PDA

View Full Version : নতুন্দের দুঃখ



shariful
2016-09-21, 12:29 PM
আমরা যারা নতুন তারা আসলে দিক খুজে পায়না যে কোথা থেকে শুরু করব আর কোথায় গিয়ে এই যাত্রা একটু শেষ এর দেখা পাবো । আমারা জানতে চাই। কারন এখন অনেকেই এই সুযোগের সদব্যাবহার করছে।

milonkhanfx1993
2016-09-23, 10:30 PM
আমিও নিজেই কুল কিনারা পায় না তবে যদি খুব শুরু থেকে শুরু করেন তবে প্রাথমিক ভাবে আপনি ব্যাসিক বই গুলো পরে ফেলতে পারেন তার পর প্যাটারন সহ ক্যন্ডালিস্টিক এমনকি আপনার কালেকশন গুলো পড়ুন তারপরে এখানেউ অনেক বিষয় আছে।

milonkhanfx1993
2016-09-25, 12:46 AM
আমরা যারা নতুন তারা আসলে দিক খুজে পায়না যে কোথা থেকে শুরু করব আর কোথায় গিয়ে এই যাত্রা একটু শেষ এর দেখা পাবো । আমারা জানতে চাই। কারন এখন অনেকেই এই সুযোগের সদব্যাবহার করছে।

প্রথমে পাবেন আনন্দ। কিসের আনন্দ জানেন? সেটা হল লাভ বা প্রফিড় করার আনন্দ এর পর যদি সেটা চালিয়ে যেতে পারেন তবে ভাল নতুবা লস এর যন্ত্রনা ভোগ করতে হবে। কারন এটা ফরেক্স মার্কেট এর তিক্ততা আর সত্য কথা।

RUBEL MIAH
2016-09-30, 04:34 PM
নতুনদের দু:খ হল তারা যখন লস করে তারা তখনই দু:খ অনুভব করে । কিন্তু তারা বিশ্লষণ করেন না যে , কি কারণে তাদের লসে পড়তে হল ? এই চিন্তা যারা করে তাদের আর দু:খ পোহাতে হয় না । সুতরাং আমরা সব সময় এই ফরেক্স ব্যবসা করার আগে দক্ষতা অর্জন করার চেষ্টা করব তাহলেই আমরা সফলকাম হতে পারব ।

shariful
2016-10-02, 03:30 PM
নতুনদের দু:খ হল তারা যখন লস করে তারা তখনই দু:খ অনুভব করে । কিন্তু তারা বিশ্লষণ করেন না যে , কি কারণে তাদের লসে পড়তে হল ? এই চিন্তা যারা করে তাদের আর দু:খ পোহাতে হয় না । সুতরাং আমরা সব সময় এই ফরেক্স ব্যবসা করার আগে দক্ষতা অর্জন করার চেষ্টা করব তাহলেই আমরা সফলকাম হতে পারব ।
নিজের টাকা ডিপোজিট করাই এবং বার বার লস করতে কার ই বা ভালো লাগে তবে সেক্ষেত্রে যারা নতুন কিন্তু লোভে পরে তাড়াতাড়ি করেই ফরেক্স এ চলে এসেছেন তারা এই কষ্টের মধ্যে পরেন

MoinFX
2016-10-03, 06:27 PM
ফরেক্স মার্কেটে যারা নতুন তাদের দঃখের শেষ থাকেনা কারন ফরেক্স মার্কেটে যারা নতুন ট্রেড করে তারা লস আর রস ছাড়া কিছুই জানেনা। আমি মনে করি মনযোগদিয়ে ডেমোট্রেড করা।

md mehedi hasan
2016-11-02, 03:12 PM
আসলে যারা ফরক্স মার্কেটে নতুন বা ফরেক্স করার চিন্তা করছেন তাদের উচিত হবে ফরক্স মার্কেট বিষয়ে সামান্য ধারনা নিয়ে বুঝেশুনে এই মার্কেটে প্রবেশ করা।ফরক্স মার্কেটে যারা নতুন আমি তাদের বলবো প্রথমে আপনারা মনযোগ দিয়ে কমপক্ষে ১ বছর ডেমো প্রাকটিস করতে হবে।এর সাথে সাথে ফরেক্স বিষয়ে বিভিন্ন ধরনের বই পড়তে হবে এবং বিভিন্ন ধরনের কৌশল ডেমো প্রাক্টিস এর সময় প্রয়োগ করতে হবে।এভাবে ফরক্স মার্কেটে আপনার দক্ষতা বৃদ্ধি কতে হবে।

