PDA

View Full Version : ফরেক্সে সম্পর্কে কিছু প্রশ্ন



Shimul77
2016-09-21, 03:48 PM
ফরেক্সে কোন কোন বিষয়ের উপর নির্ভর করা উচিত।আমি ট্রেডিং এ গোল্ডে ট্রেডিং করতে পছন্দ করি।গোল্ডে ট্রেড করা কি খুব ঝুকি পূর্ণ?

Competitor
2016-12-21, 09:42 PM
আসলে গোল্ড অত্যন্ত ঝুঁকিপূর্ণ । ভালো মানের দক্ষতা ও অভিজ্ঞতা না থাকলে আমার মনে হয় গোল্ডে ট্রেড না করাই ভালো । ফরেক্সে আমরা যারা ট্রেডিং করি তাদেরকে এই বিষয়টা অবশ্যই মাথায় রাখতে হবে যে ফরেক্স এমন একটা মার্কেট যেখানে প্রতিটা সিদ্ধান্ত আপনাকে অত্যন্ত গুরুত্বসহকারে নিতে হবে । আপনার প্রতিটা ট্রেডিং হতে হবে খুব গোছালো এবং কার্যকর । অন্যথায় আপনি ভালো কিছু করতে পারবেন না ।

RUBEL MIAH
2017-04-27, 03:07 PM
ফরেক্স এমন একটা ব্যবসা যা সব দেশের মানুষেরাই করতে পারে । একটা মার্কেট যেখানে প্রতিটা সিদ্ধান্ত আপনাকে অত্যন্ত গুরুত্ব সহকারে নিতে হবে । অন্যথায় আপনি ভালো কিছু করতে পারবেন না । সুতরাং আমরা ভালোভাবে সিদ্বান্ত নেওয়ার চেষ্টা করব তাহলেই আমরা লাভবান হতে পারব ।

uzzal05
2017-06-16, 01:12 PM
ফরেক্স এ আমি একটি কারেন্সি ট্রেড করা পছন্দ করি না। কারন একটি পেয়ার এ সিগ্নাল খুব কম পাওয়া যায়। আর আমরা যদি ট্রেড না করিতে পারি তাহলে প্রফিট এর মুখ দেখতে পারব না। ট্রেড করলে লস অথবা লাভ যে কোন একটি হতে পারে।

Mamun13
2018-01-24, 11:30 PM
ফরেক্স মার্কেটে প্রফিটেবল ট্রেড করতে চাইলে যে বিষয়গুলোর দিকে লক্ষ্য করতে হবে সেগুলো হচ্ছে-# ট্রেডিং চার্টে ট্রেন্ড এবং সাপোর্ট/রেসিসট্যান্স লেভেলগুলো বুঝতে হবে৷#প্রতিদিনের নিউজ ইমপেক্ট দেখতে হবে৷#সেসন অনুযায়ী মার্কেটে ট্রেড করা উচিৎ৷#মানি মেনেজমেন্ট ও রিস্ক রিওয়ার্ড রেশিও সঠিকভাবে মেনে ট্রেডে এন্ট্রী করতে হবে৷#হাইয়ার টাইমফ্রেমে ট্রেড করা উত্তম৷#নতুন অবস্হায় ২/৩ টা কারেন্সী পেয়ারে ট্রেড করা ভালো কিন্তু শুরুতেই গোল্ড ট্রেড করা উচিৎ নয়৷

Fahmida1
2020-09-13, 09:10 PM
ফরেক্সে গোল্ড এর ট্রেড করার সময় খুব দক্ষতা ও অভিজ্ঞতার সাথে ট্রেড করা উচিত। দক্ষতার সাথে ট্রেড না করতে পারলে বড় ধরনের লসে পড়তে হয়। ফরেক্স সম্পর্কে এনালাইসিস করে জ্ঞান অর্জন করতে হয়। ডেমো অ্যাকাউন্ট অনুশীলন করতে হয়। মানি ম্যানেজমেন্ট সম্পর্কে ধারণা রাখতে হয়। ফরেক্সের সকল বিষয়াদি সম্পর্কে অনুসরণ করতে হয়। ফরেক্স ট্রেডিং করতে হয়। ফরেক্স এর নিউজগুলো চর্চা করতে হয়। সুতরাং গোল্ডের ট্রেড করার সময় অবশ্যই সতর্কতার সাথে করতে হবে। কারণ গোল্ড হলো সবচাইতে রিস্ক পেয়ার।

ABDUSSALAM2020
2020-09-13, 09:43 PM
ফরেক্স সম্পর্কে বললে শেষ হবেনা কারন পরে চলে এমন একটি মাধ্যম যেখানে থেকে প্রতিটি মানুষ নিজেকে শক্ত ভাবে তৈরি করতে পারে ফরেক্সে ব্যবসা করে হলো অনলাইনে বৈদেশিক মুদ্রা এবং ডলারের মার্কেট যেখান থেকে ডলার ব্যায় করা হয় ফরেক্স এর মাধ্যমে আপনি এই দুটি মাধ্যম থেকে আয় করতে পারবেন তাই পরে কথা বলে শেষ করা যাবে না কারণ একজন বেকারত্বের পাশে কাজ করার সুবিধা করে চাকরি করার পাশাপাশি মানুষের কর্মের ব্যবস্থা করে দেয় এবং বেকারত্ব বসে থাকে মানুষের পাশে ফরেক্স করে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে কারণ কেউ ব্যবসা করলে সফলতা অর্জন করতে পারে একজন মানুষের জীবন গড়ার কারিগর এক কথায়।

Fahim420
2020-09-13, 09:46 PM
গোল্ড ট্রেডিং খুবই ঝুকিপূর্ণ ট্রেডিং। ফরেক্সে গোল্ড ট্রেড করার সময় খুব দক্ষতা ও অভিজ্ঞতার সাথে ট্রেড করা উচিত। দক্ষতার সাথে ট্রেড না করতে পারলে খুব বড় ধরনের লসের সম্মুখীন হতে পারেন। ফরেক্সে জ্ঞান অভিজ্ঞতার জন্য এনালাইসিসের সাথে মার্কেটে টিকে থাকতে হয়। এই মার্কেটে প্রতিটা সিদ্ধান্ত আপনাকে গুরুত্বের সাথে নিতে হবে।