PDA

View Full Version : প্রাইস এ্যাকশান



milonkhanfx1993
2016-09-20, 08:28 AM
প্রাইস এ্যাকশান"প্রাইস এ্যাকশান"প্রাইস এ্যাকশান" আমি বিষয় টা অনেক দিন থেকে শুনে আসতেছি নেয়াল ফুলার এর ভিডিও সমুহ দেখেছি কিন্তু বিভিন্ন চারট প্যাটারন কি আসলে মনে রেখে ট্রেড করা সম্ভব হয়? আপ্নারা কি বলবেন? প্রাইস এ্যাকশান আপনি কিভাবে মাথায় রেখে ট্রেড করেন?

shariful
2016-09-20, 11:19 AM
ভাই সিনিয়র ভাইজানেরা যদি বিষয় টি একটু আমলে নিয়া আসে তাহলে হইত প্রব্লেম টা একটু কমে আসবে। আসলে আমাদের এসব বিষয়ে বাংলাই সমাধান পেতে হলে এখানে ছাড়া আর কোথাই যাবো তাই বড় ভাইদের দৃষ্টি আকর্ষণ করতেছি।

RUBEL MIAH
2017-04-26, 12:36 PM
ফরেক্স মার্কেটে আসলে আমাদের এসব বিষয়ে বাংলাই সমাধান পেতে হলে সার্চ দিতে হবে তাহলেই আমরা এর সমাধান পেতে পারি । আমরা বেশী করে প্রাইস এ্যাকশণ নিয়ে চিন্তা ভাবনা করার চেষ্টা করব তাহলেই আমরা লাভবান হতে পারব । আমরা অবশ্যই আমাদের ধৈর্য্যের ফল দেখাব ।

uzzal05
2017-05-27, 08:18 PM
ফরেক্স মার্কেট এ সবচেয়ে জনপ্রিয় ট্রেডিং সিস্টেম হলো প্রাইচ একশন। এই সিস্টেম ট্রেড করে অনেকে লাভবান। কারন মার্কেট এ ইন্ডিকেটর দেখে ট্রেড করলে আমাদের ট্রেড অনেক ভুল হয় এবং ট্রেড গুলো লসে পরিনত হয়। আমি প্রাইচ একশঅন স্ট্রেটিজি ব্যবহার করি।

Mamun13
2017-12-07, 10:19 PM
প্রাইস এ্যাকশান"প্রাইস এ্যাকশান"প্রাইস এ্যাকশান" আমি বিষয় টা অনেক দিন থেকে শুনে আসতেছি নেয়াল ফুলার এর ভিডিও সমুহ দেখেছি কিন্তু বিভিন্ন চারট প্যাটারন কি আসলে মনে রেখে ট্রেড করা সম্ভব হয়? আপ্নারা কি বলবেন? প্রাইস এ্যাকশান আপনি কিভাবে মাথায় রেখে ট্রেড করেন?

'প্রাইস একশান' ট্রেডিং স্ট্র্যাটেজী হলো ফরেক্স মার্কেটে সর্বাধিক কার্যকরী ও নির্ভরযোগ্য স্ট্র্যাটেজী৷এটি সম্পূর্ণ ইনডিকেটর ফ্রী একটি পরিষ্কার ঝঁকঝঁকা ট্রেডিং সিস্টেম৷এখানে কেন্ডেলস্টীক এনালাইসিস ও সাপোর্ট/রেসিসট্যান্স লেভেলগুলো দেখে ট্রেড করা হয়৷নেইল ফুলারের ভিডিও গুলো খুবই সংক্ষিপ্ত এবং সেগুলো কখোনোই নির্ভরযোগ্য নয়৷

expkhaled
2017-12-08, 01:57 PM
প্রাইজ একশন স্ট্রেটেজি সবচেয়ে জনপ্রিয় এবং অভিজ্ঞ ট্রেডাররা বেশী ব্যবহার করেন। প্রাইজ একশন বলতে যা বুঝি সাধারন চার্ট যেখানে কোন ইন্ডিকেটর থাকবে না শুধু সাপোর্ট-রেজিস্ট্যান্স লেভেল এবং ক্যান্ডেলস্টীক দেখে ট্রেড করতে হবে। তবে লং টাইমফ্রেমের জন্য প্রযোজ্য স্ট্রেটেজি বেশী সময় নিয়ে ট্রেড করতে হয়। সম্পূর্ন ব্যপার ক্যান্ডেলস্টীক এর আকার এর উপর নির্ভরশীল এবং এটা আয়ত্ব করতে পারলে টেডিং করার জন্য জীবনে আর কোন স্ট্রেটেজির প্রেয়োজন হবে না।

