PDA

View Full Version : আপনি কি পেন্ডিং অরডার দিয়ে বেশি ট্রেড করে÷



milonkhanfx1993
2016-09-20, 11:31 PM
আপনি কি পেন্ডিং অরডার দিয়ে বেশি ট্রেড করেন? এটি আমার নিজের প্রশ্ন কারন অনেক সময় দেখি আমি ট্রেড দিলেই উলটা দিকে মুখ করে থাকাই থাকে মার্কেট তখন ভাবি পেন্ডিং অরডের কেমন কাজে লাগে।

আপনাদের মুল্যবান মতামত আমাদের মত নতুন্দের অনেক কাজে লাগবে বলে আশা করি। ::profit::

md mehedi hasan
2016-11-03, 02:29 PM
ফরেক্স মার্কেটে আমি প্রথম যখন ট্রেড করি তখন আমি সরাসরি প্রতিটি ট্রেড ওপেন করতাম।এতে করে আমি অনেক ট্রেডে অনাকাঙ্খিত ভাবে লস করেছি।পরে আমার বড় ভাইয়ের কথায় পেন্ডিং অর্ডার দিয়ে ট্রেড করতে থাকি।বর্তমানে আমর ১০ টি ট্রেডের মধ্যে প্রায় ৬ থেকে ৭ টি ট্রেড পেন্ডিং অর্ডার দিয়ে অপেন করি।পেন্ডিং অর্ডার দিয়ে ট্রেড করলে রিক্স কম থাকে।

RUBEL MIAH
2016-11-12, 04:53 PM
মাঝে মাঝে আমি পেন্ডিং অর্ডার দিয়ে ট্রেড করে থাকি কারণ অনেক সময় লাভবান হতে পেরেছি । সুতরাং আমরা আগে দক্ষতা অর্জন করব তারপর এই ব্যবসা শুরু করব তাহলেই আমরা লাভবান হতে পারব । আর পেন্ডিং অর্ডার বুঝে শুনে দেওয়ার চেষ্টা করব তাহলেই আমরা লাভবান হতে পারব । সুতরাং আপনারাও আগে দক্ষতা অর্জন করুন তারপর এই ব্যবসা করুন অবশ্যই সফলকাম হতে পারবেন ।

instasaiful
2016-11-18, 08:24 PM
পেণ্ডিং অর্ডারের কথা শুনেছি। তবে কখনো দেয়নি।তার সুবিধাও জানি। কিন্তু এখনোও প্রয়োজন হয়নি । দেখি কবে তার প্রয়োজন পড়ে। সবে মাত্র তো ট্রেড করা শুরু করছি । এখনও শুধু লস গুনেয় যাচ্ছি।

maziz6989
2016-12-29, 10:32 PM
আসলে মার্কেট এ অনেকেই অনেক ভাবে ট্রেড করে থাকে । কেউ ট্রেড করে পেন্ডিং অর্ডার সেট করে আবার কেউ করে সরাসরি ট্রেড এন্ট্রি দিয়ে। তাই আমি বলি কি নিজের সিস্টেম নিজের মত করে দাড় করান। অন্যের সিস্টেম থেকে ধার করতে গেলে আখেরে পস্তাতে হতে পারে। তাই নিজের বুদ্ধিতে চোর সাজেন তাও উত্তম।

msisohel
2017-01-05, 09:41 PM
আমার মতে ফরেক্স ব্যবসায় সফল হতে হলে আগে ডেমোতে বা রিয়েল একাউন্টে নিয়মিত ট্রেড করতে হবে। তবে অবশ্যই তা কম ভলিউমের ট্রেড হলে ভালো হয় অর্থাৎ ঝুঁকি কম হয়। পেন্ডিং বা তাৎক্ষণিক যে অর্ডারই হোক না কেন তার সফলতা নির্ভর করবে আপনার বাজার ও বাজারের ট্রেন্ড বিশ্লেষণ দক্ষতার উপর।

riponinsta
2017-01-14, 03:47 PM
আমি পেন্ডিং অডার দিয়ে বেশি টেড করি না কারন পেন্ডিং অডার আমার টেড ইং সিস্টেম এর সাথে যাই না । আমি যখন নিউজ টেড করি তখন আমি এক সাথে ২ টা বাই আর সেল পেন্ডিং অডার এ ওপেন করি । এই ভাবে আমি পেন্ডিং অডার দিয়ে নিউজ টেড করি তা ছাড়া আমার পেন্ডিং অডার খুব একটা কজে আশে না আমার ফরেক্স মার্কেট এ ।

