন না। আসলে হুট হাট করে আপনার লট বাড়িয়ে দেয়া ঠিক হবে না। লট সাইজ কত হওয়া উচিৎ তা কিন্তু একান্ত নির্ভর করে আপনার একাউন্ট ক্যাপিটালের ওপরে। অর্থাৎ আপনার ক্যাপিটাল যদি অনেক বেশি হয় তাহলে আপনি মানি ম্যানেজমেন্টের সাথেই খুব ভাল ভাবে লট সাইজ বাড়িয়ে ট্রেড দিতে পারেন। এতে আপনার প্রফিট বেশি হওয়া অার লস বেমী হওয়ার প্রবনতা আরো বেড়ে যাবে।

Shole33
2020-08-24, 01:55 PM
Cool লট বাড়িয়ে দিলে কি হবে আমার?
,,,,,,,,,আসলে আপনি কতটা আন্তরিক অথবা না তা বুঝা যায় আপনার এন্ট্রি নেওয়া দেখে। যদি কেউ হুতাশে বাই সেল করতে থাকে তবে বুঝা যায় সে কতটা আন্তরিক কারণ যদি কেউ অযথা বাই সেল খেলতে থাকে তবে বুঝা যায় সে পয়সায় টস দিয়ে ট্রেড করছে মানে কোন এনালাইসিস ছাড়া । ফলাফল এক সপ্তাহে একাউন্ট জিরো করে তার পরে দোষ দেওয়া যে ফরেক্স হলে স্বপ্ন বাজি বা ভাওতা বাজি। মার্কেট সেন্টিমেন্টকে সম্মান না দিলে সে খুবই কঠোর আচরণ করে থাকে। সবার কাছে অনুরোধ , বুঝে শুনে তার পরে ট্রেড করুন। ভাগ্য সব সময় সহায় নাও হতে পারে।।

Rokibul7
2020-08-24, 02:05 PM
আপনার ক্যাপিটাল যদি অনেক বেশি হয় তাহলে আপনি মানি ম্যানেজমেন্টের সাথেই খুব ভাল ভাবে লট সাইজ বাড়িয়ে ট্রেড দিতে পারেন।লট এর পরিমান কম রাখাই ভাল । একবার লস হলে আপনি যদি লট এর পরিমান বাড়িয়ে ট্রেডে আসেন আর আবাও যদি লস করেন তো আপনার লস এর পরিমান বাড়তে থাকবে।

samun
2020-08-31, 11:52 AM
ফরেক্স ব্যবসায় লাভ ক্ষতি উভয়ই আছে। ফরেক্স মার্কেটে যাদের মুলধন অনেক বেশি তারা বেশি লটে ট্রেড করতেই পারে। তবে তার জন্য যথেষ্ট ট্রেডিং অভিজ্ঞতা অবশ্যই দরকার। আর যাদের মুলধন কম তারা যদি অতিরিক্ত লাভের আশায় বেশি লটে ট্রেড করে তবে সেটা তাদের জন্য বোকামিই বলা চলে। কারন বেশি লট মানে বেশি লাভ বেশি লসেরও ব্যাপারটাও রয়েছে। তাই নিজেকে অভিজ্ঞ না করা পর্যন্ত এবং পর্যাপ্ত মুলধন না থাকলে বেশি লটে ট্রেড না করাটাই ভালো। তাই যতটা সম্ভব ঝুঁকি এড়িয়ে চলা।

Starship
2020-08-31, 12:49 PM
আমরা এমন অনেকেই রয়েছি যারা ট্রেড করে লস করে লট বাড়িয়ে দিয়ে ট্রেড করে থাকি। এতে যেমন আবেগের বসবর্তী হয়ে ট্রেড করা যায়, তেমনি সঠিক ট্রেড নেওয়ার ক্ষেত্রেও বিপাকে পড়তে হয়। আমরা যখন বড় লটে ট্রেড করি তখন আমাদের একাউন্ট জিরো হয়ে যাবার সম্ভাবণা বেশি থাকে।
লোভে পড়ে ট্রেড করার কারণে মানি ম্যানেজম্যান্ট মেনে চলারও কষ্টকর হয়ে পড়ে। কম রিস্ক নিয়ে ছোট লটে বা মানি ম্যানেজম্যান্ট মেনে, স্টপ লস ও টেক প্রফিট সেট করে ট্রেড করতে হবে। তাহলেই আমাদের জন্য ভালো।

