PDA

View Full Version : ফান্ডামেন্টাল অ্যানালাইসিস।



sumon72
2016-09-26, 05:39 PM
অর্থনৈতিক, সামাজিক অথবা রাজনৈতিক ইত্তাদির ওপর ভিত্তি করে যে অ্যানালাইসিস করা হয় তাই ফান্ডামেন্টাল অ্যানালাইসিস।কোন দেশের বর্তমান অথবা ভবিষ্যৎ অর্থনৈতিক অবস্থা যদি ভাল হয়, তবে ঐ দেশের কারেন্সি শক্তিশালী হবে। একটি দেশের অর্থনীতি যত ভাল হবে, বিদেশি বিনিয়োগকারিরা তত ঐ দেশি বিনিয়োগ করতে আগ্রহী হবে। সুতরাং তাদের ঐ দেশের কারেন্সি কিনতে হবে এবং ঐ দেশের কারেন্সির ভ্যালু আরো বৃদ্ধি পাবে।

Dilip05
2016-09-29, 07:20 PM
বিভিন্ন এনালাইসিস এর মধ্যে ফান্ডামেন্টাল এনালাইসিস খুব গুরুত্বপূর্ণ। ফান্ডামেন্টাল এনালাইসিস করে অনেকেই অনেক টাকা আয় করছে।

milonkhanfx1993
2016-10-01, 08:24 PM
ফান্ডামেন্টাল এর সাথে টেকনিকাল আর সেন্টিমেন্টাল এই তিন বিষয় কোনটার থেকে কোনটা কম বা বেশি নয়,আর ফান্ডামেন্টাল এর সাথে সেন্টিমেন্টাল টা খুব জরুরি কারন টেকনিকাল লেভেল গুলো দেখে ট্রেড এ এন্ট্রি নেউয়া লাগবে।

shariful
2016-10-03, 11:43 AM
আমার এন্ট্রির পর প্রফিট আসে , ভালোই আসে অথবা কমই আসে কিন্তু পরে সেটা লসে চলে যায়। আর তখন আবার সেই পরিস্থিতি তৈরী হয়। যার কারনে লসে ক্লোজ হয়। আমি আসলে বুঝে উঠতে পারি না,আমি চলন্ত ক্যান্ডেল এ ট্রেড করি এটাই কি তাহলে ভুল?

MoinFX
2016-10-03, 01:41 PM
ফরেক্স মার্কেটে ট্রেড করি তিন প্রকার এনালাইসিস করে তার মধ্যে একটি ফান্ডামেন্টাল এনালাইসিস। আমাদের কে একটা এন্ট্রি নেওয়ার আগে টেকনিক্যাল ও ফান্ডামেন্টাল এনালাইসিস উপর নির্ভর করে ট্রেড করতে হয়। ফান্ডামেন্টাল এনালাইসিস হল সে দেশের অর্থনৈতিক ওসামাজিক ভাবে এনালাইসিস করা।

md mehedi hasan
2016-11-02, 03:33 PM
ফরক্স মার্কেটে টিকে থাকতে হলে আপনাকে ফরেক্স বিষয়ে আপনাকে দক্ষ হতে হবে।ফরক্স মার্কেটে আরও সুনিপন ভাবে ট্রেড পরিচালোনার জন্য আপনাকে এনালাইসিস করতে হবে।ফরক্স মার্কেটে তিন ধরনের এনালাইসিস আছে।এসব এনালাইসিস এর মধ্যে ফান্ডামেন্টাল এনালাইসিস অন্যতম।একটি দেশের সার্বিক অর্থনৈতিক অবস্থাই হচ্ছে ফান্ডামেন্টাল এনালাইসিস।

RUBEL MIAH
2016-12-02, 03:37 PM
ফান্ডামেন্টাল এ্যানালাইসিস হল এমন একটা এ্যানালাইসিস যা একজন দক্ষ ট্রেডার অবশ্যই ব্যবহার করে থাকেন । আমরা যারা ফরেক্স মার্কেটে দক্ষতা অর্জন করতে চাই তারা যেন ফান্ডামেন্টাল এ্যানালাইসিস করে নেই । যারা এই ফান্ডামেন্টাল এ্যানালাইসিস করব তারা অবশ্যই লাভবান হতে পারব । আর যারা করব না তারা অবশ্যই লসে পড়ে যাবো ।

riponinsta
2016-12-08, 12:39 PM
আপনি ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করেও ভাল লাভ করতে পারবেন । ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করে সাধ্রনত বড় বড় টেড করা হই । অনেক বড় বড় টেড আর যারা শুধু ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করে টেড করে থাকে তবে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করা অনেক কতিন ভাল করে বুজতে পারলে আপনি অনেক ভাল লাভ করতে পারবেন ।

nbfx
2016-12-14, 11:31 AM
এক কথা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস হলঃ
দেশের অর্থনৈতিক অবস্থা ভাল = কারেন্সির ভ্যালু বেশী
দেশের অর্থনৈতিক অবস্থা খারাপ = কারেন্সির ভ্যালু কম
ধরা যাক ইউ. এস. ডলার শক্তিশালী হচ্ছে কারন আমেরিকার অর্থনীতি আগের থেকে ভাল করছে। তাহলে তাদের মুদ্রাস্ফীতি (inflation) নিয়ন্ত্রন করার জন্য ইন্টারেস্ট রেট বাড়ানোর প্রয়োজন হতে পারে।
অধিক ইন্টারেস্ট রেট ডলার নির্ভর অর্থনৈতিক সম্পদগুলোকে আরও আকর্ষণীয় করে তোলে। তাই কেউ যদি ঐসব সম্পদ কিনতে চায় বা বিনিয়োগ করতে চায়, তবে প্রথমে তাদের ডলার কিনতে হবে। আর তার ফলেই ডলারের ভ্যালু বৃদ্ধি পাবে।

Mamun13
2017-11-07, 06:50 PM
আমরা যেই দেশের কারেন্সী পেয়ার নিয়ে ট্রেড করবো ঐ দেশের সার্বিক পরিস্হিতি আমাদের জানা অপরিহার্য৷এজন্য বিভিন্ন নিউজ সাইটে বা আমাদের নির্দিষ্ট ব্রোকার সাইটের ইকোনোমিক্যাল ক্যালেন্ডারে ঐ সব কারেন্সী ভ্যালূর খবর নিয়মিত দেখতে হবে,বুঝতে হবে,এনালাইসিস করতে হবে৷ঐ দেশের আর্থিক অবস্হা,রাজনৈতিক অবস্হা,প্রাকৃতিক দূর্যোগ অবস্হা ইত্যাদির বিভিন্ন সংবাদ জানতে হবে৷ফরেক্স মার্কেটে প্রফিটেবল ও পেশাদার ট্রেডার হতে চাইলে অবশ্যই ফান্ডামেন্টাল এনালাইসিস করতে হবে,এটা অত্যন্ত জরুরী ৷