tuhinivy
2017-02-01, 09:24 PM
অনেক আগে আমি পেন্ডিং অর্ডার দিয়ে ট্রেড করতাম। কিন্তু সে ক্ষেত্রে বেশির ভাগই লস হত। কিন্তু যখন থেকে ট্রেন্ড ফলো করে ট্রেড করা শুরু করলাম, কখন থেকে আর লসের মুখ দেখতে হয়নি। গত তিন মাসে আমার একটিও ট্রেড লসে ক্লোজ হয়নি। গতমাসে মানে জানুয়ারী-২০১৭ তে আমি মোট ৫৬০ পিপস্* টেক প্রফিট নিয়েছি।

edottc
2017-02-01, 10:50 PM
ফরেস্ক মার্কেটের জন্য আমি একে ভারে নতুন তা্ই আমি পেনি্ডং অর্ডার দিয়ে ট্রেড করি নাই তবে প্রয়োজন হলে অবশ্যই ট্রেড করবো যদি এতে আমার প্রফিট তাহলেতো ভাল্*

FxShuvo
2017-02-05, 12:45 PM
ফরেস্ক মার্কেটের জন্য আমি একে ভারে নতুন তা্ই আমি পেনি্ডং অর্ডার দিয়ে ট্রেড করি নাই তবে প্রয়োজন হলে অবশ্যই ট্রেড করবো যদি এতে আমার প্রফিট তাহলেতো ভাল্*

ভবিষ্যতে কোন একটি সময়ে বা একটি নির্দিষ্ট প্রাইসে উপরে বা নিচে স্বয়ংক্রিয় ভাবে বাই বা সেল অর্ডার অর্ডার প্রাদান করা হল পেন্ডিং অর্ডার। ইন্সটাফরেক্সের প্ল্যাটফর্মে আপনি পেন্ডিং অর্ডারের চার অপশন দেখতে পাবেন।
বাই স্টপ (Buy Stop) হল বর্তমান মার্কেট প্রাইস থেকে উপরে একটি নির্দিষ্ট প্রাইসে পেন্ডিং বাই অর্ডার প্রদান করা।
বাই লিমিট (Buy limit) হল বর্তমান মার্কেট প্রাইস থেকে নিচে একটি নির্দিষ্ট প্রাইসে পেন্ডিং বাই অর্ডার প্রদান করা।
সেল স্টপ (Sell Stop) হল বর্তমান মার্কেট প্রাইস থেকে নিচে একটি নির্দিষ্ট প্রাইসে পেন্ডিং সেল অর্ডার প্রদান করা।
সেল লিমিট (Sell Limit) হল বর্তমান মার্কেট প্রাইস থেকে উপরে একটি নির্দিষ্ট প্রাইসে পেন্ডিং সেল
কিভাবে অর্ডার এবং পেন্ডিং অর্ডার সেট করবেন তার ভিডিও টিউটোরিয়ালটি দেখার জন্য নিচের এই লিঙ্কটি অনুসরন করুন-

https://www.instaforex.com/bd/video_trading_with_instaforex
ধন্যবাদ

Momen
2017-07-22, 10:51 AM
আমি মূলত পেন্ডিং অর্ডার কম ব্যবহার করে থাকি। তবে পেন্ডিং অর্ডার থেকেও ট্রেড এ প্রফিট করা যায় খুব সহজেই। তবে এর জন্য আপনাকে মার্কেটের মুভমেন্ট সম্পর্কে ধারনা রাখতে হবে। মার্কেট সম্পর্কে না জানলে আপনি পেন্ডিং/সরাসরি কোনো ট্রেড এই প্রফিট করতে পারবেন না।

shohanjacksion
2017-08-04, 11:52 PM
আপনি কি পেন্ডিং অরডার দিয়ে বেশি ট্রেড করেন? এটি আমার নিজের প্রশ্ন কারন অনেক সময় দেখি আমি ট্রেড দিলেই উলটা দিকে মুখ করে থাকাই থাকে মার্কেট তখন ভাবি পেন্ডিং অরডের কেমন কাজে লাগে।

আপনাদের মুল্যবান মতামত আমাদের মত নতুন্দের অনেক কাজে লাগবে বলে আশা করি। ::profit::

ভাই, আপনি খুবই গুরুত্বপূর্ণ একটি পোষ্ট দিয়েছেন। আশাকরি এই পোষ্টটি অনেকের খুব কাজে দিবে।আমি সব সময় মার্কেটে পেনডিং অর্ডার দিয়ে ট্রেড করি। উদাহরণ সরুপ বলতে চাই যে, যদি ২০ টি পেন্ডিং অর্ডার ওপোন করি তবে তার মধ্যে প্রায় ৫-৭ টি অর্ডার ওপেন হয় আর বাকীগুলো প্রদেয় প্রাইজ পর্যন্ত যায়না । ওপেন হয়ে যাওয়া ৫-৭ টি এর মাঝে প্রায় সব সময় আমি প্রফিট করে থাকে। তবে , গড়ে আমি ৮৫% ট্রেড সফলভাবে করতে পারি।পেন্ডিং অর্ডার দিয়ে ট্রেড করলে নিরাপদ। তবে, মানি ম্যানেজমেন্ট অবশ্যই বাঞ্জনীয়।