FRK75
2020-09-20, 10:41 PM
ফরেক্স এ অনেকেই দু একটা ট্রেডে লস করার পর লট বাড়িয়ে ট্রেড করে অর্থাৎ অতিরিক্ত রিস্ক নিয়ে ট্রেড করে যেটা বোকামি ছাড়া আর কিছুই হতে পারে না।লট বাড়িয়ে ট্রেড করা মানে ওভার মানি ম্যানেজমেন্ট এ ট্রেড করা এটা অনেক বেশি রিস্কি কারণ মার্কেট যদি আপনার উল্টা দিকে চলে তাহলে আপনার অনেক বেশি লস হবে এমনকি একাউন্ট জিরো হয়ে যেতে পারে।কিন্তু আমরা যারা সাধারন ট্রেড করি বা লং ট্রেড করি তাদের ব্যালেন্সের উপর সামঞ্জস্য রেখে বা মানি ম্যানেজমেন্ট রুলস ফলো করে ট্রেড করা উচিত।

ABDUSSALAM2020
2020-09-20, 11:01 PM
লট বাড়িয়ে দিলে কি হবে আমার?
আমি একটা বা কয়েকটা ট্রেড লস করার পরে লট বাড়িয়ে দেই বা অতিরিক্ত রিস্কে ট্রেড করি অনেক সময় জিরোই করে ফেলি। যেটা বোকামি ছাড়া আর কিছুই না । কেননা লট ও মানি- ম্যানেজম্যান্ট ঠিক থাকলে মার্কেট আপনাকে দিতে বাধ্য, টুডে অর টুমোরো । যেমন শরীরে হাড্ডি থকালে মাংস একদিন হবেই। বিষয় গুলো এভাবে সিম্পিলি ভাবুন।তবে অভিঞ্জতা অর্জন করলে সফল হবে।

uzzal05
2020-09-28, 04:17 AM
লট সাইজ সব সময় একরকম রাখা উচিত। আর লট তখনই বাড়ানো উচিত যখন একাউন্ট এর ব্যালেন্স বাড়তে বাড়তে থাকে। ফরেক্স এ নিয়ম শৃঙ্খলা না মেনে ট্রেড করলে ট্রেড করে প্রফিট্যবাল হওয়া যায় না। যখন বেশি ডিপোজিট থাকবে ব্যালেণ্স অনুযায়ী লট বা ভলিয়ম বাড়াতে হবে।

sss21
2020-09-28, 12:41 PM
ফরেক্স আগে সুন্দর করে দক্ষতা অর্জন করতে হবে বলে আমি মনে করি, এজন্য আগে রিয়েল মানি দিয়ে বেশি লটের ট্রেডিং করা খুবিই রিক্স তাই আমাদের ডেমো ট্রেডিং করতে হবে বেশি বেশি করে তখন কিন্তু আমরা বেশি লটের ট্রেড করলে কি হবে আমাদের বুঝে আসবে এবং আমরা ডেমো থেকে শিক্ষা গ্রহণ করতে পারি, যে কেমনে আমরা বেশি লটের মাধ্যমে বেশি লসের হাত থেকে বাচতে পারবো ...

