PDA

View Full Version : কিভাবে ট্রেডিং করলে লাভ হওয়ার সম্ভবনা বেশ



Shimul77
2016-09-20, 04:39 PM
আমি ফরেক্সে নতুন ।বার বার ট্রেড করএ লস হচ্ছে।আমি কোন ভাবেই প্রফিট করতে পারছি না।যারা সিনিয়র ভাই আছেন প্লিজ কিভাবে ট্রেডিং করলে লাভ করা সম্ভব হবে জানাবেন।

Forex Boy
2016-09-25, 07:31 AM
আসলে আমরা মার্কেটে প্রবেশ করেই কোন দিক না ভেবেই ট্রেড করে বসি। কিন্তু মার্কেটে এন্ট্রি নেবার পূর্বে একটু ধৈর্য ধারন করতে হয়, আর পথমেই নির্ধারন করত হয় যে সেল দিব নাকি বাই। কারন এক এক বার এক একটি সিদ্ধান্ত নিলে লস হোতে পারে। এবং অবশ্যই যদি মার্কেটে ট্রেন্ড ধরে এন্ট্রি নেয়া হয় তাহলে লস হবার সম্ভাবনা অনেক কম থাকে। ট্রেন্ডলাইন ধরতে পারলে লাভ হবার পসিবিলিটি অনেক বেশি থাকে।

motiar
2016-09-25, 12:25 PM
আপনার যেটা হয় সেটা হলো আপনি ট্রেন্ডের বিপক্ষে ট্রেড দিয়ে থাকেন । প্রথমে আপনাকে অপেক্ষা করে ট্রেন্ডের গতি দেক্ষতে হবে তার পরে মারকেট এনালাইসেস করে বুঝতে হবে বাই করবেন না সেল করবন ।

mithun30
2016-09-25, 05:42 PM
ভাই ফরেক্স দক্ষতা ছারা ট্রেড করার কন মনে হয় না ফরেক্স করতে হলে আপনাকে ডেমো পারতিস করতে হবে | আপনাকে ফরেক্স মাকেট সম্পরকে জানতে হবে কোন মাকেট কোন দিকে জাছে সব কিছু ভেবে বুঝ তার পর ফরেক্স মাকেট ট্রেড করতে হোবে |

RUBEL MIAH
2016-09-25, 09:14 PM
মার্কেট এ্যানালাইসিস করে তারপর যদি ট্রেড করা হয় তাহলে অবশ্যই সফলতা অর্জন করা সম্ভব । যে যত বেশী মার্কেট এ্যানালাইসিস করবে সে তত বেশী সফলকাম হতে পারবে । সুতরাং আমরা সব সময় আগে এ্যানালাইসিস করব তারপর ট্রেড করব তাহলেই আমরা সফলকাম হতে পারব ।

Competitor
2016-12-22, 10:16 PM
নিজস্ব একটা ট্রেডিং সিস্টেম মেইন্টেন করে এবং অনেক বেশি পরিমাণে ফরেক্স এর বিভিন্ন কৈশল অবলম্বন করেই আমরা ভালো পরিমাণে লাভবান হতে পারি । ফরেক্সে লাভবান হতে হলে বেশি প্রয়োজন কৈশল ও দক্ষতার যথার্থ সুসমন্বয় । যে যত ভালো দক্ষ সে তত বেশি পরিমাণে লাভবান হতে পারবে । লাভবান হতে হলে বিনিয়োগকৃত টাকার যথার্থ ম্যানেজমেন্ট প্রয়োজন ।

Nodi roy
2016-12-22, 11:32 PM
ফরেক্স মার্কেটে আপনাকে লাভ করতে হলে আগে ভাল করে ট্রেড বুঝতে হবে আর এর জন্য আপনাকে বেশি বেশি করে ট্রেড করতে হবে। আর এর জন্য সব থেকে ভাল মাধ্যম হলো ডেমো তে বেশি বেশি ট্রেড করা। আপনি যত বেশি ট্রেড করবেন তত বেশি ভাল করে মার্কেট বুঝতে পারবেন। আর আপনার আয় টা ও অনেক ভাল হবে।

Amit4040
2016-12-23, 12:32 AM
ভাই ফরেক্স মাকেটে আপনি যদি নিয়মিত ডেমো পারতিস করেন তবে আপনি ফরেক্স থেকে আয় করতে পারবেন | আমি মনে করি আপনি যখন ফরেক্স করার জন্য ডেমো পারতিস করবেন তখন আশা করি বেশি দিন ডেমো পারতিস করবেন তবে আপনি ফরেক্স সম্পরকে জানতে বা শিখতে পারবেন আর ফরেক্স থেকে আয় করতে পারবেন |

vampire
2016-12-23, 08:23 PM
ভাই আপনার লস হবার কারন হল আপনার ট্রেডিং স্ট্রেটেজিতে ভুল আছে।আপনি হইত মানি ম্যানেজম্যান্ট মেনে ট্রেড করছেন না।আপনি মনে হইত মার্কেট এনালাইসিস করে ট্রেড ওপেন করছেন না।

nazib72
2016-12-24, 09:05 PM
অবশ্যই অামাদের মার্কেট ভালোভাবে এ্যানালাইসিস করতে হবে । যে ট্রেডার যত বেশী মার্কেট এ্যানালাইসিস করবে সে তত বেশী লাভবান হতে পারবে । সুতরাং আমরা সব সময় এই ফরেক্স ব্যবসা করার জন্য মার্কেটে দক্ষতা অর্জন করার চেষ্টা করব তাহলেই আমরা লাভবান হতে পারব । অতএব ধৈর্য্য ধারণ করে মার্কেট এনালিসিস , মানি ম্যানেজমেন্ট, আর ফরেক্স এ সময় দেয়ার মাধ্যমে এখান থেকে লাভবান হওয়া যায়।

