PDA

View Full Version : কী ভাবে ভাল আয় করা যাবে?



sujon30
2016-10-04, 09:36 AM
ভাই আমি ফরেক্স এর নতুন। আমি কী ভাবে কাজ করলে আমি ফরেক্স থেকে আয় করতে পারব । সবাই প্লিজ একটু জানান ভাই। :woo:

MoinFX
2016-10-04, 10:40 AM
আমাদের মধ্যে একটা সমস্যা আছে আর সেটা হল কোন কাজ করার আগে কি পরিমান লাভ করতে পারব সেটা আমাদের মাথায় চলে আসে। আমি মনে করি আসলে এই ব্যাবসার জন্য আমি কত টুকু পারপেক্ট সে সেটা চিন্তা করেনা।। আমাদের কে যোগ্য করে তৈরি করতে পারলে সব কিছু করা সম্বভ।

udaydebnath
2016-10-05, 10:39 AM
ফরেক্স থেকে ভাল আয় করতে চােইলে আগে ফরেক্স বিষয়ে অভিজ্ঞ হতে হবে। ডেমো প্র্যাকটিস করে আপনি এই অভিজ্ঞতা অর্জন করতে পারেন। এক থেকে তিন বছর ডেমো করে তার পর যদি আপনার মনে হয় যে, আপনি এখন ফরেক্সে অভিজ্ঞ, তাহরে আপনি রিয়েল একাইন্টে বিনিয়োগ করে লাভবান হতে পারবেন। আর হাঁ কম বিনিয়োগ করে লাভবান হওয়া যায় না। ব্যালেন্স বেমি থাকা দরকার।

Hassan Raja
2016-10-05, 11:25 AM
আমরা ব্যবসা করি লাভের আশায় লস করার জন্য নয় তাই প্রশ্ন টা প্রাসংঙ্গিক কিভাবে ভালো লাভ করা য়ায়। এখন কথা হলো সব ব্যবসাতেই লাভ এবং লস আছে আবার সবাই সব ব্যবসাতে লাভ করতে পারে না । যে কোন ব্যবসায় লাভ করার জন্য ঐ ব্যবসা সম্পর্কে ভাল নলেজ থাকতে হবে । অনেক পরিশ্চম করতে হবে তবে ফরেক্স এর ক্ষেত্রেও একেই এখানে সফল হতে হলে ও আপনাকে অনেক কিছু জানতে হবে অনেক সময় ব্যয় করতে হবে।

RUBEL MIAH
2016-10-05, 07:22 PM
আমরা যদি দক্ষতা অর্জন করি তাহলে অবশ্যই আমরা সফলকাম হতে পারবে । যার যত বেশী দক্ষতা রয়েছে সে তত বেশী সফলকাম হতে পেরেছে । সুতরাং আমরা সব সময় এই ব্যবসা করার জন্য দক্ষতা অর্জন করার চেষ্টা করব ।

udaydebnath
2016-10-05, 10:04 PM
ভাল করে ফরেক্স শিখে পরিক্লপনা করে ফরেক্সে বিনিয়োগ করলে এতে লাভ করা যাবে। প্রথমে ফরেক্সে অভিজ্ঞ হহে হবে। তার পর ভাল পরিকল্পনা করে ট্রেড করতে হবে। পরিকল্পনা মানে আমি বুঝাতে চাচ্ছি ভাল করে এনালাইসিস করতে হবে।

মোঃ সামসুদ্দিন
2016-10-05, 10:11 PM
অনেক পড়াশুনা করতে হবে যদি আপনি ভাল টাকা উপার্জন করতে চান । এটা খুব কঠিন না এবং খুব সহজ ও না। আপনি যদি পরিশ্রম না করেন তাহলে কিছুই হবে না। তাই খুব কষ্ট করেন এবং অনেক টাকা আয় করুন।

shimul77ss
2016-10-05, 10:30 PM
ফরেক্স থেকে ভাল আয় করতে চাইলে আগে ফরেক্স বিষয়ে অভিজ্ঞ হতে হবে।ডেমো প্র্যাকটিস করে আপনি এই অভিজ্ঞতা অর্জন করতে পারেন।তাছাড়া বিভিন্ন সাইট দেখে ফরেক্স সম্পরকে ধারনা নিতে পারেন।

