PDA

View Full Version : মেটাট্রেডার ৪ এর যত সুবিধা



RichMahfuz
2016-10-12, 08:04 AM
১। বন্ধুত্বপূর্ণ ইউজার ইন্টারফেস এবং একাধিক ভাষা সমর্থন সাপোর্ট ।

২। ট্রেডিং অপারেশনে 128 বিট এনকোডিং ব্যবহারে উচ্চ নিরাপত্তা।

৩। ভিবিন্ন ধরণের আর্থিক বাজারের স্টক নিয়ে ট্রেড করার যায় যেমন, Forex Future এবং CFD।

৪। হেল্প ফাংশন সরুপ ইউজার গাইড বিল্টইন দেওয়া আছে।

৫। অনলাইন আর্থিক বাজারের খবরা-খবর পাওয়া যায়।

৬। ভিবিন্ন টাইম ফ্রেমে একাধিক চার্ট এর সন্নিবেশনে ট্রেড নিয়ন্ত্রন করা যায়।

৭। টেকনিক্যাল এনালাইসিসের সম্পূর্ণ সেট রুপে টুল ইন্ডিকেটর পাওয়া যায়।

৮। ইন্ডিকেটর বা টুল কাস্টমাইজেশন বা MQL Programming এর মাধ্যমে নিজের পছন্দ মত অটো ট্রেড তৈরি করা যায়।

RichMahfuz
2016-10-12, 08:04 AM
Encoding হল অনলাইন ভিবিন্ন তথ্য কে বিশেষ পদ্ধতিতে আনরিডেবল করে রাখা, যা এক প্রকার নিরাপত্তা নিশ্চিত করে, যেমন MT4 প্লাটফর্মে আমারা যখন ট্রেড একাউন্ট এর বিশেষ ইনফরমেশন দেয় সেগুলো সিস্তেম এনকোড করে হ্যাকার থেকে নিরাপদ রাখে। বিষয়টি প্রোগ্রামারা ভালো অভিজ্ঞ ।

RichMahfuz
2016-10-12, 08:07 AM
MT4 এ প্রোগ্রামিং করার ইচ্ছে অনেকের আছে, আমার নিজের ও তাই । নতুন যারা শুরু করবেন তাদের জন্য ছোট একটি লিঙ্ক দিলাম কিভাবে শুরু করতে হবে শর্টকাটে। দেখে নিন উপকারে আসতেও পারে। Youtube এ সার্চ করে আপনি দেখতে পারেন ভিডিও টিঊটোরিয়াল...

nbfx
2016-11-02, 02:24 PM
মেটাট্রেডার ৪ এ এত সুবিধা আছে যার অধিকাংশ আমরা জানি না। সকল সুবিধা জানা থাকলে ট্রেড করা আরো সহজ হবে। কোথা থেকে জানতে পারব (বাংলা ভাষায়) জানালে উপকৃত হব।

Emdademoo
2016-11-02, 02:28 PM
মেটাট্রেড সম্পর্কে কেউ কি বিস্তারিত বলবেন।আমি জানতে চাই।

nisho5533
2016-11-11, 07:31 PM
ভাই আমি আপনার সাথে একমত ভাই আপনি অনেক সুন্দর একটা কথা বলেছেন এটা বলার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপনি বলেছেন বন্ধুত্বপূর্ণ ইউজার ইন্টারফেস এবং একাধিক ভাষা সমর্থন সাপোর্ট । ট্রেডিং অপারেশনে 128 বিট এনকোডিং ব্যবহারে উচ্চ নিরাপত্তা। ভিবিন্ন ধরণের আর্থিক বাজারের স্টক নিয়ে ট্রেড করার যায় যেমন, Forex Future এবং CFD। হেল্প ফাংশন সরুপ ইউজার গাইড বিল্টইন দেওয়া আছে। অনলাইন আর্থিক বাজারের খবরা-খবর পাওয়া যায়। ভিবিন্ন টাইম ফ্রেমে একাধিক চার্ট এর সন্নিবেশনে ট্রেড নিয়ন্ত্রন করা যায়,টেকনিক্যাল এনালাইসিসের সম্পূর্ণ সেট রুপে টুল ইন্ডিকেটর পাওয়া যায়।ইন্ডিকেটর বা টুল কাস্টমাইজেশন বা MQL Programming এর মাধ্যমে নিজের পছন্দ মত অটো ট্রেড তৈরি করা যায়।

