PDA

View Full Version : ট্রেন্ড কয় প্রকার ও কি কি???



sumon72
2016-09-24, 01:28 PM
ট্রেন্ড ৩ রকমঃ

১.আপট্রেন্ড (higher lows)
২.ডাউনট্রেন্ড (lower high)
৩.সাইডওয়ে ট্রেন্ড (ranging)

shimul77ss
2016-10-13, 03:23 PM
হ্যা ট্রেন্ড তিন প্রকার।যথাঃ ১। আপট্রেন্ড (higher lows)
২। ডাউনট্রেন্ড (lower high)
৩। সাইডওয়ে ট্রেন্ড (ranging)

udaydebnath
2016-11-05, 10:54 AM
ট্রেন্ড তিন প্রকার, যখন প্রাইস উপরের দিকে যেতে থাকে তখন সেটাকে আপট্রেন্ড বলে। যখন প্রাইস নিচের দিকে যেতে থাকে তখন সেটাকে ডাউনট্রেন্ড বলে। আর যখন প্রাইস উপরেও না আবার নিচেউ না একটা নিদ্দিষ্ট এরিয়ার মধ্যে উঠানামা করে তখন সেটাকে সাইডওয়ে ট্রেন্ড বলে।

MoinFX
2016-11-05, 01:15 PM
ফরেক্স মার্কেটে ট্রেন্ড তিন প্রকার। এক আপট্রেন্ড দুই, ডাউন ট্রেন্ড এবং সাইডওয়ে ট্রেন্ড। আমরা সাধারনত আপ ট্রেন্ড এবং ডাউন ট্রেন্ড ট্রেড করে থাকি। সাইড ওয়ে ট্রেন্ড ট্রেড থেকে বিরত থাকতে হবে।

Mamun13
2017-10-05, 11:53 PM
ফরেক্স মার্কেটে আমরা যখন ট্রেডিং চার্টগুলো ওপেন করি তখন সেখানে প্রাইস মুভমেন্ট দেখি৷এই প্রাইস মুভমেন্টের ট্রেন্ড বা গতি হচ্ছে তিন প্রকার,যথা-আপট্রেন্ড,ডাউনট্রেন্ড ও সাইডওয়ে ট্রেন্ড৷আপট্রেন্ডে ক্রেতাগণ ক্রমাগত ক্রয় করে থাকেন এবং ডাউনট্রেন্ডে বিক্রেতাগণ ক্রমাগত বিক্রয় করে থাকেন৷আর মার্কেটে যখন লেনদেন এলোমেলো বা অনিশ্চিত ভাবে একটা রেন্জের ভিতরে কিছু সময় ধরে কয়েকবার ক্রমাগত উঠানামা করতে থাকবে তখন বুঝায় যে মার্কেট প্রাইস সাইডওয়ে ট্রেন্ডে চলছে৷আমরা সর্বদা আপট্রেন্ডে Buy করবো,ডাউনট্রেন্ডে Sell করবো এবং সাইডওয়ে ট্রেন্ডে কোনোও ট্রেডই করবো না৷

Parvejdu
2017-10-06, 11:22 AM
ফরেক্স ট্রেডিং অনলাইন ভিত্তিক বিশ্বের একটি বড় মুদ্রা বাজার। এই মার্কেটে একটি নিদিষ্ট প্লাট ফর্মের মাধ্যমে মুদ্রা কেনা বেচা করা হয়। এই মুদ্রা মার্কেট সবসময় উঠানামা করে। তাই ট্রেন্ড মূলত ৩ প্রকার যথাঃ ১। আপট্রেন্ড ২। ডাউনট্রেন্ড ৩। সাইডউয়ে ট্রেন্ড । আপট্রেন্ড/ডাউনট্রেন্ড বেশি ভাগ সময় হয়ে থাকে। সাইডওয়ে ট্রেন্ড এর সময় মার্কেট একটি রিস্ক এর মধ্যে থাকে তখন অ্যানালাইসিস করে ট্রেড করতে হয়।

Mahidul84
2017-10-06, 06:43 PM
ট্রেড তিন প্রকার। যথা ১। আপট্রেন্ড ট্রেড ২। ডাউনট্রেন্ড ট্রেড ৩। সাইডওয়ে ট্রেন্ড। অর্থাৎ মার্কেট যখন উপরের দিকে উঠে তখন তাকে আপট্রেন্ড ট্রেড বলা হয় আর যখন মার্কেট নিম্নগামী হয় তখন তাকে ডাউনট্রেন্ড ট্রেড বলা হয় এবং যখন মার্কেট উভয় দিকে সমান থাকে অর্থাৎ মাঝখানের মধ্যে সীমাবদ্ধতা থাকে তখন তাকে সাইডওয়ে ট্রেন্ড ট্রেড বলা হয়। তবে একজন ট্রেডারকে সবসময় খেয়াল রাখতে হবে নিউজের দিকে কেননা নিউজ উপর নির্ভর করে মার্কেট ডাউন বা আপট্রেন্ড হয়ে থাকে। আপনি যদি বুঝতে পারেন মার্কেট আপট্রেন্ড হবে তখন আপনি ঐ মুদ্রাটি বাই দিতে পারেন এবং তার বিপরীতে সেল দিতে পারেন। আর যদি মার্কেট সাইডওয়ে থাকে তখন আপনাকে অবশ্যই মার্কেট এনালাইসিস করে ট্রেড করতে হবে। কেননা এই সময় মার্কেট রিক্স এর প্রভাবটা বেশি থাকে বলে আমার মনে হয়।