01797733223
2017-12-11, 09:17 PM
প্রাইস অ্যাকশন হলো একটি অবস্থা যেই সময় মার্কেট তার গতিবিধি পরিবর্তন করে । এবং এই সময় এ মার্কেটের ট্রেন্ড পরিবর্তন হয়ে থাকে । এই সুযোগটি কাজে লাগিয়ে অনেক ট্রেডার ট্রেড করে । প্রাইস অ্যাকশন জানা প্রতিটি ট্রেডারের জন্য খুবই গুরুত্বপূর্ণ । আর এই ট্রেড মার্কেট এর একটি বিষয় হলো ক্যান্ডেল স্টিক সম্পর্কে জানা । প্রাইস অ্যাকশনের সময় কালে ক্যান্ডেল স্টিক গুলো একটি নির্দিষ্ট প্যাটার্ন তৈরী করে । এবং এরই ভিত্তিতে মার্কেট এর গতি পরিবর্তিত হয় ।

samun
2021-07-25, 04:51 PM
ফরেক্স মার্কেটে আমি একজন নতুন ট্রেডার অনেক বিষয় সম্পর্কে আমি এখনো অবগত নই এবং সকল বিষয় সম্পর্কে জানার জন্য আমি ফোরামে সকল পোষ্ট পড়ে থাকে এতে করে আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা দক্ষতা জ্ঞান বৃদ্ধির পাশাপাশি ট্রেডিং ক্ষমতা বৃদ্ধি পেয়েছে এজন্য সকল অভিজ্ঞদের মতামত প্রকাশের জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি

EmonFX
2021-07-25, 06:15 PM
প্রাইস এ্যাকশান"প্রাইস এ্যাকশান"প্রাইস এ্যাকশান" আমি বিষয় টা অনেক দিন থেকে শুনে আসতেছি নেয়াল ফুলার এর ভিডিও সমুহ দেখেছি কিন্তু বিভিন্ন চারট প্যাটারন কি আসলে মনে রেখে ট্রেড করা সম্ভব হয়? আপ্নারা কি বলবেন? প্রাইস এ্যাকশান আপনি কিভাবে মাথায় রেখে ট্রেড করেন?

ফরেক্স সফলতার জন্য প্রাইজ একশন ট্রেডিং আয়ত্ত করা অত্যন্ত দরকারি। ক্যান্ডেলিস্টিক চার্ট থেকে মার্কেটের গল্প বোঝার চেষ্টা করুন। খালি চোখে কোন ইন্ডিকেটর ছাড়া ফ্রেশ চার্টে মার্কেটের মুভমেন্ট বুঝতে পারলে আপনাকে তখন আর কোন ইন্ডিকেটরের সাহায্য নিতে হবে না। যখন আপনি খালি চোখে মার্কেট মুভমেন্ট গুলো বুঝতে পারবেন তখন বুঝতে পারবেন যে আপনি প্রাইস অ্যাকশন এর দিকে যাচ্ছেন। যারা প্রাইস একশন ট্রেডার তারা মার্কেটের গল্প অতি সহজেই বুঝতে পারে। প্রতিটি ক্যান্ডেল এবং প্যাটার্ন কি বুঝাতে চাচ্ছে এটা জানার চেষ্টা করুন। খালি চোখে মার্কেটের Key Level গুলা খুঁজে বের করার চেষ্টা করুন। এবং প্রাইস মুভমেন্ট দেখে মার্কেটের গতি বোঝার চেষ্টা করুন। এক কথায় প্রাইজ একশন ট্রেডিং সবথেকে কার্যকরী একটি ট্রেডিং সিস্টেম।