shohanjacksion
2017-03-12, 06:16 PM
ঠিক বলেছেন ভাই।আমরা মেটাট্রেডার ব্যবহার করেও অনেক মেটাট্রেডার এর অনেক ব্যবহার জানিনা। মেটাট্রেডার খুবই ছোট্র একটা সফটওয়ার হলেও এর ব্যবহার ফরেক্স মার্কেটে অনেক পরিমান বেশি। যেমন, অনেকেই মেটাট্রেডার দিয়ে EA বা template তৈরী করতে পারেন না। এই সকল নতুন নতুন কিছু তথ্য বের করে আমি পরবর্তী সময় আপনদের জন্য পোষ্ট করার চেষ্টা করব।

shohanjacksion
2017-03-20, 04:22 PM
MT4 এ প্রোগ্রামিং করার ইচ্ছে অনেকের আছে, আমার নিজের ও তাই । নতুন যারা শুরু করবেন তাদের জন্য ছোট একটি লিঙ্ক দিলাম কিভাবে শুরু করতে হবে শর্টকাটে। দেখে নিন উপকারে আসতেও পারে। Youtube এ সার্চ করে আপনি দেখতে পারেন ভিডিও টিঊটোরিয়াল...
ভাই,পোগ্রামিং লিন্কটা যদি এটাচ করে দিতেন তবে আমাদের জন্য প্রোগ্রামিং পদ্ধতিটি একটু সহজ হতো। আমি অনেক চেষ্টা করে অবশেষে ব্যর্থতা নিয়ে বসে আসি। এই প্রোগ্রামিংটি শিখার জন্য আমার খুবই ইচ্ছে। অনেকবার অনেক উপায়ে চেষ্টা করেছি কিন্তু সঠিক কোন পদ্ধতি আমি পাইনি। সবচেয়ে সহজ কোন পদ্ধতি আপনার জানা থাকলে দয়াকরে এই ফোরামের মাধ্যমে আমাকে জানাবেন।

Momen
2017-07-22, 12:00 PM
হ্যা, মেটা ট্রেডার ৪ এর অনেক সুবিধা রয়েছে। যারা ব্যবহার করেন তারাই আসলে বুঝতে পারেন এর মজাটা কি। তবে এতোটুকু বলা যেতে পারে, এর মাধ্যমে মার্কেট ইনালাইসিস অনেক সহজ হয়ে গেছে। দরকারি অনেক গুললো টুলস এর মধ্যে অফিসিয়ালি দেওয়া আছে। সুতরাং, মেটা ট্রেডার ৪ ব্যবহার করে অনেক সাচ্ছন্ধবোধ করি।

abilkis7
2019-11-17, 05:45 PM
আমার কাছে মেটাট্রেডার-৪ অনেক ভাল লাগে, কারন এটা বহুদিন ধরে ব্যবহার করছি। এছাড়াও এর কিছু সুবিধা রয়েছে- এই প্লার্টফর্ম এ এ্যানালাইসিস করার জন্য অনেক কিছু সেট করে নেওয়া যায় এবং টুলর্স এর মধ্যে টার্মিনাল সাজানোর জন্য বেশ কিছু ইন্ডিকেটর দেওয়া আছে। এছাড়াও মার্কেট এ নতুন অনেক সফর্টওয়ার রয়েছে। সেগুলোও সহজেই টার্মিনালে ইন্সটল করা যায়।

MdRubelShaikh
2019-11-17, 11:52 PM
মেটাট্রেডার ৪ এর সুবিধাঃ
আমার কলিগ প্রথমে মেটাট্রেডার ৪ এর ডেমো অ্যাকাউন্ট খুলে দিয়েছিল।এই মেটাট্রেড ৪ এ প্রথমে এক লক্ষ ডলার দেয়।যা আমি কয়েক দিন ট্রেড করে ২২ হাজার ডলার আয় করেছি। মেটাট্রেড আমার কাছে অনেক সহজ মনে হয়েছে।

FREEDOM
2020-09-30, 12:27 PM
আমার কাছে মেটাট্রেডার-৪ অনেক ভাল লাগে, কারন এটা বহুদিন ধরে ব্যবহার করছি। এছাড়াও এর কিছু সুবিধা রয়েছে- এই প্লার্টফর্ম এ এ্যানালাইসিস করার জন্য অনেক কিছু সেট করে নেওয়া যায় এবং টুলর্স এর মধ্যে টার্মিনাল সাজানোর জন্য বেশ কিছু ইন্ডিকেটর দেওয়া আছে। এছাড়াও মার্কেট এ নতুন অনেক সফর্টওয়ার রয়েছে। সেগুলোও সহজেই টার্মিনালে ইন্সটল করা যায়।