PDA

View Full Version : মানি ম্যানেজমেন্ট ।



sumon72
2016-09-28, 04:48 PM
মানি ম্যানেজমেন্ট হল এমন একটি পদ্ধতি যার মাধ্যমে ফরেক্স ট্রেডাররা তাদের অ্যাকাউন্ট ম্যানেজ করে থাকে। ফরেক্স ট্রেডারদের জন্য মানি ম্যানেজমেন্ট খুবই জরুরী। একটি ভাল মানি ম্যানেজমেন্ট আপনার অ্যাকাউন্টকে ব্যাঙ্কর*্যাপ্টসি থেকে রক্ষা করতে সাহায্য করে। একটি ভাল মানি ম্যানেজমেন্ট ফলো করলে আপনার ক্যাপিটাল হারানোর সম্ভাবনা খুব কম।:ok:

Dilip05
2016-09-29, 07:09 PM
মানি ম্যানেজমেন্ট একটা পূর্ব শর্ত হলো ফরেক্স মার্কেটের। মানি ম্যানেজমেন্ট না মানলে ফরেক্স এ টিকে খাকা অসম্ভব।

milonkhanfx1993
2016-10-01, 08:27 PM
মানি ম্যানেজমেন্ট বলতে আপনার ডিপোজিট এর টাকা গুলো একটি নির্দিষ্ট পরিমান রিস্ক নিয়ে আপনাকে ট্রেড করাটাই মানি ম্যানেজমেন্ট যাতে করে আপনার ব্যালেন্স খুব তাড়াতাড়ি শেষ না হয়ে যায়,কারন ফরেক্সে টিকে থাকলে আপনি আয় করতে পারবেন।

shariful
2016-10-03, 11:46 AM
মানি ম্যানেজমেন্ট বলতে আপনার ডিপোজিট এর টাকা গুলো একটি নির্দিষ্ট পরিমান রিস্ক নিয়ে আপনাকে ট্রেড করাটাই মানি ম্যানেজমেন্ট যাতে করে আপনার ব্যালেন্স খুব তাড়াতাড়ি শেষ না হয়ে যায়,কারন ফরেক্সে টিকে থাকলে আপনি আয় করতে পারবেন।

আমার মত ভুল কেউ করবেন না কারন আমি প্রথম কয়েকদিন প্রফিট করি ঠিকই কিন্তু পরে অভার কনফিডেন্স এর কারনে বড় লটে ট্রেড নিয়ে ফেলি তারপর লস করি এটা আমার অনেক বড় ভুল আসলে এটা অনেক বড় ধরনের সমস্যা আমার।

MoinFX
2016-10-03, 01:33 PM
ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে আমাদের কে মানি মেনেজম্যান সম্পর্কে সঠিক ধারনা থাকতে হবে। আমি আমার একাউন্টের কত পারসেন জুকি নিলাম সেটাকে বলে মানি মেনেজমেন। ফরেক্স মার্কেটে আমরা মানি মেনেজম্যান মেনে ট্রেড করি।। আমার প্রতিটা ট্রেডে মানি মেনেজমেন মেনে ট্রেড করি।

RUBEL MIAH
2016-10-06, 09:22 PM
আমরা সব সময় এই ফরেক্স ব্যবসা করার আগে এই চিন্তা করব যে , মানি ম্যানেজমেন্ট ছাড়া ফরেক্স ব্যবসায় উন্নতি সম্ভব নয় । আমরা সব সময় এই ব্যবসা করব আর মানি ম্যানেজমেন্ট করতে থাকব তাহলেই সফলকাম হতে পারব । সুতরাং অামরা সব সময় এই ব্যবসা করার সময় মানি ম্যানেজমেন্ট করব ।

tarekbsl101
2016-10-07, 12:52 PM
এত গুল কমেন্ট কিন্ত কেউ মানি মেনেজমেন্ট এর সূএ টা বলে নাই

forexboy
2016-10-11, 03:24 PM
বড় লটে ট্রেড নিয়ে ফেলি তারপর লস করি এটা আমার অনেক বড় ভুল আসলে এটা অনেক বড় ধরনের সমস্যা আমার।

eshahid
2016-10-23, 11:43 PM
ফরেক্স এ মানি ম্যানেজমেন্ট খুব জরুরি একটি বিষয়। মানি ম্যানেজমেন্ট করে ট্রেড করলে ফরেক্স মার্কেট এ বড় ধরনের লস থেকে বেচে যাবেন আর যদি মানি ম্যানেজমেন্ট না করেন তাহলে আমার মত বড় ধরনের বাঁশ খাওয়ার সম্ভবনা থাকবে।:d