Amit4040
2016-12-24, 09:59 PM
ফরতেক্স মাকেট থেকে ভাল কিছু করতে হলে আমি মনে করি ফরেক্স মাকেটে ভাল করে ডেমো পারতিস করতে হবে তবেই আপনি ফরেক্স থেকে ভাল কিছু করতে পারবেন | ফরেক্স মাকেট ভাল করতে হলে আপনারকে ডেমো পারতিস এর কোন শেষ নেই |

md noor hasan
2017-01-27, 02:01 PM
আমার মনে হয় মার্কেট এ্যানালাইসিস করে তারপর যদি ট্রেড করা হয় তাহলে অবশ্যই সফলতা অর্জন করা সম্ভব । যে যত বেশী মার্কেট এ্যানালাইসিস করবে সে তত বেশী সফলকাম হতে পারবে । সুতরাং আমরা সব সময় আগে এ্যানালাইসিস করব তারপর ট্রেড করব তাহলেই আমরা সফলকাম হতে পারব ।

Eefatali
2017-01-27, 04:58 PM
যদি নতুন হয়ে থাকেন তবে আপনাকে ট্রেড করার পাশাপাশি অবশ্যই ভালোভাবে ফরেক্স শিখতে হবে। ভালোভাবে ফরেক্স না শিখে আপনি ট্রেড করার কারনে লস করেই চলেছেন। তাই মার্কেটের অ্যানালাইসিস এবয় মানি ম্যানেজমেন্ট করা শিখুন।সঠিকভাবে সাপোর্ট এবং রেসিসটেন্স লেভেল নির্ণয় করা শিখুন। সর্বোপরি ভালোভাবে ফরেক্স শিখুন।

asik
2017-01-27, 11:13 PM
ফরেক্স মার্কেটে আপনাকে লাভ করতে হলে আগে ভাল করে ট্রেড বুঝতে হবে আর এর জন্য আপনাকে বেশি বেশি করে ট্রেড করতে হবে। আর এর জন্য সব থেকে ভাল মাধ্যম হলো ডেমো তে বেশি বেশি ট্রেড করা। আপনি যত বেশি ট্রেড করবেন তত বেশি ভাল করে মার্কেট বুঝতে পারবেন। আর আপনার আয় টা ও অনেক ভাল হবে।

Peace
2017-01-28, 02:10 AM
মার্কেট ট্রেন্ড যে দিকে থাকে সে দিকে ট্রেড নিলে লাভ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। মার্কেট ট্রেন্ডের বিপ্রীত দিকে ট্রেড নিলে সাময়িক ভাল মনে হলেও লসের সম্ভাবনা বেশি থাকে। তাই মার্কেট ট্রেন্ডের দিকে ট্রেড নেওয়াই ভাল। আরেকটি জিনিস যা আমরা সচরাছর করে থাকি। সেটি হচ্ছে মার্কেট ওপেন করেই ট্রেড এন্ট্রি নিয়ে নিই। আসলে তা না করে প্রতিটি ট্রেড নেওয়ার আগে আমাদের ভেবে চিন্তে নেওয়া উচিত। তাহলে প্রফিট হওয়ার পসিবিলিটি বেড়ে যায়।

Md Masud
2017-05-03, 01:49 PM
ফরেক্স মার্কেটে ট্রেডিং করলে আপনি ফরেক্স থেকে আয় করতে পারবেন । মার্কেটে দক্ষতা অর্জন করার চেষ্টা করব তাহলেই আমরা লাভবান হতে পারব । ফরেক্সে মানি ম্যানেজমেন্ট আর সময় দেয়ার মাধ্যমে এখান থেকে লাভবান হওয়া যায় । আমি মনে করি যে , ফরেক্সে যে যত ভালো দক্ষ সে তত বেশি পরিমাণে লাভবান হতে পারবে ।

siddiquecec
2017-05-03, 04:32 PM
এ রকম হয় ফরেক্স ট্রেডিং এ। ক্রিকেট খেলায় দেখবেন যখন আপনার ফর্ম থাকবে তখন প্রতিপক্ষ ক্যাচ মিস করবে আর যখন ফর্ম থাকবে না খুব ভাল খেলোয়ার হলেও নিজেকে খ৭ুজে পাবেন না। সুতরাং এখন আপনার ফর্ম নেই তাই আস্তে আস্তে ধৈয্য সহকারে ছোট লট নিয়ে ট্রেড করুন ফর্ম ফিরে আসার আগ পর্যন্ত সব ঠিক হয়ে যাবে।

zia haider
2017-05-04, 02:37 PM
ফরেক্স সম্পর্কে আমি কিছুই বুঝিনা।

Mamun13
2017-05-04, 08:58 PM
প্রথমেই লাগবে দৃঢ়চিত্ত্বে শপথ যে এখান থেকেই আমি আমার জীবনের ক্যারিয়ার গড়ে তুলবো৷দৃঢ় প্রতিজ্ঞা না থাকলে জীবনে কোনো কিছুতেই স্হির হতে পারবেন না৷ধীরে ধীরে ঠান্ডা মাথায় ফোরামের সকল বিষয় গুলো পড়ুন ও মূল লেখাগুলো নোট করে আস্তে আস্তে ডেমো ট্রেডিং এ প্র্যাকটিস শুরু করুন৷দীর্ঘ সময় নিয়ে প্র্যকটিস করতে করতে একসময় ঠিকই দক্ষতা অর্জন হয়ে যাবে ও নিয়মিত প্রফিট করতে পারবেন৷অবশ্যই অনেক লেখাপড়া করে,অনেক কষ্ট করে,ধৈর্য্য ধরে ফরেক্স ট্রেডিং যদি ভালো ভাবে শিখতে পারেন তাহলে প্রফিট আপনার পেছনে ছায়ার মত দৌড়াবে৷কোনো সন্দেহ নাই৷নতুনদের তো প্রফিট নিয়ে চিন্তা করাই সাংঘাতিক ভূল হবে৷যদি ফরেক্সে ক্যরিয়ার গড়তে চান তাহলে দীর্ঘদিন নিয়মিত ডেমো ট্রেড করতেই হবে৷ডেমো ট্রেডিংএর কোনো বিকল্প নাই মনে রাখবেন৷১০০ ভাগ রিস্ক্ ফ্রি ডেমো ট্রেডিং করে করে ট্রেডিং কৌশলগুলো ভালো ভাবে আয়ত্ত্ব করে নিতে হবে৷বিশ্বের সকল এক্সপার্ট ট্রেডারগণ প্রথমে দীর্ঘদিন যাবৎ ডেমো ট্রেড করেই দক্ষতা অর্জন করেছেন৷

