PDA

View Full Version : আগামীকাল nfp ঝড় ও আমাদের প্রস্তুতি



MohabbatElahi
2016-10-06, 11:34 PM
2393
Non farm Payrolls কি ? Non farm Payrolls হচ্ছে U.S Bureau of labor statistics এর কর্মসংস্থান এবং কর্মচ্যুত শ্রমীকদের সার্বিক অবস্থার উপর ভিত্তি করে প্রকাশিত প্রতিবেদন যা মার্কিন শ্রম বাজারের অবস্থান কে নির্দেশ করে। ট্রেডিং মাসের প্রথম শুক্রবার United state এর special এ Key Events টি মার্কিন ডলার সম্পর্কিত মুদ্রা জোড় সমূহে বড় ধরনের পরিবর্তনে গুরুত্বপূর্ন ভুমিকা পালন করে থাকে। সে হিসাবে চলতি Events-এ গ্লোবাল ফরেক্স ট্রেডারদের দৃষ্টি এখন Non farm Payrolls এর দিকে।
--
Present economical situation
------------------------------------------
গত দুসাপ্তাহের Economy পর্যালোচনা করলে এটা স্পষ্ট যে মার্কিন ডলারের অর্থনৈতিক অবস্থা আপেক্ষিক ভাবে অন্যসব দেশের চেয়ে ভাল। বিশেষ করে চলতি সাপ্তাহে U.S. ISM Non-Manufacturing PMI এ Events-এ মার্কিন ডলার ভাল সাফল্য পেয়েছে। ফলে গতকাল মুদ্রা বাজারে অন্যসব মূদ্রার বিপরীতে মার্কিন ডলার শক্তিশালী অবস্থান তৈরিতে সক্ষম হয়েছে। এছাড়া প্রফেসার ড.ইয়েলেন সর্বশেষ বক্তব্যে মার্কিন কর্ম সংস্থান বিষয়ে অগ্রগতি ও ধারাবাহিক সাফল্যের বিষয়ে দৃঢ় কণ্ঠে প্রত্যয় ব্যক্ত করেছেন। ফলে মার্কিন কর্ম সংস্থান বিষয়ক Economical events গুলো এখন পজিটিভ হওয়ার সম্ভাবনাই বেশি। তারই প্রতিফলন আজ আমরা Initial Jobless Claims উক্ত ইভেন্টসে দেখতে পেয়েছে যা P:254K C:256K A:249K বা -7K Positive
সূতরাং সার্বিক Economy মূল্যায়নে বর্তমান NFP (Non farm Payrolls: P: 151K, C: 172K) Bullish হওয়ার সম্ভাবনাই বেশি।
-------------
বিশেষ মূল্যায়নে GBP/USD
----------------------------------
#বর্তমানে পাউন্ড মর্কিন ডলারের বিপরীতে সর্বনিম্ম প্রাইজে অবস্থান করছে এবং Brexit পরবর্তিতে 1.2860 লেভেল টি 3rd Retest এ Break down হয়েছে। অপর দিকে USD index সম্পূর্ন Bullish পজিশনে রয়েছে যা গতকালের তুলনায় আজকে +0.45 বা +0.46% perform করেছে। এছাড়া আগামী সাপ্তাহে Pound সম্পর্কিত এমন কোন মাইক্রো ইভেন্টস নেই যা পাউন্ডের ভাগ্য পরিবর্তনে কিছুটা ভুমিকা পালন করতে পারে। সূতরাং পাউন্ডের এ পতন রোধ কেবল মার্কিন ডলারের অবস্থার উপরই নির্ভর করছে।
-
#তবে সাপ্তাহের প্রথম থেকে গ্লোবাল ট্রেডার সেন্টিমেন্ট সম্পূর্ন পাউন্ডের পক্ষ্যে অবস্থান করলেও মার্কিন ডলারের পজিটিভ Economy performance-
এর ফলে পাউন্ড down pressure-এ রয়েছে। এ অবস্থায় পাউন্ডে সম্পর্কিত মূদ্রা জোড়ে ট্রেড খুবই ঝুঁকিপূর্ণ হিসাবে বিবোচনা করছি। এছাড়া চলতি Economy- তে পাউন্ড মার্কেটে বড় ধরনের জুয়াড়িদের প্রবেশেরও সম্ভাবনা রয়েছে।
-
#সূতরাং সর্বশেষ লেভেল সেন্টিমেন্টে Over confidence trading বা without S/L trading আমাদের কে বড় বিপদের মুখে ঠেলে দিতে পারে। এমতবস্থায় মার্কেট পরিবর্তনের সম্ভাবনা তৈরি না হওয়া পর্যন্ত Regular Quantity আমরা কমিয়ে আনতে পারি। তবে সার্বিক বিবোচনায় ১.২৭৫০ উক্ত লেভেলে না পৌছানো পর্যন্ত মার্কেটে বুলিশ ট্রেন্ড নিশ্চিত হচ্ছে না । কারন NFP প্রতিবেদন কে কন্দ্রে করে পাউন্ড ১.২২ পর্যন্ত নেমে আসার সম্ভাবনা রয়েছে। সূতরাং সতর্কতা অবলম্বন করা উচিত।

