PDA

View Full Version : ইন্সটা ফরেক্স কিভাবে ভেরিফিকেশন করবো



Hassan Raja
2016-10-04, 11:17 AM
ফাষ্ট লেভেল ভেরিফাই করেছি পাসর্পোট দিষে দ্বিতিয় লেভেল আইডি কার্ড দিলে হচ্চে না।

MoinFX
2016-10-04, 12:42 PM
আপনার একাউন্ট ভেরিপাই করতে হলে আপনার ছবি সহ ভোটার আইডি কার্ড আপলোড করতে হবে এবং সেকেন্ড লেভেল ভেরিপাই করার জন্য ব্যাংক স্টেট মেন আপলোড করতে হবে তাহলে একাউন্ট বেরিপাই করতে পারবেন।

udaydebnath
2016-10-05, 10:33 AM
আপনি ফাষ্ট লেভেল ভেরিফাই করে ফেলেছেন। আপনার দ্বিতীয় লেভেল ভেরিফাই করার জন্য আপনার ব্যাংক ষ্টেটমেন্ট( অবশ্যই ব্যাংকের কর্মকর্তার স্বাক্ষর ও সীল থাকতে হবে) স্ক্যান করে আপলোড করতে হবে। আশাকরি এতেই কাজ হয়ে যাবে।

Mamun13
2017-09-12, 08:03 AM
একাউন্ট ভেরিফাইয়ের জন্য দ্বিতীয় লেভেলে আপনি আপনার এড্রেস ভেরিফাই করবেন৷সেজন্য আপনি আপনার কোনো বিল-যেখানে আপনার ঠিকানা পরিষ্কার উল্লেখ করা আছে,সেই বিলের স্ক্যান কপি আপলোড করবেন৷আপনার নামের কোনো বিদ্যুৎ বিল,পানির বিল,গ্যাস বিল,ড্রাইভিং লাইসেন্স,ফোনবিল বা কোনো ব্যাংক একাউন্ট স্ট্যাটমেন্টের স্ক্যান কপি হলেই তা গ্রহনীয় হবে৷

Mahidul84
2017-09-12, 06:52 PM
ইন্সটাফরেক্স ভেরিফাইয়ের জন্য তেমন কিছুই করতে হয় না। শুধুমাত্র দরকার হয় আপনার নামে জাতীয় পরিচয় পত্র আর যে কোন একটা ড্রাইভিং লাইন্সে অথবা বিদ্যুৎ বিল বা পাসপোর্ট হলেও চলবে। তবে অ্যাকাউন্ট যদি উক্ত কাগজ পত্র দেওয়ার পরও ভেরিফাই না হয় তাহলে আপনি অনলাইন চেট এর মাধ্যমে কথা বলে আপনার অ্যাকাউন্ট ভেরিফাই করে নিতে পারেন।

01797733223
2017-09-19, 09:04 AM
দ্বিতীয় লেভেল ভেরিফাই করার জন্য প্রয়োজন হবে ব্যাংক স্টেটমেন্ট বা বিদ্যুৎ* বা পানির বিল যেখানে আপনার ঠিকানা দেয়া থাকবে । দ্বিতীয় লেভেল ভেরিফাই করা প্রথম লেভেলের চেয়ে অনেক সহজ । এবং এই দ্বিতীয় লেভেলে আপনাকে ঠিকানা ভেরিফাই করতে হবে । একটি বিষয় খেয়াল রাখবেন যেন আপনার প্রদত্ত ঠিকানা হুবহু আপনার প্রদানকৃত ডকুমেন্ট এর সাথে মিলে যায় । যদি একটি শব্দ না মিলে তাহলেও কিন্তু ভেরিফাই হবে না ।

Parvejregdu
2017-09-19, 09:32 AM
ইন্সটা ফরেক্স এশিয়ার মধ্যে একটি ভাল ব্রোকার হাউস। ইন্সটা ফরেক্স-এ ভেরিফিকেশন করা খুবই সহজ। প্রথম ভেরিফিকেশন করার জন্য এন.আইডির স্কেন কপি (দুই সাইড) এবং এন.আইডি হাতে ধরে ছবি (দুই সাইড) তুলে আপলোড করতে হবে। ২য় ভেরিফিকেশন করার জন্য পাসপোর্ট, বিদ্যুাৎ বিল অথবা ব্যাংক স্টেটমেন্টের স্কেন কপি আপলোড করে দিতে হবে।

Mahidul84
2017-09-19, 06:58 PM
ফাষ্ট লেভেল ভেরিফাই করেছি পাসর্পোট দিষে দ্বিতিয় লেভেল আইডি কার্ড দিলে হচ্চে না।

আপনি যেহেতু ফাস্ট লেভেল ফেরিফাই করছেন সেহেতু আমি আর ঐ দিকে না গিয়ে দ্বিতীয় লেভেল ভেরিফাই কিভাবে করতে হয় সেটা বলছি। আপনি যেহেতু দ্বিতীয় লেভেলের জন্য আইডি কার্ড দিছেন কিন্তু নিচ্ছে না তার কারণ হচ্ছে আপনাকে এবং আইডি কার্ডসহ এক হাতে ধরে ছবি তুলতে হবে এবং সেই ছবি আপনাকে দ্বিতীয় লেভের জন্য ভেরিফাই করতে হবে। আর যদি তাও না নেয় তাহলে আপনাকে লাইভ চ্যর্ট এর মাধ্যমে কথা বলে দ্বিতীয় লেভেল ভেরিফাই করে নিতে হবে।