Tapujyoti
2020-09-28, 12:58 PM
ভাই ফরেক্স মার্কেটে আমি একদম নতুন তবুও এই মার্কেট সম্পর্কে যতটুকু বুঝতে পারি তার উপর ভিত্তি করে বলতে পারি এই মার্কেটে কখনই লট বাড়িয়ে ট্রেড করা উচিত নয়। কারণ আপনি যদি লট বাড়িয়ে ট্রেড করেন তাহলে আপনার ট্রেডিং কৌশলটা খুবই বেশি ঝুকির মুখে পড়ে যাবে। বিশেষ করে দক্ষতা ছাড়া কখনও লট বাড়িয়ে ট্রেড করা উচিত নয়। আপনি যত বেশি দক্ষ হবেন যত বেশি এই ফরেক্স সম্পর্কে জানবেন তত বেশি মুনাফা উপার্জন করতে পারবেন। তখন আপনি লট বাড়িয়ে ট্রেড করতে পারবেন। কারণ আপনার দক্ষতাই হল আপনার ট্রেডিং এর মূল লক্ষ্য .....

FREEDOM
2020-09-28, 01:22 PM
আমরা অনেকেই এভাবে লস হওয়ার পর লট বাড়িয়ে ট্রেড করতে শুরু করি৷কারন হচ্ছে চোখের সামনের লসগুলো তৎক্ষনাত রিকোভার করে প্রফিট করে ফেলতে চাই৷আসলে এটা সম্পূর্ণ মানষিক দূর্বলতার বিশেষ লক্ষন৷এধরনের ট্রেডকে 'রিভেন্জ ট্রেড' বলা হয়৷এতে কখোনোও সফল তো হবেনই না বরং দ্রূত ব্যালেন্সটা শুন্য করে দিবেন৷

Md.shohag
2020-09-28, 06:26 PM
আপনার বক্তব্য সঠিক কেননা লস হলে সেটা হয় একজন ট্রেডারের ভুলের জন্ন সেখানে কি ভলিউম বাড়ালেকি লস কভার হবে নাকি পুনরায় লস হবে । মারকেটে টিকে থাকতে পারলে একদিন সুফল আসবেই ।

zakia
2020-10-04, 03:15 PM
আসলে হুট হাট করে আপনার লট বাড়িয়ে দেয়া ঠিক হবে না। লট সাইজ কত হওয়া উচিৎ তা কিন্তু একান্ত নির্ভর করে আপনার একাউন্ট ক্যাপিটালের ওপরে। অর্থাৎ আপনার ক্যাপিটাল যদি অনেক বেশি হয় তাহলে আপনি মানি ম্যানেজমেন্টের সাথেই খুব ভাল ভাবে লট সাইজ বাড়িয়ে ট্রেড দিতে পারেন। এতে আপনার প্রফিট বেশি হওয়া অার লস বেমী হওয়ার প্রবনতা আরো বেড়ে যাবে। যদি লস করেন তবে ঘাবরে গিয়ে বেশি লটে ট্রেড করার দরকার নেই। ধৈর্য্য ধরে মার্কেট পর্যবেক্ষন করুন মার্কেট আরো ভালো করে এনালাইসিস করুন তারপর একটি নির্দিষ্ট লটে ট্রেড করুন। কারন লট বারিয়ে দিলে আরো বেশি লস হবার সম্ভাবনা তৈরি হবে তাই একবারে একাউন্ট খালি না করে ধীরে ধীরে একাউন্ট গ্রো করাই বুদ্দিমানের কাজ হবে বলে আমি মনে করি।

zakia
2020-10-06, 11:14 PM
ফরেক্স মার্কেট এ লট সাইজ বাড়ালে প্রফিট করা যায় বেশি কিন্তু এতে একাউন্ট এর ঝুকিও থাকে অনেক বেশি। কারন মার্কেট এ ১০০% কোন নিয়ম অনুসরন করে চলে না। আর তাই যদি হতো তাহলে সবাই ফরেক্স ট্রেড করত। এজন্য মানি ম্যানেজমেন্ট ফলো করে ছোট ছোট ট্রেড করেই সফলতা পাওয়া যাবে। ধৈর্য্য ধরে মার্কেট পর্যবেক্ষন করুন মার্কেট আরো ভালো করে এনালাইসিস করুন তারপর একটি নির্দিষ্ট লটে ট্রেড করুন। কারন লট বারিয়ে দিলে আরো বেশি লস হবার সম্ভাবনা তৈরি হবে তাই একবারে একাউন্ট খালি না করে ধীরে ধীরে একাউন্ট গ্রো করাই বুদ্দিমানের কাজ হবে বলে আমি মনে করি।