Position বিশ্লেষন
----------------------
#Currency Pair: GBP/USD
Expectation: Bullish (1.2750)
Currency pair: EUR/USD
Expectation: Bearish
Currency Pair: USD/CAD
Expectation: Bearish
----------
মার্কেট বিশ্লেষনঃ Fundamental & Sentiment
Currency Pair: EUR/USD,GBP/USD, USD/CAD
--------------------------------------------------------------------
MD Mohabbat E-Elahi
Analytical Expert: Forex & CFD Market.
Admin: Forex online Training academy Bangladesh

(বিঃদ্রঃ আমার ব্যাক্তিগত মার্কেট মূল্যায়ন ট্রেডিং মার্কেটে শতভাগ প্রফিটের নিশ্চয়তা প্রদান করেনা )

MohabbatElahi
2016-10-09, 02:59 PM
এনালাইসিস পরবর্তিতে মার্কেট ফলাফল।
#সার্বিক ভাবে আমি মার্কিন বেকারত্ব ও কর্ম সংস্থান সম্পর্কিত ইভেন্টস গুলোতে পজিটিভ প্রত্যাশা করেছিলাম সে হিসাবে NFP প্রত্যাশিত ফলাফল না পেলেও পূর্বের চেয়ে ভাল সাফল্য পেয়েছে । আপর দিকে তাদের বেকারত্ব হার সামান্য বৃদ্ধি পেয়েছে। ফলে ট্রেডার সেন্টিমেন্ট ও Economical situation উভয় অবস্থান থেকে শুক্রবার ট্রেংডিং মার্কেটে আমরা NFP-এর মিশ্র প্রতিক্রিয়া দেখতে পেয়েছি।

#আপর দিকে বিশেষ মূল্যায়নে পাউন্ড ১.২২ পর্যন্ত পতনের সম্ভাবনা কে সামনে রেখে সম্ভাব্য ঝুঁকি ও এবিষয়ে সতর্কতা মূলক একটি মন্তব্য করেছিলাম যা শতভাগ ট্রেডিং মার্কেটে আপনারা উপলব্ধি করতে পেরেছেন। যদিও প্রত্যাশা ছিল ১.২২ তবে ফ্রান্সের প্রেসিডেন্টের বক্তব্য পতন ধারা কে আর শক্তি যুগিয়েছিল।

#ব্রেক্সিট বিষেয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাসোয়াঁর বক্তব্য
“ব্রেক্সিটের জন্য যুক্তরাজ্যকে শাস্তি দেওয়া হবে। ইউরোপীয় ইনিয়নভুক্ত অন্যান্য দেশ যেন সংগঠনটি থেকে বেরিয়ে যেতে সাহস না করে, সে বিষয়ে সতর্ক করতেই এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহন করা হবে ।গত বৃহস্পতিবার রাতে প্যারিসে এক নৈশ্যভোজ অনুষ্ঠানে ওলাঁদ একথা বলেন। তিনি আরও বলেন যে ইইউকে রক্ষা করা এখন এর জনক ফ্রান্স ও জার্মানির দায়িত্ব”

RUBEL MIAH
2017-04-28, 03:20 PM
পাউন্ডের এ পতন রোধ কেবল মার্কিন ডলারের অবস্থার উপরই নির্ভর করছে । ব্রেক্সিটের জন্য যুক্তরাজ্যকে শাস্তি দেওয়া হবে। ইউরোপীয় ইনিয়নভুক্ত অন্যান্য দেশ যেন সংগঠনটি থেকে বেরিয়ে যেতে সাহস না করে । ইইউকে রক্ষা করা এখন এর জনক ফ্রান্স ও জার্মানির দায়িত্ব ।

Md Masud
2017-05-25, 09:33 PM
গতকাল মুদ্রা বাজারে অন্যসব মূদ্রার বিপরীতে মার্কিন ডলার শক্তিশালী অবস্থান তৈরিতে সক্ষম হয়েছে । এছাড়া প্রফেসার ড.ইয়েলেন সর্বশেষ বক্তব্যে মার্কিন কর্ম সংস্থান বিষয়ে অগ্রগতি ও ধারাবাহিক সাফল্যের বিষয়ে দৃঢ় কণ্ঠে প্রত্যয় ব্যক্ত করেছেন । ইউরোপীয় ইনিয়নভুক্ত অন্যান্য দেশ যেন সংগঠনটি থেকে বেরিয়ে যেতে সাহস না করে । ইইউকে রক্ষা করা এখন এর জনক ফ্রান্স ও জার্মানির দায়িত্ব ।