PDA

View Full Version : নিউজ কিভাবে বুঝবেন???



sumon72
2016-09-26, 05:32 PM
ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করবো। কিন্তু কিছুই তো বুঝিনা.....................
প্রথমে আমরা Formula টি দেখবো।
Halifax HPI m/m এই নিউজের ক্ষেত্রে Formula হলঃ
Actual > Forecast = Good for currency
Actual < Forecast = Bad for currency

Bad for currency মানে পেয়ারগুলোতে এর ইফেক্ট পড়বে। কমতে পারে।:ok::ok:

MoinFX
2016-10-06, 12:41 PM
ফরেক্স মার্কেটে যে নিউজ গুলো আসে সেগুলোর জন্য কিছু সফটওয়ার আপনাকে সে সকল সফটওয়ারে নিউজ গুলো দেখেতে হবে।যেমন my fxbook এইটা প্লেস্টোরে পেতে পারেন।তবে নিউজ ট্রেড করার জন্য আপনাকে অনেক কৌশল অবলম্বন করতে হবে তাহলে নিউজ ট্রেডে সফল হবেন।

RUBEL MIAH
2016-10-06, 07:11 PM
আমরা নিউজ বুঝব ইন্ডিকেটরের মাধ্যমে । যেমন ফরেক্স ফ্যাক্টরি এন্ড ক্যালেন্ডার । সুতরাং এই ইন্ডিকেটরের মাধ্যমে আমরা নিউজ বুঝতে পারব । সুতরাং আমরা সব সময় এই ব্যবসা করার জন্য নিউজ দেখে অভিজ্ঞতা অর্জন করার চেষ্টা করার চেষ্টা করব । আপনারাও এই ফরেক্স ব্যবসা করার জন্য অবম্যই দক্ষতা অর্জন করার চেষ্টা করবেন তাহলেই লাভবান হতে পারবেন ।

tarekbsl101
2016-10-07, 02:11 PM
নিউজ বোঝার জন্য forexfactory best আমি মনে করি

nisho5533
2016-11-27, 11:49 PM
ভাই আমি ফরেক্স মাকেট করি ইনভেস্টং সাইড থেকে আপনি ও দেখে করতে পারেন আমি এখান থেকে অনেক উপকার পেয়েছি | আমি মনে করি এখান থেকে আপনি অনেক সুন্দর ভাবে বুঝতে পাবেন | ফরেক্স এর সাথের থাকুন আর ফরেক্স থেকে আয় করেব ধন্যবাদ |

maziz6989
2016-11-29, 10:53 PM
আসলে সত্যি কথা বলতে কি , নিউজ বুঝার জন্য কোন পিএইচডি বা এমফিল ডিগ্রির প্রয়োজন আছে বলে আমি মনে করি না। প্রথমে আপনাকে বুঝতে হবে এই নিউজের ইমপ্যাক্ট কি? তার পরে আসতে হবে ফোরকাস্ট কি বলছে। এরপরে দেখতে হবে প্রিভিয়াস কি ছিল। এবার একচুয়াল এর অপেক্ষা। বাকিটা তো সবাই কম বেশি জানেন।

nbfx
2016-12-15, 09:57 PM
একজন আর্দশ ট্রেডারের উচিত সপ্তাহের গুরুত্বপূর্ণ নিউজগুলো রিলিজের সময় জেনে নেয়া যাতে যে কোন ধরনের অনাকাঙ্খিত লসের হাত থেকে বাঁচা যায়। এবং ঝুকি এরানো যায়। নিউজ বুঝার জন্য বিভিন্ন ওয়েব সাইট আছে আপনার পছন্দমতো যে কোন একটি বেছে নিতে পারেন।

msisohel
2016-12-16, 10:58 PM
নিউজ বুঝার অয়েভ সাইটের লিঙ্ক দিলে ভাল হত। বর্তমানে কোন নিউজ আছে কি? থাকলে কি ইমপ্যাক্ট হবে বিশ্লেষণ সহ লিখলে ভালো হবে।

