PDA

View Full Version : স্টপ লস এবং টেক প্রফিট নিয়ে কিছু কথা।



sumon72
2016-09-26, 05:35 PM
১. স্টপ লস: স্টপ লসের মাধ্যমে আপনি আপনার লসে থাকা ট্রেডটি কোন প্রাইস এ বন্ধ করে দিতে চান তা ঠিক করে দিতে পারবেন।

২. টেক প্রফিট: টেক প্রফিটের মাধ্যমে আপনি আপনার লাভে থাকা ট্রেডটি কোন প্রাইসে বন্ধ করে দিতে চান তা ঠিক করে দিতে পারবেন।

ধরুন, আপনি ২.২৫৯৬ তে একটি বাই ট্রেড ওপেন করলেন। আপনি চাচ্ছেন ৫০ পিপস লাভ করবেন এবং ৫০ পিপসের বেশি লস করবেন না। তাহলে আপনি ৫০ পিপস স্টপ লস এবং ৫০ পিপস টেক প্রফিট সেট করে রাখতে পারেন। আপনার কম্পিউটার বন্ধ থাকলে বা কোন স্পাইকের ফলে হঠাৎ প্রাইস বেড়ে বা কমে গেলে, স্টপ লস বা টেক প্রফিটের প্রাইসে অটোমেটিক ভাবে আপনার ট্রেড ক্লোজ হয়ে যাবে।:ok::ok:

RUBEL MIAH
2016-11-30, 04:44 PM
আমরা যারা ফরেক্স ব্যবসা করে সফলতা অর্জন করতে পেরেছি তারা অবশ্যই এই গুণগুলো অর্জন করতে হবে । যে ট্রেডার যত বেশী স্টপ লস এবং টেইক প্রফিট ব্যবহার করবে সে তত বেশী লাভবান হতে পারবে । অতএব আমরা সব সময় এই ইন্ডিকেটর দুটি ব্যবহার করার চেষ্টা করব তাহলেই আমরা লাভবান হতে পারব ।

nbfx
2016-12-14, 11:53 AM
আমি টেকপ্রফিট ব্যবহার করি কিন্তু স্টপলস ব্যবহার করি না। দেখা যায় মার্কেট প্রাইস স্টপলস হিট করে আবার আগের জায়গায় যায়। তাই আমি ছোট লটে ট্রেড করি অনেক বেশী পরিমান ব্যাকআপ পিপস রাখি।আপনি এই পদ্ধতি যদি ম্যানুয়ালী করতে না পারেন তবে লিভারেজ কমিয়ে দিন দেখবেন বড় লটে ট্রেড ওপেন হচ্ছে না।

mithun30
2016-12-25, 02:44 AM
মার্জিন ট্রেডিং জিনিসটাই আজকে প্রথম শুনলাম। ফরেক্স মার্কেট এ যারা আছে তারা কমবেশি সবাই মার্জিন কল সম্পর্কে জানে কিন্তু মার্জিন ট্রেডিং সত্যি নতুন কোন কিছু। আপনাকে প্রতি ট্রেড ওপেন করার জন্য কিছু মার্জিন প্রয়োজন হয় এর মানে এই নয় যে আপনি মার্জিন ট্রেড করছেন। তবে এর বেশি কিছু জানলে অবশ্যই শেয়ার করব।

riponinsta
2016-12-27, 03:58 PM
আমি যখন নতুন ছিলাম ফরেক্স মার্কেট এ তখন আমি স্টপ লস এবং টেক প্রফিট ব্যবহার করে টেড করতাম না কিন্তু আছতে আছতে যখন আমি ফরেক্স মার্কেট সম্পর্কে জানলাম বুজলাম তখন আমি স্টপ লস এবং টেক প্রফিট ব্যবহার শুরু করলাম প্রথম দিকে সমস্যা হত একন স্টপ লস এবং টেক প্রফিট ব্যবহার না করে টেড করি না তাই অ্যাকাউন্ট ০ করতে না চাইলে আপনি স্টপ লস এবং টেক প্রফিট ব্যবহার করুন ।