FRK75
2021-07-16, 10:41 PM
অনেকেই দু একটা ট্রেডে লস করার পর লট বাড়িয়ে ট্রেড করে অর্থাৎ অতিরিক্ত রিস্ক নিয়ে ট্রেড করে যেটা বোকামি ছাড়া আর কিছুই হতে পারে না।লট বাড়িয়ে ট্রেড করা মানে ওভার মানি ম্যানেজমেন্ট এ ট্রেড করা এটা অনেক বেশি রিস্কি কারণ মার্কেট যদি আপনার উল্টা দিকে চলে তাহলে আপনার অনেক বেশি লস হবে এমনকি একাউন্ট জিরো হয়ে যেতে পারে।তাই আমি মনে করি লট বাড়িয়ে ট্রেড করা একদম ই উচিত না।

EmonFX
2021-07-17, 10:05 AM
আমি একটা বা কয়েকটা ট্রেড লস করার পরে লট বাড়িয়ে দেই বা অতিরিক্ত রিস্কে ট্রেড করি অনেক সময় জিরোই করে ফেলি। যেটা বোকামি ছাড়া আর কিছুই না । কেননা লট ও মানি- ম্যানেজম্যান্ট ঠিক থাকলে মার্কেট আপনাকে দিতে বাধ্য, টুডে অর টুমোরো । যেমন শরীরে হাড্ডি থকালে মাংস একদিন হবেই। বিষয় গুলো এভাবে সিম্পিলি ভাবুন।

আপনার কথায় যথেষ্ট যুক্তি আছে। আমরা অনেক সময় লস করার পরে সেটা রিকভার করার জন্য লট বাড়িয়ে দিয়ে এন্ট্রি নিয়ে থাকি। কিন্তু সেটাও যখন আমাদের এগেনস্টে যায় তখন ব্যালেন্স শেষ করে দিয়ে যায়। সব সময় একই লট বা ভলিয়্যুমে ট্রেড করা মানি ম্যানেজমেন্টের একটি গুরুত্বপূর্ণ পার্ট। আপনার মানি ম্যানেজমেন্ট ঠিক থাকলে আপনার ব্যালেন্স জিরো হওয়ার কোন সুযোগ নাই। আর ফরেক্স মার্কেট থেকে ভালো কিছু করতে হলে অবশ্যই পর্যাপ্ত সময় দিতে হবে। ফরেক্স বিজনেস এমন কেন প্ল্যাটফর্ম নয় যে আসলাম, দেখলাম আর জয় করলাম। নিয়মিত প্রফিট নয় বরং মূলধন টিকিয়ে রাখাই হওয়া উচিত আমাদের লক্ষ্যমাত্রা। মূলধন টিকিয়ে রাখতে পারলে প্রফিট আজ অথবা কাল অবশ্যই আসবে।

Smd
2021-10-16, 06:58 PM
লট সাইজ কত হওয়া উচিৎ তা কিন্তু একান্ত নির্ভর করে আপনার একাউন্ট ক্যাপিটালের ওপরে। অর্থাৎ আপনার ক্যাপিটাল যদি অনেক বেশি হয় তাহলে আপনি মানি ম্যানেজমেন্টের সাথেই খুব ভাল ভাবে লট সাইজ বাড়িয়ে ট্রেড দিতে পারেন। সেই সাথে আপনার মার্জিন ফ্রি মার্জিন লেভেল ও বেশ দ্রুত পরিবর্তন হতে থাকে। যখন আপনি বেশি লটে ট্রেড নেন তখন আপনার লস হলে একদম দ্রুত ই সেটা মার্জিন লেভেল ক্রস করে ফেলতে পারে।

