View Full Version : ট্রেড নেউয়ার আগে এটি একবার ভেবে নিন।
milonkhanfx1993
2016-09-20, 07:37 PM
আজ হিটলার এই কথাটিও ফরেক্স্এর পদে পদে কাজ এ লাগবে।
আমরা লোভ থেকে বিরত থাকব নতুবা সব ই বৃথা।
:rules::rules:
"কোটিবার চিন্তা কর কোনো সিদ্ধান্ত
নেয়ার আগে।
কিন্তু সিদ্ধান্ত নেয়ার পর কখনও পিছনে
ফিরিওনা যদি
কোটিটা সমস্যা আসে"।
__ হিটলার
RUBEL MIAH
2016-09-25, 09:18 PM
ট্রেড করার আগে একটি বার হলেও ভাবা উচিত যে মার্কেটের এখন পরিস্থিতি কি রকমের । সুতরাং আমরা সব সময় । সুতরাং আমরা সব সময় মার্কেট এ্যানালাইসিস না করে ট্রেড করব না তাহলেই আমরা সফলকাম হতে পারব ।
Competitor
2016-12-22, 10:10 PM
আসলে প্রতিটা ট্রেডিং আমাদের জন্য চ্যালেন্জস্বরুপ । আমরা যদি প্রতিটা ট্রেডিং যথার্থ সময় ও ফরেক্স এর নিয়ম অনুযায়ী করি তবে আশা করা যায় যে আমরা খুব ভালো ফলাফল করতে পারব । ফরেক্সে ট্রেডিং করে লাভবান হতে হলে অনেক বেশি পরিমাণে পরিশ্রম ও যথার্থরুপে বিশ্লেষণ প্রয়োজন । যে যত ভালো বিশ্লেষণ করতে পারে সে তত বেশি পরিমাণে বিভিন্ন বিষয়ে দক্ষ হতে পারে ।
FOREX.NB
2016-12-22, 11:05 PM
ট্রেড এ এন্ট্রি নেয়ার আগে আমদের ট্রেড এর শিধান্ত ণিতে হবে মানি ম্যানেজমেন্ট,মার্কেট এনালিসিস,এবং ট্রেড রিস্ক কতটা হবে,কত লতটে ট্রেড অপেন করছি এসকল বিষয়ে আমদের সকল ট্রেডারে ট্রেড এর আগে ভেবে নেয়া উচিত। কারন এসব ক্ষেত্রে ভুলের কারনেই ট্রেড লস হয়।
Nodi roy
2016-12-23, 12:15 AM
যেকনো কাজ করার আগে একটু ভাবতে হয় ফরেক্স এ কাজ করার আগে বা ট্রেড করার আগে ভাবতে হয় যে আমি বাই দিবো না সেল দিবো তা আমার দিকে যাবে কি না সেতা ভেবে ট্রেড বসাতে হবে। তাই বলাযায় ফরেক্স এ ট্রেড বসানোর সময় ভাল করে ভেবে চিন্তে ট্রেড বসাতে হবে।
vampire
2016-12-23, 12:44 PM
ভাই আপনার কথা গুলো আমার খুব ভালো লাগলো।আপনি ঠিক কথা বলছেন কিন্তু বেশির ভাগ ট্রেদাররা মানে না এমন কি আমিও মানতে পারি না আমি চেস্টা করি কিন্তু মার্কেটে সাফলতা পেতে গেলে আপনাকে এই কথা গুলো মানতে হবে।
nazib72
2016-12-24, 09:54 PM
আমাদের প্রত্যেক ট্রেডারের উচিত প্রতিটা ট্রেড দেয়ার আগে ভালো ভাবে বুঝে এবং ভেবে ট্রেডের সীধান্ত নেয়া,ট্রেডের সময় যদি কোনো ভুল হয় তাহলে পরে আর কিছুই করার থাকে না নিজের ক্ষতি নির্ধারিত জেনেও তাকিয়ে দেখা ছাড়া আর কিছু করা যায় না।তাই ট্রেডের আগে নিজের অভিজ্ঞতা কে কাজে লাগিয়ে ট্রেড দিতে হবে।
uzzal05
2017-06-21, 11:21 PM
যা ভেবে করার আগেই ভেবে নেওয়া ভালো। আসলে ফরেক্স এ আপনি ট্রেড ওপেন করে চিন্তা করলে কোন ফল পাবেন না। আপনি ট্রেড দেয়ার আগে সঠিক সিদ্ধান্ত নিন। প্রয়োজনে অনেক সময় নিন। তারপর না হয় টড়েড অপেন করুন।
01797733223
2017-12-30, 11:39 AM
আসলে কোন কাজ করার আগে সেটা চিন্তাভাবনা করে শুরু করাটাই হল বুদ্ধিমানের পরিচয়। কারন ট্রেড বিজনেজ করা সবার পক্ষে সম্ভব না, এর জন্য প্রচুর সাহস ও লোভহীন মনমানসিকতা নিয়ে কাজ করার দক্ষতা থাকতে হবে আপনার মধ্যে, তানাহলে লসের সম্ভাবনা থেকে যায়। সুতরাং ট্রেড নেওয়ার আগে একবার অন্তত ভেবে নিন যে আপনার এনালাইসিস এবং মানি ম্যানেজম্যান্ট ঠিক আছে কি না।