aysha
2017-05-06, 05:07 PM
স্কাল্পিং করলে অনেক সময়ে লাভ বেশি হয় আবার লং ট্রেড করলে অনেক সময়ে লাভ বেশি হয় । আসলে লাভটা আসে এনালাইসিস এর উপরে থেকে । আমি বেশি ভাগ সময়ে লং ট্রেড করি তবে মাঝে মাঝে স্কাল্পিং করি । আমি ফরেক্স মার্কেট থেকে বেশি প্রফিটই করে থাকি এই জন্য ফরেক্স ব্যবসাকে অনেক পছন্দ করি ।

riponinsta
2017-05-07, 03:06 PM
আমার মতে আপনি আপনার ট্রেডিং সিস্টেম তা পরিবর্তন করুন এমন একটা ট্রেডিং সিস্টেম খুজে বের করুন যেটা আপনি ভাল বুঝতে পারেন আর ট্রেডিং সিস্টেম তা হবে এমন আপনি পরপর ৫ টা ট্রেড লস করলে ১ টা ট্রেড লাভ এ গেলে আপনার ৫ টা ট্রেড লস উঠে এসে কিছু লাভ থাকে মানে আমি ১ঃ৫ এ আপনাকে ট্রেড করতে বলছি আপনি মাসে ১০ টা ট্রেড করেন বেছে বেছে দেখবেন আপনি এই ১০ টা ট্রেড এর মধ্য ৫ টা লাভ থাকলে আপনি অনেক লাভ করেছেন

H M R Al Amin
2017-05-07, 10:47 PM
আমরা যখন কোন ট্রেড ধরবো তখন যদি আমরা মার্কেট এনালাইসেস করে ট্রেড করি তাহলে আমরা ভলো লাভবান হতে পারবো । কিন্তু যদি মার্কেট না বুঝে এবং এনালাইসেস না করে ট্রেডিং করতে শুরু করি তাহলে আপনাকে অবশ্যই লসের মুখে পরতে হবে । তাই আমরা যত বেশি মার্কেট এনালাইসেস করবো তত বেশি আমরা ফরেক্স মার্কেট শিখতে পারবো । তাহলেই আমরা এখনে সাকসেস হতে পারবো ।

uzzal05
2017-05-21, 02:05 PM
প্রত্যকটা ট্রেডের পেছনে কারন থাকতে হবে। বাই নাকি সেল করতে সেটা জানতে হবে। কারন আমরা বেশীর ভাগ না ভেবে চিনতে ট্রেড করে বসি। কিন্ত এটা আমাদের ঠিক নয়। যার কারন আমরা বার বার লস করি সেই একই ভুল যেন পুনরায় না হয়।

uzzal05
2017-05-21, 02:22 PM
হাইয়ার টাইম্ফ্রেম দেখে ট্রেড করলে সবচেয়ে লাভ হওয়ার সম্ভবাবনা বেশি। কারন হাইয়ার টাইম্ফ্রেম এ মারকেট মেনে চলে। আমরা লোয়ার টাইম্ফ্রেম এ ট্রেড নেওয়ার কারনএ ধরা খেয়ে বসে থাকি। অতএব এখন থেকে আপনি যদি হাইয়ার টাইম্ফ্রে দেখে ট্রেড নেন তাহলে আপ্নিও লাভবান হতে পারবেন।

uzzal05
2017-06-15, 04:04 PM
আমাদের ট্রেডার্দের মূল সমস্যা হলো চার্ট ওপেন করে ট্রেড করার জন্য অশ্তির হয়ে যাই। আসলে এতো অস্থির হওয়ার কারনেই আমরা লস এর মুখে পরি। ঠান্ডা মাথায় আমাদের মার্কেট এনালাইসিস করতে হবে। মার্কেট এনালাইসি সঠিক ভাবে করে আমাদের টার্গেট সেট করতে হবে।

maziz6989
2017-06-15, 05:00 PM
আসলে আমরা খালি লাভ খুজি বলেই আমরা বেশির ভাগ সময় লস করি। আমি মনে করি আমরা বেশির ভাগ সময় লাভ না খুজে যদি বেশির ভাগ সময় খুজতাম কিভাবে লস না করে ট্রেড করা যায় তবেই আমাদের উপকার হত সব থেকে বেশি। আমি বলব আগে লস না করতে শিখুন , লাভ এমনিতেই হবে।

Rahat015
2017-06-15, 05:05 PM
মার্কেট এ আপনি কিভাবে লাভ লস করছেন তা নির্ভর করবে আপনার ট্রেডিং প্ল্যান এর উপর। কারন প্রতিটি বাই সেল এর ডিপেন্ড করবে আপনার লাভ নাকি লস। তাই লস থেকে উঠে আসতে আপনাকে যা যা মেনে চলতে হবে তা
১। মার্কেট ধরতে পারা
২। মার্কেট এনালাইসিস করা
৩/ মানি মেনেজমেন্ট
এছাড়া আরো কিছু বিষয় আছে যা মার্কেট বাই সেল এ নজর রাখতে হয়।

KF84
2020-06-27, 08:07 AM
মার্কেট ট্রেন্ডের বিপ্রীত দিকে ট্রেড নিলে সাময়িক ভাল মনে হলেও লসের সম্ভাবনা বেশিই থাকে আর বর্তমানে মার্কেট এখন প্রচুর মুভ করে থাকে ফলে ভাল পিপ্স লসের সম্ভাবনা থেকে যায় । তাই মার্কেট ট্রেন্ডের দিকে ট্রেড নেওয়াই ভাল । আরেকটি জিনিস যা আমরা সচরাচর করে থাকি সেটি হচ্ছে মার্কেট ওপেন করেই ট্রেড এন্ট্রি নিয়ে নিই । আসলে তা না করে প্রতিটি ট্রেড নেওয়ার আগে আমাদের ভেবে চিন্তে এনালাইসিস করে নেওয়া উচিত ।

