PDA

View Full Version : নিউজ ট্রেড।



sumon72
2016-09-27, 05:34 PM
ফরেক্সে প্রায় প্রতিদিনই গুরুত্বপূর্ণ কিছু নিউজ রিলিজ হয়। আপকামিং নিউজ গুলো বিভিন্ন ব্রোকারের Economic Calender সেকশনে পাওয়া যায়। নিউজ রিলিজ হওয়ার পূর্বে বিভিন্ন প্রতিষ্টান সার্ভে করে কোন নিউজ কিরকম আসতে পারে তার একটা পূর্বাভাষ ভ্যালু (forecast) তৈরি করে। এসব প্রতিষ্টানে bloomberg, cnbc এর মত বড় বড় বিজনেজ নিউজ এজেন্সী থাকে। এই forecast ভ্যালুর চেয়ে actual খারাপ আসা মানে ঐ দেশের ইকোনমি খারাপ করছে , আর ঐ ভ্যালু থেকে ভাল করা মানে ঐ দেশের ইকোনমি ভাল করছে। নিউজ আসার সাথে সাথে প্রাইসের প্রচুর উঠানামা করবে।
বিস্তারিত দেখুনঃ
http://www.forexfactory.com/

Dilip05
2016-09-28, 06:58 AM
নিউজ ট্রেড এ মাধ্যমে ভাল প্রফিট করা যায়। যাদের সময় কম বেশি ক্ষণ মার্কেটে থাকতে পারেন না, তাদের জন্য নিউজ ট্রেডিং জনপ্রিয়।

milonkhanfx1993
2016-09-29, 05:30 PM
নিউজ ট্রেডিং এ অল্প সময় এ প্রফিট করা যায় আবার লস ও করা যায় আমি অনেক দিন থেকে নিউজ ট্রেড করার চেষ্টা করতেছি কিন্তু শুধু লস ই করি আর তাই আপনারা যারা ভাল নিউজ ট্রেড করেন তাদের বলছি,আপনারা যদি আপনাদের নিউজ ট্রেডিং এর সিস্টেম টা শেয়ার করেন তাহলে আমি খুব উপকৃত হতাম তাছাড়া নিজে থেকে কিছুই করতে পারছি না।

Dilip05
2016-09-30, 08:31 AM
যারা মার্কেটে সময় দিতে পারে না তাদের জন্য প্রিয় হলো নিউজ ট্রেড। তারা শুধু নির্দিষ্ট সময়ে মার্কেটে আছে এবং ট্রেড শেষ করে মার্কেট হইতে বের হয়ে যায়। তবে নতুনদের জন্য নিউজ ট্রেড ভাল না।

motiar
2016-09-30, 08:56 AM
নিউজট্রেড বিপদের পরিমান বেশি দু একবার প্রফিট হলেও লসের পরিমান বেশি । কেননা নিউজ রিলিজ হবার পরে মারকেট এমনভাবে আউ/ডাউন করে যে বুঝে উঠ মুশকিল হয়ে যায় ।

RUBEL MIAH
2016-09-30, 04:22 PM
আমরা দক্ষতা ছাড়া নিউজ ট্রেড করতে যাব না কারণ যে দক্ষতাবিহীন এই ফরেক্স ব্যবসা নিউজের সময়ের করবে সে অবশ্যই লসে পড়বে । সুতরাং আগে ডেমো দিয়ে প্রাকটিস করে তারপর এই ব্যবসা করতে অাসেন তাহলেই সফরকাম হতে পারবেন ।

mithun30
2016-10-04, 09:58 PM
আসলে রেন্জ রাউন্ড ট্রেডের একটা সিস্টেম আছে। এটা ফলো করলে খুব বেশি প্রফিট হয়ত করা যাবে না কিন্তু লস ও হবার সম্ভাবনা কম। আপনাকে রেন্জ সিলেক্ট করতে হবে। তার পরে টপ থেকে সেল আবার বটম থেকে বাই। তবে সব এন্ট্রি হবে সেল কনর্ফাম হওয়ার পরে , বাই ও একইরকম। টিপি হবে রেন্জ এর লাইন থেকে ১০ পিপস নিচে বা *উপরে এবং স্টপ হবে রেন্জ লাইনে দশ পিপস বাইরে।

MoinFX
2016-10-05, 10:29 AM
ফরেক্স মার্কেটে ট্রেড করতে গিয়ে একাউন্ট জিরো করে নাই এরকম লোক খুজে পাওয়া কঠিন। কারন ফরেক্স মার্কেটে সবাই কম বেশি আবেগি হয়েযায়। এই আবেগে সামলাতে না পেরে নিউজ যখন রিলিজ হয় তখন বড় ভলিউমে ট্রেড করে একাউন্ট জিরো করে পেলে।তাই আমাদের কে নিউজ ট্রেড থেকে দুরে থাকতে হবে।

