PDA

View Full Version : অ্যানালাইসিস কত প্রকার ও কি কি??



sumon72
2016-09-30, 12:26 PM
অ্যানালাইসিস মূলত ৩ প্রকারঃ

ফান্ডামেন্টাল অ্যানালাইসিস (Fundamental Analysis)
টেকনিক্যাল অ্যানালাইসিস (Technical Analysis)
সেন্টিমেন্টাল অ্যানালাইসিস (Sentimental Analysis)
:ok:

shariful
2016-10-02, 03:38 PM
অ্যানালাইসিস মূলত ৩ প্রকারঃ

ফান্ডামেন্টাল অ্যানালাইসিস (Fundamental Analysis)
টেকনিক্যাল অ্যানালাইসিস (Technical Analysis)
সেন্টিমেন্টাল অ্যানালাইসিস (Sentimental Analysis)
:ok:
। টেকনিকাল
সেন্টিমেন্টাল, ফান্ডামেন্টাল

এই তিন ধরনের আনালাইসিস এর মধ্যে কোনটা কিভাবে করতে পারি এই বিষয় টা কেউ ক্লিয়ার করে বলে না। আবার ফান্ডামেন্টাল এর যে বিষয় গুলা রয়েছে মানে এক এক সময় নিউজ এর এক এক প্রভাব এগুলো আমরা কোথায় ভাল সোরস পেতে পারি

MoinFX
2016-10-03, 06:23 PM
ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য আমরা তিন প্রকার এনালাইসিস করি এক টেকনিক্যাল এনালাইসিস,দুই ফান্ডামেন্টাল এনালাইসিস,তিন সেন্টি মেন্টাল এনালাইসিস।আমার কাছে টেকনিক্যাল এনালাইসিস ভাল লাগে।

md mehedi hasan
2016-11-02, 03:20 PM
ফরক্স মার্কেটে সফল ভাবে ট্রেড পরিচালোনার করার জন্য আপনাকে অবশ্যই এনালাইসিস করে ট্রেড করতে হবে।এনালাইসিস ছাড়া ট্রেড করলে আপনি বেশি দিন ফরক্স মার্কেটে টিকে থাকতে পারবেন না।ফরেক্স মার্কেটে তিন ধরনের এনালাইসিস আছে যথা ফান্ডামেন্টাল এনালাইসিস,টেকনিক্যাল এনালাইসিস ও সেন্টিমেন্টাল এনালাইসিস।ফরক্স মার্কেটে ট্রেড করতে হলে এই তিন ধরনের এনালাসিস করা জরুলি।

RUBEL MIAH
2016-12-25, 09:22 PM
আমরা ফরেক্স মার্কেটে বেশী বেশী এ্যানালাইসিস করার চেষ্টা করব । যে ট্রেডার এ্যানালাইসিস বেশী বেশী করে করবে সে অবশ্যই লস কম করবে । ফরেক্স মার্কেটে এ্যানালাইসিস তিন প্রকার । যথা :
(১) ফান্ডামেন্টাল এ্যানালাইসিস ।
(২) সেন্টিমেন্টাল এ্যানালাইসিস ।
(৩) টেকনিক্যাল এ্যানালাইসিস ।

msisohel
2017-01-08, 09:31 AM
এনালাইসিস সমুহঃ
১। ফানন্ডামেন্টাল ঃ আপনার পছন্দের কারেন্সি পেয়ার এর বাজার এবং সংশ্লিষ্ট দেশের অরথনিতি সম্পর্কে সম্যক ধারনা।
২। টেকনিক্যাল ঃ বাজার, ট্রেন্ড, ও ইনডিকেটর সমূহ বিশ্লেষণ।
৩। সেন্টিমেন্টাল ঃ নিজের আবেগ/ইমশন নিয়ন্ত্রণ।

Zubaerahmad
2017-01-18, 01:02 AM
ফরেক্স মার্কেটে ফান্ডামেন্টাল এ্যানালাইসিস তিন প্রকার
(১) ফান্ডামেন্টাল এ্যানালাইসিস ।
(২) সেন্টিমেন্টাল এ্যানালাইসিস ।
(৩) টেকনিক্যাল এ্যানালাইসিস ।

shohanjacksion
2017-01-21, 06:56 PM
ফরেক্স মার্কেট এ টিকে থাকার জন্য এই তিন ধরনের এনালাইসি প্রত্যেকের জন্য বাধ্যতামূলক। কিন্তু কোনোটাই অল্প সময়ে অর্জন করা সম্ভব নয়। এই জন্য আমাদেরকে এই মার্কেটে দীর্ঘ সময় দিতে হয়। পরিশেষে অনেক ট্রেডারই শুধু টেকনিক্যাল এনালাইসিসের মধ্যে ঝুকে থাকে এবং সফলতা থেকেও দূরে থাকে।