shukumar8099
2016-10-05, 11:56 PM
ফরেক্স মার্কেট থেকে দুই ভাবে আয় করা যায়। যা আমাদের পরিচিত গতানুগতিক শেয়ার বাজার থেকে আলাদা। শেয়ার বাজারে যদি দাম বাড়ে তবেই কেবল আপনি লাভবান হতে পারবেন। কিন্তু ফরেক্স দাম বাড়া বা কমা উভয় ক্ষেত্রেই আপনি লাভবা হতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে মার্কেট এনালাইসিস করে বুঝতে হবে দাম বাড়বে না কমবে এবং সে অনুযায়ী আপনাকে বাই-সেল করতে হবে।

mithunsarkar
2016-10-06, 12:11 AM
হ্যা ফরেক্সেরে মুল ব্যবসায়িক ধরন এবং মানসিক প্রস্তুতি হতে হবে ৫০% ট্রেড আপনার অনুকুলে ও প্রতিকুলে যাবে। এই চিন্তা মাথায় রেখে আপনাকে ট্রেডশুরু করতে হবে। তাছাড়া আপনি এই লস রিকভার করতে পারে কিছু টেকনিক খাটিয়ে। এবং টেকনিকগুলো বুঝতে হলে আপনাকে ফরেক্স সম্পর্কে ভালো পড়ালেখা করতে হবে। তাই আপনাদের সকলকে একটি উপদেশ আপনারা নিজেদের ব্যবসায়ে লস করতে হবে এটাকে একটি অমূল্য সত্য কথা মাথায় রেখে ট্রেডে নামতে হবে।

SHOYEB
2016-10-06, 08:09 AM
ফরেক্স ব্যবসায় ভাল লাভ করতে চাইলে মাথা ঠান্ডা রেখে ট্রেড করতে হবে এবং ওভারট্রেড করা যাবেনা মানি মেনেজমেন্ট বুঝে ট্রেড করতে হবে । ফরেক্স মার্কেটে অভিজ্ঞতার অনেক মূল্যায়ন আছি আপনি অভিজ্ঞ ট্রেডার হলে অনেক কিছুই বুঝতে পারবেন সর্বোপরি এই মার্কেটের সাথে লেগে থাকেন দেখবেন লাভ অবশ্যই আসবে ।

nisho5533
2016-10-06, 04:40 PM
হাঁ, আমাদের দেশের ইন্টারনেটের যে গতি তাতে ফরেক্স ট্রেড করতে গেলে অনেক সময় নো কানেকশনের জ্বালায় ভাল ট্রেডও হাতছাড়া হয়ে যায়, গ্রাম গঞ্জে ট্রেড করা আরও কঠিন, জানা লোকের তো অভার রয়েছেই সে ক্ষেত্রে আমাদের জন্য ফরেক্স ট্রেড কঠিন হলেও অসম্ভব নয়। একটু কস্ট করে করতে হবে। ইচ্ছা থাকলে উপায় হয়।

soniaakter
2016-10-09, 01:35 AM
ফরেক্স মার্কেটে থেকে ভাল আয় করার জন্য ফরেক্স মার্কেটে ট্রেডিং করার পুর্বে মার্কেট নিয়ে এনালাইসিস করার পাশাপাশি ফরেক্স মার্কেটের নিউজ নিয়মিত দেখে ট্রেড করতে হবে আর ফরেক্স শিক্ষা এমন ভাবে নিতে হবে যাতে করে স্টপলস আর টেক প্রফিট ব্যাবহার করতে পারা যায়,তাই যদি করা যায় তাহলে ভাল ট্রেডার হুয়া যাবে।

cowboy
2016-10-09, 03:33 AM
আমার মনে হয় আমাদের মধ্যে একটা সমস্যা আছে আর সেটা হল কোন কাজ করার আগে কি পরিমান লাভ করতে পারব সেটা আমাদের মাথায় চলে আসে। আমি মনে করি আসলে এই ব্যাবসার জন্য আমি কত টুকু পারপেক্ট সে সেটা চিন্তা করেনা।। আমাদের কে যোগ্য করে তৈরি করতে পারলে সব কিছু করা সম্ভব।

forexboy
2016-10-09, 07:29 AM
এটা খুব কঠিন না এবং খুব সহজ ও না । ফরেক্স থেকে ভাল আয় করতে চাইলে আগে ফরেক্স বিষয়ে অভিজ্ঞ হতে হবে।ডেমো প্র্যাকটিস করে আপনি এই অভিজ্ঞতা অর্জন করতে পারেন

