PDA

View Full Version : মেটাট্রেডার ৪ এবং ৫ এর মধ্যে মুল পার্থক্য



RichMahfuz
2016-10-12, 07:55 AM
MT4 ট্রেডারে ৯টি টাইম ফ্রেমে চার্ট দেখা যায়, যেখানে MT5 ভার্সনে ২১ টি টাইমফ্রেমে চার্ট দেখা যায়।
ফান্ডামেন্টাল এনালাইসিস এর জন্য MT4 প্ল্যাটফর্মে ক্যালেন্ডার থাকে না, কিন্তু MT5 প্ল্যাটফর্মে ডিফল্ট ক্যালেন্ডার ইন্ট্রিগেট করা আছে।
MT4 প্ল্যাটফর্মে ইন্ডিকেটর ৩০ এর মত, MT5 প্ল্যাটফর্মে আরো বেসি ৩৮+
MT4 প্ল্যাটফর্মে অর্ডার মেইক এর তুলনায় MT5 এ বেশি অর্ডার মেইক করা যায়, যারা অনেক বেশি ট্রেড অর্ডার নিয়ে কাজ করেন তাদের জন্য ভালো।
MT4 ট্রেডার এর চেয়ে MT5 ট্রেডারে Strategy Tester আরো উন্নত।
মেটাট্রেডার ৪ ভার্সনে সব ধরনের ট্রেডিং মেথডে ট্রেড করা যায় যেখানে MT5 প্ল্যাটফর্মে অনেক মেথড সাপোর্ট করে না। এছাড়া আর ও অনেক ধরনের পার্থক্য রয়েছে।

RichMahfuz
2016-10-12, 07:55 AM
বিগত কয়েক বছর ধরে মেটা ট্রেডার 5 এর আগমন ঘটেছে তাই আমি মনে করি এখানে ফরেক্স মার্কেটে ট্রেডারদের কাছে মেটা ট্রেডার 5 থেকে মেটা ট্রেডার 4 এর জনপ্রিযতা বেশি । মেটাট্রেডার ৪ এর সকল ব্যাবহার সহজলভ্য যাতে করে ট্রেডাররা খুব সহজেই এই টার্মিনাল ব্যাবহার করে মার্কেট এর ট্রেন্ড এর সাথে থেকে ভাল প্রফিট করতে পারে । তাছাড়া মেট্ট্রেডার ৪ অনেক পুরাতন ভার্সন যার কারনে এটি ব্যাবহার করা আরো অনেক সহজ । শুরু থেকেই সবাই মেটা টেড ৪ ব্যবহার করে আসছে। তাই প্রায় অধিকাংশ ট্রেডার মেটা টেড ৪ এ অভ্যস্ত হয়ে পড়েছে। আর এই কারণেই সুযোগ সুবিধা বেশি থাকার পরও মেটা টেড ৫ প্লাটফর্ম সবাই ব্যাবহার করছে না।মেটাট্রেডার-৪ এর চেয়ে মেটাট্রেডার-৫ বেশি এ্যাডভান্স

RichMahfuz
2016-10-12, 07:56 AM
কারন আপনি এখানে বেশ কিছু নতুন টুলস পাবেন যা আপনাকে আপনার টেকনিক্যাল এনালাইসিস এর জন্য সাহায্য করবে । কিন্তু আমরা যেহেতু দীর্ঘদিন থেকে মেটাট্রেডার-৪ ব্যাবহার করে আসছি তাই এটাই আমাদের কাছে অধিক সহজ মনে হয় এবং আমরা এখানে কাজ করেই অনেক বেশি স্বাচ্ছন্দ্য অনুভব করি । আর আপনি যেখানে কাজ করে সুবিধা মনে করবেন আপনার সেখানেই কাজ করা উচিৎ। আর এটা যেহেতু আমার পরিচিত প্ল্যাটফর্ম তাই সব কিছু সহজ লাগে এবং সবগুলো টুলস হাতের নাগালে

RichMahfuz
2016-10-12, 07:57 AM
আপনাদের যার যেটা ব্যাবহার করে সুবিধা মনে হইয় সেটাই করবেন । তাহলে আপনাদেরি সুবিধা হবে কাজ করার জন্য ।মেট্রাট্রেডার ৪ এবং মেটাট্রেডার ৫ হল ফরেক্স ব্যবসার জন্য ২ টি ট্রেডিং সফটওয়্যার। মেট্রাডার ৪ সফটওয়্যার টি আগে আসে এবং ৫ পরে আসে। ফরেক্স ব্যবসা তে মেট্রাট্রেডার ৪ সবচেয়ে বেশি ব্যবহৃত সফটওয়্যার। মেট্রাট্রেডার ৫ এ কিছু অতিরিক্ত টুলস সংযুক্ত থাকলে ও সবাই এখনো মেট্রাট্রেডার ৪ ই ব্যবহার করে। পাথর্ক্য শুধু কয়েকটিমাত্র বেশি সুবিধা তাছাড়া সব একই।