01797733223
2018-01-29, 09:33 PM
ভাই এখানে ফরেক্স মার্কেটে ট্রেন্ড সাধারণত তিন ধরনের পাবেন। যেমন: আপট্রেন্ড, ডাউনট্রেন্ড ও সাইডওয়ে ট্রেন্ড ইত্যাদি। তাই এখানে আপনি যে কোন একটি ট্রেন্ড ধরে বাই অথবা সেলের জন্য এন্ট্রি নিতে পারবেন। তবে মার্কেট এনালাইসিসের আগে অবশ্যই ভালভাবে আপনাকে আগে মার্কেটের ট্রেন্ডটা চিহ্নিত করে সঠিক ধারণা নিতে হবে, এরপর আপনি অন্যান্য এনালাইসিসগুলো সেরে তারপর পজিশন পেলে ট্রেডে যাবার সিদ্ধান্ত নিতে পারবেন।

Rajib_Biswas
2020-04-01, 03:48 PM
ফরেক্স মার্কেটের চলার পথ গতিপথ কে আমরা ট্রেন্ড লাইন বলে থাকি। ট্রেন লাইন সাধারণত তিন ধরনের হয়ে থাকে। এগুলো হলো আপ ট্রেন্ড, ডাউনট্রেন্ড এবং সাইড ওয়ে ট্রেন্ড।
ক. আপ ট্রেন্ড: আপ ট্রেন্ড বা ঊর্ধ্বমুখী ট্রেন্ডে সাধারণত মার্কেট ক্রমান্বয়ে ওপরের দিকে ধাবিত হতে থাকে। অর্থাৎ মার্কেট প্রাইস আস্তে-আস্তে বৃদ্ধি পেতে থাকে। আপ ট্রেন্ডে বাই এন্ট্রি নিতে হয়।
খ. ডাউনট্রেন্ড: ডাউনট্রেন্ড হল আপ ট্রেন্ডের বিপরীত। ডাউনট্রেন্ডে মার্কেট আস্তে আস্তে নিচের দিকে ধাবিত হতে থাকে। সেইসাথে মার্কেটের প্রাইস আস্তে আস্তে কমতে থাকে। ডাউন ট্রেন্ডে সেল এন্ট্রি নিতে হয়।
গ. সাইড ওয়ে ট্রেন্ড: সাইডওয়ে ট্রেন্ড একটি নির্দিষ্ট রেঞ্জের মধ্যে সমান্তরালে উঠানামা করতে থাকে।

Mas26
2020-04-01, 03:50 PM
ফরেক্স মার্কেটের চলার পথ গতিপথ কে আমরা ট্রেন্ড লাইন বলে থাকি। ট্রেন লাইন সাধারণত তিন ধরনের হয়ে থাকে। এগুলো হলো আপ ট্রেন্ড, ডাউনট্রেন্ড এবং সাইড ওয়ে ট্রেন্ড।*
ক. আপ ট্রেন্ড: আপ ট্রেন্ড বা ঊর্ধ্বমুখী ট্রেন্ডে সাধারণত মার্কেট ক্রমান্বয়ে ওপরের দিকে ধাবিত হতে থাকে। অর্থাৎ মার্কেট প্রাইস আস্তে-আস্তে বৃদ্ধি পেতে থাকে। আপ ট্রেন্ডে বাই এন্ট্রি নিতে হয়।
খ. ডাউনট্রেন্ড: ডাউনট্রেন্ড হল আপ ট্রেন্ডের বিপরীত। ডাউনট্রেন্ডে মার্কেট আস্তে আস্তে নিচের দিকে ধাবিত হতে থাকে। সেইসাথে মার্কেটের প্রাইস আস্তে আস্তে কমতে থাকে। ডাউন ট্রেন্ডে সেল এন্ট্রি নিতে হয়।
গ. সাইড ওয়ে ট্রেন্ড: সাইডওয়ে ট্রেন্ড একটি নির্দিষ্ট রেঞ্জের মধ্যে সমান্তরালে উঠানামা করতে থাকে।

XXXTentacion
2020-04-03, 01:53 PM
আমরা যখন ফরেক্স মার্কেটে ট্রেডিং চার্ট খুলি তখন আমরা দামের গতিবিধি দেখতে পাই। এই মূল্য চলাচলের প্রবণতা বা গতি হ'ল তিন ধরণের আপ-ট্রেন্ড, ডাউন ট্রেন্ড এবং পাশের প্রবণতা রয়েছে। কিছু সময়ের জন্য ক্রে কিছু সময়ের জন্য সীমার আগাটা মানে বাজারের দাম সরেজমিনে প্রবণতা বাড়িয়ে দেবে কালচামর সবসময় অপট্রেন্ডে কিনে ফেলবে, দৌনাট্রেণ্ডে ট্রেডই বিক্রি করবে এবং পাশের ট্রেন্ডে কিছু করবে না।