riponinsta
2016-12-19, 07:54 PM
আপনি কিছু দিন নিউজ দেখলে আপনি নিউজ ভাল বুজতে পারবেন আপনার টেড করতে সুবিধা হবে আপনি ফরেক্স মার্কেট থেকে ভাল লাভ ও করতে পারবেন । তাই আপনার ভাল করে নিউজ বুজে টেড করা উচিত নিউজ এর পাসে লাল কালার দেখে আপনি বুজতে পারবেন নিউজ কেমঅন প্রভাব ফেলবে ফরেক্স মার্কেট এ তখন আপনি টেড করতে পারবেন ভাল ।

maziz6989
2016-12-21, 07:03 AM
নিউজ ট্রেড করার জন্য আমার সাজেশান হল নিউজ পাবলিশড হওয়া পর্যন্ত অপেক্ষা করা। তার পরেই ট্রেড এ এন্ট্রি নেওয়া। কেননা নিউজ পজিটিভ অথবা নেগেটিভ সব দিকেই মার্কেট স্পাইক করে। এবং এরকম স্পাইকে পড়লে আমাদের মত ছোট ট্রেডারের একাউন্ট লাল হতে সময় লাগবে না।

mithun30
2016-12-25, 02:47 AM
আমি ফরেক্স মার্কেটে নতুন ট্রেড করি অামার জানা মতে অামেরিকান ডলার দিয়ে ফরেক্স মার্কেটে ট্রেড করতে পারি অন্য কোন টাকা দিয়ে ট্রেড করা যায় কিনা আমার জানা নেই। আপনাদের কারো জানা থাকলে আমাদের সাথে শেয়ার করেন।

mithun30
2016-12-25, 03:02 AM
ফরেক্স বিজনেস করার জন্য প্রতিদিন ফরেক্স নিউজ জানা খুবই জরুরী মনে করি আমি।কারন আমি যদি না জানি ফরেক্স তাহলে আমি ফরেক্স করবো কি করে তাই আমাদের ফরেক্স নিউজ প্রতিদিন পড়া উচিত বলে আমি মনে করি।ফরেক্স সম্পর্কে অনেক তথ্য পাওয়া যাবে একজন দক্ষ ট্রেডার হতে হলে আমাদের ফরেক্স নিউজ জানতে হবে।তাই আমি মনে করি ফরেক্স নিউজ ট্রেড করার জন্য ভালো সহযোগিতা করবে বলে আমি মনে করি।নিউজ যতো পরবো আমি ততো যানবো

msisohel
2016-12-27, 10:46 AM
নিউজ পাব্লিশড হওয়ার পর মার্কেট যে দিকেই স্পাইক করক কত দূর পর্যন্ত স্পাইক করবে তা বুঝার উপায় কি? আর নিউজ যদি পাব্লিশড না হয় তবে নিউজ কোথায় পাবো ?

nasir7
2016-12-28, 09:22 AM
যে নিউজটির রেসাল্ট 0.5% আসতে পারে। আর Actual হল এবার যে ফলাফল আসবে।Actual এ এবার যে ফলাফল আসবে, তা পরবর্তী নিউজে Previous হিসেবে গণ্য হবে।এখন আমরা আবার আমাদের ফরমুলায় ফিরে আসি। এখানে বলা হয়েছে, Actual > Forecast = Good for currency.এটা GBP বিষয়ক নিউজ। তারমানে এবারের Actual এর ফলাফল Forecast (0.5%) থেকে বেশী হলে তা GBP এর জন্য ভাল।আর যদি Actual এর ফলাফল Forecast থেকে খারাপ আসে, তবে তা GBP এর জন্য খারাপ।এখানে এবার Actual এসেছে -1.2%. তারমানে Actual < Forecast. তারমানে Bad for currency (GBP).সুতরাং, এখানে এই ফরমুলা কাজ করবে,

Md Masud
2017-05-24, 11:19 PM
আমরা সব সময় এই ব্যবসা করার জন্য নিউজ দেখে অভিজ্ঞতা অর্জন করার চেষ্টা করার চেষ্টা করব । নিউজ ট্রেড করার জন্য আমার সাজেশন্স হল নিউজ পাবলিশড হওয়া পর্যন্ত অপেক্ষা করা । নিউজ ট্রেড করার জন্য আপনাকে অনেক কৌশল অবলম্বন করতে হবে তাহলে নিউজ ট্রেডে সফল হবেন । অামরা বেশী করে ফরেক্স মার্কেটে কাজ করার চেষ্টা করব ।