RichMahfuz
2016-10-12, 07:57 AM
হ্যাঁ অবশ্যই মেটা ট্রেডার ৫ এ মেটা ত্রেডার ৪ এর চেয়ে অনেক বেশি কিছু আছে ।আপনি এখানে অনেক কিছুই পাবেন যা মেটা ট্রডার ৪ এ নাই । তাই যত দ্রুত সম্ভব আমাদের এই প্লাট ফর্ম টি আয়ত্ত্ব করে আমাদের ব্যাহার করা উচিৎ । আপনি মেটা ট্রেডার ৫ এ অনেক ভালো চার্ট পাবেন যা আপনার টেকনিক্যাল এনালাইসিস এ অনেক সাহায্য করতে পারে । আপনি আগে ডেমোতে অনুশিলন করে নিতে পারেন ।

RichMahfuz
2016-10-12, 07:59 AM
মেটা ট্রেডার ফোর আর মেটা ট্রেডার ফাইভ দুইটাই ভালো আসলে যে যেটা ব্যবহার করে বেশ মজা পাই । আপনি হয়তো ফরেক্স এ পুরানু ইউজার আপনি মেটা ট্রেডার ফোর ব্যবহার করেন কারন আপনি অনেক দিন যাবত মেটা ট্রেডার ফোর ব্যবহার করছেন । আরেকজন মার্কেটে নতুন সে প্রথমেই মেটা ট্রেডার ফাইভ এ কাজ শুরু করেছে তার কাছে পুরাতুন ভারসন ভালো লাগবেনা । সে নতুন টাই ব্যবহার করবে । তাই আমি বলব আগে আপনি মেটা ট্রেডার ৪ ব্যবহার করেন এবং পরে অভিজ্ঞ হয়ে মেটা ট্রেডের ৫ ব্যবহার করেন।

RichMahfuz
2016-10-12, 08:01 AM
ফরেক্স মেটা ট্রেডারের কাজকে আরো ফাস্ট করতে আপনাদের দরকার হতে পারে, MT4 hot-keys গুলো। তা একবার দেখে নিতে পারেন। 2427

nbfx
2016-11-02, 02:29 PM
ভাই মেটাট্রেডার ৪ ব্যবহার করতে অভ্যস্থ হয়ে গেছি। অনেক সুযোগ-সুবিধা থাকার পরও না বুঝার কারনে আমার আয়ত্বের বাইরে রয়ে গেছে মেটাট্রেডার ৫। বাংলা ভাষায় এর ব্যবহার কোথাও থাকলে জানাবেন।

nisho5533
2016-11-11, 07:29 PM
ভাই আপনি অনেক সুন্দর একটা কথা বলেছেন এটা বলার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আমি ফরেক্স নতুন তাই আমি বুঝতে পারছি ফরেক্স কোন মেটা বুঝতে সুবিধা হবে আমি মনে করি ৪ মেটা ভাল হবে ব্যবহার করতে তাই আমি ৪ ব্যবহার করি আপনি ৪ টা ব্যবহার করে দেক্তে পারেন |

SaifulRahman
2019-10-14, 04:05 PM
9075
mt4 এর তুলনায় mt5 কে সবদিক দিয়ে বেশী মনে হলেও। ওভার অল mt4 বেস্ট। কারণ mt4 শুধু ফরেক্স নিয়েই কাজ করে। কিন্তু আমি উভয় প্লাটফর্ম ব্যবহার করি।

abilkis7
2019-11-17, 01:47 PM
মেটাট্রেডার-৪ এবং মেটাট্রেডার-৫ দুইটাই ভালো প্লাটফর্ম । আপনি হয়তো ফরেক্স যদি অনেক আগে থেকে করে থাকেন তাহলে অবশ্যই আপনি মেটাট্রেডার-৪ ব্যবহার করেন, কারন আপনি অনেক দিন যাবত মেটাট্রেডার-৪ ব্যবহার করছেন । আরেকজন মার্কেটে নতুন সে প্রথমেই মেটাট্রেডার-৫ এ কাজ শুরু করেছে তার কাছে পুরাতনটি ভালো লাগবেনা । তাই আমি বলব আগে আপনি মেটাট্রেডার-৪ ব্যবহার করেন এবং পরে অভিজ্ঞ হয়ে মেটাট্রেডের-৫ ব্যবহার করেন।