Lipu
2016-11-19, 10:09 PM
আমি মনে করি ফরেক্স ট্রেড করার আগে নিউজ দেখে ট্রেড করা থিক হবে তবে আপনার লাভ হতে পারে | ফরেক্স থেকে লাভ করতে হলে আপনি নিউজ দেখে ট্রেড করবেন ফরেক্স আপনি লাভ করতে পারবেন | আমি ফরেক্স করি নিউজ দেখে আমার অনেক লাভ হয় তাই আপনি ও করেন আপনার ভাল হবে |

shimul77ss
2016-11-20, 08:47 PM
ফরেক্স মার্কেটে ট্রেড করে লাভবান হতে গেলে আমদের নিউজ ফিড ফলো করা উচিত।কিন্তু মাঝে মাঝে কিছু নিউজ আছে যা মার্কেটের উপর কোন প্রভাব ফেলে না।আর সেই সময় যদি ট্রেড করি তাহলে অনেক ক্ষতি গ্রস্থ হই।তাই সব সময় হাই ইম্প্যাক্ট নিউজ ফলো করতে হবে।

shaminfx
2016-11-23, 04:43 PM
নিউজ ট্রেড অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে আপনাকে সব সময় লক্ষ্য রাখতে হবে নিউস কখন কোন সময় বা কি ধরণের নিউস, নিউস হচ্ছে ফান্ডামেন্টাল এনালাইসিস, নিউস এর কারন মার্কেট এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চলে যাই, তাই নিউস এর সময় আমাদের কে খুব সাবধান থাকতে হবে,নিউস এর সময় আমরা পেন্ডিং ট্রেড সেট করে রাখতে পারি।

nisho5533
2016-11-27, 11:00 PM
আপনি অনেক সুন্দর প্রশ্ন করেছেন ফরেক্স থেকে লাভ করতে হলে যদি নিউজ ট্রেডিং করা হয় তবে ফরেক্স থেকে আয় করা সম্ভব | আমি ফরেক্স নিউজ দেখে ট্রেডিং করি আর ফরেক্স থেকে আয় করতে পারছি আশা করি আপনি ও নিউজ ট্রেডিং করবেন তবে আপনার ও লাভ হতে পারে|

জ্যাক কয়েন
2016-11-27, 11:31 PM
আমি মনে করি ফরেক্স ট্রেডারদের সব সময় নিউজ-ট্রেড করা উচিত। কারন ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে সারা বিসশের অর্থনৈতিক অবস্থা সম্পর্কে ভালো করে খবর নিয়ে ট্রেড করতে হয়। ফরেক্সে প্রায় প্রতিদিনই গুরুত্বপূর্ণ কিছু নিউজ রিলিজ হয়। তাছাড়া নিউজ-ট্রেড ছাড়া ট্রেড করলে ফরেক্স মার্কেটে লসের সম্ভাবনা বেশি থাকে।

maziz6989
2016-11-29, 10:59 PM
অনেকেই নিউজ ট্রেড খুব পছন্দ করে । এর আরেক নাম ইভেন্ট ট্রেডিং। এটা করার জন্য একাউন্টে যথেষ্ট প রিমাণ ডলার থাকার দরকার আছে। নতুবা হালকা ঝাকিতে আপনি শেষ হয়েও যেতে পারেন। যাই হোক, ইভেন্ট ট্রেডিং কে লা হয়ে থাকে আগুন নিয়ে খেলা। তাই আগে খুব ভাল ভাবে জানতে এবং বুঝতে হবে আপনি কি করতে যাচ্ছেন।

riponinsta
2016-12-07, 04:46 PM
forexfactory ভাল নিউজ দেই আমি ও forexfactory থেকে নিউজ দেখে টেড করে অনেক লাভ করতে পারেন । forexfactory তে আপনি সুধু টাইম বাংলাদেশ চিলেট করে দিবেন তখন আপনি বাংলাদেশ টাইম এ নিউজ দেখতে পারবেন আর আপনার জন্য সুবিধা হবে টেড করার জন্য । এটা অনেক ভাল কায করে ।

nbfx
2016-12-08, 09:30 PM
নিউজ ট্রেড সবার জন্য নয়। গুরুত্বপূর্ণ নিউজের সময় মার্কেট খুব উঠা-নামা করে। একাউন্টে পর্যাপ্ত ডলার না থাকলে একাউন্ট জিরো হবার সম্ভাবনা থাকে। যারা অল্প পরিমান মূলধন নিয়ে ট্রেড করেন তাদের নিউজ এরিয়ে চলা উত্তম।

jasminbd
2018-05-10, 01:03 PM
আজ GBP এর জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ নিউজ রয়েছে আর সেই নিউজগুলো হল ম্যানুফ্যাকচারিং প্রোডাকশন m/m প্রাকশ হবে বাংলাদেশ সময় 2:30pm। এছাড়াও প্রকাশিত হবে BOE মুদ্রাস্ফীতি প্রতিবেদন, এমপিসি অফিসিয়াল ব্যাংক হার ভোট, মুদ্রানীতির সারাংশ এবং অফিসিয়াল ব্যাংক হার। এই তিনটি নিউজ বাংলাদেশ সময় 5:00pm প্রকাশিত হবে। সব মিলিয়ে আজকে GBP ভোলাটিলিটি অনেক বেশি হতে পারে। আশা করা হচ্ছে অফিসিয়াল ব্যাংক হার 0.50% তে স্থিতিশীল রাখবে। যদি ওভারনাইট রেট 0.50% বৃদ্ধি করে তাহলে GBP শক্তিশালী হবে। তাই নিউজ ট্রেডারা এই কারেন্সি তে ট্রেড নিতে পারেন।