PDA

View Full Version : প্রায় আমি ফমসি এর নাম শুনি



milonkhanfx1993
2016-09-21, 03:35 PM
ফমসি এটি নাকি খুব গুরত্তপুরন একটি নিউজ আমি নিজেউ সেটা দেখেছি কিন্তু এই সময় টা কিভাবে ট্রেড করব সেটা সম্পর্কে কিছু জানিনা আপনাদের কাছে জানার জন্য আবেদন রাখলাম

tarekbsl101
2016-10-05, 12:00 PM
যারা জানেন তারা একটু হেল্প করবেন

mithunsarkar
2016-10-05, 11:34 PM
ফরেক্স ট্রেডিং শেখার জন্য কোন প্রাতিষ্ঠানিক শিক্ষার প্রয়োজন নেই । তবে ভালভাবে শিখতে হলে গাইডলাইন প্রয়োজন আছে । যারা দীর্ঘদিন ধরে ট্রেড করছে এমন কার সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করে সঠিক গাইডলাইন অনুসরন করতে পারলে দ্রুত শিখতে পারবেন ।

nbfx
2016-11-02, 12:12 PM
এটি একটি নিউজ ট্রেডিং । নিউজ ট্রেডিং করতে হলে আপনাকে ডেইলি চার্ট প্যার্টানে ক্যান্ডল স্টিক এর ১০ পিপ উপরে ৩টি পেনডিং অর্ডার দিবেন। অনুরুপভাবে নিচেও। টেকপ্রফিট দিবেন ২০,৩০,৫০। স্টপ লস দিবেন না। তবে ট্রেইলিং স্টপ দিবেন ৩০ পিপস।

nisho5533
2016-11-16, 08:42 PM
ভাই আপনি যে বিষয়ে কথা বলছেন তা থেকে আমি আপনার কথা বুঝতে পারছি না আপনি আপনার কথা ভাল করে বলেন তবে আপনি আপনার প্রশ্নের উত্তর পাবেন ধন্যবাদ|

riponinsta
2016-12-17, 12:35 PM
আগে আমি ও প্রাই ফরেক্স নাম শুনছি কিন্তু সেখার মত কাউকে পাইনি তখন আমার পরিচই হয় ইন্সতাফরেক্স এর সাথে । ইন্সতাফরেক্স এর সাথে আমি যুক্ত হয়ে আমি আচতে আচতে ফরেক্স মার্কেট এ ফরেক্স শিখতে থাকি আর বুজতে সিখি । এখন আমার কাছে ফরেক্স মার্কেট এ ফরেক্স টেড করা অনেক সহজ মনে হয় যারা ভাল তাদের ফরেক্স করা উচিত ।

Eefatali
2017-01-27, 03:37 PM
অনেক বড় একটা নিউজ হচ্ছে এফওএমসি। এই নিউজের কারনে মার্কেটের ভালো মুভমেন্ট ঘটে থাকে। এতে অনেক পিপস পরিবর্তন হতে পারে।এজন্য অনেক বুঝেশুনে মার্কেটের অ্যানালাইসিস করে তারপর ট্রেড করতে হবে।যদি বুঝতে পারেন এফওএমসির প্রভাবটা কোন দিকে যাবে তাহলে ট্রেড করবেন অন্যথায় ট্রেড না করাই ভালো।

RUBEL MIAH
2017-04-29, 05:59 PM
দীর্ঘদিন ধরে ট্রেড করছে এমন কার সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করে সঠিক গাইডলাইন অনুসরন করতে পারলে দ্রুত শিখতে পারবেন । এফওএমসির প্রভাবটা কোন দিকে যাবে তাহলে ট্রেড করবেন অন্যথায় ট্রেড না করাই ভালো । ব্যক্তিগতভাবে যোগাযোগ করে সঠিক গাইডলাইন অনুসরন করতে পারলে দ্রুত শিখতে পারবেন ।