Mahmud1984fx
2020-06-27, 09:46 AM
ফরেক্সে নতুন অবস্থায় আবেগতাড়িত হয়ে না বুঝেই অনেকে এ্যান্ট্রি দিয়ে থাকে। মানি ম্যানেজমেন্ট ফলো করে না,মার্কেট এ্যানালাইসিস করে না,টেক প্রফিট-স্টপ লস সেট করে না ,মার্কেট ট্রেন্ড লাইন ধরার চেষ্টা করে না এবং লট/ভলিউম ইচ্ছামত নিয়ে ট্রেড করে। যার কারণে লস হতেই থাকে। বার বার লস হওয়ার কারণে অভিজ্ঞতা হয়, তখন উচিত নোট করা কী কারণে লস হচ্ছে,যাতে পরবর্তীতে একই লস না হয়। আমার মনে হয় একসময় লস থাকবে না। তাছাড়া অনেক ট্রেডার শুধু লাভ-লসের দিকে তাকিয়ে কোন নিয়ম কানুন ফলো না করে ট্রেড করায় লস করে থাকে।

samun
2020-06-27, 10:13 AM
ফরেক্স মার্কেটে ট্রেড করার পূর্বে অবশ্যই ভালভাবে মার্কেট এনালাইসিস করতে হবে। এনালাইসিস করার পরও একটু ধৈর্য ধারণ করে মার্কেটের পরিস্থিতি বুঝে ট্রেড করতে হবে। আর অবশ্যই ট্রেড সর্বদা ছোট লটে করা ভালো। লাভ কম হলে ক্ষতি নেই কিন্তু বড় ধরনের লসের হাত থেকে রক্ষা করা যায় একাউন্টকে। তাছাড়া অনেক ভালো ভালো ট্রেডার আছেন যারা বিভিন্ন সময় সিগ্নাল দিয়ে থাকে, সেক্ষেত্রে তাদের সিগ্নাল মেইন্টেইন করা। অর্থাৎ ফরেক্সের যাবতিয় রুলস মেনে চললে অবশ্যই লাভ করা যাবে।

Mas26
2020-06-27, 11:18 AM
ভাই আপনার লস হবার কারন হল আপনার ট্রেডিং স্ট্রেটেজিতে ভুল আছে।আপনি হইত মানি ম্যানেজম্যান্ট মেনে ট্রেড করছেন না।আপনি মনে হইত মার্কেট এনালাইসিস করে ট্রেড ওপেন করছেন না।

mamunjd97
2020-06-27, 12:04 PM
ফরেক্স ভালভাবে জেনে বুঝে শিখে এবং দক্ষতা অর্জন করার পরে বিভিন্ন বিষয়ে এ্যানালাইসিস করে ট্রেড করলে লাভ হওয়ার সম্ভাবনা বেশী । নিয়ম মাফিক ফরেক্সে ট্রেড করলে লাভ না হওয়ার কোন কারণ নেই।

konok
2020-06-27, 12:59 PM
মার্কেট এ্যানালাইসিস করে তারপর যদি ট্রেড করা হয় তাহলে অবশ্যই সফলতা অর্জন করা সম্ভব । যে যত বেশী মার্কেট এ্যানালাইসিস করবে সে তত বেশী সফলকাম হতে পারবে । সুতরাং আমরা সব সময় আগে এ্যানালাইসিস করব তারপর ট্রেড করব তাহলেই আমরা সফলকাম হতে পারব । আপনার লস হবার কারন হল আপনার ট্রেডিং স্ট্রেটেজিতে ভুল আছে।আপনি হইত মানি ম্যানেজম্যান্ট মেনে ট্রেড করছেন না।আপনি মনে হইত মার্কেট এনালাইসিস করে ট্রেড ওপেন করছেন না।

muslima
2020-06-28, 03:02 AM
মার্কেটে দক্ষতা অর্জন করার চেষ্টা করব তাহলেই আমরা লাভবান হতে পারব । ফরেক্সে মানি ম্যানেজমেন্ট আর সময় দেয়ার মাধ্যমে এখান থেকে লাভবান হওয়া যায় । আমি মনে করি যে , ফরেক্সে যে যত ভালো দক্ষ সে তত বেশি পরিমাণে লাভবান হতে পারবে । যদি মার্কেট না বুঝে এবং এনালাইসেস না করে ট্রেডিং করতে শুরু করি তাহলে আপনাকে অবশ্যই লসের মুখে পরতে হবে । তাই আমরা যত বেশি মার্কেট এনালাইসেস করবো তত বেশি আমরা ফরেক্স মার্কেট শিখতে পারবো ।

Hredy
2020-06-28, 07:55 AM
নিজস্ব একটা ট্রেডিং সিস্টেম মেইন্টেন করে এবং অনেক বেশি পরিমাণে ফরেক্স এর বিভিন্ন কৈশল অবলম্বন করেই আমরা ভালো পরিমাণে লাভবান হতে পারি । ফরেক্সে লাভবান হতে হলে বেশি প্রয়োজন কৈশল ও দক্ষতার যথার্থ সুসমন্বয় । যে যত ভালো দক্ষ সে তত বেশি পরিমাণে লাভবান হতে পারবে । লাভবান হতে হলে বিনিয়োগকৃত টাকার যথার্থ ম্যানেজমেন্ট প্রয়োজন ।

IFXmehedi
2020-06-28, 10:25 AM
আমি ফরেক্সে নতুন ।বার বার ট্রেড করএ লস হচ্ছে।আমি কোন ভাবেই প্রফিট করতে পারছি না।যারা সিনিয়র ভাই আছেন প্লিজ কিভাবে ট্রেডিং করলে লাভ করা সম্ভব হবে জানাবেন।

ভাই আমরা জানি ফরেক্স মার্কেটে আমরা যদি আমাদের ট্রেডিং জ্ঞান এবং দক্ষতার সহিত ট্রেডিং করি তাহলে এই মার্কেট থেকে আমরা প্রফিট করতে পারি । আসলে দক্ষতা এবং জ্ঞান ছাড়া এ মার্কেট থেকে প্রফেট করা আমাদের পক্ষে সম্ভব নয় ।প্রাথমিক অবস্থায় মার্কেট খুব জটিল মনে হলেও আপনি যখন ধীরে ধীরে অনুশীলন করবেন তখন ফরেক্স ট্রেডিং আপনার কাছে খুবই চমকপ্রদ বলে মনে হবে এবং এই মার্কেট তখন খুব ভালোভাবে বুঝতে পারবেন । আরে অনুষ্ঠানের মাধ্যমে আপনি যখন আপনার জ্ঞানকে সুপ্রসারিত করবেন তখনই আপনি ফরেক্স ট্রেডিং করে লাভ করতে পারবেন ।