Tazul Islam
2016-10-09, 07:40 AM
ভাল ডিপোজিট ভাল জ্ঞান থাকলেই ভাল উপার্জন করা যাবে।

blue
2016-10-13, 06:17 AM
আমার মনে হয় আমাদের মধ্যে একটা সমস্যা আছে আর সেটা হল কোন কাজ করার আগে কি পরিমান লাভ করতে পারব সেটা আমাদের মাথায় চলে আসে। আমি মনে করি আসলে এই ব্যাবসার জন্য আমি কত টুকু পারপেক্ট সে সেটা চিন্তা করেনা।। আমাদের কে যোগ্য করে তৈরি করতে পারলে সব কিছু করা সম্ভব।

forexboy
2016-10-13, 09:38 AM
আমরা ব্যবসা করি লাভের আশায় লস করার জন্য নয়। তাই আপনাদের সকলকে একটি উপদেশ আপনারা নিজেদের ব্যবসায়ে লস করতে হবে এটাকে একটি অমূল্য সত্য কথা মাথায় রেখে ট্রেডে নামতে হবে।

Rahat015
2016-10-13, 10:51 AM
আমি নিজেও নতুন । তবে আমি নতুন হিসেবে যে রুলস টা ফলো করি তা হলো শিখার আগে লাভের চিন্তা মাথায় না আনা। কারন যদি লাভের চিন্তা মাথার চলে আসে তাহলে শিখা টা আর ভাল হয়ে উঠে না। তাই নতুনদের উচিত আগে ফরেক্স ভালো করে শিখা এরপর লাভের চিন্তা করা।

instasaiful
2016-10-13, 11:40 AM
আমার ধারণা 24 ঘন্টা সময় নিয়ে ফরেক্স ট্রেড করলে ভাল আয় করা যাবে। তাছাড়া নিউজ ট্রেডিং ও লং ট্রেডি সহায়ক বলে মনে কর।ি

janasa
2016-10-13, 05:16 PM
ফরেক্স এমন একটা ব্যবসা যেখান থেকে আসলে অনেক টাকা আয় করা সম্ভব । কিন্তু ভাল আয় করতে হলে আগে ফরেক্স সম্পর্কে অনেক ভাল করে জানতে হবে ডেমো ট্রেড করে জ্ঞান অর্জন করতে হবে । অনেক বড ইনভেষ্ট করতে হবে তাহলে আমি আসা করি ফরেক্স থেকে অনেক ভাল টাকা আয় করা যাবে খুব সহজে । যে গুলো আমি করে অনেক টাকা আয় করেছি ।

shimul77ss
2016-10-13, 06:01 PM
নিজেকে একজন দক্ষ ট্রেডার হিসেবে গড়ে তুলতে পারলে ফরেক্স থেকে ভাল আয় করা সম্ভব।তাই ফরেক্স থেকে ভাল ইনকাম করতে চাইলে আপনাকে দক্ষ ট্রেডার হতে হবে।মার্কেট নিয়ে আপনাকে অনেক পড়াশুনা করতে হবে।প্রতিনিয়ত ফরেক্স সম্পর্কিত নিউজফীড পরতে হবে।

udaydebnath
2016-11-05, 10:52 AM
ভাল আয় করতে চাইলে আগে ভাল করে ফরেক্স শিখে নিতে হবে। রিয়েল ট্রেড করার সময় সাপোর্ট লেভেল থেকে বাই আর রেসিসটেন্স লেভেল থেকে সেল অর্ডার দিতে হবে। ফিবোনাচ্চি লেভেল বিষয়ে ভাল জানা থাকতে হবে। ট্রেন্ড বিষয়ে জানা থাকতে হবে। এগুলিই ফরেক্স এর মেইন বিষয়।