sujon30
2016-10-26, 08:21 PM
মানি ম্যানেজমেন্ট এর কারনে ফরেক্স এর একাউন্ট জিরো হওয়ার সম্ভাবনাও কম থাকে। মানি ম্যানেজমেন্ট মূল কথা হচ্ছে ব্যালেন্সটাকে জিরোর হাত থেকে রক্ষা করে।

instasaiful
2016-10-31, 11:47 AM
মানি ম্যানেজম্যান্ট হল কত পারসেন্ট আপনি ট্রেড করতে পারবেন, তার হিসাব। যেমন একশত ডলারে কত ডলার বা সেন্ট ভলিউমে আপনি ট্রেড করবেন।

md mehedi hasan
2016-11-02, 08:50 AM
ফরেক্স মার্কেটে টিকে থাকতে হলে আপনাকে সঠিক ভাবে মানিম্যানেজমেন্ট করে ট্রেড করতে হবে।একটি ট্রেড সফল ভাবে পরিচালোনা করতে চাইলে মানিম্যেজমেন্ট করা অত্যান্ত জরুলি।ফরেক্স মার্কেটে আপনি যদি সঠিক ভাবে মানিম্যনেজমেন্ট করতে না পারেন তাহলে আপনি আপনার একাউন্ট হারাবেন।মনে রাখবেন ফরেক্স মার্কেটের সফলতা মানিম্যানেজমেন্টর উপর নির্ভশীল।

nbfx
2016-12-18, 11:50 PM
ফরেক্স জনপ্রিয় দুটি মানি ম্যানেজমেন্ট ফর্মুলা হলঃ

মারটিঙ্গেল মানি ম্যানেজমেন্ট Martingale Money Management
এন্টি- মারটিঙ্গেল মানি ম্যানেজমেন্ট Anti-martingale Money Management

মারটিঙ্গেল মানি ম্যানেজমেন্ট Martingale Money Management:

এই পদ্ধতিতে ট্রেড করার নিয়ম হল লস ট্রেডে যখন একাউন্ট ব্যাল্যান্স কমতে থাকে তখন ট্রেড সাইজ বাড়িয়ে দিতে হয়। তাই এই টেকনিকের মুল ইথিক্স ট্রেড লসে গেলে তা রিকাভার এর চান্স বাড়তে থাকা অথবা ট্রেড ফ্ল্যাট করা বা লাভ ও নয় লস ও নয় এই পদ্ধতিতে ট্রেড করা। এই পদ্ধতিতে ট্রেডাররা নেগেটিভ ট্রেডকে পজেটিভ ট্রেডে রুপ দিতে সক্ষম হয়। বিষয়টা একটা ছোট্ট উদহারনের মাধ্যমে বলি যেমন, আপনি যদি একটি কয়েন এর এক সাইড পছন্দ করে ১০টি বেট করেন, প্রথমবারে দেখা গেল আপনার পছন্দের সাইড উঠল না, দ্বিতীয় বার ও উঠল না এবং তৃতীয়বারেও না উঠে যদি চতুর্থ বারে গিয়ে আপনার সাইড উঠে এবং আপনি প্রতি বেট এ দ্বিগুণ পরিমান করে বেট রেইট বাড়ালেন, যেমন আপনার বেটগুলো ট্রেডিং এ হিসাব করলে.ইভাবে যতক্ষণ পর্যন্ত ট্রেড আপনার পক্ষে না যায় ততক্ষণ আপনাকে ডাবল লটে ট্রেড চালিয়ে যেতে হবে। ঠিক এই রকম একটা টেকনিকে আপনি মারটিঙ্গেল মানি ম্যানেজমেন্ট এর মাধ্যমে আপনার ট্রেড চালিয়ে যাবেন এবং লস কাভার করতে পারেন। এই পদ্ধতিতে ট্রেড করার একটি বড় অসুবিধা হল যদি এইভাবে কন্টিনিউ ট্রেড ই লস এ যায় তখন প্রশ্ন চলে আসে আপনার ট্রেডিং ব্যাল্যান্সের উপর। তাই বিষয়টি আপনার প্রথম মাথায় রাখতে হবে যে আপনার ট্রেডিং লিমিট মানি কত।

এন্টিমারটিঙ্গেল মানি ম্যানেজমেন্ট Anti-martingale Money Management:

নাম পড়েই বোঝা যাচ্ছে যে এটি মারটিঙ্গেল এর সম্পূর্ণ বিপরীত ফর্মুলা। এই পদ্ধতিতে ট্রেডিং এর নিয়ম হল আপনার একাউন্ট ভেলু বাড়ার সাথে সাথে ট্রেড সাইজ ও বাড়াতে থাকবেন আবার একাউন্ট ভেলু কমার সাথে সাথে ট্রেড সাইজ ও কমতে থাকবেন। অর্থাৎ আপনি যদি আপনার বর্তমান ট্রেড নিয়ে কনফিডেন্ট থাকেন তাহলে আপনি ট্রেড সাইজ বাড়াতে পারেন আর যদি তা মনে না হয় তাহলে কমাতে থাকবেন।

riponinsta
2016-12-20, 11:51 AM
ফরেক্স মার্কেট এ মানি ম্যানেজমেন্ট এর গুরুত্ব অনেক । ফরেক্স মার্কেট এ আপনি মানি ম্যানেজমেন্ট না পারলে আপনি ভাল লাভ করতে পারবেন না তাই আপনার ফরেক্স মার্কেট এ টেড করতে হলে আপনাকে ভাল করে মানি ম্যানেজমেন্ট শিখতে হবে । তাই আপনি ফরেক্স মার্কেট এ টেড করার পাসাপাসি মানি ম্যানেজমেন্ট এর পোস্ট গুলো পরতে আর বুজতে সিখেন ভাল হবে ।

Zubaerahmad
2016-12-27, 01:36 PM
ফরেক্স ট্রেডারদের জন্য মানি ম্যানেজমেন্ট খুবই জরুরী।মানি ম্যানেজমেন্ট একটা পূর্ব শর্ত হলো ফরেক্স মার্কেটের।মনে করি ১০ ডলার-এর জন্য .০০৩- এ একটা ট্রেড দিলে লস হলে আমার ১০ ডলার শেষ কিন্তু যদি ১০ ডলার-এর জন্য .০০১-এ এক ট্রেড দিলে লস হলে কিন্তু আমার অ্যাকাউন্ট শূন্য হবে না আর এটা মানি ম্যানেজমেন্ট

maziz6989
2016-12-30, 08:43 PM
আর কি বলব আপনাকে! এই জিনিস যদি কেউ না মানতে পারেন তবে আপনাকে আর কেউ শিখাতে পারবে না। ট্রেড করাও শিখাতে পারবে না মার্কেট এ ঠিকেও থাকতে শেখাতে পারবে না। মানি ম্যানেজ মেন্ট ফলো করতে ই হবে নতুবা আপনিই আপনার লসের জন্য দায়ী থাকবেন।

shohanjacksion
2017-01-21, 07:05 PM
খুবই গুরুত্বপূর্ন কথা বলেছেন ।প্রকৃতপক্ষে ,ফরেক্স এর প্রধান চাবি-কাঠিই হলো মানি ম্যানেজমেন্ট। আপনার যদি একটি খুব ভাল স্ট্রাটেজি থাকে যার উইন রেশিও 99%হবে তবুও আপনি লসার হতে পারেন যদি আপনার মানি ম্যানেজমেন্ট না থাকে। তাই আগে ব্যালেন্স ঠিক রাখেন এবং পরে লাভের চিন্তা করেন।

shohanjacksion
2017-01-22, 10:44 AM
মানি ম্যানেজমেন্ট ই হলো ফরেক্স মার্কেট এ সফলতা অর্জনের জন্য চাবি-কাঠী ।মানি ম্যানেজমেন্ট সঠিক থাকলে এই বিপদজনক মার্কেট এ ব্যালেন্স টিকিয়ে রাখা যায়, আর ব্যালেন্স টিকে থাকলেই লাভ করা সম্ভব হয়।মানি ম্যানেজমেন্ট হলো আপনি আপনার ডিপোজিট এর কতটুকু পরিমান রিক্স নিয়ে কত পিপস প্রফিট অথবা লস করবেনা তা।সুতরাং এটা ফরেক্স এর জন্য খুব জরুরী বিষয়।

Mamun13
2017-11-07, 08:23 PM
ফরেক্স মার্কেটে সর্বাধিক গুরুত্বপূর্ণ ও জরুরী প্রয়োজনীয় বিষয় হলো এই মানি মেনেজমেন্ট৷আপনার মানি মেনেজমেন্ট যত সঠিক হবে আপনার প্রতিটি ট্রেডে তত ভালো প্রফিট আসবে৷মানি মেনেজমেন্ট ভূল করলে লস আর লস দিয়ে মার্কেট থেকে দ্রূত পালিয়ে যেতে বাধ্য হবেন৷তাই সঠিক ভাবে মানি মেনেজমেন্ট ফলো করে ট্রেড ওপেন করা উচিৎ৷