FREEDOM
2020-06-28, 12:02 PM
আমি ফরেক্সে নতুন ।বার বার ট্রেড করএ লস হচ্ছে।আমি কোন ভাবেই প্রফিট করতে পারছি না।যারা সিনিয়র ভাই আছেন প্লিজ কিভাবে ট্রেডিং করলে লাভ করা সম্ভব হবে জানাবেন।

ফরেক্স মার্কেটে ট্রেড করে প্রফিট করতে হলে আপনাকে প্রথমে দক্ষ হতে হবে কারন দক্ষতা ছারা প্রফিট করা কোনভাবেই সম্ভব নয়। এখন আপনি যদি ফরেক্স সম্পর্কে ভালো জ্ঞান অর্জন না করেই ট্রেড করেন তাহলে লস হবেই। এজন্য আগে ভালো করে ফরেক্স শিখুন, ভালো মার্কেট এনালাইসিস জানুন, রিস্ক ম্যানেজমেন্ট কিভাবে করে লস এড়ানো সম্ভব এগুলো জেনে ট্রেড করা উচিত।

Starship
2020-06-28, 12:29 PM
ফরেক্স মার্কেটে গতিবিধি সম্পর্কে কেউ নিশ্চিতভাবে বলতে পারেন না। এটা অর্জন করতে হলে এই বিষয়ে দক্ষতা অর্জন করতে হবে। তখনি একটি ধারণা নেওয়া যায় যখন মার্কেট সম্পর্কে অনেক দিন ধরে তদারকি করা, মার্কেট সম্পর্কে বিশ্লেষণ করা। লস মেনে নেওয়ার মনোভাব ও রিস্ক নিয়ন্ত্রণ করার ক্ষমতা থাকতে হবে। একটা নিদিষ্ট টার্গেট নিয়ে ট্রেড করলে লাভ হবার সম্ভাবণা বেশী থাকে।

Devdas
2020-07-14, 08:00 PM
ফরেক্স এ আমরা আমাদের আবেগের বসতে ট্রেড করে বসি লাভ করার উদ্দেশ্যে। কিন্তু আমরা কখনো ভেবে দেখিনা যে কী করে আমরা ফরেক্স থেকে লাভ করব এবং আয় করব। আয় করার জন্য যা করতে হবে মার্কেট এনালাসিস করে, নিউজ দেখে, সঠিক টার্গেট করে কম লটে কম পয়ারে ট্রেড করা উচিত। এছাড়া মানি ম্যানেজমেন্ট ফলো করে ট্রেড করে আয় করা উচিত। আর সবচেয়ে গুরুত্বপূর্ন বিষয় হল লোভ সামলিয়ে, আবেগ নিয়ন্ত্রন করে, ধৈর্য্য ধরে ফরেক্স করলে সাফলতা এমনিতেই আসবে। ধন্যবাদ।

Md.shohag
2020-07-14, 09:58 PM
অবশ্যই অামাদের মার্কেট ভালোভাবে এ্যানালাইসিস করতে হবে । যে ট্রেডার যত বেশী মার্কেট এ্যানালাইসিস করবে সে তত বেশী লাভবান হতে পারবে । সুতরাং আমরা সব সময় এই ফরেক্স ব্যবসা করার জন্য মার্কেটে দক্ষতা অর্জন করার চেষ্টা করব তাহলেই আমরা লাভবান হতে পারব । অতএব ধৈর্য্য ধারণ করে মার্কেট এনালিসিস , মানি ম্যানেজমেন্ট, আর ফরেক্স এ সময় দেয়ার মাধ্যমে এখান থেকে লাভবান হওয়া যায়।

Fardin02
2020-07-27, 10:26 PM
মার্কেট এ্যানালাইসিস করে তারপর যদি ট্রেড করা হয় তাহলে অবশ্যই সফলতা অর্জন করা সম্ভব । যে যত বেশী মার্কেট এ্যানালাইসিস করবে সে তত বেশী সফলকাম হতে পারবে । সুতরাং আমরা সব সময় আগে এ্যানালাইসিস করব তারপর ট্রেড করব তাহলেই আমরা সফলকাম হতে পারব ।আমি বেশি ভাগ সময়ে লং ট্রেড করি তবে মাঝে মাঝে স্কাল্পিং করি । আমি ফরেক্স মার্কেট থেকে বেশি প্রফিটই করে থাকি এই জন্য ফরেক্স ব্যবসাকে অনেক পছন্দ করি ।

milu
2020-09-08, 10:10 AM
আমার মতে আপনি আপনার ট্রেডিং সিস্টেম তা পরিবর্তন করুন এমন একটা ট্রেডিং সিস্টেম খুজে বের করুন যেটা আপনি ভাল বুঝতে পারেন আর ট্রেডিং সিস্টেম তা হবে এমন আপনি পরপর ৫ টা ট্রেড লস করলে ১ টা ট্রেড লাভ এ গেলে আপনার ৫ টা ট্রেড লস উঠে এসে কিছু লাভ থাকে মানে আমি ১ঃ৫ এ আপনাকে ট্রেড করতে বলছি।আরেকটি জিনিস যা আমরা সচরাচর করে থাকি সেটি হচ্ছে মার্কেট ওপেন করেই ট্রেড এন্ট্রি নিয়ে নিই । আসলে তা না করে প্রতিটি ট্রেড নেওয়ার আগে আমাদের ভেবে চিন্তে এনালাইসিস করে নেওয়া উচিত ।

jimislam
2020-09-08, 04:10 PM
আমার মতে আপনি আপনার ট্রেডিং সিস্টেম তা পরিবর্তন করুন এমন একটা ট্রেডিং সিস্টেম খুজে বের করুন যেটা আপনি ভাল বুঝতে পারেন আর ট্রেডিং সিস্টেম তা হবে এমন আপনি পরপর ৫ টা ট্রেড লস করলে ১ টা ট্রেড লাভ এ গেলে আপনার ৫ টা ট্রেড লস উঠে এসে, আরেকটি জিনিস যা আমরা সচরাচর করে থাকি সেটি হচ্ছে মার্কেট ওপেন করেই ট্রেড এন্ট্রি নিয়ে নিই । আসলে তা না করে প্রতিটি ট্রেড নেওয়ার আগে আমাদের ভেবে চিন্তে এনালাইসিস করে নেওয়া উচিত ।

sss21
2020-09-08, 06:14 PM
আমার মনে হয় মার্কেট এ্যানালাইসিস করে তারপর যদি ট্রেড করা হয় তাহলে অবশ্যই সফলতা অর্জন করা সম্ভব । যে যত বেশী মার্কেট এ্যানালাইসিস করবে সে তত বেশী সফলকাম হতে পারবে । সুতরাং আমরা সব সময় আগে এ্যানালাইসিস করব তারপর ট্রেড করব তাহলেই আমরা সফলকাম হতে পারব ।