ধন্যবাদ

Mahidul84
2017-09-19, 06:59 PM
ফাষ্ট লেভেল ভেরিফাই করেছি পাসর্পোট দিষে দ্বিতিয় লেভেল আইডি কার্ড দিলে হচ্চে না।

আপনি যেহেতু ফাস্ট লেভেল ফেরিফাই করছেন সেহেতু আমি আর ঐ দিকে না গিয়ে দ্বিতীয় লেভেল ভেরিফাই কিভাবে করতে হয় সেটা বলছি। আপনি যেহেতু দ্বিতীয় লেভেলের জন্য আইডি কার্ড দিছেন কিন্তু নিচ্ছে না তার কারণ হচ্ছে আপনাকে এবং আইডি কার্ডসহ এক হাতে ধরে ছবি তুলতে হবে এবং সেই ছবি আপনাকে দ্বিতীয় লেভের জন্য ভেরিফাই করতে হবে। আর যদি তাও না নেয় তাহলে আপনাকে লাইভ চ্যর্ট এর মাধ্যমে কথা বলে দ্বিতীয় লেভেল ভেরিফাই করে নিতে হবে।

ধন্যবাদ

alamsat
2018-02-08, 07:14 PM
আমি আইডি কার্ড দিয়া ফার্স্ট ভেরিফিকেশন করছি। সেকেন্ড ভেরিফিকেশন করার জন্য আজ ব্যাঙ্ক স্টেটমেন্ট আপলোড করলাম. আশা করছে সেকেন্ড ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে.

Amiforex
2018-02-08, 08:39 PM
ইন্সটাফরেক্সে ভেরিফিকেশন করা খুবই সহজ এবং সাবলিল কারন এই ব্রোকারটি এ্*ত বেশী বন্ধুত্বসুলভযে তাদের সার্পোট সেন্টার ২৪ ঘন্টা খোলা থাকে আপনাকে সহযোগীতা করার জন্য অতএব যদি কোন প্রয়োজন মনে করে যে কেউ যেকোন সময় তাদের সাথে কথা বলতে পারেন। এবং ভেরিফিকেশন করার জন্য শুধুমাত্র একটি আইডি কার্ড অথবা পাসপোর্ট এবং ঠিকানা ভেরিফিকেশনের জন্য ইউটিলিটি বিলের কপি স্ক্যান করে দিলেই তার ভেরিফিকেশন হয়ে যাবে। খুব সহজ এবং সাবলিল এখানে কাজ করা আমার মতে।

Rassel Vuiya
2018-02-11, 05:29 PM
ফাষ্ট লেভেল ভেরিফাই করেছি পাসর্পোট দিষে দ্বিতিয় লেভেল আইডি কার্ড দিলে হচ্চে না।

ভেরিফিকেশন করার জন্য ক্লায়েন্ট ক্যাবিনেট> অ্যাকাউন্ট সেটিংস> অ্যাকাউন্ট ভেরিফিকেশন ধাপটি অনুসরন করুন।
​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​১লেভেল ভেরিফিকেশনে​ ​হল পরিচয় যাচাই আর​​​​​​​​​​ ​​২য় লেভেল ভেরিফিকেশন​ ​হল ঠিকানা যাচাই।​​ ​প্রথম লেভেল ভেরিফিকেশনের জন্য আপনাকে​ ​​​জাতীয় পরিচয়পত্র বা ড্রাইভিং লাইসেন্স অথবা​​পাসপোর্ট এর স্ক্যানকপি সঠিকভাবে আপলোড করতে হবে, ​দ্বিতীয় লেভেল ভেরিফিকেশনের জন্য​​ ​​আপনার ট্রেডিং অ্যাকাউন্টের উল্লেখিত ঠিকানার সাথে মিল আছে এমন ডকুমেনট প্রদান করতে হবে।​​
​উদাহরন দেখুন​​​ 5146
5147
​আর ​​​​​​​​​​​​ইসস্টাফরেক্সের ভেরিফিকেশন সম্পর্কে বিস্তারিত জানতে​​এই লিঙ্কটি অনুসরণ করুন- http://bit.ly/2redUEj ধন্যবাদ

abilkis7
2019-11-17, 09:53 AM
ইন্সট্রাফরেক্স এর প্রথম ভেরিফিকেশনের জন্য আপনাকে পাসপোর্টের কপি, ভোটার আইডি কার্ড ইত্যাদির যে কোন একটি দিয়েই আপনি প্রথম ভেরিফিকেশন সম্পূর্ণ করতে হয়। এরপর দ্বিতীয় ভেরিফিকেশনের জন্য আপনার ব্যাংক স্ট্যাটমেন্ট বা ইউটিলিটি বিল যে কোন একটি দিলেই আপনার ভেরিফিকেশন সম্পূর্ণ করা হয়। আর ভেরিফিকেশন বাদে কখনও কোন ব্রোকারে লেনদেন করবেন না। তাতে সমস্যায় পড়বেন।