PDA

View Full Version : ফোরামের লাভের টাকা তোলার নিয়ম।



sumon72
2016-10-01, 01:06 PM
ফরেক্সের নিয়ম হল যে মাধ্যমে আপনি টাকা ডিপোজিট করবেন সেই মাধ্যম দিয়েই আপনাকে টাকা তুলতে হবে। যেমন যদি Skrill এর যে একাউন্ড দিয়ে টাকা ডিপোজিট করব আবার তোলার জন্য ও Skrill এর সেই একাউন্ট ব্যবহার করতে হবে। কিন্তু ফোরামের যে বোনাস তো আর কোন মাধ্যমে মানি ডিপোজিট করি নাই তাহলে কিভাবে তুলতে পারি??? বোনাসের লাভের টাকা কিসের মাধ্যমে তুলতে পারি?

MoinFX
2016-10-04, 12:51 PM
ফোরামে লাবের টাকা তুরতে হলে আপনাকে একাউন্টে লগিন করতে হবে তারপর পাইনেন সিয়াল অপারেশন অপসনে গিয়ে ইউথ্র দিতে হবে স্ক্রিল বা নেটেলারে গির আপনার জিমেইল আইডি দিতে হবে এবং কমেন করতে হবে প্রপিট।

udaydebnath
2016-10-04, 02:42 PM
ফরেক্স থেকে ডলার উঠাতে স্ক্রিল, নেটেলার, পেওনিয়ার মাষ্টারকার্ড ব্যাংক একাউন্ট বিভিন্ন মাধ্যমে টাকা তুলে নেয়া যায়। তবে প্রথমে যে মাধ্যমে টাকা ইনভেষ্ট করা হয় কিংবা বোনাস থেকে যে মাধ্যমে প্রথমে টাকা উঠানো হয় ঠিক একই মাধ্যমে বার বার টাকা উঠাতে হবে। একটি একাউন্টে একাধিক মাধ্যমে টাকা উঠানো যাবে না।

shimul77ss
2016-10-09, 08:56 PM
ফরেক্স থেকে বোনাস দ্বারা ইনভেস্টকৃত লাভ ডলার উঠাতে স্ক্রিল, নেটেলার, পেওনিয়ার মাষ্টারকার্ড ব্যাংক একাউন্ট বিভিন্ন মাধ্যমে টাকা তুলতে হবে।আপনি যেই মাধ্যম দিয়ে একবার টাকা উঠাবেন আপনাকে ঠিক বার বার ঐই মাধ্যম দিয়েই টাকা তুলতে পারবেন অন্যথায় পারবেন না।

Mamun13
2017-09-20, 11:29 PM
ফোরামের পোষ্টিং বাবদ বোনাস দিয়ে ট্রেড করলে যদি প্রফিট হয়ে যায় তাহলে সেই প্রফিট তোলার কিছু নিয়ম আছে৷যেমন-ঐ একাউন্টের সব ওপেনিং ট্রেড ক্লোজ করে নিতে হবে৷আপনার নিজের পকেট থেকে ঐ একাউন্টে কিছু ডলার অবশ্যই ডিপোজিট করে নিতে হবে এবং যেই মেথডের মাধ্যমে ডিপোজিট করবেন সেই মেথডেই প্রফিট উইথড্রো করার জন্য রিকোয়েষ্ট দিতে হবে৷আপনার টোটাল প্রফিটের তিন ভাগের একভাগ করে উইথড্রো করবেন৷আর আপনার ফোরামে সংযুক্ত ট্রেডিং একাউন্টের লিভারেজ যেন 1:50 থাকে৷আশা করি এইসব নিয়ম মেনেই প্রফিট তুলতে পারবেন৷অন্যথায় আপনার একাউন্টই ব্যান্ড হয়ে যাবে !!!

01797733223
2017-09-21, 08:58 AM
আপনি ডিপোজিটের জন্য বা উইড্রোর জন্য ব্রোকার কতৃর্ক নির্ধারিত যেকোনো পেমেন্ট প্রসেসর ব্যাবহার করতে পারেন । এমন কোনো নিয়ম নেই যে , যে মাধ্যমে ডিপোজিট করবেন সেই মাধ্যমেই টাকা তুলতে হবে বা যেই মাধ্যমে একবার টাকা তুলবেন বারবার শুধু সেই মাধ্যমেই টাকা তোলা যাবে , আপনি যেকোনো সময় যেকোনো মাধ্যম এ টাকা তুলতে পারেন । এবং ফোরামের বোনাস কখনই তোলা যায় না এর দ্বারা ট্রেডকৃত লাভের টাকা তোলা যায় । এবং আপনার লাভের টাকা তুলতে আপনি যেকোনো পেমেন্ট প্রসেসর ব্যাবহার করতে পারেন । এর কোনো বিধিনিষেধ নেই ।

Nishpap Papi
2017-09-21, 09:06 AM
দীর্ঘদিন ট্রেড করতে চাইলে আমি মনে করি ব্যাঙ্ক একাউন্ট অথবা মাস্টারকার্ড ব্যবহার করা উচিত

shamim0976
2017-11-15, 01:57 PM
পোষ্টিং এর বোনাস দিয়ে লাভ করলে সর্বনিম্ম কত টাকা উত্তোলন করা যায়।
লেভারেজ ৫০ গুন তাই পজিশন নেয়া অনেক কঠীন..

InstaForex Sushantay
2017-11-15, 02:19 PM
পোষ্টিং এর বোনাস দিয়ে লাভ করলে সর্বনিম্ম কত টাকা উত্তোলন করা যায়।
লেভারেজ ৫০ গুন তাই পজিশন নেয়া অনেক কঠীন..

প্রিয় ফোরাম ট্রেডার,
আপনি বোনাস থেকে মুনাফা অর্জনের পর সেই মুনাফার একটি নির্দিষ্ট অংশ উত্তোলন করতে পারবেন যা আপনাকে ইন্সটাফরেক্স বোনাস গ্রহনের শর্ত বা চুক্তিপক্তে্ উলেক্ষ্য করা রয়েছে। আপনার সুবিধার জন্য কোম্পানীর ক্লাইন্ট ক্যাবিনেটে প্রবেশ করে ট্রেডিং অ্যাকাউন্ট বিভাগ এর বোনাস স্ট্যাটিসটিক্স থেকে শুধুমাত্র প্রফিট উত্তোলন এর ক্ষেত্রে Available for withdrawal (without bonus) এবং বোনাসসহ প্রফিট উত্তোলন এর ক্ষেত্রে Available for withdrawal (with bonus safe) থেকে দুইটি বিভাগ পাবেন।
এই বিভাগের ঘরগুলোতে যে পরিমান অংক প্রদর্শিত হবে শুধুমাত্র সেই পরিমান অর্থ আপনি উত্তোলন করতে পারবেন। নয়ত অ্যকাউন্ট ব্যান হতে পারে। ধন্যবাদ