PDA

View Full Version : সাপোর্ট এবং রেসিসটেন্স।



Biplob72
2016-10-08, 05:11 PM
আপনি যদি সাপোর্ট এবং রেসিসটেন্স বুঝতে পারেন তবে আপনি বুঝতে পারবেন ফরেক্স মার্কেট কিভাবে কাজ করে।এই পদ্ধতি আপনাকে সঠিক সময়ে ট্রেড খুলতে এবং ঠিক সময়ে ট্রেড থেকে আপনাকে বের হয়ে আসতে আপনাকে সাহায্য করবে।বিভিন্নভাবে সাপোর্ট এবং রেসিসটেন্স লেভেল বের করা যায়।যখন মার্কেট সাপোর্ট লেভেল একবার ব্রেক করে যায়, সাধারণত প্রাইস আরও কমে যায় এবং পরবর্তী রেসিসটেন্স লেভেল তখন সাপোর্ট হিসেবে কাজ করে।আবার যখন মার্কেট রেসিসটেন্স লেভেল একবার ব্রেক করে যায়, সাধারণত প্রাইস আরও বেড়ে যায় এবং পরবর্তী সাপোর্ট লেভেল তখন রেসিসটেন্স হিসেবে কাজ করে।তাই সাপোর্ট ব্রেক করলে সেল করা উচিত এবং রেসিসটেন্স ব্রেক করলে বাই করা উচিত।

mithunsarkar
2016-10-20, 01:11 PM
ফরেক্স মার্কেটে সাপোর্ট এবং রেজিস্ট্যান্ট সঠিক ভাবে বের করতে পারা একটি ভালো আর্ট। সঠিকভাবে সাপোর্ট এবং রেজিস্ট্যান্ট বের করতে পারলে আপনার এটি মার্কেট সম্পর্কে ধরনা আসবে । অর্থাত আপনি ট্রেড রান করার পর এস এল টিপি দেবার ক্ষেত্রে এটি অনেক ভুমিকা পালন করে তবে আপনি যদি সর্ট টাইমে মার্কেট করে লংটাইমে সাপের্টি রেজিস্ট্যান্ট দেখেন তাহলে অনেক ভুল করবেন।

MoinFX
2016-11-07, 06:02 PM
ফরেক্স মার্কেটে আমরা এনালাইসিস করি অনেক কিছু দেখে সাপোর্ট রেজিস্টেন্ট হল ট্রেড এন্ট্রিনেওয়ার আগে এনালাইসিস করার একটা কৌশল।তাই আমি মনে করি আমাদের কে ভাল বিডিও দেখে জানতে হবে।

shimul77ss
2016-11-16, 07:23 PM
আমি মার্কেটে নতুন তাই সাপোর্ট আর রিজস্ট্যান্স নিয়ে একটু ঝামেলায় পরি।যেমন আমি ৩০ মিনিটের টাইম ফ্রেম এ একরকম এনালাসিস করছি আমি যদি একই সময়ে ১ ঘন্টার টাইম্ফ্রেম দেখি তাহলে পুরো উলটো দেখি।এর সমাধান জানা থাকলে প্লিজ জানাবেন।

Md Masud
2017-05-25, 02:37 PM
মার্কেট সাপোর্ট লেভেল একবার ব্রেক করে যায়, সাধারণত প্রাইস আরও কমে যায় এবং পরবর্তী রেসিসটেন্স লেভেল তখন সাপোর্ট হিসেবে কাজ করে।আবার যখন মার্কেট রেসিসটেন্স লেভেল একবার ব্রেক করে যায় । আমি যদি একই সময়ে ১ ঘন্টার টাইম্ফ্রেম দেখি তাহলে পুরো উলটো দেখি । সাপোর্ট লেভেল তখন রেসিসটেন্স হিসেবে কাজ করে । তাই সাপোর্ট ব্রেক করলে সেল করা উচিত এবং রেসিসটেন্স ব্রেক করলে বাই করা উচিত ।