Fahmida1
2020-09-10, 12:06 PM
ফরেক্স ট্রেড করতে হলে অবশ্যই ট্রেডিং স্ট্রাটেজি করতে হবে। ফরেক্স নিউজ গুলো অনুসরণ করতে হবে। ফর এক্সের কতগুলো নিয়মাবলী রয়েছে সেগুলো সঠিকভাবে গবেষণা করতে হবে। ডেমো অ্যাকাউন্ট অনুশীলন করতে হবে। মানি ম্যানেজমেন্ট সম্পর্কে ধারণা নিতে হবে। কোন সময়টাতে মুভমেন্ট বেশি হয় সেটা জানা থাকতে হবে। কিভাবে ট্রেডিং করলে ফরেক্স সফল হতে পারব সেদিকে বিবেচনা করতে হবে।

KAZIMAJHARULISLAM
2020-09-10, 03:05 PM
দক্ষতা ও অভিজ্ঞতা ছাড়া ফরেক্স ট্রেডিং করার, কোন মানে হয় না। কেননা যখন আপনি ফরেক্স সম্পর্কে অনভিজ্ঞ এবং অদক্ষ থাকবেন, তখন সঠিকভাবে মার্কেট এনালাইসিস করতে পারবেন না,এবং যেকোন ভুল সিদ্ধান্ত নিয়ে বসবেন। তাই আপনার ক্ষেত্রে নির্দেশনা থাকবে,নিয়মিত ডেমো প্র্যাকটিস করুন,এবং ফোরাম ফলো করার মাধ্যমে, ফরেক্স সম্পর্কে পূর্ণাঙ্গ দক্ষতা এবং অভিজ্ঞতা অর্জন করুন।পরবর্তীতে সেই দক্ষতা ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে, ধৈর্যধারণের মাধ্যমে, সঠিকভাবে মার্কেট এনালাইসিস করে, ট্রেডিং করুন। তাহলেই আপনি ফরেক্স থেকে সফলতার দিকে ধাবিত হবেন।

Fahim420
2020-09-10, 10:22 PM
আপনি যেভাবে ট্রেড করে থাকেন সেটা হলো মার্কেট এর বিপক্ষ নিয়ে ট্রেড নিয়ে থাকেন। এবং মার্কেটে ট্রেড করার আগে মার্কেট ট্রেডিং এনালাইসিস স্ট্রাটিজি সঠিক ভাবে জানতে হবে। যে ট্রেডার যত বেশী মার্কেট এনালাইসিস করবে সে তত বেশী লাভবান হতে পারবে। সুতরাং ধৈয্য ধারণ করে মার্কেট এন্যালাইসিস, মানি ম্যানেজম্যান্ট, আর ফরেক্মে এ সময় দেওয়ার মাধ্যমে এখান থেকে সফলতা ও লাভবান হওয়া যায়।

ABDUSSALAM2020
2020-09-10, 10:26 PM
কিভাবে ফরেক্স ট্রেডিং করলে লাভ সম্ভাবনা বেশি আপনি যদি একজন ফরেক্স ট্রেডার হন তাহলে আপনি ফরেক্স মার্কেট সম্পর্কে জানবেন এবং ফরেক্স সম্পর্কে আপনার বহুৎ অভিজ্ঞতা অর্জন করা প্রয়োজন এবং সকল বিষয় ফরেক্স এর সাথে আপনি থাকেন দীর্ঘদিন যাবৎ তাহলে আপনি ভয়েসে কিভাবে চ্যাট করলে আপনি লাভ করবেন সে বিষয়টি আপনি বুঝতে পারবেন কারণ হলো বৈদেশিক মুদ্রার মার্কেট এখানে বৈদেশিক মুদ্রা বেচাকেনা লেনদেন করা হয় তাই এখানে এই মার্কেটে রাখতে হলে আপনাকে অভিজ্ঞতা সাথে কাজ করতে হবে কোন অভিজ্ঞতা প্রয়োজন আপনার যত অভিজ্ঞতা বেশি হবে আপনি ততই মার্কেট থেকে লাভবান হতে পারবেন আপনি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন।

FRK75
2020-10-24, 04:57 PM
মার্কেট এ্যানালাইসিস করে তারপর যদি ট্রেড করা হয় তাহলে অবশ্যই সফলতা অর্জন করা সম্ভব । যে যত বেশী মার্কেট এ্যানালাইসিস করবে সে তত বেশী সফলকাম হতে পারবে । সুতরাং আমরা সব সময় আগে এ্যানালাইসিস করব তারপর ট্রেড করব তাহলেই আমরা সফলকাম হতে পারব ।

Sun
2020-11-11, 05:48 PM
মার্কেট এ্যানালাইসিস করে তারপর যদি ট্রেড করা হয় তাহলে অবশ্যই সফলতা অর্জন করা সম্ভব । যে যত বেশী মার্কেট এ্যানালাইসিস করবে সে তত বেশী সফলকাম হতে পারবে । সুতরাং আমরা সব সময় আগে এ্যানালাইসিস করব তারপর ট্রেড করব তাহলেই আমরা সফলকাম হতে পারব ।

FRK75
2021-07-04, 07:44 PM
আপনার ট্রেডিং সিস্টেম তা পরিবর্তন করুন এমন একটা ট্রেডিং সিস্টেম খুজে বের করুন যেটা আপনি ভাল বুঝতে পারেন আর ট্রেডিং সিস্টেম তা হবে এমন আপনি পরপর ৫ টা ট্রেড লস করলে ১ টা ট্রেড লাভ এ গেলে আপনার ৫ টা ট্রেড লস উঠে এসে কিছু লাভ থাকে মানে আমি ১ঃ৫ এ আপনাকে ট্রেড করতে বলছি আপনি মাসে ১০ টা ট্রেড করেন বেছে বেছে দেখবেন আপনি এই ১০ টা ট্রেড এর মধ্য ৫ টা লাভ থাকলে আপনি অনেক লাভ করেছেন