DEARMUM100
2020-04-03, 02:24 PM
ট্রেন্ড মূলত তিন প্রকার-
১.আপট্রেন্ড (higher low)
২.ডাউন ট্রেন্ড (lower High)
৩.সাইডওয়েট্রেন্ড(ran ging)
আপট্রেন্ড-প্রাইস যখন উপরের দিকে যেতে থাকে তখন তাকে আপট্রেন্ড বলে।
ডাউন ট্রেন্ড -প্রাইস যখন নিচের দিকে যায় তখন তাকে ডাউন ট্রেন্ড বলে।
সাইডওয়েট্রেন্ড-প্রাইস যখন উপরের দিকে ওনা আবার নিচের দিকেও না একটি নিদিষ্ট এরিয়ার মধ্যে উঠানামা করে

FREEDOM
2020-04-03, 02:30 PM
ট্রেন্ড হলো তিন প্রকার যথা আপট্রেন্ড, ডাউনট্রেনড এবং সাইডওয়ে ট্রেন্ড। ট্রেন্ডের নাম শুনলেই বোঝা যায় আসলে কোন ট্রেন্ড কি ইন্ডিকেট করে। আপনি যখন মার্কেটে আপট্রেন্ড দেখবেন তখন বুজবেন মার্কেটে বায়ার পেসার বেশি তেমন ডাউনট্রেন্ড দেখলে বুজতে হবে মার্কেটে সেলার পেসার বেশি। আর সাইডওয়ে হলো যখন মার্কেটে একটি নির্দিষ্ট রেন্জের মধ্যে সীমাবদ্ধ থাকে অনেক সময়। আমি মুলত সাইডওয়ে ট্রেন্ড ব্রেক হবার পরেই ট্রেডে এন্ট্রি নেয়ার সুযোগ খুজি এটা বেশ প্রফিটেবল আমার কাছে।ছবিতে তিন প্রকার ট্রেন্ড লাইন দেখে নিতে পারেন। http://forex-bangla.com/customavatars/1135489862.png

FRK75
2021-04-04, 10:53 AM
ট্রেন্ড তিন প্রকার, যখন প্রাইস উপরের দিকে যেতে থাকে তখন সেটাকে আপট্রেন্ড বলে। যখন প্রাইস নিচের দিকে যেতে থাকে তখন সেটাকে ডাউনট্রেন্ড বলে। আর যখন প্রাইস উপরেও না আবার নিচেউ না একটা নিদ্দিষ্ট এরিয়ার মধ্যে উঠানামা করে তখন সেটাকে সাইডওয়ে ট্রেন্ড বলে।ক. আপ ট্রেন্ড: আপ ট্রেন্ড বা ঊর্ধ্বমুখী ট্রেন্ডে সাধারণত মার্কেট ক্রমান্বয়ে ওপরের দিকে ধাবিত হতে থাকে। অর্থাৎ মার্কেট প্রাইস আস্তে-আস্তে বৃদ্ধি পেতে থাকে। আপ ট্রেন্ডে বাই এন্ট্রি নিতে হয়।
খ. ডাউনট্রেন্ড: ডাউনট্রেন্ড হল আপ ট্রেন্ডের বিপরীত। ডাউনট্রেন্ডে মার্কেট আস্তে আস্তে নিচের দিকে ধাবিত হতে থাকে। সেইসাথে মার্কেটের প্রাইস আস্তে আস্তে কমতে থাকে। ডাউন ট্রেন্ডে সেল এন্ট্রি নিতে হয়।
গ. সাইড ওয়ে ট্রেন্ড: সাইডওয়ে ট্রেন্ড একটি নির্দিষ্ট রেঞ্জের মধ্যে সমান্তরালে উঠানামা করতে থাকে।

samun
2023-11-01, 01:24 PM
ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য অবশ্যই কিছু কিছু ট্রেন্ড মেনে চলা উচিত ট্রেন্ড মেনে যদি কোন ট্রেডার ট্রেড করতে পারে অবশ্যই সে সফলতা অর্জন করতে পারবে। ফরেক্স মার্কেটে ট্রেন্ড তিন প্রকার। এক আপট্রেন্ড দুই, ডাউন ট্রেন্ড এবং সাইডওয়ে ট্রেন্ড। আমরা সাধারনত আপ ট্রেন্ড এবং ডাউন ট্রেন্ড ট্রেড করে থাকি। সাইড ওয়ে ট্রেন্ড ট্রেড থেকে বিরত থাকতে হবে।

creativeifx
2023-11-01, 01:46 PM
ফরেক্স মার্কেটে মূলত আমরা বিভিন্ন কারেন্সির এগিনি স্টেট ট্রেড করে থাকি / যেমন eur/usd বা gold আরো অনেক কারেন্সি আছে জানি আমরা ট্রেড করি