Mas26
2021-10-16, 09:52 PM
আপনি মানি ম্যানেজমেন্টের সাথেই খুব ভাল ভাবে লট সাইজ বাড়িয়ে ট্রেড দিতে পারেন।ট্রেড করে লস যাওয়ার পর এক ট্রেড এ লস সব রিকভার করার জন্য অনেকে মানি মেনেজমেন্ট না মেনে লট বাড়িয়ে দেয় যা তার জন্য বিরাট ক্ষতিকর একাউন্ট জিরো হওয়ার অন্যতম কারন। একবার লস হলে আপনি যদি লট এর পরিমান বাড়িয়ে ট্রেডে আসেন আর আবাও যদি লস করেন তো আপনার লস এর পরিমান বাড়তে থাকবে। তাই বুদ্ধিমানের কাজ হলো লট এর পরিমান না বাড়িয়ে ট্রেডে থাকা।সবাই ফরেক্স এর নিয়ম মেনে চললে ফরেক্স যে কোন সময় আমাকে দিতে বাধ্য।অর্থাৎ আপনার ক্যাপিটাল যদি অনেক বেশি হয় তাহলে আপনি মানি ম্যানেজমেন্টের সাথেই খুব ভাল ভাবে লট সাইজ বাড়িয়ে ট্রেড দিতে পারেন।

IFXmehedi
2021-10-17, 11:10 PM
লট বাড়িয়ে দিয়ে ট্রেড করলে আপনার ব্যালেন্স জীরো হবে,আপনি যদি ম্যানি ম্যানেজমেন্ট ঠিক না রেখে বড় বড় লট এ ট্রেড করেন তাহলে আপনার লাভ হতে লোকসান বেশিই হবে,ফরেক্স ট্রেড এ টিকে থাকতে হলে আপনাকে ছোট ছোট লট এ ট্রেড করতে হবে,অন্যথায় টিকে থাকতে পারবেন না।ফরেক্স মার্কেটে যাদের মুলধন অনেক বেশি তারা বেশি লটে ট্রেড করতেই পারে তবে তার জন্য যথেষ্ট ট্রেডিং অভিজ্ঞতা অবশ্যই দরকার। আর যাদের মুলধন কম তারা যদি অতিরিক্ত লাভের আশায় বেশি লটে ট্রেড করে তবে সেটা তাদের জন্য বোকামিই বলা চলবে। কারন বেশি লট মানে বেশি লাভ বেশি লসেরও ব্যাপারটাও রয়েছে। তাই নিজেকে অভিজ্ঞ না করা পর্যন্ত এবং পর্যাপ্ত মুলধন না থাকলে বেশি লটে ট্রেড না করাটাই ভালো ফল দিবে।

Smd
2022-01-30, 08:22 PM
লট সাইজ কত হওয়া উচিৎ তা কিন্তু একান্ত নির্ভর করে আপনার একাউন্ট ক্যাপিটালের ওপরে। অর্থাৎ আপনার ক্যাপিটাল যদি অনেক বেশি হয় তাহলে আপনি মানি ম্যানেজমেন্টের সাথেই খুব ভাল ভাবে লট সাইজ বাড়িয়ে ট্রেড দিতে পারেন। সেই সাথে আপনার মার্জিন ফ্রি মার্জিন লেভেল ও বেশ দ্রুত পরিবর্তন হতে থাকে। যখন আপনি বেশি লটে ট্রেড নেন তখন আপনার লস হলে একদম দ্রুত ই সেটা মার্জিন লেভেল ক্রস করে ফেলতে পারে।

