PDA

View Full Version : কি করে ডেমোতে ১০০ ডলার এর একাউন্ট খোলা যায়



Tazul Islam
2016-10-09, 12:36 PM
আমি যে কয়টা একাউন্ট খুলেছি সব গুলো অটোমেটিক ৫০০০ ডলার দেয়। আমি ১০০ ডলার এর ডেমো একাউন্ট কি করে খুলব। কেই জানলে একটু শেযার করেন্।

RUBEL MIAH
2016-12-13, 12:23 PM
আমরা যখন এ্যাকাউন্ট খুলব তখন আমরা যে ডলার ব্রোকারের কাছ থেকে আনার চিন্তা করব সেই ডলার ডিপোজিট স্থানে লিখব তাহলেই আমাদের সেই ডলার দিয়ে দিবে । অতএব এই সমস্যা কোন সমস্যার মধ্যেই পড়ে না । আপনারাও যখন এ্যাকাউন্ট করবেন তখন ডিপোজিট স্থানে গিয়ে ১০০ ডলার প্রয়োজন হলে সেই অংকটা উঠিয়ে ক্লিক করলেই হল ।

ONLINE IT
2016-12-13, 12:35 PM
আপনি আপনার মেটাট্রেড প্লার্টফর্ম ওপেন করুন। File এ ক্লিক করুন। File এ ক্লিক করার পরে যে মেনু ওপেন হবে সেখান হতে Open An Account এ ক্লিক করুন। ট্রেডিং সার্ভার হতে ইনেস্টাফরেক্স ডেমো সার্ভার সিলেক্ট করে Next এ ক্লিক করুন। এখন নিউ ডেমো এ্যাকাউন্ট সিলেক্ট করে Next এ ক্লিক করুন। এখন প্রয়োজনীয় তথ্য দিন এবং ডিপোজিট এর জায়গায় আপনার চাহিদা মত ডলার দিন। I Agree তে ক্লিক করে Next এ ক্লিক করুন। এখন Finished লেখায় ক্লিক করুন। তাহলেই আপনার ডেমো এ্যাকাউন্ট হয়ে যাবে আপনার মনের মত ডিপোজিট নিয়ে।

uzzal05
2017-06-22, 11:20 AM
ডেমোতে কম ডলার নিয়ে ট্রেড শুরু করা ভালো। প্রথমে অল্প ডলার দিয়ে প্র্যক্টিস করলে আপনি পরে এই অভ্যাস কাজে লাগবে। আর যদি শূরুতেই আপনি বেশি ব্যালেন্স নিয়ে শুরু করেন তাহলে আপনি লট সাইজ বাড়নার চিন্তা থাকবে।

Mamun13
2018-01-29, 07:15 PM
আপনি যখন একটি ডেমো একাউন্ট ওপেন করবেন তখন ডিপোজিটের অপশনে দেখবেন অনেকগুলো ব্যালেন্স ফিগার আছে বা এমাউন্ট দেওয়া আছে৷আপনি খুব সহজে ঐ খানেই সর্বনিম্ন ব্যালেন্স বা এমাউন্ট 100$/200$/300$...সিলেক্ট করে নিতে পারবেন৷খুবই কম পুঁজি বা ব্যালেন্স দিয়ে ডেমো ট্রেড করার অভ্যাস করা ভালো ও সঠিক৷

Grimm
2018-01-29, 09:56 PM
আপনি যদি ব্রোকারের ওয়েব সাইট থেকে ডেমো একাউন্ট খোলেন তাহলে আপনি ম্যানুয়ালি বিনিয়োগ এর ঘরে কোন কিছু বসাতে পারবেন না, সেখানে যা দেখা যাবে তাই হবে। কিন্তু আপনি যদি আপনার ট্রেডিং টার্মিনাল এর মাধ্যমে ডেমো একাউন্ট খোলেন তাহলে আপনি আপনার ইচ্ছামত টাকার অংক বসাতে পারবেন। আশা করি পরবর্তীতে এই নিয়ে আপনার কোন প্রকার সমস্যা হবে না।

samun
2021-10-26, 12:02 PM
ডেমো অ্যাকাউন্ট খোলার সময় বিভিন্ন ভেরিয়েন্ট এর অ্যামাউন্ট দেওয়া থাকে সেখানে যেকোনো একটি অ্যামাউন্ট ডিপোজিট আপনি ক্লিক করলে আপনার সেই পরিমাণ ডিপোজিট দিয়ে আপনি ডেমো অ্যাকাউন্ট এ ট্রেনিং শুরু করতে পারেন সেখানে আপনার কোনো লাভ বা লস নেই শুধুমাত্র আপনি ট্রেডিং এর মাধ্যমে নিজের দক্ষতা থাকে বৃদ্ধি করতে পারবেন