EmonFX
2021-07-04, 10:28 PM
আমি ফরেক্সে নতুন ।বার বার ট্রেড করএ লস হচ্ছে।আমি কোন ভাবেই প্রফিট করতে পারছি না।যারা সিনিয়র ভাই আছেন প্লিজ কিভাবে ট্রেডিং করলে লাভ করা সম্ভব হবে জানাবেন।

কোন ট্রেডিং সিস্টেমে ট্রেড করলে লাভ হওয়ার সম্ভাবনা বেশি এটা আসলে এক্সাক্ট করে বলা সম্ভব নয়। তবে আমি মনে করি, ট্রেডিং সম্পর্কে জ্ঞান অর্জন করার পরে প্রোপার এনালাইসিস এর মাধ্যমে সঠিক মানি ম্যানেজমেন্ট মেইনটেইন করে ধৈর্যের সাথে ট্রেডিং করতে পারলে লাভ করা সম্ভব। এর জন্য অবশ্যই নিজস্ব স্ট্রাটেজি তৈরি করতে হবে। আমি শুরুর দিকে শুধুমাত্র টেকনিক্যাল এনালাইসিসের উপর ভিত্তি করেই ট্রেডিং করেছি। তবে তাতে সফলতার পরিমাণ বলতে গেলে একেবারেই নেই। তবে উপলব্ধি করতে পেরেছি যে ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে শুধুমাত্র টেকনিক্যাল এনালাইসিস এর উপর ভিত্তি করেই ট্রেডিং করে মার্কেটে টিকে থাকা সম্ভব নয়। এখন আমি প্রাইজ একশন ট্রেডিং এর উপরে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পাশাপাশি ফান্ডামেন্টাল ও টেকনিক্যাল এনালাইসিস করে ট্রেডিং করে থাকি। ফরেক্স মার্কেট এমন একটা মার্কেটপ্লেস যেখানে শুধুমাত্র একটি স্ট্র্যাটেজির উপরে নির্ভর করে ট্রেডিং করে সফলতা অর্জন করা অনেকটা কঠিন। তাই সফল ট্রেডার হতে হলে অবশ্যই মার্কেট সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান অর্জন করে এবং সকল ধরনের স্ট্রাটেজি ডেভলপ করে সে অনুযায়ী ট্রেডিং করতে হবে।

FRK75
2021-08-25, 10:17 AM
মার্কেট এ্যানালাইসিস করে তারপর যদি ট্রেড করা হয় তাহলে অবশ্যই সফলতা অর্জন করা সম্ভব । যে যত বেশী মার্কেট এ্যানালাইসিস করবে সে তত বেশী সফলকাম হতে পারবে । সুতরাং আমরা সব সময় আগে এ্যানালাইসিস করব তারপর ট্রেড করব তাহলেই আমরা সফলকাম হতে পারব । আপনার লস হবার কারন হল আপনার ট্রেডিং স্ট্রেটেজিতে ভুল আছে।আপনি হইত মানি ম্যানেজম্যান্ট মেনে ট্রেড করছেন না।

Smd
2021-11-19, 11:36 AM
এমন একটা ট্রেডিং সিস্টেম খুজে বের করুন যেটা আপনি ভাল বুঝতে পারেন আর ট্রেডিং সিস্টেম তা হবে এমন আপনি পরপর ৫ টা ট্রেড লস করলে ১ টা ট্রেড লাভ এ গেলে আপনার ৫ টা ট্রেড লস উঠে এসে, আরেকটি জিনিস যা আমরা সচরাচর করে থাকি সেটি হচ্ছে মার্কেট ওপেন করেই ট্রেড এন্ট্রি নিয়ে নিই ।তাহলে আপনি ফরেক্স মার্কেট সম্পর্কে জানবেন এবং ফরেক্স সম্পর্কে আপনার বহুৎ অভিজ্ঞতা অর্জন করা প্রয়োজন এবং সকল বিষয় ফরেক্স এর সাথে আপনি থাকেন দীর্ঘদিন যাবৎ তাহলে আপনি ভয়েসে কিভাবে চ্যাট করলে আপনি লাভ করবেন সে বিষয়টি আপনি বুঝতে পারবেন।

samun
2022-07-25, 12:28 PM
মার্কেট এ আপনি কিভাবে লাভ লস করছেন তা নির্ভর করবে আপনার ট্রেডিং প্ল্যান এর উপর। কারন প্রতিটি বাই সেল এর ডিপেন্ড করবে আপনার লাভ নাকি লস। তাই লস থেকে উঠে আসতে আপনাকে যা যা মেনে চলতে হবে। মার্কেট এনালাইসিস করা, মানি মেনেজমেন্ট ঠিক রাখা এছাড়া আরো কিছু বিষয় আছে যা মার্কেট বাই সেল এ নজর রাখতে হয়। তাছাড়া ট্রেড সর্বদা ছোট লটে করা ভালো। লাভ কম হলে ক্ষতি নেই কিন্তু বড় ধরনের লসের হাত থেকে রক্ষা করা যায় একাউন্টকে। তাছাড়া অনেক ভালো ভালো ট্রেডার আছেন যারা বিভিন্ন সময় সিগ্নাল দিয়ে থাকে, সেক্ষেত্রে তাদের সিগ্নাল মেইন্টেইন করা। অর্থাৎ ফরেক্সের যাবতিয় রুলস মেনে চললে অবশ্যই লাভ করা যাবে।

abdulguffer
2022-07-28, 02:49 AM
ফরেক্স মার্কেটে ট্রেড করে ভাল প্রফিট করতে হলে অবশ্যই ডিসিপ্লিন মেইনটেইন করতে হবে, অবশ্যই ১টার বেশি ট্রেড ওপেন করা যাবেনা,সর্বোচ্চ ১:১০লিভারেজ ব্যবহার করতে হবে তাহলে লোভ সামলাতে পারবেন, ১:৩ অনুপাতে টেক প্রফিট এবং স্টপ লস ব্যবহার করতে হবে।