Mas26
2022-01-30, 11:06 PM
লট এর পরিমান কম রাখাই ভাল । একবার লস হলে আপনি যদি লট এর পরিমান বাড়িয়ে ট্রেডে আসেন আর আবাও যদি লস করেন তো আপনার লস এর পরিমান বাড়তে থাকবে। তাই বুদ্ধিমানের কাজ হলো লট এর পরিমান না বাড়িয়ে ট্রেডে থাকা । আপনি যদি মার্কেটে টিকে থাকেন আজ হউক আর কাল হউক আপানার লস রিকোভারী হবেই । আর যদি ব্যালান্স জিরো করে তা আর কখনো রিকোভারী হবে না ।

samun
2022-03-24, 12:34 AM
ফরেক্স মার্কেটে যাদের মুলধন অনেক বেশি তারা বেশি লটে ট্রেড করতেই পারে। তবে তার জন্য যথেষ্ট ট্রেডিং অভিজ্ঞতা অবশ্যই দরকার। আর যাদের মুলধন কম তারা যদি অতিরিক্ত লাভের আশায় বেশি লটে ট্রেড করে তবে সেটা তাদের জন্য বোকামিই বলা চলে। কারন বেশি লট মানে বেশি লাভ বেশি লসেরও ব্যাপারটাও রয়েছে।লট বাড়িয়ে ট্রেড করা মানে ওভার মানি ম্যানেজমেন্ট এ ট্রেড করা এটা অনেক বেশি রিস্কি কারণ মার্কেট যদি আপনার উল্টা দিকে চলে তাহলে আপনার অনেক বেশি লস হবে এমনকি একাউন্ট জিরো হয়ে যেতে পারে।কিন্তু আমরা যারা সাধারন ট্রেড করি বা লং ট্রেড করি তাদের ব্যালেন্সের উপর সামঞ্জস্য রেখে বা মানি ম্যানেজমেন্ট রুলস ফলো করে ট্রেড করা উচিত।

IFXmehedi
2022-03-27, 05:04 PM
আসলে হুট হাট করে আপনার লট বাড়িয়ে দেয়া ঠিক হবে না। লট সাইজ কত হওয়া উচিৎ তা কিন্তু একান্ত নির্ভর করে আপনার একাউন্ট ক্যাপিটালের ওপরে। অর্থাৎ আপনার ক্যাপিটাল যদি অনেক বেশি হয় তাহলে আপনি মানি ম্যানেজমেন্টের সাথেই খুব ভাল ভাবে লট সাইজ বাড়িয়ে ট্রেড দিতে পারেন। এতে আপনার প্রফিট বেশি হওয়া অার লস বেমী হওয়ার প্রবনতা আরো বেড়ে যাবে।


ফরেক্স মার্কেটে ট্রেড এর ক্ষেত্রে ছোট কিংবা বড় যেকোনো ধরনের লট ব্যবহার করতে পারে একজন ট্রেডার । এক্ষেত্রে তার ইচ্ছা অনুযায়ী এবং পরিস্থিতি বিবেচনা করে সে দুটোর মধ্যে একটি বাছাই করতে পারে । কিন্তু আমার ব্যক্তিগত মতামত হলো ছোট লট ব্যবহার করে ট্রেড করা । কারণ ছোটলট ব্যবহার করলে ঝুঁকির পরিমাণ অনেক কম থাকে এবং অল্প অল্প করে হলেও লসকে পুষিয়ে নিয়ে আসা যায় বা প্রফিট অর্জন করতে পারা যায় । অপরদিকে বড়লট ব্যবহার করার ফলে ঝুঁকির মাত্রা অনেকাংশে বেড়ে যায় এবং লস হওয়ার সম্ভাবনা থাকে । এজন্য আমি বলব আপনি ট্রেড এর ক্ষেত্রে লট বাড়িয়ে না দিয়ে বরং ছোট লট ব্যবহার করে সময় নিয়ে ট্রেড করুন ।

Mas26
2022-03-27, 05:15 PM
আসলে হুট হাট করে আপনার লট বাড়িয়ে দেয়া ঠিক হবে না। লট সাইজ কত হওয়া উচিৎ তা কিন্তু একান্ত নির্ভর করে আপনার একাউন্ট ক্যাপিটালের ওপরে। অর্থাৎ আপনার ক্যাপিটাল যদি অনেক বেশি হয় তাহলে আপনি মানি ম্যানেজমেন্টের সাথেই খুব ভাল ভাবে লট সাইজ বাড়িয়ে ট্রেড দিতে পারেন। এতে আপনার প্রফিট বেশি হওয়া অার লস বেমী হওয়ার প্রবনতা আরো বেড়ে যাবে।