mahbubhb
2017-08-19, 06:52 AM
পেন্ডিং অর্ডার ইনস্টা ফরেক্সের একটি বিশেষ পদ্ধতি। যেখানে একজন ট্রেডার তার মনের ইচ্ছেমতো মুল্যে অগ্রিম বুকিং দিয়ে থাকেন। যদি কোন ট্রেডার মনে করে কোন একটির মুল্য সেই দামে কিনে রাখবে আর কোন একটি দামে ক্লোজ করে দিবে। এজন্য পেন্ডিং অর্ডার খুবই জনপ্রিয় ও কার্যকর পদ্ধতি। আমিও পেন্ডিং অর্ডার দিয়ে মাঝে মাঝে ট্রেড করি।

Mas26
2022-03-26, 11:03 AM
ফরেক্স মার্কেটে পেন্ডিং অর্ডার টা খুবই গুরুত্বপূর্ণ আসলে আপনার এতে ঝুঁকির পরিমাণ অনেক ক্ষেত্রে কমে যায়। আপনি আপনার ধারণার উপর ডিপেন্ড করে অনেক সময় মার্কেটের মুভমেন্ট বুঝতে পারছেন এবং সেই মুভমেন্টে যদি আপনি ট্রেড করতে চান তাহলে আপনি আগে থেকেই পেন্ডিং অর্ডার বসাতে পারেন। এক্ষেত্রে আপনি buy-sell পুরোটাই পেন্ডিং অর্ডার বসাতে পারবেন এটার চারটা ক্ষেত্র আছে ৪ ভাবে আপনি এখানে পেন্ডিং অর্ডার বসাতে পারেন। যেকোনো ইচ্ছা অনুযায়ী আপনি যেখানে সেখানে পেন্ডিং অর্ডার বসাতে পারেন নিম্নে আলোচনা করা হলঃবাই স্টপ (Buy Stop) হল বর্তমান মার্কেট প্রাইস থেকে উপরে একটি নির্দিষ্ট প্রাইসে পেন্ডিং বাই অর্ডার প্রদান করা।
বাই লিমিট (Buy limit) হল বর্তমান মার্কেট প্রাইস থেকে নিচে একটি নির্দিষ্ট প্রাইসে পেন্ডিং বাই অর্ডার প্রদান করা।
সেল স্টপ (Sell Stop) হল বর্তমান মার্কেট প্রাইস থেকে নিচে একটি নির্দিষ্ট প্রাইসে পেন্ডিং সেল অর্ডার প্রদান করা।
সেল লিমিট (Sell Limit) হল বর্তমান মার্কেট প্রাইস থেকে উপরে একটি নির্দিষ্ট প্রাইসে পেন্ডিং সেল।
আপনি এই চারটি মাধ্যমে পেন্ডিং অর্ডার বসাতে পারেন এবং এখানে buy-sell নির্দিষ্ট স্থানে পেন্ডিং অর্ডার বসিয়া আপনি এখান থেকে আপনার ট্রেডিং এর ঝুঁকি কমাতে পারেন এবং ভাল প্রফিট করতে পারবেন।

jasminbd
2022-07-17, 02:24 PM
পেন্ডিং অর্ডার হল কোন ট্রেডার কোন একটি কারেন্সি পেয়ারে একটি ট্রেড নির্দিষ্ট প্রাইসে গেলে সেখানে ট্রেডটি ওপেন করার জন্য ব্রোকারকে অনুরোধ জানানো। একটি উদাহরণ এর সাথে বিষয়টি বুঝে নেওয়া যাক। ধরুন আপনি eur/usd পেয়ায়রে ট্রেড এটি পেন্ডিং অর্ডার করতে চান এখন আপনাকে স্থির করতে হবে যে প্রাইস কোন লেভেলে গেলে আপনার অর্ডারটি ওপেন হবে। এখন আপনি ধরুন eur/usd পেয়ারে বর্তমান প্রাইস হল ১.২০০০ এখন আপনি চান যে প্রাইস ১২৫০ তে গেলে সেখানে একটি ট্রেড ওপেন হবে। আর প্রাইস যদি বাড়তে বাড়তে সেই প্রাইস চলে যায় তাহলে সেখানে একটি স্বয়ংক্রিয়ভাবে একটি ট্রেড ওপেন হয়ে যাবে। এই ক্ষেত্রে সারাদিন আপনাকে কম্পিউটার এর সামনে বসে থাকতে হবে না। কম্পিউটার বন্ধ থাকলে ও ট্রেডারের ট্রেডটি ওপেন হয়ে যাবে।