Log in

View Full Version : শিরোনাম -মন খারাপ



Tazul Islam
2016-10-08, 03:52 PM
আমার মনটা খুব খারাপ । আমি আর ট্রেড করব না। জিবিপি ইউএসডি পেয়ার আমার একাউন্ট দুই বার জিরো করেছে। ১০০০ ডলার লস খেয়েছি। আমার আর একদম ট্রেড করতে ইছ্চে করছে না।

Biplob72
2016-10-08, 05:09 PM
ভাই লস হলে তো মন খারাপ হবারই কথা। আমি বলব আপনি যখন ট্রেড ওপেন করবেন তখন মার্কেটে বসে থাকেন আর দেখেন মার্কেটের কি অবস্থা হয়। যদি দেখেন যে লাভ হওয়ার কোন সম্ভাবনা নাই বা মার্কেট আর ঘুরবেনা তবে ট্রেডটা কেটে দেওয়াই ভাল।:ok:

Mamun13
2017-07-31, 08:59 AM
মন খারাপের প্রশ্নই আসেনা,আবার প্রস্ত্তত হন৷জয়ী হতেই হবে৷আমরা করবো জয়,নিশ্চয়...মাত্র ২বার জিরো! আমার পুজিঁ অসংখ্যবার জিরো হয়েছে৷কারন নতুন অবস্হায় এটাই স্বাভাবিক৷ধীরে ধীরে ঠান্ডা মাথায় ফোরামের সকল বিষয় গুলো পড়ুন ও মূল লেখাগুলো নোট করে আস্তে আস্তে ডেমো ট্রেডিং এ প্র্যাকটিস শুরু করুন৷দীর্ঘ সময় নিয়ে প্র্যকটিস করতে করতে একসময় ঠিকই দক্ষতা অর্জন হয়ে যাবে ও নিয়মিত প্রফিট করতে পারবেন৷যদি ফরেক্সে ক্যরিয়ার গড়তে চান তাহলে দীর্ঘদিন নিয়মিত ডেমো ট্রেড করতেই হবে৷ডেমো ট্রেডিংএর কোনো বিকল্প নাই মনে রাখবেন৷১০০ ভাগ রিস্ক্ ফ্রি ডেমো ট্রেডিং করে করে ট্রেডিং কৌশলগুলো ভালো ভাবে আয়ত্ত্ব করে নিতে হবে৷বিশ্বের সকল এক্সপার্ট ট্রেডারগণ প্রথমে দীর্ঘদিন যাবৎ ডেমো ট্রেড করেই দক্ষতা অর্জন করেছেন৷ নতুন অদক্ষ লোভী ট্রেডার ১০০০ ডলার পুজিঁও মাত্র ১ মাসেই জিরো করে ফেলতে পারে৷প্রত্যেক ব্রোকারই ডেমো ট্রেডিং এর এই ভার্চুয়াল ব্যালেন্স বিশেষ সুবিধা দিচ্ছেন যেন আপনার নিজের পুজিঁ দিয়ে ট্রেডিং শিখতে না হয়৷তাই ইচ্ছামত ভার্চুয়াল ব্যালেন্স বা পুজিঁ নিয়ে দীর্ঘদিন ১০০ ভাগ রিস্ক্ ফ্রি ডেমো ট্রেডিং করে করে ট্রেডিং কৌশলগুলো ভালো ভাবে আয়ত্ত্ব করে নিতে হবে৷

mahbubhb
2017-08-07, 04:56 PM
ভাই আপনার মন খারাপ হওয়ারই কথা। এতগুলো ডলার লস করেছেন। আমি যানি না আপনি কি পরিমার ট্রেডিং করেছিলেন। তারপরেও আপনাকে বলবো মন থেকে কস্ট মূছে ফেলে কিছুদিন বিশ্রাম নিয়ে আবারো ভালভাবে মার্কেট এনালাইসিস করে ট্রেডিং শুরু করুন। আশা করি ভাল মুনাফা অর্জন করবেন।

maziz6989
2017-08-07, 08:14 PM
পরাজয়ে ডরে না বীর। এই কথাটা মনে রেখে এগিয়ে যান। হার মানবেন না। কারণ একবার হার মেনে নিলে আর কাম ব্যক করতে পারবেন বলে মনে হয় না। হার মানবেন না। ছোট করে শুরু করেন। যদি সাহস থাকে তবে আবারও ফিরে আসেন। আশা করি ভূল টা ধরতে পারলে লস কাটিয়ে ফিরতে পারবেন।