FRK75
2022-10-10, 09:14 PM
আমি আপনার সাথে পুরোপুরি একমত আপনি কেবল তখনই আত্মবিশ্বাসের সাথে বাণিজ্য শুরু করতে পারেন যখন আপনার ট্রেডিং সম্পর্কে কিছু ভাল জ্ঞান এবং অভিজ্ঞতা রয়েছে। ফরেক্স ট্রেডিং সম্পর্কে আপনার কিছু ভাল জ্ঞান থাকলে আপনি ফরেক্স ট্রেডিং সম্পর্কে আস্থা অর্জন করতে পারেন। আপনি বিভিন্ন উত্স দ্বারা আপনার জ্ঞান এবং অভিজ্ঞতা উন্নত করতে পারেন যাতে আপনি সফলভাবে বাণিজ্য করতে চান তারপরে প্রথমে আপনার জ্ঞানের উন্নতি করতে এটি আপনার আত্মবিশ্বাসকে বাড়িয়ে তুলবে।আমি আশা করি আপনি আমার পোস্ট পছন্দ করবেন।এর ফলে ট্রেডে বিপুল পরিমাণে ঝুঁকি বেড়ে যায়।কারণ যদি কখনো ভুল ট্রেড ধরা হয় বা মার্কেট আপনার উল্টা দিকে চলে তাহলে আপনার প্রচুর পরিমাণ লস হয়ে যেতে পারে এমনকি আপনার একাউন্ট ব্যালেন্স শুন্য হয়ে যেতে পারে।তাই একজন সচেতন ট্রেডার হিসেবে কখনোই ওভারলটে ট্রেডিং করা উচিত নয়।

mdzahidhasan
2022-10-21, 10:08 PM
ইকুইটির তুলনায় লট যদি দিয়ে বাড়িয়ে দেন তাহলে এখন শূন্য হয়ে যেতে খুব বেশি সময় লাগবে না । আপনাকে সব সময় আপনার রিস্ক রেশিও ক্যালকুলেট করে লট সাইজ নির্ধারণ করতে হবে । একেক ধরনের অ্যাকাউন্ট টাইপের লোট সাইজ একেক রকম হয়ে থাকে । আপনার একাউন্ট যদি মাইক্রো হয় তাহলে এক ধরনের লট সাইজ। আবার আপনার একাউন্টের ধরন যদি স্ট্যান্ডার্ড হয় তাহলে আরেক ধরনের লট সাইজ । আবার আপনি যদি ইসিএন একাউন্ট ব্যবহার করেন তাহলে আপনার এক ধরনের লোড সাইজ। আবার আপনি যদি সেন্ট অ্যাকাউন্ট ব্যবহার করেন তাহলে আপনার আরেক ধরনের লট সাইজ । একাউন্ট ব্যালেন্স থেকে বরো লট দিলে ট্রেড বিপরীত হলে একাউন্ট শূন্য হয়ে যাবে । বরো লট বেবহার সতর্ক হোন ।

sss21
2023-01-31, 08:17 PM
আমরা অনেকেই এভাবে লস হওয়ার পর লট বাড়িয়ে ট্রেড করতে শুরু করি৷কারন হচ্ছে চোখের সামনের লসগুলো তৎক্ষনাত রিকোভার করে প্রফিট করে ফেলতে চাই৷আসলে এটা সম্পূর্ণ মানষিক দূর্বলতার বিশেষ লক্ষন৷এধরনের ট্রেডকে 'রিভেন্জ ট্রেড' বলা হয়৷এতে কখোনোও সফল তো হবেনই না বরং দ্রূত ব্যালেন্সটা শুন্য করে দিবেন৷

