PDA

View Full Version : পেওনিয়ার মাস্টার কার্ড



ssrahman00
2016-10-08, 12:19 PM
পেওনিয়ার মাস্টার কার্ড দিয়ে কি বাংলাদেশ থেকে টাকা তোলা যাবে? আমার প্রথম লেভেল ভেরিফিকেশন সম্পন্ন হয়েছহে

md mehedi hasan
2016-11-03, 03:39 PM
ভাই পেওনিয়ার মাস্টার কার্ড পেতে বা একাঊন্ট কি ভাবে করা যায়।আর পেওনিয়ার মাস্টার কার্ডের কয়টি লেবেল ভেরিফাই করতে এবং ভেরিফাই করার জন্য কি কি ডুকুমেন্ট লাগে যদি বিস্তারিত আলোচনা করতেন তাহলে আমাদের অনক উপকার হত।

Momen
2017-07-24, 01:35 PM
Payoneer মাস্টার কার্ড দিয়ে আপনি বাংলাদেশ থেকে টাকা তুলতে পারবেন, যদি আপনার কার্ডটি ব্যংকের সাথে অ্যড করা থাকে। তাছাড়া, আপনার একাউন্টটি অবশ্যই Valid ডকোমেন্ট দ্বারা ভেরিফাই করা হতে হবে। কেননা, ভেরিফাই ছাড়া কোন বাংকই মাস্টার কার্ড এ টাকা লেন-দেন করতে দিবে না। আশা করি আপনি বুঝতে পেরেছেন।

mahbubhb
2017-08-19, 12:51 PM
আমি পাইয়ুনিয়ারে একাউন্ট ওপেন করেছি। ভেরিফাই ও করেছি। কিনতু এখন পর্যন্ত কোন প্রকার লেনদেন করিনি। মানিবুকারস ও নেটেলার দিয়ে কাজ করি। এগুলো ভাল সুবিধা দিয়ে থাকে। পাইয়ুনিয়ার সম্পর্কে ভাল আইডিয়া নাই তাই লেনদেনও করি না। এই সম্পর্কে আরও যেনে পরে ডিপোজিট করতে পারি তবে এখন না। আমি যতদূর দেখেছি বেশিরভাগ মানুষই নেটেলার বা মানিবুকারস দিয়ে ফরেক্সের ট্রেডিং একাউন্টে লেনদেন করে থাকে।