EmonFX
2022-07-30, 12:05 PM
সফলতা অর্জন করে নিতে হয়। একজন সফল ফরেক্স ট্রেডার হওয়ার জন্য আপনাকে অবশ্যই অনেক পরিশ্রম, সময় ও মেধা খাটাতে হবে। নতুবা আপনি কখনো ফরেক্স ট্রেডার হিসেবে সফল হতে পারবেন না। একজন সফল ট্রেডার হওয়ার জন্য আজ আপনাদের কয়েকটি পরামর্শ দিব।

১। আমাদের মধ্যে অনেকেই আছেন যারা ফরেক্স এ সামান্য কিছু ধারনা নিয়ে একজন ভাল ট্রেডারের সফলতা দেখে তড়িঘড়ি করে ট্রেড শুরু করে। এক্ষেত্রে আমি বলবো আগে আপনি ফরেক্স এর বেসিকটা ভালো করে শিখুন তারপর মিনিমাম 1.2 রিস্ক রেওয়ার্ড এ যে পর্যন্ত ৫০ % ট্রেড এ সফলতা না আসে ডেমো প্রেক্টিচ করুন।
২। অনেকেই কয়েকদিন চর্চা করেই লাইভ একাউন্ট এ ট্রেড শুরু করে দেয় এবং কয়েকদিন এর মধ্যে একাউন্ট জিরো করে নিঃস্ব হয়ে পড়ে। আপনি যদি প্রথম দু-চারদিন ট্রেড এ প্রফিট করে মনে করেন আপনি ফরেক্স শিখে ফেলেছেন, তাহলে ভুল মনে করলেন, কারণ ফরেক্স মার্কেট এ সফলতার একধাপ এগোনোর জন্য আপনাকে প্রচুর পরিমানে চর্চা করতে হবে। নতুবা আপনি সফল ট্রেডার হতে পারবেন না।
৩। অভিজ্ঞ ট্রেডারদের কিছু কিছু পরামর্শ এড়িয়ে চলবেন।অভিজ্ঞ ট্রেডারদের পরামর্শ শুনবেন এটা অবশ্যই ঠিক। তবে কিছু কিছু ট্রেডার যারা নিজেকে অভিজ্ঞ দাবী করে আর আপনাকে ফরেক্স থেকে ১০০ভাগ আয় করার বিভিন্ন পন্থার আকশচুম্বি স্বপ্ন দেখায়।
i. যে জাতিয় তথ্য উপাত্তে কোনো সফলতা আসেনা সেগুলো দেয়া।
ii. কমার্শিয়াল ইন্ডিকেটর, রোবট ইত্যাদি কিনতে বলা।
iii. বিভিন্ন ধরনের স্ক্রিনসর্ট দিয়ে অন্যকে আকৃষ্ট করা, যেগুলো মিলিয়ে দেখলে দেখবেন অনেকটা অবাঞ্চিত ও ভুয়া।
iv. এ ধরনের এক্সপার্ট ট্রেডারদের বিভিন্ন প্ররোচনা থেকে নিজেকে দূরে রাখুন। কারণ এ ধরনের এক্সপার্টরা তাদের উদ্দেশ্য হাসিল করার জন্যই আপনাকে সাহায্যের হাত বাড়াবে।
৪। অন্যের এনালাইসিস/সিগন্যাল দেখে ট্রেড করা থেকে বিরত থাকবেন। অন্যের এনালাইসিস দেখে ট্রেড করবেন তো নিজে সারা জীবন অন্ধ ট্রেডার হিসেবেই থেকে যাবেন।এজন্য নিজে ট্রাই করে এমন একটি স্টেটিজি তৈরি করুন যাতে ট্রেড এ ৭০-৮০ভাগ সফলতা আসে। নিজের সাকসেস স্টেটিজি ছাড়া লাইভ ট্রেড এ আসবেন না।
৫। বেশীর ভাগ ট্রেডারই একসাথে একাধিক পেয়ার এ ট্রেড করে থাকেন যেটা সত্যিই বিপদজনক। সবসময় ১/২টি পেয়ার এ ট্রেড করার চেষ্টা করবেন, তাহলে ওই পেয়ার এর সম্বন্ধে আপনার একটা ভালো আইডিয়া থাকবে এবং খুব সহজে এনালাইসিস ও সিদ্ধান্ত নিতে পারবেন।
৬। আপনার প্রতিটি ট্রেড এ এনালাইসিস করে টেক প্রফিট ও স্টপ লস ব্যবহার করুন, নতুবা যে কোনো সময় আপনি বড় লসের সম্মুখীন হতে পারেন।
৭। অনেক ট্রেডারই আছে যারা মানি ম্যানেজমেন্ট করে না, এতে করে এক সময় নিঃস্ব হয়। ট্রেড করার সময় মানি ম্যানেজমেন্ট ও হিসেব করে ভলিউম ক্রিয়েট করে ট্রেড করুন।

FRK75
2023-04-24, 10:34 AM
নতুন হয়ে থাকেন তবে আপনাকে ট্রেড করার পাশাপাশি অবশ্যই ভালোভাবে ফরেক্স শিখতে হবে। ভালোভাবে ফরেক্স না শিখে আপনি ট্রেড করার কারনে লস করেই চলেছেন। তাই মার্কেটের অ্যানালাইসিস এবয় মানি ম্যানেজমেন্ট করা শিখুন।সঠিকভাবে সাপোর্ট এবং রেসিসটেন্স লেভেল নির্ণয় করা শিখুন। সর্বোপরি ভালোভাবে ফরেক্স শিখুন।স্কাল্পিং করলে অনেক সময়ে লাভ বেশি হয় আবার লং ট্রেড করলে অনেক সময়ে লাভ বেশি হয় । আসলে লাভটা আসে এনালাইসিস এর উপরে থেকে । আমি বেশি ভাগ সময়ে লং ট্রেড করি তবে মাঝে মাঝে স্কাল্পিং করি । আমি ফরেক্স মার্কেট থেকে বেশি প্রফিটই করে থাকি এই জন্য ফরেক্স ব্যবসাকে অনেক পছন্দ করি ।