Smd
2023-01-31, 08:39 PM
আপনি অনেক বেশি লাভ করবেন বা আপনার পুর্বের লস দ্রুত রিকোভার করতে পারবেন। তবে বিষয়টা এরকম না হয়ে উল্টোই হয়ে থাকে দেখা যায় বেশি লটে ট্রেড করে বেশি লাভ করতে গিয়ে বা অতি দ্রুত লস রিকোভার করতে গিয়ে আরো বেশি লসে পড়ে যাবেন যা একাউন্ট জিরোও করে দিতে পারে। তাই লট বারিয়ে বা কমিয়ে এরকম না। কারণ মার্কেট যদি আপনার উল্টা দিকে চলে তাহলে আপনার অনেক বেশি লস হবে এমনকি একাউন্ট জিরো হয়ে যেতে পারে।তাই আমি মনে করি লট বাড়িয়ে ট্রেড করা একদম ই উচিত না। এছাড়া লর্ট সাইজ/ ভলিওম বাড়িয়ে ট্রেড করা উচিত হবে না। কারন আপনার একটা ট্রেডে কতটুকু মার্জিন যাচ্ছে এবং আর কতটুকু ফ্রি-মার্জিন থাকছে।

FRK75
2023-09-09, 07:18 PM
লট বাড়িয়ে দিলে আপনি অনেক লাভও করতে পারেন আবার আপনার একাউন্ট ব্যালেন্স জিরো হয়ে যেতে পারে । একটি উদাহরন দিলে আমার মনে হয় ভাল হবে। ধরুন আপনার ৫০$ এর একটি একাউন্ট আছে । আপনি সেখান থেকে ১$ এর একটি ট্রেড ওপেন করলেন ।এখন আপনার অনুকুলে যদি মার্কেট ৫০ পিপ্স মুভ করে তাহলে আপনি ৫০$ লাভ করবেন কিন্তু মার্কেট যদি আপনার বিপরীতে ৫০ পিপ্স যায় তাহলে আপনার ৫০$ লস হবে এবং আপনার একাউন্ট ব্যালেন্স জিরো হয়ে যাবে । জেনে রাখা ভাল যে বেশী লটের ট্রেড ওপেন করা মানে হল মানি ম্যানেজমেন্ট ফলো না করা । আর ফরেক্সে মানি ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ।লট সাইজ বাড়ানো মানে হচ্ছে রিস্ক বাড়ানো। যত বড় লট সাইজ তত দ্রুত একাউন্ট খালি। ফরেক্স মার্কেটে একজন ট্রেডারের সর্বপ্রথম কাজ হচ্ছে তার একাউন্টকে সুরক্ষিত রাখা। একাউন্টকে ঝুঁকিতে ফেলে ট্রেড করা একান্ত বোকামি ছাড়া আর কিছুই না আমি আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি। ছোট লটে ২-৩ টা ট্রেডে মুনাফা করার পরই লোভ বেড়ে যায় মনে হয় লাভগুলো যদি বড় লটে করতে পারি আমাকে আর পায় কে। আর তখনি হয় নিউজের ছোবলে নতুবা ভুল ট্রেডের ফলে একাউন্ট ব্যালেন্স জিরো করে ফেলি।

Mas26
2023-09-10, 10:15 AM
আসলে হুট হাট করে আপনার লট বাড়িয়ে দেয়া ঠিক হবে না। লট সাইজ কত হওয়া উচিৎ তা কিন্তু একান্ত নির্ভর করে আপনার একাউন্ট ক্যাপিটালের ওপরে। অর্থাৎ আপনার ক্যাপিটাল যদি অনেক বেশি হয় তাহলে আপনি মানি ম্যানেজমেন্টের সাথেই খুব ভাল ভাবে লট সাইজ বাড়িয়ে ট্রেড দিতে পারেন। এতে আপনার প্রফিট বেশি হওয়া অার লস বেমী হওয়ার প্রবনতা আরো বেড়ে যাবে।