01797733223
2018-01-16, 12:42 PM
ভাই মন খারাপ করার কিছুই নেই এখানে, কেননা ব্যবসা মানেই হল লাভ অথবা লস। এর মধ্য দিয়েই আমাদের সামনে এগিয়ে যেতে হবে। তবে লসের পরিমাণটা যেন তুলনামূলক ভাবে কম থাকে সেজন্য আপনাকে এখানে ট্রেড করার সময় মানি ম্যানেজমেন্ট ফলো করে চলতে হবে, তানাহলে ব্যালেন্স টিকিয়ে রাখতে পারবেননা ভাই। সুতরাং পুনরায় চেষ্টা অব্যাহত রাখেন এটাই হবে আপনার অধ্যবসায়।

expkhaled
2018-01-16, 12:52 PM
ফরেক্স মানেই ১০০ভাগ রিস্কি এ কথা মনে রেখেই ট্রেড করতে হবে। সুতরাং যদি আপনি বাস্তববাদী হন তাহলে আপনাকে আবার নতুন করে ঘুরে দাড়াতে হবে এবং নতুনভাবে প্রস্ততি নিয়ে মার্কেটে নামতে হবে। লস হল আর ব্যবসা ছেড়ে দিলেন তাহলে কেমন ব্যবসায়ী হলেন? আপনার মন শক্ত হতে হবে যেকোন কাজের জন্য। আর একটা কথা মনে রাখবেন প্রাথমিক ভাবে যে কাজে লস বেশী সেই কাজই একসময় বেশী পরিমানে প্রফিট দেয়। সুতরাং নতুনভাবে শিখুন আর ১০০% রিস্ক ফ্রি ডেমো ট্রেড করতে থাকুন এবং ট্রেডিং এর কলাকৌশল গুলো ভালো ভাবে আয়ত্ব করে নিন।

Mahidul84
2018-01-16, 06:50 PM
ভাই ফরেক্স মানেই ১০০% ঝুকিপূর্ণ একটি ব্যবসা। এখানে লাভ লস তো হবেই আর সেটা মেনেই আপনাকে ব্যবসা করতে হবে। আমি মনে করি এই বিষয়গুলোর উপর মন না খারাপ করে আপনি চিন্তা করুন যে কোন ভুলগুলোর জন্য আপনার এ্যাকাউন্ট জিরো হয়েছে। এবং সেই ভুলগুরো কারণ খোজে বের করার চেষ্টা করুন। আর কি কারণে আপনি ভুলগুলো করে এ্যাকা্উন্ট জিরো করেছেন সেগুলো পুনরায় যে না ভুল হয় সে ব্যবস্থা গ্রহণ করুন। তাহলে আপনি ধীরে ধীরে পর্যবেক্ষণ করতে পারবেন এবং সেই অনুযায়ী আপনার লস কমতে থাকবে। আর প্রতি নিয়ত আপনি ডেমো অনুশীলন করুন। ধন্যবাদ

samun
2021-08-07, 11:37 AM
ভাই আপনি খুবই সামান্য লস করেছেন আর মাত্র দুইবার পূর্ণ করেছেন এ পর্যন্ত আমি আসলে কতবার ফোন করেছি সঠিকভাবে আমি বলতে পারব না তবে যতবার বোনাস পেয়েছি তবে পারি আমি শূন্য করেছি এর মাঝে হয়তো কিছু অর্জন করতে পেরেছি তার মানে এই না যে আমি এর জন্য নিজের হাল ছেড়ে দেবো আমি প্রথম এক বছরে কোন ধরনের কোনো প্রফিট অর্জন করতে পারিনি কিন্তু আমি কখনো নিরাশ হইনি এতে করে আমি যতবার শুন্য করেছি আমি ততবার শূন্য করার কারণ খুঁজে আমার ভুলগুলোকে সুন্দরভাবে উপস্থাপন করে সেটাকে সংশোধন করে আমি পুনরায় স্ট্রেট করার চেষ্টা করেছি এবং বর্তমানে আমি এর জন্য সফলতা অর্জন করতে পেরেছি তাই আমি বলবো শুধুমাত্র ফরজ নয় পৃথিবীর সকল কাজেই অবশ্যই একাগ্রতা ধৈয্য একান্ত প্রয়োজন না হলে কোন কাজে সফলতা অর্জন করা সম্ভব হবে না

Starship
2021-08-07, 02:31 PM
আমাদের প্রতিটি ক্ষেত্রে ব্যর্থতার বা লসের জন্য মন খারাপ হবে এটাই স্বাভাবিক। ব্যালেন্স জিরো করে যদি আপনি মন খারাপ থাকে তাহলে ফরেক্স আপনার জন্য নয়। বর্তমান যেসকল সফল ফরেক্স ট্রেডার রয়েছে তারা প্রত্যেকে একাধিকবার ট্রেড করে লস করে আজ সফল হয়েছেন। তাই বলে হাল ছেড়ে দেয়নি, লেগেছিল ফরেক্সের সাথে। আমি ইতিপূর্বে অনেক বার ব্যালেন্স জিরো করেছি তাই বলে হাল ছেড়ে দেয়নি এখনোও লেগে আছি। একজন নতুন ট্রেডার হিসেবে এই বড় ধরনের এমাউন্ট নিয়ে মোটেও রিস্ক নেওয়া উচিত হয়নি। প্রথমে জ্ঞান অর্জন করার দরকার ছিল।