Competitor
2016-11-05, 05:48 PM
এটা একটা সাধারণ ব্যাপার যে আপনি যদি ভাল আয় করতে চান তবে অবশ্যই আপনাকে অনেক বেশি পরিামাণে ভাল মানের আত্নবিশ্বাস সাথে দক্ষতা অবশ্যেই প্রয়োজন হবে । ফরেক্স মার্কেটে ট্রেড করে তারাই লাভবান হতে পারে যারা কিনা অনেক বেশি পরিমাণে ফরেক্স এর প্রতি আন্তরিক এবং নিজেকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ ।

Md Masud
2017-03-26, 10:01 PM
ভালো অায় করতে গেলে অবশ্যই অামাদের অনেক সময় দিতে হবে । যে যত বেশী সময় দিবে সে তত বেশী লাভবান হতে পারবে । অামরা দক্ষতা ছাড়া এই মার্কেটে পর্দাপণ করব না । অায় তো পরের কথা অাগে শিখুন ভালোভাবে । ভালোভাবে না শিখতে পারলে কেহই অায় করতে পারবে না ।

reser
2017-03-26, 10:03 PM
আমি মনে করি ফরেক্স মার্কেটে ভাল আয় করতে হলে আগে ফরেক্স সম্পর্কে অনেক ভাল করে জানতে হবে ডেমো ট্রেড করে জ্ঞান অর্জন করতে হবে । অনেক বড ইনভেষ্ট করতে হবে তাহলে আমি আসা করি ফরেক্স থেকে অনেক ভাল টাকা আয় করা যাবে খুব সহজে ।

martin
2017-03-26, 10:21 PM
ফরেক্স মার্কেট থেকে দুই ভাবে আয় করা যায়। যা আমাদের পরিচিত গতানুগতিক শেয়ার বাজার থেকে আলাদা। শেয়ার বাজারে যদি দাম বাড়ে তবেই কেবল আপনি লাভবান হতে পারবেন। কিন্তু ফরেক্স দাম বাড়া বা কমা উভয় ক্ষেত্রেই আপনি লাভবা হতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে মার্কেট এনালাইসিস করে বুঝতে হবে দাম বাড়বে না কমবে এবং সে অনুযায়ী আপনাকে বাই-সেল করতে হবে।

Mamun13
2017-03-26, 10:41 PM
যত ভালোভাবে শিখে আয়ত্ত্ব করতে পারবেন তত ভালো প্রফিট করতে পারবেন৷প্রচুর প্রফিট করতে পারবেন নিঃসন্দেহে৷তার জন্য অবশ্যই দীর্ঘদিন আন্তরিকতার সাথে প্র্যকটিস করতে হবে৷প্রথমেই লাগবে দৃঢ়চিত্ত্বে শপথ যে এখান থেকেই আমি আমার জীবনের ক্যারিয়ার গড়ে তুলবো৷দৃঢ় প্রতিজ্ঞা না থাকলে জীবনে কোনো কিছুতেই স্হির হতে পারবেন না৷ধীরে ধীরে ঠান্ডা মাথায় ফোরামের সকল বিষয় গুলো পড়ুন ও মূল লেখাগুলো নোট করে আস্তে আস্তে ডেমো ট্রেডিং এ প্র্যাকটিস শুরু করুন৷দীর্ঘ সময় নিয়ে প্র্যকটিস করতে করতে একসময় ঠিকই দক্ষতা অর্জন হয়ে যাবে ও নিয়মিত প্রফিট করতে পারবেন৷

yasir
2017-03-26, 10:43 PM
আপনি ফরেক্স সম্পর্কে বেশি বেশি জ্ঞান অর্জন করুন তাহলেই আপনি ফরেক্স থেকে আয় করতে পারবেন।আপনাকে মার্কেট এনালাইসিস করতে হবে বিভিন্ন দেশের অর্থনৈতি রাজনৈতিক অবস্থা বিশ্লেষন করতে হবে।