PDA

View Full Version : সাপোর্ট এবং রেসিসটেন্স নির্ধারণ।



Biplob72
2016-10-08, 05:15 PM
একটি বিষয় মনে রাখবেন যে সাপোর্ট এবং রেসিসটেন্স কখনও কোন নির্দিষ্ট সংখ্যা নয়। এটি এক ধরনের লেভেল বা এরিয়া।অনেক সময় চার্ট দেখে মনে হয় যে মার্কেট সাপোর্ট বা রেসিসটেন্স ব্রেক করেছে কিন্তু কিছুক্ষণ পর বোঝা যায় যে মার্কেট আসলে সাপোর্ট বা রেসিসটেন্স ব্রেক হয়নি, মার্কেট শুধুমাত্র টেস্ট করেছে।

md mehedi hasan
2016-11-02, 09:41 AM
ফরেক্স মার্কেটে সাপোর্ট ও রেজিসটেন্স লেভেল নির্ধারনের মাধ্যমে ট্রেড করা উচিত।একটি ট্রেড সফল ভাবে পরিচালোনার ক্ষেত্রে সাপোর্ট ও রেজিসটেন্স লেভেল নির্নয় করে ট্রেড করতে হবে।অনেক সময় দেখা যায় রেজিসটেন্স লেভেল ভেঙ্গেছে কিন্তু পরে বুঝা যায় যে লেভেল ভাঙ্গানি শুধু টেষ্ট করেছে।প্রাইস রেজিসটেন্স লেভেলকে যত টেষ্ট করবে লেভেল ততো শক্তিশালী হবে।

Mamun13
2017-10-25, 07:24 PM
ফরেক্স মার্কেটে আপনার ট্রেডিং চার্টে এই গুরুত্বপূর্ণ সাপোর্ট ও রেসিসট্যান্স লেভেল গুলো সঠিকভাবে দেখে বুঝে চিহ্নিত করার উপরই সফল ট্রেড করা ও নিয়মিত প্রফিট করা নির্ভর করবে৷হাইয়ার টাইমফ্রেম গুলো দেখে এই সাপোর্ট/রেসিসট্যান্স লেভেলগুলো মার্ক করা জরুরী৷এই সাপোর্ট লেভেলগুলোকে ডিমান্ড জোন বলা হয় যেখান থেকে ট্রেডারগণ সর্বদা Buy করে থাকেন এবং এই রেসিসট্যান্স লেভেলগুলোকে সাপ্লাই জোন বলা হয় যেখান থেকে ট্রেডারগণ সর্বদা Sell করে থাকেন৷টেকনিক্যাল এনালাইসিসের মূল বিষয়বস্তুই হলো এই সাপোর্ট/রেসিসট্যান্স লেভেলগুলো বুঝে ট্রেড করা৷