Mamun13
2017-11-07, 08:17 PM
আমরা যখন ফরেক্স মার্কেটে ট্রেড করবো তার পূর্বে অবশ্যই সঠিক ভাবে এনালাইসিস করতে হবে৷এনালাইসিস না করে উল্টাপাল্টা ইচ্ছামতো ট্রেড করলে অবশ্যই লস হবে৷নিয়মিত প্রফিটেবল ট্রেডের জন্য এনালাইসিস করা অপরিহার্য৷বিশ্বের সকল পেশাদার ট্রেডারগণ 10%ফান্ডামেন্টাল, 20% টেকনিক্যাল আর 70% সেন্টিমেন্টাল এনালাইসিস করে ট্রেড করছেন৷৷

habibi
2018-04-09, 12:33 PM
টেকনিক্যাল আন্যালসিস হল বিভিন্ন গাণিতিক ইনডিকেটরের মাধ্যমে ট্রেন্ড নির্ণয় করে আপনার ট্রেডিংয়ের সিদ্ধান্ত নেওয়া। ফান্ডামেন্টাল এনালাইসিস হল কোন একটি দেশের অর্থনৈতিক, রাজনৈতিক এবং সামাজিক নিউজগুলো বিশ্লেষণে ভবিষ্যৎ কারেন্সি প্রাইস ভেলু নির্ধারণ বা অনুধাবন করার একটি পক্রিয়া। টেকনিক্যাল এবং ফান্ডামেন্টাল আনাল্যসিস উভয় ব্যবহার করে করে আনাল্যসিস করাকে সেন্টিমেন্টাল আনাল্যসিস বলে। আর আপনি ফরেক্স মার্কেট থেকে যদি স্থায়ীভাবে লাভ করতে চান তাহলে আপনাকে টেকনিক্যাল আন্যালসিস এবং ফান্ডামেন্টাল আন্যালসিস করা ভাল করে জানতে হবে।

jakaria991
2018-12-08, 10:35 PM
আসসালাইকুম, ভাই যেহেতু ফরেক্স একটি জটিল মার্কেট এবং ফরেক্স বাজার প্রতিমুহূর্ত পরিবর্তনশিল। তাই ফরেক্স মার্কেটে আমাদের টিকে থাকতে হলে আমাদের বিভিন্ন এনালাইসি সম্পকে প্রত্যেকের জন্য বাধ্যতামূলক। আমরা ফরেক্স মার্কেটে ৩ ধরনের এনালাইসি দেখতে পাই । এনালাইসিগুলো হল ঃ-

১। ফান্ডামেন্টাল এ্যানালাইসিস ।
২। টেকনিক্যাল এ্যানালাইসিস ।
৩। সেন্টিমেন্টাল এ্যানালাইসিস ।

FXOCM
2018-12-09, 10:30 AM
আমি ও জানি যে ৩ প্রকার । কিন্তু ফান্ডামেন্টাল অ্যানালাইসিস + টেকনিক্যাল অ্যানালাইসিস বিস্তারিত জানবো কিভাবে ?

jakaria991
2018-12-11, 10:30 PM
আসসালামুয়ালাইকুম, ভাই ফরেক্স একটি জটিল মার্কেট । এই মার্কেটের গতিবিদ বুঝা অনেক কষ্টের ব্যাপার । আপনি যদি এই মার্কেটে টিকে থাকতে চান আর ফকির না হয়ে লাভবান হতে চান তবে আপনাকে আবশ্যই মার্কেটের এনালাইসিস সম্পকে জানতে হবে । আমি আপনাদের ৩টি এনালাইসিস এর কথা বলব । এনালাইসিস গুলো হল --

১. ফানডামেন্টাল এনালাইসিস ।
২. টেকনিক্যাল এনালাইসিস ।
৩. সেন্টি্মেন্টাল এনালাইসিস ।

অনেকে আবার যে কোন একটি দেখেও ট্রেড করে সেটা ভিন্ন কথা, প্রকৃতপক্ষে ৩টি বিষয়ে এনালাইসিস করা ভাল ।

abcdilip
2019-09-09, 09:14 AM
ফরেক্স মার্কেটে তিন ধরনের এ্যানালাইসিস আছে। যথাঃ
(১) ফান্ডামেন্টাল এ্যানালাইসিস ।
(২) সেন্টিমেন্টাল এ্যানালাইসিস ।
(৩) টেকনিক্যাল এ্যানালাইসিস ।

FX7
2019-11-27, 03:36 PM
আমি ফরেক্স মাকেটে নতুন।তাই তেমন কোন এনালইসিস এখনও বুঝি বা খুজে পাই না।আমি সব সময় ১%টেকনিকাল ও ৯9%সেন্টমেনৃটল বিশ্লেশনে টেড কীে থাকি।আর লস আমাকে ঘিরে থাকে।সবই আমার দক্ষতার অভাব

Hredy
2019-11-28, 11:33 AM
ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য আমরা তিন প্রকার এনালাইসিস করি।
১/ টেকনিক্যাল এনালাইসিস।
২/ ফান্ডামেন্টাল এনালাইসিস।
৩/ সেন্টি মেন্টাল এনালাইসিস।

FREEDOM
2020-04-15, 02:15 AM
হ্যা এনালাইসিস তিন প্রকার
১) ফান্ডামেন্টাল এনালাইসিস
২)টেকনিক্যাল এনালাইসিস
৩) সেন্টিমেন্টাল এনালাইসিস
তবে এর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ফান্ডামেন্টাল ও টেকনিক্যাল এনালাইসিস। এ দুটির সমন্বয়ে যদি কোনো ট্রেডার ট্রেড করে থাকে তবে তার লস হবার সম্ভাবনা খুবই কম থাকে।

Rokibul7
2020-04-25, 03:21 PM
তিন প্রকার এনালাইসিস করি এক টেকনিক্যাল এনালাইসিস,দুই ফান্ডামেন্টাল এনালাইসিস,তিন সেন্টি মেন্টাল এনালাইসিস।টেকনিক যাল এবং ফান্ডামেন্টাল আনাল্যসিস উভয় ব্যবহার করে করে আনাল্যসিস করাকে সেন্টিমেন্টাল আনাল্যসিস বলেআমরা যখন ফরেক্স মার্কেটে ট্রেড করবো তার পূর্বে অবশ্যই সঠিক ভাবে এনালাইসিস করতে হবে