Log in

View Full Version : ভেরিফাইড একাউন্ট



raihan073
2016-09-23, 03:35 AM
নতুন অবস্থায় যদি ডেমো দিয়ে ট্রেড করি, এটার জন্য কি ভেরিফাইড একাউন্টের দরকার আছে? নাকি পরে করলে চলবে।

Forex Boy
2016-09-23, 11:28 PM
সকল প্রকার সুবিধা উপভোগ করার জন্য টভেরিফাইড একাউন্টের কোন তুলনা হয় না। অধিকাংশ ট্রেডার থাদের ট্রেডিং একাউন্টকে প্রথম পর্যায়ে ভেরিফিকেশন কোরে ট্রেড করা শুরু করে কিন্তু আমার মত অনুসারে একাউন্ট যদি প্রথম ভেরিফিকেশন ও দ্বিতীয় ভেরিফিকেশন করা হয় তাহলে আরো অধকি পরিমানে সুযোগ সুবিধা উপভোগ করা যায়।

md mehedi hasan
2016-11-12, 08:52 PM
ফরেক্স মার্কেটে নতুন অবস্থায় ডেমো প্রাক্টিস করতে হয়।আর ডেমো প্রাক্টিস করার জন্য আপনাকে অবশ্যই ডেমো একাউন্ট খুলতে হবে।আর ডেমো একাউন্টে কোন ভেরিফাই করার প্রয়োজন নেই।আপনি যদি ফরেক্স মার্কেটে রিয়েল একাউন্ট করেন।তাহলে আপনার রিয়েল একাউন্ট ভেরিফাই করতে হবে।

shimul77ss
2016-11-13, 06:17 PM
প্রথম অবস্থাই ট্রেদ করার জন্য রিয়েল একাউন্ট তৈরি করতে হলে ভেরিফাইড করা জরুরি আমি মনে করি।কারিওন আপনি যদি ট্রেড করে লাভ করতে পারেন আর সেই টাকা তুলতে হলে আপনার পেমেন্ট কোম্পানি আটকিয়ে দিতে পারে।তাই নতুন অবস্থা হলেও একাউন্ট ভেরিফাই করা খুব জরুরি।

nisho5533
2016-11-13, 09:21 PM
ফরেক্স মাকেট করার আগে আমার মনে হয় একাউন্ট ভেরিফাই করে নেও্য়া থিক হবে | তবে আপনার একাউন্ট যদি থিক থাকে তবে আপনার টাকা তুলতে অনেক সুবিধা হবে | ফরেক্স মাকেটে রিক্সি মাকেট আপনার একাউন্ট কখন জিড়ো হয়ে যাবে আপনি কিছু বুঝতে পারবেন না | তাই ভেরিফাই করে ট্রেড করা থিক হবে |

nbfx
2016-11-16, 10:24 PM
ফরেক্স মার্কেটে ট্রেডিং একাউন্ট আগে ভেরিফাই করে নেয়া ভাল। কিন্তু আমি ইনস্টাফরেক্সের অভিজ্ঞতা থেকে বলছি ভেরিফাই ছাড়া আমি ডলার উত্তোলন করেছি। কোন সমস্যা হয়নি। শুধু ওয়ালেট ট্রান্সফার করতে পারিনাই।

RUBEL MIAH
2016-11-27, 07:50 AM
এ্যাকাউন্ট সব সময় আমরা ভেরিফাই করে নেব । কারণ ভেরিফাই করা এ্যাকাউন্ট সব সময় থাকে ঝামেলামুক্ত । আমরা সব সম য়চেষ্টা করব ভেরিফাই করে নেওয়ার । আর দক্ষতাবন ট্রেডাররা সব সময়ই ভেরিফাই করে তারপর ট্রেড করার চেষ্টা করে । অবশ্যই আমরা রিয়েল এ্যাকাউন্ট করার সময় ভেরিফাই করে নেব । কেননা কোন প্রকার সমস্যায় পড়তে হয় না ।

FxShuvo
2016-11-27, 09:31 AM
নতুন অবস্থায় যদি ডেমো দিয়ে ট্রেড করি, এটার জন্য কি ভেরিফাইড একাউন্টের দরকার আছে? নাকি পরে করলে চলবে।

ডেমো অ্যাকাউন্টে ফেরিফিকেশন করার কোন প্রয়োজন নেই। এটি সম্পূর্ণ অপ্রয়োজনীয়। এছাড়া আপনি লাইভ অ্যাকাউন্টে ফেরিফিকেশন ছাড়াও ট্রেড করতে পারবেন। তবে বোনাসের প্রফিট উত্তোলন এবং No Deposit Bonus গ্রহনের জন্য আপনার অ্যাকাউন্টটি অবশ্যই দ্বিতীয় লেভেল পর্যন্ত ভেরিফিকেশন সম্পন্ন হতে হবে।
ধন্যবাদ

জ্যাক কয়েন
2016-11-28, 12:12 AM
আমার জানা মতে ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে একটি একাউন্ট খুলতে হবে এবং এই একাউন্ট ট্রেড করার উপযুক্ত করতে একাউন্ট ভেরিফাই করতে হয়।একাউন্ট ভেরিফাই করার জন্য দুটি লেভেল আছে।প্রথম লেভেল ভেরিফাই করলেই আপনি ট্রেড করতে পারবেন।কিন্তু আপনি যদি দ্বিতীয় লেভেল ভেরিফাই না করেন তাইলে ব্রোকার কিছু সুযোগ সুবিধা প্রদান করে সেই সুযোগ সুবিধা আপনি ভোগ করতে পারবেন না।তাই একাউন্ট ভেরিফাই করা অত্যান্ত জরুলি।

Mamun13
2017-10-27, 08:07 AM
আপনারা যারা নতুন ট্রেডার তারা খেয়াল করবেন ডেমো একাউন্ট ওপেনের সময় কোনো ভেরিফিকেশন অপশন বা লিংক থাকেনা অর্থাৎ ডেমো একাউন্টের জন্য কোনো ভেরিফিকেশনের প্রয়োজন হয়না৷রিয়েল/ লাইভ/ ট্রেডিং একাউন্ট তৈরির সময় এই ভেরিফিকেশন অপশনটি পাবেন৷ আপনার লাইভ/রিয়েল একাউন্টের পুজিঁ ও প্রফিটের সার্বিক নিরাপত্তার জন্যই ভেরিফাই করে নেওয়া অত্যাবশ্যক৷