InstaForex Sushantay
2016-11-08, 05:23 PM
আমরা যারা নতুন তারা আসলে দিক খুজে পায়না যে কোথা থেকে শুরু করব আর কোথায় গিয়ে এই যাত্রা একটু শেষ এর দেখা পাবো । আমারা জানতে চাই। কারন এখন অনেকেই এই সুযোগের সদব্যাবহার করছে।

সুহৃদ, বাংলাদেশী ট্রেডারদের ফরেক্স এ অভিজ্ঞ করার জন্য এই ফোরামটি খোলা হয়েছে। এই ফোরামটি সরাসরি ইন্সটাফরেক্স দ্বারা পরিচালিত। আপনাদের ফরেক্স ট্রেডিং এবং ইন্সটাফরেক্স ব্রোকার নিয়ে কোন সমস্যা থাকলে আমাদেরকে বলুন।
আর আপনাকে উপদেশ দিচ্ছি যে, ইন্সটাফরেক্স কোম্পানির বিশেষজ্ঞ দ্বারা প্রকাশিত তথ্য মেনে চলার। এরফলে অাপনি আন্তর্জাতিক মুদ্রা বাজারের অবস্থান সম্পর্কে সঠিকভাবে এবং স্পষ্টভাবে অনুমান করতে পারবেন। আপনি অনুগ্রহ করে নিন্ম লিংকটি অনুসরন করে ইন্সটাফরেক্স এর ওয়েবসাইট থেকে সর্বশেষ শীর্ষস্থানীয় খবর/সংবাদ, পর্যালোচনা, দিনপঞ্জিকা এবং ফরেক্স টিভি উপভোগ করুন।
https://www.instaforex.com/bd/forex_analytics.php
ইন্সটাফরেক্স: সবসময় এক ধাপ এগিয়ে! ইন্সটাফরেক্স এর সাথেই থাকুন। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

riponhosen
2016-11-08, 07:16 PM
আমার কাছে মনে হয় নতুনদের জন্যে ফরেক্স মার্কেট এ লস টাই দুঃখ ।কারন নতুনদের অল্প লস গেলেও মেনে নিতে কস্ট হয় ।কিন্তু তারা ভাবে না যে কি কারনে সে লস করলো ।কেউ যদি ভাল করে ডেমো প্রাক্টিস করে ফরেক্স মার্কেট শুরু করে তাহলে সে নতুন হলেও আমার মনে হয় তার দুঃখ হবে না কারন সে লস খাবে না ।তাই ফরেক্স এ আসার আগে প্রচুর পরিমানে ফরেক্স সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে ।

sohrab
2016-11-08, 07:33 PM
ফরেক্স মার্কেটে প্রতিনিয়তই নতুন নতুন ট্রেডার যোগ হচ্ছে । নতুনরা মার্কেটে আসার পর কি করবে বুঝে পপায় না । অনেকে না বুঝেই ট্রেড করে আবার ট্রেড করার পর কি করবে তাও বুঝে পায় না । অনেকে লোবে পড়ে বড় ট্রেড করে । কেউ কেউ আবার ট্রেড ক্লোজ করতে আস্থা পায়না । সব মিলিয়ে নতুনদের দুঃখ বেশী ।

Mamun13
2017-10-25, 09:08 PM
যারা একদম নতুন শিক্ষার্থী,কোথা থেকে কীভাবে শুরু করবেন,কিছুই জানেন না,তাদের কে বলবো-এই ফোরামে আমার লেখা 'ধারাবাহিক লেসন' গুলো প্রথমে ভালো করে মনযোগ দিয়ে পড়ে নিবেন৷বুঝতে কষ্ট হলে ঐ নির্দিষ্ট থ্রেডেই যথোপযুক্ত প্রশ্ন রাখবেন,অবশ্যই মন্তব্য লিখবেন৷আমি 100% নিশ্চিত যে আমার এই 'ধারাবাহিক লেসন' গুলো পড়ে অবশ্যই নতুনদের বিশেষ উপকার হবে,সঠিক পথ পাবেন(এজন্য আমাকে আলাদা ফী দিতে হবে না)৷আমিও প্রথমে নতুনই ছিলাম ও খুব দুঃখ-কষ্ট করে গত ৪ বছর যাবৎ শিখেছি৷তাই নতুনদের এসব দুঃখ-কষ্ট দূর করার জন্যই আমার এই বাস্তব সম্মত,সঠিক,কার্যকরী ও গুরুত্বপূর্ণ লেখাগুলো নিয়মিত এই ফোরামে রেখে যাচ্ছি,অবশ্যই কাজে লাগবে৷