PDA

View Full Version : প্রাইস অ্যাকশান ট্রাডিং সিস্টেম কি?



RichMahfuz
2016-10-10, 10:27 PM
প্রাইস অ্যাকশান ট্রাডিং হচ্ছে এমন একটি পদ্ধতি যা প্রফেশনাল ফরেক্স ট্রাডাররা ব্যাবহার করে। বেশি ভাগ প্রফেশনাল ট্রাডার লজিকাল পদ্ধতি ব্যাবহার করে যা খুবই সহজ।
অন্য দিকে নতুন ফরেক্স ট্রাডাররা ঝুলে থাকে হলি গ্রাইল এর জন্য যা তাদের রাতারাতি বড়লোক বানায় দিবে।
প্রাইস অ্যাকশান ট্রাডিং খুবই লজিকাল এবং পরিস্কার নিয়ম কানুন ট্রেড প্যালেস করার জন্য।

RichMahfuz
2016-10-10, 10:28 PM
জন্য।অন্য দিকে ইন্ডিকেটর মানিয়ে নিতে পারেনা মার্কেট এর পরিবর্তন এর সময় গুলোকে। আর প্রাইস অ্যাকশান ট্রাডিং সিগন্যাল গঠন করে বর্তমান মার্কেটের পরিস্থিতির উপর।

RichMahfuz
2016-10-10, 10:30 PM
প্রাইস অ্যাকশান কি?
খুবই সহজ এবং সাধারণ। প্রাইস অ্যাকশান ট্রাডিং হল এমন একটি দক্ষতা যা প্রাইস পড়তে এবং ট্রেড করতে সাহায্য যে কোন চার্ট এ, যে কোন মার্কেটে, যে কোন টাইমফ্রেমে এবং কোন ইন্ডিকেটর ছাড়াই ।
খুবই মৌলিক শর্তাবলী যে প্রাইস অ্যাকশান প্রকাশ করে একটি উপায় যার মাধ্যমে ট্রাডাররা দেখতে পায় মার্কেটে বর্তমানে কি ঘটছে। নির্ধারিত কিছু পেয়ার কি করছে বিশেষ কিছু টাইমফ্রেমে।
উদাহরন সরুপঃএকটি ক্যান্ডলস্টিক বা বার আমাদের দেখাবে কত তুকু উপরে পেয়ার টি গিয়ে ছিল, কতটুকু নিচে পেয়ার গিয়েছিল এবং ওপেনিং ও ক্লসিং প্রাইস। বেশিভাগ প্লাটফর্ম এ আছে ক্যান্ডলস্টিক ও বার এর জন্য বিভিন্ন টাইমফ্রেম যা ১মিনিট থেকে ১মাস পর্যন্ত।

RichMahfuz
2016-10-10, 10:31 PM
অন্যভাবে যদি চিন্তা করি এর সম্বন্ধে, তবে প্রাইস অ্যাকশান হল যা ট্রাডাররা কি করতেছে এবং কিভাবে তারা ট্রেড করছে, তাই প্রকাশ করে থাকে চার্ট এর মাধ্যমে।আমরা কি দেখছি চার্টে এবং অন্যরা কি দেকছে তাদের চার্টে, এবং সবাই কি একি ধরণের চিন্তা করছে একি রকম উপকরণ ব্যবহারের এর মাধমে।

RichMahfuz
2016-10-10, 10:32 PM
নিচে ২টি চার্ট আছে পাশাপাশি, বাম পাশেরটি হচ্ছে পরিস্কার চার্ট যা শুধু প্রাইস বা প্রাইস অ্যাকশান শো করছে। এটি প্রাইস অ্যাকশান ট্রাডাররা ব্যাবহার করে থাকে তাদের ট্রাডিং এর জন্য। ডান পাশের চার্ট ইন্ডিকেটর দিয়ে ভর্তি, এই চার্ট সম্পূর্ণরুপে এলোমেলো এবং কনফিউসিং। প্রাইস অ্যাকশান এর জন্য আমাদের প্রয়োজন পরিস্কার চার্ট যা শুধু প্রাইস ছারা অন্য কিছু শো করবেনা,এমনকি কোন ইন্ডিকেটর ও না।
2425

RichMahfuz
2016-10-10, 10:33 PM
কিভাবে ট্রেডাররা প্রাইস অ্যাকশান ব্যাবহার করবে প্রফিট করার জন্য?
প্রাইস অ্যাকশান ট্রেডাররা প্রাইস অ্যাকশান চার্ট হতে সঠিক তথ্য গ্রহণ করা অর্জন করতে পারবে এবং তাদেরতার উপর নির্ভর করে ট্রেডিং সিদ্ধান্ত নিতে পারবে। প্রাইস অ্যাকশান ট্রেডারদের আছে key সিগন্যাল যা তারা লক্ষ্য করবে বর্তমান মার্কেটে ট্রেড করার জন্য।

RichMahfuz
2016-10-10, 10:34 PM
• পেয়ারটি কি ট্রেন্ডে আছে?
• পেয়ারটি কি রেঞ্জে আছে?
• প্রাইস কি কোন সাপোর্ট বা রেজিস্টান্স লেভেলের কাছে আসে?
• প্রাইসে এমন কোন key সিগন্যাল গঠন করছে যা ইঙ্গিত করছে মার্কেট কথায় যেতে পারে?

