PDA

View Full Version : ইন্সটাফরেক্স টিভি নিউজ।



sumon72
2016-09-28, 05:02 PM
প্রতিদিন বিশেষজ্ঞ ব্যক্তিরা আপনার জন্য নতুন নতুন তথ্যমূলক এবং বিশ্লেষণাত্মক পর্যালোচনা, গুরুত্বপূর্ণ সাক্ষাৎকার এবং বিভিন্ন ঘটনার প্রতিবেদন তৈরি করে।ইন্সটাফরেক্স আন্তর্জাতিক ব্রোকারদের ফরেক্স টিভি তে নতুন নতুন ভিডিও উপকরণ দেখুন। এখান থেকে অনেক কিছুর সিদ্ধান্ত নিয়ে ট্রেড ওপেন করা যায়।

milonkhanfx1993
2016-09-29, 04:23 PM
ভাই এটা কিভাবে কোথায় দেখা যায় দয়া করে লিঙ্ক টা দিলে খুব ভাল হত আমি এ ধরনের কিছু খুজছিলাম যা আমাদের ট্রেডিং কে আরো সহজতর করবে দয়া করে লিঙ্ক টা উল্লেখ করবেন।

Hassan Raja
2016-10-03, 04:21 PM
ইন্সটাফরেক্স টিভি

টিভির লিংক : https://www.instaforex.com/instaforex_tv

udaydebnath
2016-10-04, 09:27 PM
ফরেক্স মার্কেট নিউজের উপর নির্ভর করে প্রাইস পরিবর্তন করে। টিভিতে যে নিউজ প্রচার হয় তা ট্রেডারদের ট্রেড ওপেন করতে সাহায্য করে। বিশেষকরে আমেরিকার প্রতি মাসের প্রথম শুক্রবার নন ফার্ম পেরোল রিপোর্ট প্রকাশিত হবার সাথে সাথে মার্কেট প্রচুর উঠানামা করে।

mithun30
2016-10-04, 09:35 PM
হ্যা । কারন ফরেক্সে প্রায় প্রতিদিনই গুরুত্বপূর্ণ কিছু নিউজ রিলিজ হয়। আপকামিং নিউজ গুলো বিভিন্ন ব্রোকারের Economic Calender সেকশনে পাওয়া যায়। নিউজ রিলিজ হওয়ার পূর্বে বিভিন্ন প্রতিষ্টান সার্ভে করে কোন নিউজ কিরকম আসতে পারে তার একটা পূর্বাভাষ ভ্যালু (forecast) তৈরি করে। এসব প্রতিষ্টানে bloomberg, cnbc এর মত বড় বড় বিজনেজ নিউজ এজেন্সী থাকে। এই forecast ভ্যালুর চেয়ে actual খারাপ আসা মানে ঐ দেশের ইকোনমি খারাপ করছে , আর ঐ ভ্যালু থেকে ভাল করা মানে ঐ দেশের ইকোনমি ভাল করছে। নিউজ আসার সাথে সাথে প্রাইসের প্রচুর উঠানামা করবে। ফান্ডামেন্টাল থিওরী অনুযায়ী কোন দেশের ইকোনমি ভাল করছে এই খবর আসলে সাথে সাথে ঐ দেশের মুদ্রা বাড়তে থাকবে আবার ঐ দেশের ইকোনমি খারাপ করছে খবর আসলে উল্টা ঘটবে।

RUBEL MIAH
2016-11-11, 09:58 AM
ইন্সটাফরেক্স টিভি নিউজ আমরা দেখব তাহলেই আমরা লাভবান হতে পারব । আমরা যদি টিভি নিউজ সব সময় দেখতে পারি তাহলে মার্কেট সর্ম্পকে ভালোভাবে দক্ষতা অর্জন করতে পারব । আর এই দক্ষতা আমাদের ফরেক্স রিয়েল ট্রেড করতে কাজে লাগবে । সুতরাং আমরা যথা সময় এই ব্যবসা করার জন্য টিভি নিউজ দেখব ।

sohrab
2016-11-11, 10:06 AM
ফরেক্স মার্কেট এনালাইসিস করতে ফরেক্স টিভি নিউজ জানা দরকার । ফরেক্স মার্কেট প্রতিনিয়তই উঠা নামা করে এবং এইউঠা নামার নিউজ গুলোও জানতে হবে । ফরেক্স কিছু নিউজ পাবলিশ করে থাকে যার সাথে মার্কেট উঠা নামা করে থাকে ।

Md Masud
2017-05-24, 11:37 PM
ফান্ডামেন্টাল থিওরী অনুযায়ী কোন দেশের ইকোনমি ভাল করছে এই খবর আসলে সাথে সাথে ঐ দেশের মুদ্রা বাড়তে থাকবে আবার ঐ দেশের ইকোনমি খারাপ করছে খবর আসলে উল্টা ঘটবে । । কিন্তু ফরেক্স কিছু নিউজ পাবলিশ করে থাকে যার সাথে মার্কেট উঠা নামা করে থাকে । আমরা যথা সময় এই ব্যবসা করার জন্য টিভি নিউজ দেখব ।

Tofazzal Mia
2018-04-04, 06:34 PM
বিভিন্ন ব্যস্ততার কারণে আপনার কম্পিউটারের সামনে সময় কাটাতে হয় তাই ব্যবসায়িক ভ্রমণ, কাজ এবং অন্যান্য কাজের সময় পান না। এই সমস্যার একটিই সমাধান রয়েছে! সেটা হল ইন্সটাফরেক্সের নিউজ মেবাইল অ্যাপ, https://www.instaforex.com/i/img/forex_mobile/icons/tv.png
যা আপনাকে ফরেক্সের তাজা খবর সম্পর্কে জানতে সাহায্য করে। ইন্সটাফরেক্স টিভির মাধ্যমে আপনি সাম্প্রতিক সংবাদ এবং মার্কেটের বিভিন্ন ঘটনা সম্পর্কে জানতে পারবেন। ডাউনলোড করুন: (https://play.google.com/store/apps/details?id=com.instaforex.forextv&referrer=utm_source%3Dmobile_forex_page%26utm_medi um%3Dsite)