PDA

View Full Version : নিউজ রিলিজের সময় আমি ট্রেড করলেই লস।আপনি õ



milonkhanfx1993
2016-09-20, 10:27 PM
নিউজ রিলিজের সময় আমি ট্রেড করলেই লস।আপনি কিভাবে করেন সেটা যদি আপনার মত করে আমাদের বলতেন হয়ত আমরা সকলে উপকৃত হতাম,আপনার জানার পরিধি কমবেনা বরং আমাদের যারা কম জানি তাদের কিছু জ্ঞান বৃদ্ধি পায় এই আর কি। দয়া করে আপনার মত করে সম্পূর্ণ টা লিখবেন,ট্রেড এর এন্ট্রি ডিসিশন থেকে শুরু করে প্রত্যেকটি স্টেপ।

RUBEL MIAH
2016-12-21, 03:03 PM
আমরা নিউজ রিলিজের সময় মার্কেট ডেমো ট্রেডের মাধ্যমে এ্যানালাইসিস করতে পারি । যে ট্রেডার নিউজ রিলিজের সময় ট্রেড করে সে তো দক্ষতাবান ট্রেডার হতে পারে না । অতএব আমরা কখনোই এ্যানালাইসিস ছাড়া ট্রেড করতে যাবো না তাহলেই আমরা সমস্যায় পড়ে যেতে পারি । আর আপনারাও মার্কেট বেশী সময় এ্যানালাইসিস করতে থাকবেন ।

shohanjacksion
2017-01-22, 12:43 PM
অধিকাংশ ট্রেডারই নিউজ রিলিজ টাইম এর পূর্বে ট্রেড করেন না। কারন ফরেক্স একটি বিশাল অর্থনৈতিক মার্কেট এবং ফান্ডামেন্টাল এনালাইসিস খুবই কঠিন। আপনি নিউজ রিলিজ টাইম এর 5 মিনিট পরে মার্কেট মোভমেন্ট দেখে একটি ট্রেন্ড লাই ধরে ছোট্র লটে ট্রেড ওপেন করতে পারেন। তবে লাভের জন্য আবেগের বশিভুত হয়ে ট্রেড না করাই ভাল।

riponinsta
2017-01-22, 06:06 PM
আমার মতে যারা নিউজ টেড করে না তাদের নিউজ এর সময় টেড না করাই ভাল আপনি যদি নিউজ টাইম এ টেড করতে চান তা হলে আপনি ভাল একটা নিউজ টেড ইং সিস্টেম খুজে বের করে টেড করুন দেখবেন অনেক লাভ করতে পারবেন তাই এখন আপনি চিন্তা করুন আপনি এখন কি টেড করবেন আপনি যদি নিউজ টেড করতে চান তা হলে ডেমো তে চেচতা করুন লাভ হবে

Mamun13
2017-11-11, 07:18 PM
যারা একেবারেই নতুন,অনভিজ্ঞ ও শিক্ষার্থী ট্রেডার তাদের উচিৎ নিউজ আওয়ারের সময় ডেমোতে দীর্ঘদিন প্র্যাকটিস করে করে মার্কেটে প্রাইস মুভমেন্ট ও নিউজের ইমপেক্ট গুলো পরিষ্কার ভাবে দেখা,বুঝা,এনালাইসিস করা৷নিউজ আওয়ারে শুধুমাত্র দক্ষ ও অভিজ্ঞ ট্রেডারগণই প্রফিটেবল ট্রেড করে থাকেন৷কারন দীর্ঘদিনের অভিজ্ঞ ট্রেডারগণই মার্কেট সেন্টিমেন্ট পরিষ্কার বুঝতে পারেন তাই তারা ঐ নিউজ আওয়ারে সঠিক ভাবে ট্রেডে এন্ট্রী করতে পারেন৷

md mehedi hasan
2020-10-29, 10:16 AM
ফরেক্স মার্কেটে ট্রেড করার একটি পরিচিত কৌশল হলো নিউজ ট্রেড।নিউজ রালিজের সময় ট্রেড করলে লস হয়।তারমানে আপনি নিউজ ট্রেড স্ট্রেজি ভালোভাবে আয়ত্ব করতে পারেন নি।আমি নিউজ ট্রেড করি তবে সবসময়ই নয়।মাসে কয়েকটি পিয়ারের উপর পাচ থেকে ছয়টি নিউজ ট্রেন্ড করি।আমি একটু নিউজষট্রেডে উন্নতি করতে পেরেছি।যখন নিউজ প্রকাশ পায় তার বিশ মিনিট আগে আমি ডেলী ও চার ঘন্টা টাইম ফ্রেম টেকনিক্যাল এনালাইসিস করি।যদি দেখি আমার এনালাইসিস যদি বাই মনে হয় তাহলে বাই পেন্ডিং অর্ডার একটি সেফ জনে সেট করি আর সেল হলে সেল পেন্ডিং অর্ডার সেট করি।

zubair
2021-01-31, 02:32 PM
ট্রেন্ড লাইন একেঁ একেঁ আমরা আমাদের ট্রেডিং চার্টে ডাউন ট্রেন্ড বা আপট্রেন্ড অথবা রেন্জিং লেভেলগুলো চিহ্নিত করতে পারি৷ট্রেন্ড লাইন টেকনিক্যাল এনালাইসিসের জন্য সর্বদা ব্যাবহৃত হয়ে থাকে৷এজন্য আমাদেরকে অবশ্যই সাপোর্ট/রেসিসট্যান্স লেভেলগুলো পরিষ্কার ভাবে চিনতে হয়৷নতুবা এই ট্রেন্ড লাইন সঠিকভাবে ব্যাবহার করা সম্ভব নয়৷