expkhaled
2017-12-30, 02:23 PM
ফরেক্স ট্রেডিং এর জন্য এ কথা একদম ঠিক নয়। তাহলে আপনি যখন লস করবেন সেটা ঠেকাতে পারবেন না। অাপনার এনলাইসিস ভূলের কারনে যদি আপনি আপনার লসের ট্রেড বন্ধ না করেন তাহলে আপনি ভূল করবেন। ফরেক্স মার্কেট আগে থেকেই কখনও বোঝা যায় না পরের সেকেন্ড এ কি হবে, সুতরাং যদি দেখেন কোন ট্রেডের গতি পরিবর্তন হচ্ছে এবং আপনার লস হচ্ছে অবশ্যই সেই ট্রেড কে ক্লোজ করে দিতে হবে নতুবা আপনি বেশী পরিমানে লসে সম্মুখীন হবেন হয়তো বা সেটা রিকভার নাও হতে পারে আর কখনও।
Mamun13
2018-05-28, 11:08 PM
পৃথিবী বিখ্যাত হিটলার সাহেবের এই মহামূল্যবান উক্তিটি দিয়ে আমাদেরকে অনুপ্রেরণা ও উৎসাহিত করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ৷আমরা আসলেই ফরেক্স মার্কেটে লোভে পরেই ট্রেড করি৷তাই লোভের মোহে অন্ধ হয়ে এই ভাবে এলোমেলো এন্ট্রি করি ফলে লস গুনতে গুনতে একসময় মার্কেট থেকেই পালিয়ে যেতে বাধ্য হই৷অথচ একবারও ভাবিনা আমরা কেন এন্ট্রি করছি ? আমাদের এনালাইসিস গুলো সঠিক না ভুল ? ফান্ডামেন্টাল এনালাইসিস কি বলছে ? টেকনিক্যাল এনালাইসিস গুলো সঠিকভাবে হচ্ছে কিনা ? মার্কেটে ট্রেডারদের সেন্টিমেন্ট এই মুহুর্তে কি ধরনের রয়েছে ? আমার একাউন্টের ব্যালেন্স অনুসারে মানি ম্যানেজমেন্ট সঠিক ভাবে হচ্ছে কিনা ? Risk reward ratio যথাযথ ফললো করছি কী না ?...ইত্যাদি অনেক বিষয় রয়েছে যেগুলো আমাদের খুব ভালোভাবে ভেবেচিন্তে মাথা ঠান্ডা করে সিদ্ধান্ত নেওয়ার পর ট্রেড করা উচিত৷পেশাদার প্রতিষ্ঠিত ট্রেডারগন সকল বিষয়গুলো অত্যন্ত মনোযোগের সাথে সিদ্ধান্ত নেওয়ার পরেই ট্রেডে এন্ট্রি করে থাকেন৷
shohedullaearn
2023-07-27, 03:30 PM
ভাই যেমন বলেছেন ট্রেডিং করার আগে দুইবার ভেবে নেয়া উচিত সকলের কারণ কি মার্কেট কখন কি রকমের হয়ে যাবে কেউ বলতে পারেনা। এখন দেখছেন একরকম হঠাৎ করে দেখবেন লোক চেঞ্জ করে ফেলেছে মার্কেট। এজন্য ট্রেড নেয়ার আগে দুইবার ভেবে নিন।
Ajifakhan18
2024-11-18, 02:16 AM
ট্রেড নেওয়ার আগে ভালোভাবে চিন্তা-ভাবনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ট্রেডিংয়ে ঝুঁকি সবসময় থাকে, তাই আবেগের পরিবর্তে যুক্তি ও বিশ্লেষণ দিয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত। বাজারের বর্তমান অবস্থা, আর্থিক লক্ষ্য এবং ঝুঁকির সামর্থ্য বিবেচনা করুন। যথাযথ স্ট্র্যাটেজি ছাড়া ট্রেড করা ক্ষতির সম্ভাবনা বাড়ায়। তাই প্রতিটি ট্রেডের আগে সঠিক তথ্য সংগ্রহ, টেকনিক্যাল ও ফান্ডামেন্টাল বিশ্লেষণ করুন। অতিরিক্ত লোভ বা ভয় থেকে দূরে থাকুন এবং ট্রেড নেওয়ার আগে স্টপ লস ও টার্গেট প্রাইস নির্ধারণ করুন। মনে রাখবেন, সফল ট্রেডার হতে হলে ধৈর্য, শৃঙ্খলা এবং নিয়মিত শিখতে থাকা অপরিহার্য। পরিকল্পনা ছাড়া ট্রেড নয়।
Powered by vBulletin® Version 4.1.9 Copyright © 2025 vBulletin Solutions, Inc. All rights reserved.