RichMahfuz
2016-10-10, 10:35 PM
প্রাইজ ডাটাঃ প্রাইস ডাটা ব্যাবহারের মাধ্যমে প্রাইস অ্যাকশান ট্রেডাররা কৌশল রপ্ত করে কিভাবে সাপ্লাই এবং ডিমান্ড তৈরি করতে হয় তাদের চার্টে, এছারাও তারা জানতে পারে প্রাইস কোন দিকে ব্রেক করবে নাকি রিভার্স করবে, এই তথ্য গুলো ব্যাবহারের মাধ্যমে ট্রেড লাভ করার সম্ভাবনা বেরে যায়।

RichMahfuz
2016-10-10, 10:36 PM
প্রাইজ অ্যাকশানঃ প্রাইস অ্যাকশান ট্রেডাররা ধারাবাহিক ভাবে পরিমাপ করতে পারে প্রাইসকে এবং যে কোন সিগন্যাল তারা ব্যাবহার করতে পারে ট্রেড করার জন্য বা ওপেন ট্রেড মেনেজ করার জন্য। প্রাইস অ্যাকশান ট্রেডার ব্যাবহার করে key কেন্ডলস্টিক প্যাটার্ন key এরিয়াতে তাদের চার্টে ট্রেড এন্টার করার জন্য। যেমন; প্রাইস অ্যাকশান সিগন্যাল হচ্ছে পিনবার।

RichMahfuz
2016-10-10, 10:37 PM
একটি পিনবারে যা থাকতে হবেঃ
• ওপেন এবং ক্লোজ আগের ক্যান্ডলের মধ্যে হতে হবে,
• ক্যান্ডলের লওয়ার শেড ৩গুন বড় হবে ক্যান্ডলের বডী থেকে,
• দীর্ঘ শেড থাকবে যা অন্যান্য বার গুলোকে ছারিয়ে যাবে।

RichMahfuz
2016-10-10, 10:38 PM
ট্রেন্ট ট্রেডিংঃ
ফরেক্স মার্কেটে সব সময় সঠিক ট্রেন্ড পাওয়া যায়না। গুরুত্বপূর্ণ সময় হচ্ছে আপনাকে খুজতে হবে যে মার্কেট কি রেঞ্জে নাকি পরিস্কার ট্রেন্ডে। প্রাইস অ্যাকশান ট্রেডারদের কাছে কোন বেপারনা মার্কেট রেঞ্জে নাকি ট্রেন্ডে, কারন তারা সেখানে ভালো কিছু ট্রেডের সুযোগ পেতে পারে। ট্রেন্ড খুজে বের করা প্রাইস অ্যাকশান খুবই সহজ এবং সাধারণ। যখন আমরা ট্রেড করবো ট্রেন্ডের সাথে তখন আমাদের দেখতে হবে ট্রেন্ডটি পরিস্কার কিনা।

RichMahfuz
2016-10-10, 10:38 PM
যদি পরিস্কার ট্রেন্ড না হয় তবে এটি শক্তিশালী ট্রেন্ড না হওয়ার সম্ভাবনা খুবই বেশি, তখন আমাদের প্রয়োজন অন্য ট্রেড দেখা বা সেখানে রেঞ্জ ট্রেড করা।যে কারনে পরিস্কার চার্ট খুবই গুরুত্বপূর্ণ কারন আমাদের বুঝতে হবে প্রাইস এখন কি করছে। এটি আসলে খুবই কঠিন যখন খুজবেন ট্রেন্ড।লক্ষ্য করুন নিচের চার্টটি, প্রাইসের ট্রেন্ড পরিস্কার ভাবে উপরের দিকে যাচ্ছে। এটি খুবই পরিস্কার ট্রেন্ড এবং এখানে শুধুমাত্র ট্রেড বাই ট্রেড করতে হবে ট্রেন্ডের সাথে।

MoinFX
2016-11-07, 05:56 PM
ফরেক্স মার্কেটে আমাদের কে প্রাইজ একশান দেখে ট্রেড করতে হয় কারন প্রাইজ একশান ছাড়া ট্রেড করলে লস হওয়ার সম্ভবনা থাকে। ফরেক্স মার্কেটে আমাদের কে এক্সপার্ট ট্রেডারদের থেকে ফনেক কিছু জানতে হবে।

SaifulRahman
2019-10-14, 03:59 PM
সবচেয়ে বেশি এনালাইসিস হয় প্রাইস একশনে। এখানে ট্রেন্ড লাইন, সাপোর্ট-রেসিস্টেন্স, পিভট পয়েন্ট লেভেল, একইভাবে বিভিন্ন চার্ট প্যাটার্ন যেমন W, M, H&S, Cup প্রভৃতি প্যাটার্ণ লেভেলগুলোতেও গুরুত্ব দিয়ে ট্রেড করে থাকেন। এসব মাধ্যমে ট্রেড করতে গেলে সাধারণত তিনটি বিষয় ফলো করে থাকেন ট্রেডারেরা। যেমনঃ
১) এসব লেভেলের টাচিং পয়েন্ট গুলোকে এন্ট্রি পয়েন্ট হিসেবে ধরতে পারেন।
২) এসব লেভেলের ব্রেকআউট পয়েন্টগুলোতে এন্ট্রি পয়েন্ট হিসেবে ধরে নিতে পারেন।
৩) এসব লেভেলের ব্রেকআউট হয়ে এরপর পুনঃ সেই লেভেলে রিটেস্ট হলে সেই রিটেস্ট পয়েন্টকে এন্ট্রি পয়েন্ট হিসেবে চিহ্নিত করতে পারেন।
প্রাইস একশনের সঙ্গে সাপোর্ট হিসেবে অনেকেই অনেক ইন্ডিকেটর এর সাহায্য নিতে পারেন, এটা আপনি নিজেই ঠিক করে নেবেন কোন ইন্ডিকেটর আপনার কোন সাপোর্টের জন্য আপনি ব্যবহার করবেন।অনেকেই আছেন, যারা ইন্ডিকেটর ছাড়া কোন কিছুই ফলো করেন না।